নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আইন করে মুক্তিযুদ্ধকে অবমাননা থেকে রক্ষার দরকার হবে কি কোনদিন?

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

সংবাদে পড়লাম, প্রধান বিচারপতি নাকি আইন করে, "মুক্তিযুদ্ধের অবমাননা" ঠেকাতে চাচ্ছেন; এবং সেটার জন্য খসড়া করা হচ্ছে; আমি মনে করি যে, মুক্তিযুদ্ধ এত বেশী বড় যে, কোন অবমাননা এর কাছেও আসতে পারবে না, এবং মুক্তিযুদ্ধের প্রভাব, ফলাফল, সন্মান যে কোন আইনের থেকে অনেক বড়; বাংগালীর মনে মুক্তিযুদ্ধ নিজেই কিছু আইনের সৃস্টি করেছে!

মুক্তিযুদ্ধে পরাজিতরাও মুক্তিযুদ্ধের বিপক্ষে কিছু বলতে গিয়ে মানসিকভাবে কাঁপে; বাংগালীর মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা অস্ত্র ধরেছিল, তারা জানে যে, তারা অপরাধী; এবং বাংলার মানুষ তাদের গলার সুর শুনেই বুঝতে পারে।

নিজামী ও মুজাহিদ মন্ত্রী থাকাকালীন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক সবকিছু থেকে মোটামুটি দুরে থাকতো; কারণ, মানসিকভাবে তারা পরাজিত ছিলো, তারা জানতো তারা অপরাধী, তারা জাতির এই বড় অধ্যায়ের অংশ নয়।

স্বাধীনতা বিরোধীদের নতুন প্রজন্মও মুক্তিযুদ্ধ নিয়ে ভয়ানক বিষাক্ত কথা বলে, লিখে; কিন্তু তারা কখনো বিজয়ী হয়ে যেতে পারবে না; বাংগালীরা অতটুকু সহ্য করবে না।

আইন করে মুক্তিযুদ্ধের অবমাননা ঠেকেতে গেলে, মুক্তিযুদ্ধ মনে হয়, একটু খাট হয়ে যাবে; কিছুটা গুরুত্ব হারাবে। মুক্তিযুদ্ধকে যারা অবমাননা করে, মানুষ তাদের চিহ্নিত করে ফেলে; খালেদা জিয়া গত সপ্তাহে নিজের আসল রূপ আবারো প্রকাশ করেছে মানুষের সামনে; মানুষ এদের জানুক চিনুক।

মুক্তিযুদ্ধের যদি অবদান না থাকে, মুক্তিযুদ্ধ হারিয়ে যাবে, এতে কোন সন্দেহ নেই; ১৯৭১ সালে, দেশে শিক্ষিতদের হার খুবই কম ছিলো, তবুও সেই জেনারেশন মুক্তিযুদ্ধকেই জাতির সবচেয়ে গৌরবময় অধ্যায় হিসেবে বুকে স্হান দিয়েছেন; আজ জাতির ৪০% মানুষ উচ্চ-শিক্ষা পেয়েছে, তারা জাতির এই গৌরবোজ্বল ইতিহাসকে আরো সঠিকভাবে অনুধাবন করতে সমর্থ হবে।

বরং আইন করা দরকার, মুক্তিযুদ্ধের স্বপ্নের বাস্তবায়নে সবাই যেন সমানভাবে অংশ গ্রহনের সুযোগ পায়; তখনই মানুষ নিজকে তার অংশ হিসেবে ভাববে, তাকে হৃদয়ে পালন করবে।











মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

মুদ্‌দাকির বলেছেন: না হবে না। দূর্ভাগ্য আমাদের, মুক্তিযুদ্ধ সাধারণ মানুষের জন্য হালকা ব্যাপার হয়ে যাচ্ছে, আবার কারো কাছে ব্যাবসার মূলধন!!

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:

মুক্তিযুদ্ধের অবদানে যেন প্রতিটি মানুষ সিক্ত হয়, মানুষ যেন অনুভব করতে পারে যে, তাঁরা এই যুদ্ধের অংশ। মুক্তিযুদ্ধকে মানুষ হৃদয়ে ধরণ করছে।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

প্রামানিক বলেছেন: মুক্তিযুদ্ধকে বিতর্কের উর্দ্ধে রাখা দরকার।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:

মানুষ নিজেই অবমাননাকারীকে ঠেকাবে; আমার মনে হয়, আইন যদি করতে হয়, করতে হবে মুক্তিযু্দ্ধের অবদানে সবার সমান অংশ গ্রণের সুযোগের জন্য

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২১

যোগী বলেছেন:
এই কাজটা এখনই করা উচিৎ স্যার।
যেমনটা করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:

আমার মনে হয়, আওয়ামী লীগ যেভাবে আইনের সহায়তায় অনেক কইছু করছে, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের বোঝা টানতে হবে শেষে।

স্বাধীনতা বিরোধীরা শক্তিশালী হচ্ছে বটে; তবে, সেটা মুক্তিযুদ্ধকে ছুঁতে পারবে বলে মনে হয় না; তার আগেই মোড় নেবে।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫০

প্রবাসী ভাবুক বলেছেন: "বরং আইন করা দরকার, মুক্তিযুদ্ধের স্বপ্নের বাস্তবায়নে সবাই যেন সমানভাবে অংশ গ্রহনের সুযোগ পায়; তখনই মানুষ নিজকে তার অংশ হিসেবে ভাববে, তাকে হৃদয়ে পালন করবে।"

এটাই সবচেয়ে গুরুত্ব ও বাস্তবসম্মত যুক্তি৷ হওয়া উচিত ভেদাভেদ নয় দেশকে যারা ভালবাসে সবাই যেন সমানভাবে দেশ সেবার সুযোগ পায়৷

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


জাতকে কৌশলে অশিক্ষিত করে অনেকে মজা লুটছে।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

অভিমান ইগো এবং ভালোবাসা বলেছেন: ভাই আপনি আমাকে অনুরসরন করছেন। কেনো? আপনি কি কবিতা বিলাসী?

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, আমি কবিতা ভালোবাসি, পড়ি

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩

অভিমান ইগো এবং ভালোবাসা বলেছেন:

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১

লেখক বলেছেন:


হ্যাঁ, আমি কবিতা ভালোবাসি, পড়ি


বলেন কি?

টাসকি খাইলাম

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


আরো টাসকি খাবেন?
আমি ১০০০ (এক হাজার লাইন) কবিতা মুখস্হ রেখেছি; একাকী হাঁটার সময়, চলার সময় পড়ি।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

অভিমান ইগো এবং ভালোবাসা বলেছেন: একটা শোনান।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:

আমার কোন ভিডিও নেই; সুযোগ এলে পড়ে শোনাবো।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
আইন করার দরকার নেই।
দরকার জুতাপিটা, ঝাঁটার বারি, নিজে না পারলে সিটি কর্পরেশনের ঝাড়ুদারনিদের দিয়া ..।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:

খালেদা জিয়ার গ্রেনেডের বিচার করলেই এসব অনেক সমস্যা কমে যেতো।

গয়েস্বর সীমান ছাড়িয়ে গেছে, উহাকে চলে যাবার জন্য বলা দরকার।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪১

ঠ্যঠা মফিজ বলেছেন: হুম বিষয়টা বুঝতে হবে ।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযুদ্ধ নিজ মহিমায় আলোকিত থাকবে।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩২

আরণ্যক রাখাল বলেছেন: আইন করার দরকার নেই| ফলাফল উল্টা হবে| তবে এই গোষ্ঠি টিকতে পারনি| মিথ্যা পিছু হটতে বাধ্য

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:

মুক্তিযুদ্ধের পক্ষের ১ জনের সামনে রাজাকারের ১৪ গোস্ঠীও দাঁড়াতে পারবে না।

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪২

খোঁচা বাবা বলেছেন: নীলক্ষেত সার্টীফায়েড মুক্তিযোদ্ধা পাকী জারজ বেজন্মা ছাগু গাজী, তোর লাইগা কাঁঠালপাতা। প্রান ভইরা খা। ;) =p~



২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:


কমেন্ট ছোট করেন, কমেন্টের পেছনে সময় বেশী দেবেন না।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৪

তিমিরবিলাসী বলেছেন: আপনিও চাচা কেন কমেন্ট এর উত্তর দিচ্ছেন? এই কমেন্ট গুলো আপনি মুছে দেন।
দেখেন চাচা, এমন হলে আমরা যারা নতুন আছি তারা আপনার ব্লগে আসবোনা। ভাবব যে, আপনাকে নিয়ে যখন ঝামেলা তখন আপনার ব্লগে আসা নিরাপদ নয়।

আপনাকে তো সম্মান করি। এটা একটু ভাবেন।
অনেক খুশি হব যদি কমেন্ট মুছে আর উত্তর না দেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


ঠিক, উত্তর দেয়া ঠিক হবে না।

মুছা ঠিক হবে না, এটা ব্লগ

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


হুমায়ুন আজাদ একটা কথা কইছিলো, একজন রাজাকার চিরকালই রাজাকার, একজন মুক্তিযোদ্ধা চিরকালই মুক্তিযোদ্ধা না।

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: এই অাইন করা হলে মুক্তিযুদ্ধকে অবমাননা করার ধৃষ্টতা দেখাতে পারবেনা কেউ, অন্তত শাস্তির ভয়ে হলেও ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.