নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব যখন \'ফ্রি-এডুকেশনের\' দিকে, বাংলাদেশে ফি বেড়েছে ১ হাজার গুণ

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬

পঁচা পাকী আমলেও উচ্চ-শিক্ষা মোটমুটি ফ্রি ছিল; মানুষের আয়ের তুলনায় ফি একেবারে কম ছিল; সমস্যা ছিল 'সীটের সংখ্যা কম ছিল, এবং ইউনিভার্সিটি, মেডিক্যাল, ইন্জিনিয়ারিং স্কুলগুলো ছিল শহরে; ছেলের হোস্টেলের মাসিক ৪০ টাকা দেয়া চাষী, মুজুরদের পক্ষে সম্ভব ছিলো না।

আরেক সমস্যা, সীটগুলো ফজলুল কাদের চৌধুরী, মোনায়েম খান, একে খান, সবুর খানদের চৌদ্ধগুস্ঠী, পাকী এবং বিহারীদের দখলে চলে যেতো। পাকীরা হোন্ডা চালায়ে ক্লাশে আসতো, বাংগালীরা বাসের ভাড়াও যোগাড় করতে পারতো না।

ফ্রি পড়ার জন্য করলাম বাংলাদেশ; এখন সীট নয়, পুরো ইুনিভার্সিটি চলে গেছে আমাদের বড় ভাইদের হাতে; ফি সামান্য বেড়েছে, ১০০০ (১ হাজার) গুণ; গার্মেন্টে কাজ করে, আরবে উট চরায়ে, বা মালয়েশিয়ায় রাবার বাগানে পানি দিয়ে ছেলেমেয়েকে সেখানে পাঠাতে লাগবে ১০ বছরের বেতনের সমান, যদি না খেয়ে রাস্তায় ঘুমায়।

পড়ালেখার ফি সবচেয়ে বেশী আমেরিকায়; জার্মানী, কানাডা, ফ্রান্সে পড়ালেখা মোটামুটি ফ্রি; গত রিসেশানে ২৪ মিলিয়ন আমেরিকানের চাকুরী গেছে, জার্মানী ও কানাডায় রিসেশন প্রবেশ করতে পারেনি।

এখন প্রতি বছর, ভারত থেকে ৬৫ হাজার উচ্চ-শিক্ষিত ছেলেমেয়ে আমেরিকা গিয়ে, ঘন্টায় গড়ে ৮০ ডলার করে আয় করছে, আর আমেরিকানরা ওয়ালমার্টে ঘন্টায় ১১ ডলারে চাকুরী করছে, দিনে ১৫ ঘন্টা; যাও, মামারা ফি আরো বাড়াও!

অনেক আমেরিকান ফ্রি পড়ার আশায় সেনা বাহিনীতে যাচ্ছে, পড়ার আগে গেছে ইরাকে; তারপর আর কোনদিন ইউনিভার্সিটিতে যেতে হয়নি।

আদমজী, দাউদ, ভাওয়ানীকে তাড়ালাম, এসব " শিয়াল মামার পাঠশালা ওয়ালাদের " কি করবো?

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

আজাদ মোল্লা বলেছেন:
ফ্রি পড়ার জন্য করলাম বাংলাদেশ; এখন সীট নয়, পুরো ইুনিভার্সিটি চলে গেছে আমাদের বড় ভাইদের হাতে; ফি সামান্য বেড়েছে, ১০০০০০ (১ লাখ ) গুণ; গার্মেন্টে, আরবে উট চরায়ে, বা মালয়েশিয়ায় রাবার বাগানে পানি দিয়ে ছেলেমেয়েকে সেখানে পাঠাতে লাগবে ১০ বছরের বেতনের সমান।
সহমত , সুন্দর বলেছেন ।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:



আমাদের সরকার এখন পাগলা হাতীর মত চলছে; হাতী উপকারী জন্তু, কিন্তু পাগল হয়ে গেলে সবার দফা রফা

২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

ইমরাজ কবির মুন বলেছেন:
onLy big sum of money matters here।

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

চাঁদগাজী বলেছেন:



আদমজী, দাউদ, ভাওয়ানীকে তাড়ালাম, এসব " শিয়াল মামার পাঠশালা ওয়ালাদের " কি করবো?

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

মিলন মাযহার বলেছেন: কি? ফি বেড়েছে ১ হাজার গুণ?
হ্যা, মামারা এ‌গি‌য়ে যাও, আরও অারও ফি বাড়াও, তারও চেয়ে কয়েক শতেক গুণ

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:


মামারা ইউভার্সিটি করে টাকা নিচ্ছে, সাথে আবার আদম বেপারী করছে, পাশাপাশি গার্মেন্টস চালাচ্ছে; আনন্দে আছে মামারা ; সময় ঘনায়ে আসছে, লন্ডনে বাস করতে হবে।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০১

নতুন বলেছেন: ফ্রি পড়ার জন্য করলাম বাংলাদেশ; এখন সীট নয়, পুরো ইুনিভার্সিটি চলে গেছে আমাদের বড় ভাইদের হাতে; ফি সামান্য বেড়েছে, ১০০০ (১ হাজার) গুণ; গার্মেন্টে কাজ করে, আরবে উট চরায়ে, বা মালয়েশিয়ায় রাবার বাগানে পানি দিয়ে ছেলেমেয়েকে সেখানে পাঠাতে লাগবে ১০ বছরের বেতনের সমান, যদি না খেয়ে রাস্তায় ঘুমায়।

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৩

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, আমাদের বর্তমানের ইুনিভার্সিটির ছাত্ররাও চাহে না সে, দরিদ্রদের ছেলেমেয়েরা পড়ুক; বাদ দিলাম ব্যুরোক্রেট ও সরকারের কথা।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১

প্রামানিক বলেছেন: বাস্তব কথাই তুলে ধরেছেন। ধন্যবাদ

১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


যারা পড়ালেখার সুযোগ পাচ্ছে, তারা চাচ্ছে না যে, বাকীরা লেখাপড়া করুক।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯

তৌফিক মাসুদ বলেছেন: পড়ালেখার মূল্যায়ন অতি সামান্য, যে যেভাবে পারে, তেলবাজি করে সামনে এগুচ্ছে। শিক্ষা এখন বইয়ে আর পরীক্ষার খাতায় তা বমি করে ফেলা হয় মাত্র। জীবনে শিক্ষা চর্চা করা হয় অতি সামান্য।

১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



এই শিক্ষা ব্যবস্হার ফলে, জাতি আরবদেশে উট চরাচ্ছে, ট্রলারে করে মালয়েশিয়া যাচ্ছে, নৌকায় ইতালী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.