নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ক্যাডেট কলেজগুলোর সুনামে গদগদ আমাদের প্রেসিডেন্ট সাহেব

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

ক্যাডেট কলেজ দেশ ও জাতির জন্য 'চৌকস', মৌকস সব ধরণের মেধাবী লোকজন তৈরি করছেন, ইত্যাদি ইত্যাদি বলেছেন আমাদের প্রেসিডেন্ট সাহেব, সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের বিরাট অনুস্ঠানে; হয়তো ক্থাগুলো সঠিকও হতে পারে।

আজকে ব্লগে একটা পোস্ট এসেছিল, সেখানে দুই'জন ৮/৯ বছরের বাচ্ছা মুচির কাজ করছে; ব্লগার ২০ টাকা দিয়ে সেন্ডেল ঠিক করায়ে নিয়েছেন, তাদের ছবি দিয়েছেন ব্লগে; সাথে সাথে লিখেছেন যে, এদের কাঁধে স্কুলের ব্যাগ থাকার কথা।

প্রেসিডেন্ট এ ধরণের বাচ্ছাদের 'চৌকস', মৌকস মুচি বললেও ভালো হতো; কিন্তু সেটাও বলার চেস্টা করেননি কোনদিন।

ক্যাডেট কলেজগুলো পাকিস্তান সরকারের উপস্হিতি ছাড়া আর কিছু নয়; পাকিস্তান সরকার ক্যাডেট কলেজগুলো করেছিলো মুসলিম লীগ ও ব্যবসায়ীদের ছেলেদের সেনা বাহিনীতে স্হান করে দেয়ার জন্য। আজকের বাংলাদেশ মিলিাটরীর দেশ হওয়ার কথা নয়; এখানে ১৪ বছরের কিশার কিশোরীকে 'গৃহ চাকর' করার জন্য বিল আসছে সহসা, আবার সেই দেশে মাথাপিছু সরকার খরচ করছে আনুমানিক ১০/১২ লাখ টাকা ধনীদের ১৪ বছরের ছেলেদের পেছনে, ক্যাডেট কলেজে, যাদের বড় অংশ মিলিটারীতে গিয়ে আমাদেরকে 'ব্লাডি সিভিলিয়ান' ডাকবে একদিন।

আমাদের সম্পদ অনুসারে, আমাদের শিক্ষার হার অনুসারে, আমাদের বাজট অনুসারে এ ধরণের ক্যাডেট কলেজ থাকা কোনভাবেই লজিক্যাল নয়; আর যদি রাখতে হয়, এসব প্রতি কলেজে ৫০০০ থেকে বেশী ছাত্রকে পড়ানোর ব্যবস্হা করতে হবে, ও বাজেটের দিক থেকে অন্য কলেজগুলোর সাথে মিল থাকতে হবে। এসব অন্যায় বন্ধ হোক।


এই কথাগুলো, নাগরিকের জন্য সরকারী টাকা ব্যয় ও দায়িত্বের বৈষম্যের একটা উদাহরণ মাত্র।

মন্তব্য ৯৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৯৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

টোকাই রাজা বলেছেন: সময় উপযোগী লেখা ভাল লাগল, কিন্তু কে কার কথা শোনে ভাই।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


শুনবে, ক্যাডেট কলেজ আলাদাভাবে এত টাকা খরচ করার অধিকার রাখে না।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

গেম চেঞ্জার বলেছেন: বিলাসবহুলতা কমিয়ে প্রযুক্তি ও বুদ্ধিমত্তার উন্নয়নে নজর দেয়া বেশি জরূরী।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:

ইনি আজীবন রাজনীতি করেছেন, আজীবন এমপি হয়েছেন; একটা বিলও আনেননি; জাতির জন্য উনার কোন অবদান নেই।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: শ্রেণী বৈষ্যমের একটা মোটা দিক তুলে ধরেছেন।

মৌলিক অধীকারে সর্বাবস্থায় সাম্য কাম্য! ++

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:



এসব লোক আজীবন রাজনীতি করে, জাতির ক্ষতি করে যাচ্ছে।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

টোকাই রাজা বলেছেন: গেমচেঞ্জার ভাইয়ের মন্তব্যর সাথে সহমত।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:

এই বৈষম্য জাতির উপর চাপিয়ে দেয়া হয়েছে; যেখানে ৮/৯ বছরের বাচ্ছাকে মুচি হতে হচ্ছে, সেখানে এ কয়েকটা বাচ্চার জন্য জাতি এভাবে টাকা খরচ করতে পারে না

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯

কেউ নেই বলে নয় বলেছেন: নিজের মত তো সবাইকে ভাবস। তুই যে বেজন্মা এইটাই মনে করাইয়া দিতাছি। নীলক্ষেতের সার্টিফিকেট নিয়া তো সব ভুইলা গেছস পাকী জারজ কোনখানকার। =p~

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

চোখের কাঁটা বলেছেন: এত কিছু থাকতে হঠাৎ ক্যাডেট কলেজ নিয়ে পড়ছেন কেন ভাই! দেশে সব কিছুরই দরকার আছে সেইটা আপনি জানেন? এখানে যেমন চোরের দরকার, তেমনি দরকার ভাল মানুষেরও! খাদ্য এবং খাদক বোঝেন? খাদ্য বেশি হইলে সেটা খাদককে দিয়ে কমাতে হয়, নইলে বদ হজমে সব শেষ হয়ে যাবে!


এখানের মূল ব্যাপারটা হলো আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর না নেওয়াই ভাল! শিক্ষার হার বাড়বে ক্যামনে, তার আগেই তো প্যান প্যানানো শুরু কইরা দিছেন?

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:


আপনি গুনী মানুষ, শিক্ষার হার বাড়বে ক্যাডেট কলেজে সালমান রহমানের নাতির জন্য ১২ লাখ করচ করলে!

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

চোখের কাঁটা বলেছেন: যে যেমন তার পিছনে তেমন খরচ হয় জানেন না? হাতির খাবার আর পিপড়ার খাবার কি কখনো এক হয়?



আপনি একজনের রেফারেন্স টানছেন, কিন্তু এমন কখনো ভেবে দেখেছেন যে একটা ক্যাডেট কলেজ থেকে কত গুলো জাতীর ভবিষ্যৎ তৈরি হয়? সব দিক বিবেচনা না করে শুধু একটা বিষয় নিয়ে পড়ে থাকলে ঐ সারাজীবন পড়েই থাকতে হবে! সোজা হয়ে আর দাঁড়াতেও পারবেন না!

কিছু কিছু মানুষ আছে যারা ভালোর মধ্যেও দোষ খোঁজার চেষ্টা করে, আপনি যে সেই ককাতারের এক নম্বর ব্যক্তি সেটা আপনার পোস্ট দেখলেই বোঝা যায়!

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০০

চাঁদগাজী বলেছেন:


ক্যাডেট কলেজ থেকে জাতির দু:খ বেরিয়ে এসেছে সব সময়।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

কেউ নেই বলে নয় বলেছেন: গোলানের পুত, নিয়াজীর পুলকদাস গাজী ;)

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

চাঁদগাজী বলেছেন:


ভাবছিলাম কষাই ধরে নিয়ে গেছে, শান্তি; আমার আশায় গুড়েবালি!

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:

দোকান থেকে টমেটো নিয়ে আসি; আপনি চালিয়ে যান!

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: হাজিরা দিলাম ভাই পরে পড়বো একটু ব্যস্ত.......

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


ওকে

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২০

কবি এবং হিমু বলেছেন: লেখাটা পড়ার থেকে লেখাতে করা মন্তব্যগুলো থেকে বড় বিনোদন পেলাম :P ।ছোট বেলায় মনে হয় ভূল করে বইয়ে পড়েছিলাম ব্যবহারে নাকি বংশের পরিচয় মিলে।ভূল বললাম এ কারনে কারন আজ এটা প্রমানিত।না হলে একজন মানুষ কি করে খোলা একটা প্লাটফর্মে এতো খারাপ শব্দ ব্যবহার করতে পারে।তা হলে কি সনাতন ধর্ম মতে আমরা এখন কলি যুগে বসবাস করছি?????

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:


কলি যুগ আসতে মিলিয়ন বছর, মানুষ থাকবে না পৃথিবীতে ততদিন।

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২১

অভিমান ইগো এবং ভালোবাসা বলেছেন: সাদা হাতী নিয়ে কবিতা লিখতে চাইছিলাম কিন্তু আর লিখবোনা:(

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:


দু:খের বিষয়

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২১

চৌধুরী ইপ্তি বলেছেন: কমেন্ট করবো তো দূরের ব্যাপার। আমার বমি আসছে। সবগুলো কমেন্ট পড়তে পারলাম না। আমি আপসেট। :(

কেবল একটা কথাই বলব-

বিহেভিয়ার শোজ ইউর ফ্যামিলি স্ট্যাটাস

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৩

চাঁদগাজী বলেছেন:


করার কিছু নেই, দেশে কম মগজের প্রতিবন্দ্বীর সংখ্যা বাড়ছে

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২

কেউ নেই বলে নয় বলেছেন: কিরে? টমেট কি লাগাইতে না লাগাইতে গইলা গেলো? আলু লাগা, আলু। ;)

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনার মগজ তো আমার পোস্টে লেপ্টে গেলো!

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৮

তামান্না তাবাসসুম বলেছেন: আমি নিজে ক্যান্টনমেন্ট থাকায় আমার অনেক বন্ধু পরিবার সামরিক বাহিনীর। সেখান থেকে দেখা সেনা বাহিনীর স্কুল গুলোর বাচ্চা গুলার ক্লাস সিক্সে উঠার পর কি চাপই না সহ্য করতে হয় ক্যাডেট এ ভর্তির জন্য, ক্যাডেট কোচিং গুলাতে যে কি করাকড়ি বলে বুঝানো যাবে না। বিশেষ করে নিন্ম পর্যায়ের কর্মচারীদের
সন্তান কে ক্যডেটে পড়ানোর স্বপ্ন আরো বেশি। সিভিলরা খুব কমই চান্স পায়। ভর্তির বেলায় তিন বাহিনীরইল অগ্রাধিকার। আমি এখানে ভর্তির ইচ্ছুক দের কাছে শোনা কথা বল্লাম, ভিতরের বিষয় জানি না।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:


যেখানে আমাদের মানুষ শিক্ষার অভাবে মিডল ইস্টে উট চরাচ্ছে; সেখানে নতুন জেনারেশনের সবাইকে ব্যাচেলর অবধি ফ্রি পড়ানো দরকার; এ সব ক্যাডেট ম্যাডেট আমাদের টাকা নস্ট করছে; একজনের খরচে ২০০ জনকে ফ্রি পড়ানো সম্ভব।

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৫

কলাবাগান১ বলেছেন: শাহ আজিজ ভাইকে দেখি না অনেকদিন :-P উনি কি এখন অন্য নিকে লিখেন। কেউ জানলে জানায়েন

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৫

চাঁদগাজী বলেছেন:

চিন্তিত হবেন না, এদের সংখ্যা কমে আসবে।

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৯

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: @চাদঁগাজী<< চাদঁগাজী যেমন আপনার নিক তেমনি আপনার কাজ। আপনার লেখা পড়েই বোঝা যায় যে আপনি চান্দের দ্যাশের মানুষ, অন্ততঃ এই বাংলাদেশের না।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৯

চাঁদগাজী বলেছেন:


চাঁদগাজী ফেনীর দক্ষিণে একটা গ্রাম, সেখানে 'জেড-ফোর্সের' সর্বশেষ ডিফেন্স ছিল ১৯৭১ সালে; সেই গ্রামের সন্মানার্থে এই নিক।

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৩

শ্রাবণধারা বলেছেন: চাঁদগাজী ভাই, ক্যাডেট কলেজে কিন্তু খুব সাধারণ মানুষের ছেলেমেয়েরাই পড়ে, এবং কোনভাবেই সালমান এফ রহমানের নাতিরা পড়ে না । আর, আমি যতদুর জানি ক্যাডেট কলেজের বাজেটের সিংহভাগ আর্মির বাজেট থেকে আসে।

তবে আপনার পোস্টের সারমর্মের সাথে একমত, আমাদের মাস এজুকেশনের জন্য খরচ করতে হবে অনেক । খরচের আগে ভাবতে হবে অনেক এবং ভাল প্লান করতে হবে, যাতে গরীব রিকশা চালকের ছেলে মেয়েকেও শিক্ষার সুযোগ দেওয়া যায় ।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৭

চাঁদগাজী বলেছেন:


আর্মির বাজেটা জাতির টাকা।

আমাদের দরকার সবাইকে পড়ানো; আর কতদিন মানুষ পরিবার ফেলে আরবের মরুতে উট চরাবে, আন্দামানে ডুববে, থাইল্যান্ডে মরবে?

১৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৩

রাফা বলেছেন: প্রথমে " কেউ নেই বলে" নিকটা ব্লক করে আপনি রিপোর্ট করেন ব্লগ কতৃপক্ষের কাছে।

তারপরে "চাদগাঁজী "-আপনি আবারো ভুল কথা বলছেন-আমাদের দেশে যে কয়জন ভালো রাজনীতিবিদ আছেন আঃ হামিদ বর্তমানে বাংলাদেশের প্রসিডেন্ট ঠিক তেমনি একজন রাজনীতিবিদ।একটা দেশে সব রকমের পড়া লেখার প্রয়োজন আছে।আপনি নিশ্চই বলবেননা একটা দেশের সব মানুষ শুধু ডাক্তার বা ইন্জিনিয়ার হবে।সব পেশার লোক প্রয়োজন একটা দেশের জন্য।কাজেই ক্যাডেট কলেজের দরকারও অবশ্যই আছে।আপনার আক্ষেপ থাকতেই পারে একটা শ্রনীর উপর।কিন্তু সেটার জন্য ঢালাওভাবে কিছু বলে ফেলা ঠিক নয়।এই সুযোগটাই গ্রহণ করে দেশবিরোধী শক্তি।এখানেই আমি দেখতেছি আপনাকে কিছু ছাগলও সাপোর্ট করতেছে।এবং সেটা আপনি খুব খুশি মনেই গ্রহণ করছেন।যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।মনে রাখবেন ভুল মানুষের প্রশংসা শুধুই স্বার্থের জন্য।


আশা করি আমার কমেন্টের অর্থটা আপনি বুঝতে পেরেছেন।আপনাকে ১জন মুক্তিযোদ্ধা হিসেবেই জানি -কাজেই সেই সন্মান রেখে পোষ্ট ও কমেন্ট করুন দয়া করে।এমন কিছু পোষ্ট করা ঠিক নয় যার সুযোগ নিতে পারে বরাহ শাবকরা।

ধন্যবাদ ,চাদগাঁজী।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:


রিপোর্ট করা লাগেনি।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমি যা ভাবি, সেটার উপর থাকতে চাই; সব ধরণের পড়া লেখা অবশ্যই দরকার; এবং সবাই যেন পড়ার সুযোগ পায়, বা প্রতিযোগীতার সুযোগ পায়।

১ জনের জন্য সরকার ১০/১২ লাখ টাকা করচ করবে, আরেকজনের (গৃহ ভ্বত্য) জন্য এক পয়সাও না, এটা নাগরিক অধিকারকে অশ্বীকার করা।

ব্লগের অনেকের মনোভাব আমার কাছে জানা; কিন্তু এটা পাবলিক ডোমেইন।

১৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৬

কেউ নেই বলে নয় বলেছেন: নিজামীর বীর্য্যের বেজন্মা গাজী জ্ঞান দিতেছে =p~

২০| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৩

রাফা বলেছেন: ভুল কথা কেনো বলেন/একজন বিজ্ঞানি আর একজন কেরানি হওয়ার জন্য নিশ্চই সম পরিমান লেখাপড়ার প্রয়োজন হয়না।ব্যায়টাও সেভাবেই হব.। সাধারণ শিক্ষায় আরো বেশি বিনিয়োগ প্রয়োজন সেটা আমরা সবাই জানি।

বর্তমানে মাদ্রসা শিক্ষাকে একটা ভালো পর্যায়ে নিয়ে আসা অনেক বেশি গুরুত্বপুর্ন।সেটা নিয়ে বরং লিখুন।সরকারি টাকায় দেশে যাতে জঙ্গী তৈরি না হয়।

ধন্যবাদ,চাদগাঁজী।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০২

চাঁদগাজী বলেছেন:

দরিদ্রদের ছেলেরা কোথায় থাকতো, কোথায় পড়ে, সেটার খবর সরকার না রাখায়, কয়েক লাখ ছেলেমেয়ে মাদ্রাসায় যেতে হয়েছে, এখনও যাচ্ছে।

মাদ্রাসার মালিকানা সরকারের বুঝে নেয়া দরকার; একটা নিদ্দিস্ট লেভেল শেষ করার পর, মাদ্রাসার সবাইকে ৪ বছরের ব্যাচেলরে নেয়ার প্রোগ্রাম নাহিদ সাহেবের নেয়া উচিত; দেশের কোন নাগরিকের শিক্ষা ব সরকার ব্যতিত কারো হাতে যেতে পারার কথা নয়; এটা বিরাট পদক্ষেপ, সরকারকে নিতে হবে। মাদ্রাসার মালিকানা সরকার ব্যতিত কারো হাতে থাকা উচিত নয়।

২১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৮

প্রবাসী ভাবুক বলেছেন: ব্যবহারে বংশের পরিচয়৷ 'কেউ নেই বলে নয়' এর বংশই আছে কিনা সন্দেহ তো তার পরিচয় তো পরের ব্যাপার৷ একজন মানুষ কতটা নিকৃষ্ট হলে পাবলিক প্লেসে এমন মন্তব্য করতে পারে৷

শিক্ষা মানুষের মৌলিক অধিকার! দেখতে হবে কোন মৌলিক অধিকার থেকেই যেন একজন নাগরিক বঞ্চিত না হয়৷ সবার মৌলিক অধিকার পূরণের পর সম্ভব হলে কেউ বিলাসী লেখাপড়া এমনকী বিলাসী জীবন যাপন করতে বাঁধা নেই৷

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৫

চাঁদগাজী বলেছেন:

কেহ চাইলে, তাদের ছেলেমেয়েকে যেকোন স্কুলে পড়াতে পারে; কিন্তু সরকারকে সবার জন্য সমান ব্যয় করতে হবে; জাতির একাংশ কিছুতেই তাদের ছেলেমেয়ে পড়াতে পারছে না; সেখানে সরকারকে দা্যিত্ব নিতে হবে।

২২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৫

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন:
@রাফাঃ আমারও সেরকমই কথা। তাহলে চাঁদগাজী ভাইয়ের কথা মেনে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধাবৃত্তি তুলে নেয়া হোক। কারন সেটাও তো এক প্রকার বৈষম্য সৃষ্টি করছে। আমাদের দেশে চৌকষ/মেধাবীদের দরকার নেই। কোনরকম স্বাক্ষরটা করতে পারলেই হবে। আমাদের দরকার সংখ্যার পাহাড় (রেফঃ ২৯ নম্বর মন্তব্যের উত্তর)

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১২

চাঁদগাজী বলেছেন:

সবাইকে ফ্রি পড়তে দেয়া হোক, যে যত বেশী ভালো করবে, সেই অনুসারে তাকে তার সাবজেক্ট পড়তে দেয়া হোক।

২৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৭

দেবজ্যোতিকাজল বলেছেন: সরকারি স্কুলে যেসব পাঠ্য পুস্তক তৈরি হয় তা শিক্ষাবিদদের সাহায্যে । কিন্তু বেসরকারি স্কুলগুলো বাণিজিক ভাবে তারা পাঠ্য পুস্তক সেলেকশন করে । গোলটা সেখানেই । কঠিণ বই পড়ালে বাচ্চারা মেধাবি হবে এই কথাটা যেমন ভুল তেমনি আবার কঠিণ বই পড়তে পারবেনা বাচ্চারা এই কথাটিও ভুল । আসল কথা সরকারি স্কুলে আগের মত লেখাপড়া হয়না । বেসরকারি স্কুলগুলো সেই সুযোগ নিয়ে তারা বাড়তি সুযোগ দিয়ে ছাত্র টানছেন ।
বর্তমান সমাজকে ধরতে গেলে ভাল স্কুলেই ছেলে মেয়েকে পড়াতে হবে । যদি টাকা থাকে । একটা কথা মনে রাখবা তুমি ছোটবেলায় ইটে বসে চুল কেটেছ বলে তোমার ছেলেও ইটে বসে চুল কাটবে এমনটা ভাববেনা । সব সময় চিন্তাভাবনাকে অপডেট করবে ।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৪

চাঁদগাজী বলেছেন:


আপডেট করছি।

২৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৯

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন:
@শ্রাবণধারা(৩২): সহমত। আপনার প্রথম এবং শেষ বাক্যের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে ক্যাডেট কলেজে একজন ধনী তার সন্তানকে কেন পড়াবে? তার বা তার সন্তানের কি লাভ? আবার সেই ধনী কেমন ধরনের ধনী? ব্যবসা করে ধনী? নাকি দূর্নীতিগ্রস্ত ধনী সরকারী আমলা?

//ধনী লোকের তো খেয়ে দেয়ে আর কোন কাজ নেই যে তার সন্তান ক্যাডেট কলেজে পড়তে দেবে। তাদের সন্তান তো পেট থেকে পড়েই দেখে ইউরোপ/আমেরিকার কোন শিক্ষা প্রতিষ্ঠান। কোনক্রমে যারা বাংলাদেশের থাকে তারাও এ/ও লেভেল দিয়ে এক সময় বাংলাদেশের সীমানা পগার পার। তারপর বিদেশ থেকে এসে বাপ-দাদার ব্যাবসা প্রতিষ্ঠান সামলায়//

ক্যাডেট কলেজে টিউশন ফি নির্ধারিত হয় বাবা মায়ের উপার্জনের উপর নির্ভর করে। যার যেরকম আয় তার সেরকম ব্যয়।
যেমনঃ
/সরকারী আমলা আর বেসরকারী আমলার সন্তানদের টিউশন ফিতে পার্থক্য থাকবে
/আবার দুজন একই পজিশনে একই বেতনভূক কিন্তু তাদের দেয়া টিউশন ফিতে পার্থক্য থাকতে পারে যদি একজনের পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় (তুলনামূলক কম টিউশন ফি) এবং যার সদস্য সংখ্যা কম (তুলনামূলক কম টিউশন ফি)
/আবার বেতন স্কেল বাড়লে/ইনক্রিমেন্ট হলে, আনুপাতিক হারে টিউশন ফি বেড়ে যায়

বাস্তবতাঃ
ক্যাডেট কলেজে পড়ে এমন একজনকে জানতাম সে ছিল পিতৃহীন। তাকে কোন টিউশন ফিই দিতে হতো না।
আরেক জন ক্যাডেটকে জানতাম সে ছিল মাদ্রাসায় পড়া ছাত্র।

অন্ততঃ ক্যাডেট কলেজের টিউশন ফি আমার কাছে বৈষম্যমূলক মনে হয় না। বরং বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেই টিউশন ফি এভাবেই নির্ধারন করা উচিত।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৮

চাঁদগাজী বলেছেন:

টিউশন ফি সব যায়গায় পরিবারের আয়ের উপর হওয়া উচি্ত।

যেখানে পরিবারকে টিউশন ফি দিতে হয় না, সেখানে নিশ্চয় সরকার বেশী বিনিয়োগ করে।

পরিবারের আয়ের উপর নির্ভর করে ৬০% ছাত্রকে ফ্রি পড়ানোর মত সম্পদ আমাদের আছে।

২৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪০

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন:
আমার মন্তব্য ৩৯. এ ভুল সংশোধনঃ /আবার দুজন একই পজিশনে একই বেতনভূক কিন্তু তাদের দেয়া টিউশন ফিতে পার্থক্য থাকতে পারে যদি একজনের পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় (তুলনামূলক কম টিউশন ফি) এবং যার সদস্য সংখ্যা কম (তুলনামূলক বেশি টিউশন ফি)

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৯

চাঁদগাজী বলেছেন:


পরিবারের আয়ের ১০% থেকে ১৫% ফি হওয়ার দরকার।

২৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫০

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন:
@চাঁদগাজীঃ /চাঁদগাজী ফেনীর দক্ষিণে একটা গ্রাম, সেখানে 'জেড-ফোর্সের' সর্বশেষ ডিফেন্স ছিল ১৯৭১ সালে/

এই তথ্যের জন্য আপনাকে ধন্যবাদ।

২৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৭

ঘূণে পোকা বলেছেন: বাংলাদেশ যে এদের মত কিছু আবাল শ্রেনীর(চাদগাজী) লোকে ভরে যাচ্ছে ভাবতেই কষ্ট হচ্ছে :( :(

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১১

চাঁদগাজী বলেছেন:

আরামে আছেন, স্বাধীনতা শুধু আপনার পরিবারের জন্য।

২৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৩

ঘূণে পোকা বলেছেন: আহা কি বলে দাদায় !!!!! স্বাধীনতা মানে কি যা মনে আসবে তাই বলবেন এইটাই বুঝেন , বিচিত্র লোক আপনি :( :(

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৪

চাঁদগাজী বলেছেন:


আপনারা মনের দিক থেকে সভ্যতার ক্রীতদাস

২৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন:
আপনার মাথয় সামান্য গন্ডগোল হয়ে গেছে; আপনার মাকে তো আমি মা ডাকি!


কমেন্টটির জন্য সেল্যুট

৩০| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর যদি রাখতে হয়, এসব প্রতি কলেজে ৫০০০ থেকে বেশী ছাত্রকে পড়ানোর ব্যবস্হা করতে হবে, ও বাজেটের দিক থেকে অন্য কলেজগুলোর সাথে মিল থাকতে হবে। এসব অন্যায় বন্ধ হোক।

ভাবনার খোরাক আছে................

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২২

চাঁদগাজী বলেছেন:

পড়ালেখায় ৪৪ বছরের অন্যায় পাহাড় সমান হয়েছে; কেহ সরকারী টাকায় পড়ে সরকারের মাথায় বসছে, আর কেহ সরকারকে পয়সা দিয়ে সৌদীতে দাস হচ্ছে।

৩১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথমেই আপনাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই, একজন ব্লগারের অশ্লীল আক্রমনের বিরুদ্ধে আপনি ধৈর্যশীল থেকে প্রতিউত্তর দিয়েছেন।

আপনার অনেক পোস্ট আছে যা হয়ত কিছুটা বিতর্ক সৃষ্টি করে, বির্তক করার জন্যই ব্লগ। এখানে যৌক্তিক আলোচনা হবে, তীর্যক সমালোচনা হবে, প্রয়োজনে তিক্ত কথার আদান প্রদান হবে, তবে সব কিছুর একটি নির্দিষ্ট সীমা থাকা প্রয়োজন।

স্বস্তা অশ্লীল গালাগালি কোনভাবেই সমর্থনযোগ্য নয়। যে কোন সঠিক আদর্শ, অতিরিক্ত কট্টর আদর্শবাদীদের দ্বারা নষ্ট হয়। সঠিক আদর্শের নামে অশ্লীল গালাগালি গ্রহনযোগ্য নয়। যারা এই বাস্তবতা মানতে পারবেন না, তারা কমিউনিটিতে কথা বলার সুযোগ রাখেন না।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


দেখছি, আপনি অনেক কিছু বদলাতে বাধ্য হয়েছেন, ধন্যবাদ।

পোস্টগুলোকে আরেকটু ভালো করার চেস্টা করবো।

৩২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পাশাপাশি, আপনার প্রতিও অনুরোধ রইল সহব্লগারদের সাথে যথা সম্ভব পারষ্পরিক সৌহাদ্য বজায় রেখে মতামত প্রকাশ করার জন্য এবং ক্ষেত্র বিশেষ পোস্টের ভাষা সংযত করার জন্য।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:

আমি চেস্টা করবো।

৩৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার পোস্টের গভীরে আলোচনা করার মত জ্ঞান আমার নেই।

তাও ছোট করে বলি, চীন সরকার নাকি একবার ১২ বছর পর্যন্ত তাদের দেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছিলো। চীন সরকারের বক্তব্য ছিল, এত ছেলেমেয়ে পাস করে চাকরী কোথায় করবে? কে চাকরী দিবে? চীনে চাকরী দেয়ার মত তো এত প্রতিষ্ঠান নেই?

এই সময়টায় চীন ছাত্রছাত্রীদের আধুনিক প্রশিক্ষন দিয়েছিল নানা ধরনের ট্রেড কোর্সে। স্বল্প মেয়াদী ট্রেড কোর্স শিখে চীনের ছেলেমেয়েরা স্বাবলম্বী হয়ে গেলো। প্রতিটি বাড়ি গড়ে উঠল একটা করে ছোট ছোট কারখানায়। পরিবারের সবাই সেখানে কাজ করে। এই ব্যবস্থায় আলাদা কোন পুঁজি দরকার নেই বৃহৎ কারখানার জন্য। খরচ কমে গেলো অনেক। ফলে চীন আজকে বিশ্বে বানিজ্যের এক পরাশক্তি। এমন কোন জিনিস নাই যা চীনে প্রস্তুত করা যায় না। স্বস্তায় ভালো জিনিস তারা ছাড়া পৃথিবীতে উৎপাদন করতে পারার মত সক্ষতা অন্য জাতির নেই। তাদেরকে আপনি উপযুক্ত মুল্য দিলে তারা এমন জিনিস বানিয়ে দেবে যার গ্যারান্টি আপনি চাইলে ১০০ বছরও দিতে পারবেন।

অপর দিকে, আমাদের দেশে প্রতি কয়েকদিন পরপর গড়ে উঠছে হচ্ছে একটা করে বিশ্ববিদ্যালয়, প্রতি বছর গড়ে পাস করে বেকার হচ্ছে কয়েক হাজার ছাত্রছাত্রী। ছেলেপেলেরা পড়ে আছে সেই পুরানো ডাক্তার বা ইঞ্জিনিয়ারের ধ্যান ধারনায় আর চাকরী বাকরীতে। চাকরী এই দেশে সোনার হরিন। কোম্পানীরাও এটা বুঝে, ফলে এই দেশে উচ্চ শিক্ষিত ছেলেমেয়েরা তাদের প্রত্যাশা অনুযায়ী বেতন পান না, চাকরী পান না আর চাকরী নামে সহ্য করতে হয় মালিক বা উচ্চপদস্থদের নানাবিধ পরীক্ষা, অপেশাদার আচরন। বাংলাদেশে চীনের মত একটা পদক্ষেপ নেয়া সত্যি ভীষন দরকার। মানুষকে বুঝাতে হবে, চাকরী করে দেশের উন্নতি হয় না, আমাদের উদ্যোক্তা প্রয়োজন। আমাদের জাতির জন্য দরকার কর্মমুখী শিক্ষা। আরো দরকার সরকারের একটু আন্তরিকতা, বুদ্ধির প্রয়োগ এবং সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:


বিপ্লবের পর, চীনকে বাস্তবমুখী অনেক পদখ্ষেপ নি্তে হয়েছিল; আপনি যেটার কথা বলেছেন, এরকম অনেক কিছু করেছিল শিল্পে, স্বাস্হে ও প্রশাসনে দক্ষ মানুষ গড়ার জন্য।

আমাদের মানষের হাতে সামান্য টাকা জমেছে, সরকার তাদের তাঁদের সুযোগ দিলে, মানুষ সেই পুঁজি খাটায়ে, নিজে ও পরিবারের লোকজন নিজে কাজ করে, দেশের বাজারের জন্য অনেক কিছু উৎপাদন করতে পারবে।

দেখা যাক, আমরা বাংলাদেশীরা কি করতে পারি।

৩৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

ভীমরুলের হুল বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথমেই আপনাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই, একজন ব্লগারের অশ্লীল আক্রমনের বিরুদ্ধে আপনি ধৈর্যশীল থেকে প্রতিউত্তর দিয়েছেন।

আপনার অনেক পোস্ট আছে যা হয়ত কিছুটা বিতর্ক সৃষ্টি করে, বির্তক করার জন্যই ব্লগ। এখানে যৌক্তিক আলোচনা হবে, তীর্যক সমালোচনা হবে, প্রয়োজনে তিক্ত কথার আদান প্রদান হবে, তবে সব কিছুর একটি নির্দিষ্ট সীমা থাকা প্রয়োজন।

স্বস্তা অশ্লীল গালাগালি কোনভাবেই সমর্থনযোগ্য নয়। যে কোন সঠিক আদর্শ, অতিরিক্ত কট্টর আদর্শবাদীদের দ্বারা নষ্ট হয়। সঠিক আদর্শের নামে অশ্লীল গালাগালি গ্রহনযোগ্য নয়। যারা এই বাস্তবতা মানতে পারবেন না, তারা কমিউনিটিতে কথা বলার সুযোগ রাখেন না।
৩২. ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৭ ০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পাশাপাশি, আপনার প্রতিও অনুরোধ রইল সহব্লগারদের সাথে যথা সম্ভব পারষ্পরিক সৌহাদ্য বজায় রেখে মতামত প্রকাশ করার জন্য এবং ক্ষেত্র বিশেষ পোস্টের ভাষা সংযত করার জন্য

+++++++++্

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:


কাল্পনিক_ভালোবাসা সঠিক পদক্ষেপ নিয়েছেন, এবং প্রয়োজনীয় কথা বলেছে।

৩৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

গাজীর বাপ ২ বলেছেন: একটা বাল যখন দিনের পর দিন একই অসংলগ্ন ভঙ্গীতে আক্রমন করতে থাকে, এড়াইয়া গেলেও খোচা দেয়, তখন এর মত এইসব শুয়োরের সাথে এমনই করা লাগে। আর কমিউনিটির জ্ঞান দিলেন তো, কমিউনিটি কেমনে চলতেছে ভালোই জানি। যেইখানে এইরকম বিকৃত মস্তিস্ক শুয়োর আছে, ওইখানে বিকৃতিই উত্তম পন্থা। আমি বিশ্বাস করি এর মাঝামাঝি কিছু নাই যতক্ষন না সব পারফেক্ট হয়। আর একটা ভালো কমেন্ট করতে ৫ মিনিট লাগে, আইডি খুলে গালি কপি পেস্ট করতে ২ মিনিট। ৭ দিন সুস্থ্য ব্লগিং না করে যেই পথে আছি সেই পথে গেলে জাস্ট একজনের কারনেই পুরা ব্লগের স্বাভাবিক ব্লগিং এক অলীক স্বপ্ন হইয়া থাকবে। কারন, আমরা যারা রেগুলার ব্লগিং করি তারা জানি মডারেশন কখন থাকে আর কখন থাকে না। আর নতুন একজন ব্লগার এমন দু চারটা বাংলাভাষার সবচেয়ে জঘন্যতম গাই শুনলেই ব্লগ সম্পর্কে কি ধারনা নিয়া যাবে। যদিও এইসব ব্লগে নতুন কিছু না। আর আপনারাও ভেবে দেখেন এই ধরনের কয়জনের বিকৃত মস্তিস্ক যাদের এড়াইতে চাইলেও পিছে লাগে, তাদের জন্য ইজিলি আইডি ক্রিয়েট করার, প্রথমেই কমেন্ট করার সুযগ সহ নানা কিছু বাদ দিবেন নাকি। আইপি ব্লক কিংবা সকল আইডি স্থগিতের হুমকী দিয়েন না, ওইসব গায়ে লাগে না। এমনিতেও আইডি কিছুদিন পর পর নাই কইরা দেই। আমি মনে করি, এইসব শুয়োরদের গুতা সহ্য করার চেয়ে অসুস্থ্য পথে যাওয়া মানসিক স্ব্যাস্থ্যের জন্য ভালো।

এই কমেন্ট না লিখলে ৩-৪ টা আইডি ক্রিয়েট হয়ে যাইতো। ভুল হইলো মনে হয়।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগ হলো আলোচনার যায়গা, ক্রমেই আলোচনা রিফাইন হবে।

৩৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১০

বদমায়েশ বলেছেন: হ্যাঁ ঠিকই বলেছেন আপনার মতে বাংলাদেশ ব্যাংক এর বর্তমান গভর্নর ও জাতির জন্য দুঃখ নিয়ে এসেছেন। তিনিও ক্যাডেট কলেজ এর ছাত্র ছিলেন। এরকম হাজার হাজার দুঃখ আছে। ভুল করে তিনি এশিয়ার শ‌্রেষ্ঠ গভর্নর হয়ে গেছেন।

আপনাকে তো এখন কলকাতার ঘটি মনে হচ্ছে।


চানক্য নীতি অনুসারে বাংলাদেশের কোনো সেনাবাহিনীর দরকার নেই।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:

ড: আতিয়ার শুধু এশিয়ার নয়, আপনার জন্যও ভালো গভর্নর।
শুধু 'ফেলানী' এটা জানতো না; তা'হলে ফেলানী উনার বউ'এর জুতা মুছতো, কাঁটাতারের উপর দিয়ে ভারতে আসা যাওয়া করতো না।

এশিয়ায় চীন, রাশিয়া, জাপান, কোরিয়া, ইজরায়েল আছে; ওখানে ড: আতিয়ারকে কি চাকুরী দেবে জানেন?

৩৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

গাজীর বাপ ২ বলেছেন: নতুন ব্লগারদের পরিপুর্ন বিকাশের জন্যও এই ধরনের বেজন্মাদের ব্লগের বাইরে থাকা খুব জরুরী। আমাকে দেয়া খচা বেশ কয়বার এড়াইয়া হজম কইরা গেছি। কিন্তু যেই ছেলেটা প্রথমেই অসাধারন একটা পোস্ট লিখে এর মত বেজন্মাদের অসংলগ্ন কথাবার্তার মুখে পড়ে তা তাদের লেখার বিকাশে কতটা ভালো হয় এইসবও ভেবে দেখেন। এমন না যে আমাদের কেউ জানে না এমন গালি দিলে ব্লগ কি একশন নেয়, কিংবা ব্লগিং এর কি হইতে পারে। কিন্তু আমি মনে করি ব্লগিং কোন ক্যারিয়ার না কিংবা ব্লগ থেকে হিট কমেন্ট কিছুই আমি নিয়ে যেতে পারবো না। যারা এইসব ধরে রাখতে চায়, চাক। কিন্তু এইসব কুকুরদের জন্য মানুষের ভাষা না। এরা কখনো সোজা ভাষার কথা বোঝে না। কোঠিতে জন্ম নিছে তো, মুখে মধু নাই। চাইলেও কাউকে সামান্যতম উৎসাহ দিতে পারে না। খোচা ছাড়া আলোচনা সমালোচনা কিভাবে করতে হয় এরা জানে না। এদের জন্য দরকার বাংলাভাষার শ্রেষ্ঠতম গালি গুলা, আর এর জন্য তাই চলবে। He has taken advantage of the smiling face. But I very well know how to make it dirty so that he forgets to shit. And this is it and this should be it. For bastards like him there is no better way.

অসুস্থ্য আক্রমন চলবেই ভবিষ্যতের সুস্থ্য সময়ের জন্য। ধন্যবাদ। :)

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:

কমেন্ট ছোট করেন, তাতে পড়তে ও উত্তর দিতে সুবিধা হবে।

আপনি যেভাবে পারেন, সেভাবেই নিজকে প্রকাশ করুন, এটা ব্লগ।

৩৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:



@খোঁচা বাবা ,

আপনার কমেন্ট পড়ার সুযোগ হয়নি, তার আগেই অপ্রোজনীয় মনে করে মুছে দেয়া হয়েছে; পড়ার মতো কিছু কমেন্ট করেন, আমি পড়ে উত্তর দেবো।

৩৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

গাজীর বাপ ২ বলেছেন: ওয়েট ওয়েট, তুই যে মার্কামারা ছাগু এইটা তো সবার মুখস্ত হইয়াই গেছে। ব্লগিং যে তোর কই দিয়া ঢুইকা কই দিয়া বাইর হয় দেখ। মানুষজন তোর পোস্টের ধারেকাছে আইতে ডরাইবো। আইলেও তোরে নিয়া বিনোদন দেখতে আইবো। ;)

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


মানুষ জনের কথা কি বলবেন, আমি নিজেই নিজের পোস্টে আসতে ভয় পাচ্ছি!

৪০| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
স্লামালাইকুম গাজীভাই।
আপনি এখনো বেচে আছেন কি না দেখতে এলাম। গুডলাক।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


এগুলো আসে, যায়; এদের কাছে ব্লগিং কঠিন এখনো

৪১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০

হাসান কালবৈশাখী বলেছেন:
বিকেএসপি বাদে বাকি কিছু ক্যাডেট কলেজ কমিয়ে দিলে ভালহয়।
সে বিশাল জমিতে বড় বড় পাবলিক ইউনিভারসিটি করা যেতে পারে।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


ওরা বছরে ৫০/১০০ জন ক্যাডেট গ্রাজুয়েটের জন্য সোনার মাটি দখল করে রেখেছে, বিরাট টাকা খরচ করছে।

৪২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬

গাজীর বাপ ২ বলেছেন: সকল পাবলিক টয়লেটের পায়খানা খাওয়ার কাজ গাজীরে দেয়া হোক। পায়খানা ছাগু গাজীর খুব পছন্দ কাঠালপাতার মতই ;);)

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:

কিছু একটা লিখেন, আমি পড়ি; আমার কমেন্ট আপনার জীবন বদলায়ে দেবে; আমার কমেন্ট অনেকেই পছন্দ করেন।

৪৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩০

গাজীর বাপ ২ বলেছেন: নতুন এবং পুরাতন ব্লগারদের জন্য আজকে বিশেষ নাটকের সুচনা পর্বে হাজির করবো একজন সিতারা-এ-ছাগু পদকপ্রাপ্ত বাল ক্যাটাগরীতে নিজেকে উন্নীত করতে সাফল্যের সাথে সক্ষম হওয়া সেলিব্রিটি বালগার পাদ্গাজী কে। যারঃ

প্রধান খাদ্যঃ কাঠালপাতা (পাকিস্তানী ঐরসজাত নামীদামী ছাগল বইলা কথা। প্রিয় না হইয়া যাবে কই?) =p~

প্রধান শখঃ যেইখানে সেইখানে ল্যাদানো (ছাগলের যা কাজ, সর্বজনবিদিত) :-P

প্রিয় ডাকঃ
বকবক চকচক (ব্লগের এই ডাক না দিলে উনার পেটে গ্যাসের সমস্যা হয় ;) ) :-B

প্রিয় সঙ্গীনিঃ জনৈকা মুরগী (তাই উনি কমেন্টে থাইকা থাইকাই মুরগী শব্দটী ব্যবহার করেন প্রেয়সী মুরগীকে মনে করার আপ্রান চেষ্টায়। পোস্টকারী সবাই উনার চোখে ধরা দেয় মুরগী রুপে) :``>>

প্রিয় শব্দঃ পায়খানা ( যেই জিনিসটা উনি মুখে নিয়া বইসা থাকেন, মুখ দিয়া উগড়ান এবং আরেকটা অন্যতম প্রিয় শব্দ। পায়খানা না হইলে উনার চলেই না ;)। কথায় আছে, যার মনে যা, ফাল দিয়া উঠে তা। ) :>

স্বেচ্ছাশ্রমের ভিত্তিকে নিরলসভাবে করা কাজঃ
বানান ভুল ( এই বানান ভুল ধরার কাজেও উনি বিশেষ পারদর্শী, আর এইটা ধরানর কাজেও উনি একের পর এক ভুল বানান পশ্চাদদেশ দিয়া প্রসব করতেই থাকেন। ) :-P

প্রিয় পোষাকঃ বাল ছাল (বাল ছাল বলতে বলতে আর ছিড়তে ছিড়তে উনার সব বাল ছালই উঠাইয়া ফেলছেন। সেইটা দিয়া বানাইয়া ফেলছেন পোষাক। উনি খুব প্রকৃতিপ্রেমীও কিনা। ;) ) :-P

প্রিয় যুগঃ বর্বর + প্রস্তর যুগ (উনার ধারনা ব্লগারেরা প্রায় সবাই বর্বর যুগে বাস করে। নিজে সেইযুগের মায়া কাটাইতে পারেন নাই তো, তাই বোধ হয় ;) )

প্রিয় ধারনাঃ ব্লগের সবাই গর্ধব, মগজবিহীন। ( পাকী বীর্য্য পরিপুর্ন মগজ দিয়া অন্যের মগজের আন্দাজ লাভ করা উনার পক্ষে অসম্ভব কিনা ;) )

মুক্তিযুদ্ধের কিছু ব্যাপার সম্পর্কে ঐতিহাসিক দাবীঃ
ক্রেক প্লাটুন ম্লাটুন সম্প্রতি যুক্ত করা শব্দ, এইসব কিছু ছিলো না। (এবং রুমির মাথায়ও নাকি মগজ ছিলো না, তাই মারা গেছেন )

জেড ফোর্স বলে স্বাধীনতা যুদ্ধে কিছু ছিল না। উহা আগস্টেই বাতিল হয়। ( যা উনার মত নীলক্ষেত সার্টিফায়েড কিছু ছাগু ছাড়া আর কেউ জানতো না। কারন উনি নিজেরেও জেডের মুক্তিযোদ্ধা দাবী করেন। যেই ফোর্স ছিলই না উনার মতে, ওই ফোর্সের মুক্তিযোদ্ধা হয় কিভাবে? )

শেখ সাহেব মুক্তিযোদ্ধাদের অবদান বুঝতে পারেন নাই। (সবকিছু যেহেতু এই ছাগু বুইঝা বইসা ছিলো, অন্যরা বুঝবার মত কিছু বাদ রাখেন নাই তো উনি ) =p~ =p~

হ্যা ভাইলোগ, ইনি সেই বিখ্যাত ইস্টার কালাকার বলগার পাদগাজী, যার এক পোস্টের পর পর আমাদের জনপ্রিয় আরেক ব্লগার হাসান ভাই লিখেছিলেন শ্বাশত এক বানী যার বাইরে উনার ব্লগিঙ্গকে অন্য কোন উপমায় বিশেষিত করবার কথা আপাতত মাথায়ই আসতেছে না।

"
হাসান কালবৈশাখী বলেছেন:
মদ্যপান, ... বিষন্নতা ..... অবশেষে একটি 'বালপোষ্ট'
"

=p~ =p~

হ্যা ভাইয়েরা আমার, বোনেরা আপনার, আপনাদের সামনে ধীরে ধীরে উপস্থাপন করা হবে নাটকের পরবর্তী পর্ব সমুহ। সংক্ষিপ্ত পরিচিতির বাইরে যার মাধ্যমে আপনারা জানতে সক্ষম হবেন ধর্ম সম্পর্কে উনার বিখ্যাত উক্তিসমুহ। কিভাবে কবিতা পইড়া উনি বইলা দিতে পারেন কারো চেহারা গাধার মতন, আওয়ামীরা জানতে পারবেন উনি তাদের নেত্রী হাসিনা সম্পর্কে কি বলছেন, খালেদার ব্যাপারে আআর কোন বক্তব্য নাই, একটূ ঢু দিলেও এই ব্যাপারে ভালোই জানবেন। এই ব্যাপারে উনি ভালোই লিখেন, উপভোগ্য। ;)

অপেক্ষায় থাকুক। স্টে টিউনড ফর দ্যা নেক্সট এপিসোড ;) !:#P !:#P

এনজয় দ্যা ট্রেইলার ;)

৪৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
কি এমন লিখলেন যে এই পোষ্টে উর্দিপরা চাপরাশির ছাও গুলা গণ হারে জলাতঙ্কে আক্রান্ত হইল ...

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:


মারফির আইনের মত, এদের বেলায় কোন লজিক কাজ করে না।

৪৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

নীলক্ষেত গাজী বলেছেন: গাজী গাজী ;) নীলক্ষেত গাজী ;) তুইও গাজী আমিও গাজী ;)

৪৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

চেঙ্গিস বলেছেন: পায়খানা পোস্ট ;)

৪৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

খোঁচাবাবা ইজ ব্যাক এগেইন বলেছেন: নিকের নাম সাজেস্ট করেন ;)

খোচাবাবা ইন একশন
খোচাবাবা রিটার্নস
খোচাবাবা এন্ড কোং
খোচাবাবা দ্যা গ্রেট
খোচাবাবা হাউকাউ
খোচাবাবা এন্ড বুইড়া কাউ ;)

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


'ইস্টুপিড' নিকে একজন আছেন, আপনি সেটাতে নিউমেরিকেল যোগ করে নতুন কিছু সৃস্টি করতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.