![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বাংলাদেশে স্বাধীন হওয়ার সাথে সাথে, যেই মেগা প্রজেক্টি শুরু করার দরকার ছিল, তা'হলো 'ফ্রি-এডুকেশন' ও পড়ালেখার সাথে তাল মিলিয়ে 'চাকুরী সৃস্টি'; এই প্রজেক্টটা আজ ৪৪ বছর পরেও সৃস্টি হয়নি; ৪৪ বছর পর, অবস্হা কিছু ভালো হওয়ার পরিপ্রেক্ষিতে যেখানে 'ফ্রি এডুকেশনে' যাওয়ার দরকার, সেখানে সরকার উচ্চ-শিক্ষাকে মুনাফা-লোভী প্রাইভেট সেক্টরের কাছে ছেড়ে দিয়ে জাতিকে পঙগু করার প্ল্যান করেছে।
১৯৭২ সালে, 'ফ্রি-এডুকেশ' চালু করলে, সরকারের কোন খরচই হতো না, বরং অনেক দেশ সাহায্য করতো; এতদিনে দেশ ইসরায়েলের মতো হয়ে যেতো।
দ্বিতীয় প্রজেক্ট 'পদ্মা সেতু' শুরু হয়েছে; প্রজেক্টটা হয়তো ৪ বিলিয়ন ডলারে শেষ হবে, তবে এখানে জাতির অনেক ক্যাশ আটকা পড়ছে; এখনো বিনা কয়াশে করা যায়; কিন্তু সরকারের কেহ সেইদিকে দক্ষ নয়।
তৃতীয় মেগা প্রজেক্ট হচ্ছে, জাতিকে যতটুকু সম্ভব 'গ্লোবেল ওয়ার্মিং' থেকে রক্ষা করা; এটিতে 'সময়' হচ্ছে মুল্যবান ফ্যাক্টর; এখনই যদি প্ল্যানিং করে, সরকার বিনিয়োগ শুরু করে, আগামী ২৫ বছরে মাত্র ২০/৩০ বিলিয়ন ডলার খরচ করে সব কিছু করা সম্ভন হবে; যদি বিদেশী টাকার আশায় বসে থাকে, এবং ২০৩০ সালের দিকে কাজ শুরু করে, তখন ৭০/৮০ বিলিয়নেও এই মেগা প্রজেক্ট শেষ করতে পারবে না, এবং জাতি ভেংগে চুরে অনেকটা হারিয়ে যাবে।
পদ্মা চলছে, বাকী ২টি প্রজেক্ট শুরু করার দরকার; প্রতি প্রজেক্ট, বছরে মাত্র ১ বিলিয়ন করে খরচ করলে, লাখ লাখ মানুষের চাকুরী সৃস্টি হবে; ১৫/১৬ বছরে, যে পরিমাণ টাকা খরচ হবে, তার ৫ গুণ টাকা লাভ হয়ে ফিরে আসবে, ও একই সময়ে জাতিে বিশ্বে সন্মানের সাথে নিজের পায়ে দাঁড়াবে।
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৭
চাঁদগাজী বলেছেন:
লেখা পাঠকের ভাবনার কাছাকাছি হচ্ছে না; অনেক পোস্টে কমেন্ট করতে কিছুটা হলেও ভাবনা শক্তি থাকতে হয়।
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৪
চাঁদগাজী বলেছেন:
আমার পোস্টের কিছুক্ষণ পরে লেখা একটা পোস্ট ( নিক: আবদুর রব শরীফ, সময় রাত ১২০৮ ), "ইয়া আল্লাহ শুকরিয়া" নামের একটা পোস্টে কমেন্ট করেছি; সম্ভব হলে দেখুন।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৭
মাসূদ রানা বলেছেন: লেখালেখিটা পাঠকের লেভেলে লেখার চেষ্টা করেন। খরগোশের সাথে মনুষ্য ভাষায় বাতচিত করলে খরগোশের তার আগা মাথা বোঝতে পারার কথা না
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৭
চাঁদগাজী বলেছেন:
আমি আমার এলাকায় ছিলাম সব সময়; দেখা যাক, লেখাপড়ার হার বাড়ছে!
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১৯
নিমগ্ন বলেছেন: আপনার এইধরণের চিন্তাগুলো ভাল লাগে।
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২৫
চাঁদগাজী বলেছেন:
এগুলো হয়তো আমি নিজেই শুরু করবো।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১
বিষক্ষয় বলেছেন: চাকুরির সাথে তাল মিলিয়ে পড়ালেখা/ education system সাজানো দরকার
১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬
চাঁদগাজী বলেছেন:
জাতির শিক্ষিত অংশ এই বিষয়গুলোকে কিছুতেই সামানে আনছে না।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: পোস্টটি বর্তমান বাস্তবতায় গুরুত্বপুর্ন
১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮
চাঁদগাজী বলেছেন:
এগুলো আমাদিগকে করতে হবে, সরকার করুক, বা কিছু মানুষ করুক; জাতির মানুষকে উটের রাখাল করে বিক্রয় করে শিক্ষিত শ্রেণী অপরাধ করছে।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮
সচেতনহ্যাপী বলেছেন: আমরা শুধু ধারনা দিতে পারি কিন্তু বাস্তবে যারা পরিনত করবে পচন ধরেছে সেখানে।। আমাদের ভাবনায় হয়তো ভুলত্রুটি থাকতে পারে যা শুধরে কার্যে পরিনত করতে পারবো না।।করবে সরকার-তাই না।।
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২০
চাঁদগাজী বলেছেন:
সরকার এটা পাগলা হাতীর মতো, কি করছে, কি করবে কে জানে; হাতী উপকারী জন্তু, পাগল হয়ে গেলে খবর আছে।
আপনি কি এখনো বংগে?
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮
কল্লোল পথিক বলেছেন: শত ভাগ সহমত।
সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে এডুকেশন সেক্টর নিয়ে ভাবা উচিত।
এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে।
ধন্যবাদ চাঁদগাজী ভাই সময়পোযোগী পোস্টের জন্য।
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৪
চাঁদগাজী বলেছেন:
সরকার প্রয়োজনীয় কাজগুলোর অগ্রাধিকার বুঝতেছে না; তাই, শিক্ষিতদের এগুলোর দায়িত্ব নিতে হবে।
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭
শাহাদাত হোসেন বলেছেন: বাকি দুই প্রজেক্ট এখন পদ্মা সেতুর ছেয়ে গুরুত্বপূর্ণ ।
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৮
চাঁদগাজী বলেছেন:
শিক্ষায় হাত দেয়ার দরকার ছিলো ১৯৭২ সালে; ৪৪ বছর চলে গেছে উট চরায়ে, দর্জিগিরি করে ও রাবার বাগানে পানি দিয়ে।
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৪
সচেতনহ্যাপী বলেছেন: হ্যাঁ ভাই।। এখন দেশেই ।। বেড়াচ্ছি শুধু বেড়াচ্ছি।। আজই গ্রামের বাড়িতে বেড়িয়ে একটু আগে ফিরেছি।।
ধন্যবাদ গাজীভাই।। আপনার এই স্মরনের ব্যাপারটাই আমার ভাল লাগা।।
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৯
চাঁদগাজী বলেছেন:
উপভোগ করুন, অনেক কাজ করেছেন জীবনে।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৩
মাসূদ রানা বলেছেন: কিহে চাঁদগাজী ভায়া ! কমেন্টে ভাটা পড়ল কেমনে ? আবার একটা ক্যাচাল বাঁধাও দেখি