নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

থালায় ভাত দেখেন না, মাঠে গরু দেখেন, আমাদের প্রধানমন্ত্রী

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

চীনা, মীনা, যেকোন ধরনের বিদেশী পেলেই আমাদের প্রধানমন্ত্রী, মুহিত সাহেব ও ড: আতিয়ার খালি বিনিয়োগের অনুরোধ জানায়; বলতে থাকে, " সস্তাশ্রমের জাতি, আমরা ভালো জাতি, আসুন বিনিয়োগ করুন"; শেখ হাসিনা বললে মেনে নেয়া যায়, বিনিয়োগ নিয়ে উনার ধারণা বিরাট থাকার কথা নয়; কিন্তু পিএইচডি আতিয়ার সাহেব এগুলো বললে ভাবতে হয়, এরা কি করে গরীব দেশের ব্যাংকের গভর্নর হয়।

প্রথমত: "শ্রমকে কত সস্তা করলে, একজন শ্রমিক কাজ করেও সঠিভাবে খাবার, থাকার, বাচ্ছাদের পড়ালেখা করানোর মতোও আয় করতে পারবে না?" এ ভাবনাটা কি একজন পিএইচডি'র মাথায় আসে না?

সস্তা শ্রম দিয়ে, ২৫ বিলিয়ন ডলার মুল্যার রেডিমেইড পোশাক বানাচ্ছে ৬০ লাখ 'সস্তা শ্রমের' মানুষরা; এটাই জাতির বড় সেক্রর। শ্রম কি আরো সস্তা করার মতো অর্থনৈতিক অবস্হা আছে বিশ্বে?

বাংলাদেশের বর্তমান অবস্হায়, বিনিয়োগকারী হওয়া উচিত 'দেশের মানুষ', চীনা, মীনাদের মত দুস্টরা নয়; এখানে একটা ফাইন্যনসিয়াল যাদুকরী অংকের দরকার, কি করে সাধারণ একজন বাংগালীও হংকং এর চীনা থেকেও বেশী বিনিয়োগ করতে পারে; সেই অংকটা ড: আতিয়ার, বারাকাত ও মুহিত জানে না।

বর্তমান অবস্হায়, আমাদের যতটুকু সস্তা শ্রম, যতটুকু দামী এনার্জি আছে, যতটুকু কেনা এনার্জি আছে, এটুকু ব্যবহার করে লাভ করার, প্রথম অধিকার হচ্ছে এ দেশের মানুষের, চীনা ফিনাদের নয়।

আমাদের মানুষের হাতে ' অলস টকা' পড়ে আছে, ড: আতিয়ার দেখে না; উনার ফাইন্যালসিয়াল দৃস্টি থালার বাইরে, মাঠের দিকে; প্রধান মন্ত্রীকে বুঝতে হবে, পদ্মা যদি জাতির টাকায় করা যায়, জাতি বিনিয়োগও করতে পারবে।

রেডিসন হোটেলে চীনা মীনাদের না খাওয়ায়ে , গণভবনে গার্মেন্টসকর্মী ও ড্রাাইবারদের নিয়ে মিটিং করে, ১ কাপ চা খাওয়ালে জাতির বিনিয়োগ সমস্যার সমাধান বেরিয়ে আসবে।







মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২২

কামরুল হাসান বলেছেন: দেশের মানুষতো দেশের অবস্থা জানে,তাই বিনিয়োগ না করে টাকা কিভাবে বাহিরে প্রাচার করা যায় সে সুযোগ খুজছে। তাই ওদের পায়ে ধরা, যদি কিছু হয়. .

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:


টাকা বাহিরে নিচ্ছে মিলিওনিয়ার, বিলিওয়ার ব্যবসায়ী ও কালো টাকর মালিেরা; জাতির মেরুদন্ড গার্মেন্ট শ্রমিক, ড্রাইবার, কৃষকেরা বিদেশ চিনেন না, এরাই আমাদের শক্তি

২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:
ধারাবাহিক ২টি বিশ্বমন্দার ধাক্কায় বিশ্বব্যাপি বিনিয়োগ অনেক কমে গেছে।
ইউরোপে তো বহুবছর নতুন বিনিয়োগ শুন্য।
চীন গত এক বছর দফায় দফায় মন্দা, ধ্বস এখনো চরম অবস্থা .. অব্যাহত।
বাংলাদেশে তাজরিন, রানাপ্লাজা দুর্ঘটনা একটা বড় ধাক্কা। এরপর ইউনুসিও GSP বাতিল, পরিকল্পিত নাসকাতা, অগ্নিতান্ডব, বিদেশী হত্যাতঙ্ক শৃষ্টি।
এরপরও রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে প্রতিবছর ১৩-২০%

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:




রপ্তানী বাড়ছে ভালো, সস্তা শ্রমের মালিকদের তাতে কি লাভ হচ্ছ?

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:



ইউরোপ ও আমরা একই পণ্যের উপর বিনি্যোগ করছি না

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

বলেছেন: খুব ভাল বলেছেন। আপনার কলমের নিবে ফুলচন্দন পতিত হোক। :)

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:


তাই হোক, একটু সুচি আসুক

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০

রাশেদ রাহাত বলেছেন: সহমত জ্ঞাপন করছি।।। ✌✌✌✌

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

চাঁদগাজী বলেছেন:



যত গবু আছে দেশে, সবগুলো চাকুরী পেয়ে গেছে।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রধানমন্ত্রী ক্যালকুলেটরে গরু গুনুক আর হাতের কর ডাজেন্ট ম্যাটার কিন্তু শ্রমজীবী ডুবলে মাঠতো থাকবে কিন্তু ঘাস থাকবে না।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৬

চাঁদগাজী বলেছেন:




কৌশলে মানুষকে দরিদ্র করে রেখে, তারপর সস্তা দামে বিক্রয় করে; এটা বাংগালীদের ক্রীতদাস ব্যবসা

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৩

জোকার বুড়ো বলেছেন: গনভবনে কুলি মালি ড্রাইভার লেবারদের সাথে আমাদের কর্তাব্যক্তিরা করবেন মিটিং??? ওরে বাবারে। বিদেশিদের সেবাদাস তবে হবে কে/? এরাই তো তারা যারা ৩/৪ মন্ত্রী, জনাকতেক সচিব আর পুলিশ , গোয়েন্দা প্রধান রা মিলে ভারত থেকে আগত ফেসবুকের কিছু নিম্নমানের কর্মচারীদের সাথে মিটিং করে ইজ্জত বেড়েছে মনে করে তৃপ্তির ঢেকুর তোলে।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:



আমাদের মিনিস্টারেরা চীনা মিনাদের রেডিসনে খাওয়াসে বক্তৃতা দিয়ে খুশী হন; আসল মানুষেরা দুরে থেকে যায়।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৩

দেবজ্যোতিকাজল বলেছেন: শিল্পের জন্য যাযা দরকার-
#জমি
#যোগাযোগ
#রাস্তা
#বিদ্যুৎ
#তোলাবাজ যেন না থাকে
#অভিজ্ঞ শ্রমিক
#ট্রেনলাইন ইত্যাদী ।তারপর ভাবা যায় শিল্প নিয়ে । বাংলাদেশ সরকার সস্তা পারিশ্রমিকে সরকারি কর্মচারিকে খাটায় । তারপর ইউনিয়ানবাজি শিল্পের জন্য অসুবিধা । মাঝারি শিল্প ঠিক আছে কিন্তু বৃহৎ শিল্প চিন্তার ব্যপার

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৫

চাঁদগাজী বলেছেন:



বাংগালী সাধারণ মানুষকে পাশ কাটিয়ে সরকার বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে অকারণে

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪০

কেএসরথি বলেছেন: গার্মেন্টস কর্মী বা ড্রাইভারদের নিয়ে বৈঠক করবে - এত সময় কোথায়? কোন পাবলিসিটও নাই - কোন ইনকামও নাই। বিদেশীদের বিনিয়োগ দিয়ে ইচ্ছামত চুরি করা যায় - দেশের লোকের টাকা মারলে তো আর কখনও গদিতে বসতে পারবে না।

২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


জাতিকে এরা উঠতে দিলো না।

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯

আখেনাটেন বলেছেন: দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি না করে যেনতেন উপায়ে বিনিয়োগ আনার বড় বড় ঘোষনা দেওয়া একটা স্টানবাজি ছাড়া আর কিছুই নয়। দেশের ব্যাংকগুলোতে অলস টাকা গড়াগড়ি করছে বিনিয়োগ করার লোক খুঁজে পাচ্ছে না, কারণ ঐ পরিবেশ। কবে যে এই ধোঁকাবাজির রাজনীতি শেষ হবে। আজকে টাইমস অব ইন্ডিয়ার এক রিপোর্টে দেখলাম ভারতের ৮০% ইঞ্জিনিয়ার পাস করার পর বেকার থাকে। অথচ সেখানে আমাদের থেকে অনেক বেশি বিদেশি বিনিয়োগ হয়। গলদগুলো খুঁজে বের করে দেশ চালানোর নীতি গ্রহণ না করলে অচিরেই আমাদেরও একই অবস্থা হবে।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


"গলদগুলো খুঁজে বের করে দেশ চালানোর নীতি গ্রহণ না করলে অচিরেই আমাদেরও একই অবস্থা হবে। "

-অদক্ষ লোকেরা জাতির মাথায় বসে আছে, ও সম্পদ দখল করে রেকেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.