![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বেশীর ভাগ মুক্তিযোদ্ধাদের বয়স এখন ৬০ বছরের বেশী; উনাদের দরকার চিকিৎসা। মুক্তিযোদ্ধা মিনিস্ট্রি উনাদের জন্য হেলথ-কার্ড চালু করতে পারেন, যেটা মুক্তিযোদ্ধাকে তাঁর দরকার মত ডাক্তার ও হাসপাতালে ভর্তি হতে সাহায্য করবে; মিনিস্ট্রির একটা ডিপার্টমেন্ট এই বিষয়ে কাজ করতে পারে; মুক্তিযোদ্ধা উনার সামর্থ অনুযায়ী বিলের একাংশ বা পুরোটা দেবেন; বাকী অংশ মিনিস্ট্রি বহন করবে। এ ব্যাপারে একটা ফান্ডও গঠন করা যেতে পারে, যাতে বাকী মুক্তিযোদ্ধারা সামর্থানুসারে টাকা দিতে পারে।
ব্লগে একটা পোস্ট দেখলাম, যেখানে লিখেছেন, রাংগুনিয়া থেকে ১৯৯১ সালে সাংসদ নির্বাচিত হয়েছিলেন এক মুক্তিযোদ্ধা; আজ উনার পারিবারিক অর্থনৈতিক অবস্হা এত খারাপ যে, উনার দরকারী চিকিৎসা হচ্ছে না; ব্লগার শেখ হাসিনার সাহায্য চেয়েছেন; শেখ হাসিনা অন্যদের তুলনায় মুক্তিযোদ্ধাদের জন্য সামন্য ভালো কিছু করেছেন; কিন্তু আরও দরকার, এবং সেগুলো প্রশাসনিকভাবে করতে হবে; উনার কাছে সাহায্য চেয়ে হবে না।
মুক্তিযোদ্ধাদের যখন সাহায্যের দরকার, তা আসার দরকার ছিল স্হানীয় কমান্ড থেকে; উনারা ইউনিয়ন, থানা, জেলা, বিভাগীয়, বাংলাদেশ, মংগল গ্রহ শাখা প্রশাখা কমান্ড খুলে দেশ ভরে ফেলেছেন; কিন্তু ওগুলো কোনভাবে দরকারের সময় কাজে লাগে না; কারণ, ঐগুলোর কমিটিটে সরকারী দলের " ভুয়া সার্টিফিকেটধারীরা" পদ দখল করে বসে থাকে সব সময়; বিএনপি'র সময় বিেনপি, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা তৈরির কারখানা খুলেছিল; কারখানায় তৈরিগুলো এখন প্রায় কমিটি চালাচ্ছে।
যাক, কমান্ড কিছু না করলেও মিনিস্ট্রি নিজেই চিকিৎসার ভার নিতে পারে; সরকার একটি পুরো মিনিস্ট্রি খুলে রেখেছেন এই লোকগুলোকে সাহায্য করার জন্য।
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫
চাঁদগাজী বলেছেন:
একটা ভেটেরান হাসপাতাল করলে ভালো হতো; কিন্তু সেটা হয়তো হবে না, দেশের লোকজন বাহিরে চলে যায় চিকিৎসার জন্য।
হাসপাতালগুলোকে মিনিস্ট্রি বলে রাখলে হবে যে, মুক্তিযোদ্ধা এলে, উনাদের যেন চিকিৎসা দেয়া হয়, বিলে অসুবিধা হলে মিনিস্ট্রি দায়িত্ব নেবে; তা'হলে সমাধান হয়ে যাবে।
২| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯
কল্লোল পথিক বলেছেন: শতভাগ সহমত।
সময়পোযগী পোস্ট।ধন্যবাদ চাঁদগাজী ভাই।
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০২
চাঁদগাজী বলেছেন:
মিনিস্ট্রির লোকেরা কি ভাবছে, কখনো জানা সম্ভব হয় না; আশাকরি ২/১ জন হয়তো ব্লগিং করে।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৬
অরুণ কুমার মজুমদার বলেছেন: বেশ, সময়োপযোগী লেখার জন্য ধন্যবাদ।
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪
চাঁদগাজী বলেছেন:
দেখি, আমাদের মিনিস্ট্রি ইত্যাদি এসব ভাবছেন, নাকি খালী নিজেদের মেডিক্যাল বেনেফিট নিয়ে ব্যস্ত আছেন?
৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২
আল ইফরান বলেছেন: বছরখানেক আগে হেমায়েত বাহিনীর হেমায়েতউদ্দিন সাহেবকে পিজিতে ধুকতে ধুকতে চিকিৎসা নিতে দেখেছিলাম।
কেউ তার পাশে এসে দাঁড়ায় নি, আমি যতদুর জানি।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে (তাবানি বেভারেজ যারা কোকাকোলা প্রোডাকশনের ফ্র্যাঞ্চাইজি নিয়েছিলো) লুটেরার দল শেষ করে দিয়েছে।
সবাই শুধু চেতনার ফেরি করে বেড়ায়, অন্যদিকে আমার দেশের সুর্য-সন্তানরা দাঁতে দাঁত চেপে জীবনের সাথে সংগ্রাম চালিয়ে যায় রিকশা, ভ্যান চালিয়ে আর দিনমজুরের কাজ করে।
রাজাকারের সন্তানদের ঔদ্ধত্য মিডিয়াতে দেখি আর শত লজ্জায়-অপমানে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়টাকে লুকিয়ে রাখি।
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
চাঁদগাজী বলেছেন:
৪৪ বছরের প্যাটার্নে, মুক্তিযোদ্ধাদের কাছে সবকিছু পরিস্কার হয়ে যাওয়ার কথা; উনারা নিজেরাই সব কিছু ম্যানেজ করে, একে আোপরকে সাহয্য করার করা; হেমায়েত বাহিনীর প্রধান একা আসলো কেন, ঐ এলাকার বাকীরা কি করছিলো জানার দরকার; মরার সময়ও কেন একে অপরকে সাহায্য করতে পারছেন না, বুঝতে কস্ট হচ্ছে!
৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
আজাদ মোল্লা বলেছেন: আমার এলাকার জামাল মামা বীর সেনা ,
কিন্তু দুঃখের বিষয় এখন সে একটা স্কুলের নাইট গাডের কাজ করে জীবন চালায় ।
যুদ্ধের কথা যদি শুনতে চাই মামা বলে , আমি কোনও যুদ্ধ করিনাই , মামার জন্য খুব কষ্ট হয় ।
পোস্টের সাথে সহমত জানালাম , ভালো থাকবেন ।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯
চাঁদগাজী বলেছেন:
দোষটা আমাদের নিজেদের, যারা পড়ালেখা করার সুযোগ পেয়েছিল, তারা জামাল মামাদের কথা মনে রাখেনি।
৬| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২
নিমগ্ন বলেছেন: সহমত জানাচ্ছি________
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭
চাঁদগাজী বলেছেন:
মিনিস্ট্রি ফিনিস্ট্রি, কামন্ড ফমান্ড এর শেষ নেই; যদি কেহ বুঝতে পারে যে, এই মানুষগুলোর চিকিৎসা দরকার, তা'হলে ভালো হয়।
৭| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৪
ব্লগার মাসুদ বলেছেন: সঠিক এবং ভালো একটি প্রস্তাব রেখেছেন । ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন ।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৫
চাঁদগাজী বলেছেন:
এগুলো দরকারী কাজ ও করতে কোনরূপ ঝামেলা হওয়ার কথা নয়, এবং সামান্য ব্যয়; সরকারের লোকেরা না ভাবতে, না ভাবতে সকল ধরণের আইডিয়া মাথা ঠেকে বাস্প হয়ে গেছে।
৮| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৯
আহসানের ব্লগ বলেছেন: সহমত ।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:২২
চাঁদগাজী বলেছেন:
মুক্টিযোদ্ধাদের ম্যানেজ করতে গিয়ে মিনিস্ট্রির সবাই 'হেলথ বেনেফিট' পায়; আর মুক্তিযোদ্ধারা হাসপাতালে যেতে পারে না; কি বৈষম্য?
৯| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪
তানজির খান বলেছেন: খুব ভাল একটি পোস্ট দিয়েছেন ভাই। ধন্যবাদ এত দরকারি একটা পোস্ট দেবার জন্য। শুভেচ্ছা ও ভালবাসা নিবেন ভাই
২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১
চাঁদগাজী বলেছেন:
আমার মতে, আপনি মানুষের সাথে আছেন, মানুষের জীবনকে বুঝতে চেস্টা করছেন।
১০| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
সেলিম আনোয়ার বলেছেন: সহমত । মুক্তিযুদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা উচিৎ ।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৩
চাঁদগাজী বলেছেন:
এগুলো দরকারী ও সহজ ভাবনা; দেখা যাক, মুক্টিযোদ্ধা মন্ত্রনালয় এই আইডিয়াটা নিজেরা করতে পারে কিনা!
১১| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
আরণ্যক রাখাল বলেছেন: এইটা তো আগেই করা উচিৎ ছিল| যোদ্ধাদের মূল্যই দিতে শিখিন| হবে কীভাবে| এই উদ্যোগটা নেয়া জরুরী| সমস্যা হলো এখানেও কিছু ভুয়া আসবে| কিন্তু ওটাকে আমলে নিলে চলবে না|
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২১
চাঁদগাজী বলেছেন:
ভুয়া রাজনীতিবিদ, ভুয়া ডাক্তার, ভুয়া আইনবিদ নিয়ে আমাদের জীবন চলছে; সামান্য ভুয়া হলে অসুবিধা নেই; চিকিৎসা এখন মুক্টিযও্ধাদের জন্য জরুরী; সরকার না করলে, আমাকে করতে হবে।
১২| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪
ফারহান মুক্তাদির বলেছেন: অনেক ভাল প্রস্তাব। তবে আজকাল ভুয়া মুক্তিযোদ্ধার যা ছড়াছড়ি এই উদ্যোগ টা গৃহীত হলে সেখানেও দেখা যাবে সত্যিকারের মুক্তিযোদ্ধাদের চেয়ে ভূয়ারাই সুবিধা পাচ্ছে বেশি। দেখা যাবে বরাবরের মত এখানেও বঞ্চিত হচ্ছে আসল মুক্তিযোদ্ধাগন...........।
তাই মুক্তিযোদ্ধাদের জন্য এধরনের ভাল উদ্যোগ গুলো গ্রহনের পাশাপাশি যারা ভূয়া আছে তাদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করাও সময়ের দাবি....
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩১
চাঁদগাজী বলেছেন:
ভুয়াগুলোর এখনো বয়স কম, ও চুরিদারী করে ভালো আয় করে, অসুখ হলে ভারত চলে যায়; সেগুলো সমস্যা হবে না
১৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭
প্রামানিক বলেছেন: আপনার সাথে সহমত।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
চাঁদগাজী বলেছেন:
যদি মিনিস্ট্র কিছু না করে এ ব্যাপারে, আমাদিগকে করতে হবে।
১৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০
আবু শাকিল বলেছেন: বাংলাদেশের সকল জনগণের জন্য হেলথ-কার্ড চালু করা উচিৎ । মুক্তিযোদ্ধাদের জন্য চাই আরো বিশেষ সুবিধা ।
মুক্তিযোদ্ধাদের সাধারন জনগণের মত অবহেলিত দেখতে চাই না।
পোষ্ট কতৃপক্ষের নজরে আসুক ।
ধন্যবাদ ।
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৬
চাঁদগাজী বলেছেন:
সবার জন্য চালু করার দরকার চইল ১৯৭২ সালে; তখন যেহেতু হয়নি, অনেক বছর আর হবে না; যদি আমাদের বয়স্ক মুক্তিযোদ্ধাদের জন্য করে, তবুও জাতির মুখ রক্ষা হবে।
১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:১০
সচেতনহ্যাপী বলেছেন: শর্ষের ভিতরেই যে বারোভুতের বাসা।।
২৩ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
নিজের লোকদের রাস্তায় বের করেছিল ১৯৭১ সালে, এখন সময় হয়েছে বুঝার।
১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:২৬
ফেরদৌসা রুহী বলেছেন: অনেক আগেই শুনেছিলাম মুক্তিযোদ্ধারা যেন উন্নত চিকিৎসা পান সেদিকে কাজ করা হবে।
তাদের কথা ফাইল বন্দি হয়েই থাকে।
২৩ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৪
চাঁদগাজী বলেছেন:
প্রেসিডেন্ট 'এক্সেকিউটিভ অর্ডার' দিয়ে ১ মাসের মাসে সব করতে পারেন; কিন্তু উনি কি করেন, উনি নিজেই জানেন না; কাজের কিছু করতে উনাকে এখনো দেখিনি।
১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৪
জুন বলেছেন: শুধু গরীরবই নয় আমার চেনা জানা যারা স্বচ্ছল পরিবারের তারাও এখন বিভিন্ন ক্রনিক অসুখে ভুগছে যার চিকিৎসা অনেক ব্যয়বহুল । তারা না পারছে কারো কাছে হাত পাততে না পারছে চিকিৎসা করাতে । তাদের জন্য হাসপাতালগুলোতে নাম মাত্র মুল্যে /বিনা মুল্যে চিকিৎসা সেবা দিলে তারা মর্যাদার সাথে সেখানে তাদের উপযুক্ত চিকিৎসা পেত ।
সহমত আপনার লেখার সাথে চাঁদ্গাজী
২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪
চাঁদগাজী বলেছেন:
এই যুগে এটা সরকারের অন্যতম দায়িত্ব।
সরকার না করলেও, আমাদেরকে করতে হবে।
১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
শুধু মুক্তিযোদ্ধারাই এখন বয়স্ক নয়, পুরো জাতিটাই এখন বৃদ্ধ হয়ে গেছে । আবাল - বনিতা সব এবং সব । বুদ্ধিশুদ্ধি গুলিয়ে গেছে , ভালোমন্দ বোঝার শক্তিটুকুও নেই ।
চিকিৎসার দরকার পুরো দেশটারই ।
২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯
চাঁদগাজী বলেছেন:
সবার জন্য চিকিৎসা ফ্রি করা দরকার।
১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪
চাঁদগাজী বলেছেন:
আসলে, পুরো জাতির জন্য ফ্রি চিকিৎসা দরকার।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭
সাফি আব্দুল্লাহ বলেছেন: সঠিক প্রস্তাব। জীবন সহ্ননে মুক্তিযোদ্ধারা বিভিন্ন রোগ ব্যাধিতে বিপরযস্ত। তাদের এখন চিকিৎসা প্রয়োজন। সরকারী হাসপাতালগুলিতে মুক্তিযোদ্ধাদর জন্য প্রয়োজনীয় কেবিন এবং সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা করা প্রয়োজন।