![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমাদের জাতির সস্তা শ্রম থেকে লাভবান হতে হবে আমাদের সস্তা শ্রমিকদের; শ্রম বিক্রয় করে যদি লাভবান না হওয়া যায়, সেই শ্রমকে নিজের ব্যবসায় ব্যবহার করে লাভবান হতে হবে আমাদের শ্রমিকদের; ভারতের আদানী পাদানীরা কেন আমাদের সস্তা শ্রম, বাজার, জমি ও এনার্জি ব্যবহার করে, লাভবান হয়ে, ডলার নিয়ে যাবে ভারতে? ভারতে ৪০ কোটী লোক আছে দরিদ্র, আদানী পাদানীরা নিজেদের সস্তা শ্রম ও এনার্জি ব্যবহার করুক নিজের দেশে।
রেডিসন হোটেলে বিনিয়োগ বিষয়ক সভা হয়েছে ২ দিন; সেখানে নাকি প্রস্তাব এসেছে ১৬ বিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে বিদেশীরা আগামীতে; ওরা শুধু টাকাটা নিয়ে আসবে, সাথে হয়তো মেশিনারীজ; বাকী সবকিছুই আমাদের: বাজার, শ্রম, যায়গা, বজ্য দিয়ে পরিবেশ দুষণ, সবকিছু আমাদের।
টাকা হলে তো আমরা মেশিনারীজ কিনতে পারবো; তা'হলে সমস্যা হচ্ছে টাকা; বাংলাদেশে আদানী,মাদানীদের চেয়ে অনেক বেশী টাকা পড়ে আছে; সেগুলোকে এক করতে হবে; আদানীরা যখন ১৬ কোটী ক্যাশের কথা বলবে, আসলে তারা আনবে অর্ধেক, বাকীটা নেবে স্হানীয় ব্যাংক থেকে। আর আমাদের নিজস্ব শ্রম হওয়াতে ও জমি হওয়াতে আমাদের প্রাথমিক ক্যাশের পরিমাণ আদানী পাদানীদের থেকে অনেক কমে আসবে।
আদানীরা আসবে বিষাক্ত সব কেমিক্যাল ও প্রোডাক্ট তৈরি করতে যা ভারত নিজের জমিতে অনুমতি দিচ্ছে না; আবার, তারা ভারতে উৎপাদন না করে, ওখানকার শ্রম বাজারে মন্দা ধরে রাখতে চায়, যাতে ভারতে তাদের উৎপাদন খরচ না বাড়ে। ওদিগকে আমাদের দেশে আসতে দেয়া মানে, ওদের শ্রমিকদের প্রতি অন্যায় করার সুযোগ করে দেয়া। তারা আমাদের সস্তা শ্রম ব্যবহার করে, নিজেদের মানুষকেও ফাঁকি দিতে চায়।
ড: আতিয়ারকে ব্যবস্হা নিতে হবে যেন, আমাদের ১৭ কোটী মানুষ বিনিয়োগ করতে পারে; আদানী, রিলায়েন্স কোনভাবেই ১৭ কোটী বাংগালীকে থেকে ধনী হওয়ার কথা নয়; এই ছোট ভাবনাটা ড: আতিয়ারের মাথায় প্রবেশ করছে না কোন মতে, কিন্তু আমাদিগকে চেস্টা করতে হবে ড: আতিয়ারকে অংক শেখানোর।
২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৮
চাঁদগাজী বলেছেন:
আমাদের সাধারণ মানুষের টাকা অলস পড়ে আছে। একত্রিত আমরা করতে জানি, ও পারবো।
আমাদের টাকার অভাব নেই; আমাদের বড় বড় ব্যবসায়ীরা আদানী পাদানীর থেকে বেশী টাকা বিদেশে লুকায়ে রেখেছে।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ড: আতিয়ারকে ব্যবস্হা নিতে হবে যেন, আমাদের ১৭ কোটী মানুষ বিনিয়োগ করতে পারে; আদানী, রিলায়েন্স কোনভাবেই ১৭ কোটী বাংগালীকে থেকে ধনী হওয়ার কথা নয়; এই ছোট ভাবনাটা ড: আতিয়ারের মাথায় প্রবেশ করছে না কোন মতে, কিন্তু আমাদিগকে চেস্টা করতে হবে রাখাল বালককে অংক শেখানোর।
++++++++++++++++
২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১
চাঁদগাজী বলেছেন:
অলস টাকায় দেশ ভরে গেছে; এরা দেশের টাকা ও নিজের মানুষ ফলে ভারত, হংকং ও চীনে গিয়ে যত অসৎ লোকজন বাংলাদেশে নিয়ে আসছে বিনিয়োগকারী হিসেবে।
যথেস্ট হয়েছে বিদশীদের কাছে মানুষের শ্রম বিক্রয়; আমরা নিজেরা শ্রম দেবো নিজেদের জন্য
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
আমিই মিসির আলী বলেছেন: আমাদের টাকা পয়সা কম নাই ।
তেমনি সমস্যার অভাব নাই । দেশের হর্তাকর্তারা রাক্ষস খোক্ষস এর থেকে কম না ।
আর দেশটা তো শুধু একটা বিশেষ দলের ।
২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ, কোন নিদ্ডিস্ট সময়ে একটা দলেরই থাকে; সেইভাবে চলে আসছে।
এখন যদি মানুষ অর্থনৈতিক ক্ষমতা দখল করতে পারে, দেশ আমাদের হবে।
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০৪
স্ট্রাটাজেম বলেছেন: অফ টপিক - সামুতে এখন কি কোনভাবেই ১০ টার বেশি ইমেজ দেওয়া যাবে না ? আর দেওয়া গেলে নিয়মটা জানালে খুব উপকার হতো । ধন্যবাদ আপনাকে
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২০
চাঁদগাজী বলেছেন:
আপনি কোন 'ইমেজের' কথা বলছেন? আমি জানি না।
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৮
স্ট্রাটাজেম বলেছেন: photo সংযুক্ত করার কথা বলছি। অনেকের পোস্টে দেখলাম , তারা ১০ টির বেশি ফটো ব্যবহার করেছে
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪১
চাঁদগাজী বলেছেন:
আমি কখনো ছবি দিই না; ফলে, নিয়ম জানি না।
আপনি দরকার মতো দেন, যাতে পোস্ট বুঝতে সহজ হয়।
আমার পোস্টে ছবির দরকার হয় না।
৬| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯
কল্লোল পথিক বলেছেন: আমাদের ১৭ কোটী মানুষ বিনিয়োগ করতে পারে; আদানী, রিলায়েন্স কোনভাবেই ১৭ কোটী বাংগালীকে থেকে ধনী হওয়ার কথা নয়; এই ছোট ভাবনাটা ড: আতিয়ারের মাথায় প্রবেশ করছে না কোন মতে, কিন্তু আমাদিগকে চেস্টা করতে হবে ড: আতিয়ারকে অংক শেখানোর। শতভাগ সহমত ।ধন্যবাদ চাঁদগাজী ভাই।
২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১
চাঁদগাজী বলেছেন:
ব্লগারেরাও বিনিয়োগের ভুমিকা বুঝে না; এগুলো মোটামুটি প্রেমের কবি
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬
নিমগ্ন বলেছেন: দেশের টাকাগুলো কাজে লাগানো দরকার। খালি পরের টাকার লিপ্সায় আঙুল চুষতে থাকলে হবে না। ওরা টাকা এখানে ফেলে রেখে যাবে না। ব্যবসা করে সুদে আসলে উসুল করে তবেই যাবে।
২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬
চাঁদগাজী বলেছেন:
সেটা প্রথমে ব্লগারেরা বুঝুক; তারপর একটা ব্যবস্হা নেয়া যাবে। দেশের টাকাকে কাজে লাগানোর যে ফাইন্যানসিয়া নিয়ম, সেটা মুহিত ও ড: আতিয়ার জানে বলে মনে হয় না।
৮| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৪
প্রামানিক বলেছেন: আমাদের টাকা পয়সার অভাব নাই তবে মানসিকতার অভাব।
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২০
চাঁদগাজী বলেছেন:
সেই মানসিকতাই তো আধুনিক বিশ্বের রাজনীতি
৯| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬
তৌফিক মাসুদ বলেছেন: দেশে রাজনৈতিক অবস্থা বেশ স্থির। এই সময়তে যেসব টাকা সুইস ব্যাংক, আর মালোশিয়া লুকোনো আছে তা নিয়ে এসে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করলেই হয়। সরকারের সাথে ভালো হাত থাকলে ব্যবসায় লস হবার সম্ভাবনা নেই।
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭
চাঁদগাজী বলেছেন:
আপনারা নিজের অধিকারের কথা না ভেবে, কালো টাকার মালিক, ধনীদের টাকা, দুস্টদের ভালো করার কথা ভাবেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৭
আহা রুবন বলেছেন: আমরা নিজেরা বিনিয়োগ করতে পারলে, বিদেশিদের হাতে-পায়ে ধরার কী দরকার। আসলেই-তো আমাদের টাকার অভাব নেই। শুধু টাকাগুলো একত্র করা আর পরিকল্পনা মতো কাজে লেগে পড়া।