নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কোথায় ও কতটুকু যায়গার উপর আপনি সমাহিত হতে চান?

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

"ভাই, আমাদের সবাইকে তো একদিন মরতে হবে", এ বাক্য দ্বারা যারা কথোপকখন শুরু করে, তাদের কথা বাদ দিন; দৈবচক্রে, কোন কারণে, যদি আপনার ভাবনায় এসে যায় যে, আপনি আপনার সমাধির কথা কথা জীবিত থাকাকালীন সময়ে বলে যেতে চান, এই ওভার-পপুলেইটেড বাংলাদেশে কোথায়, কতটুকু যায়গার উপর, আপনার দেহকে রাখার জন্য আপনি বলে যেতে পারেন?

ফিলখানা, রমনা পার্ক, পার্লামেন্ট ভবন, ঢাকা ইউনিভার্সিটি, বনানী গোরস্হান, বুড়িগংগা, শিশু পার্ক, শোয়ার ঘর, ধানের জমি, পারিবারিক কবরস্হান; কোনটা হওয়ার সম্ভাবনা?

যায়গা কতটুকু হলে ভালো হবে, ২৪ বর্গফুট, ১ একর, ১২০ একর?

চেংগিস খানকে যারা সমাহিত করেছিল, ও শব যাত্রায় অংশ নিয়েছিল, তাদের কাউকে জীবিত রাখা হয়নি; সেই কারণে, আজ কেহ জানে না, চেংগিস খানের সমাধি কোথায়; দেখা যাচ্ছে, উনি অনেক কিছু বলার সময় পেয়েছিলেন।

এখন বাংলাদেশ মিলিটারীতে যুদ্ধের অভিজ্ঞতাসহ কোন সৈনিক নেই; এর আগের জেনারেশনে ছিল; যেসব সৈনিক যুদ্ধে যান, তাঁরা সব সময় মনে করেন যে, শত্রু পক্ষের সৈনিকদের মৃত্যু হবে মাত্র; এটা একটা মানসিক অবস্হা; এটাই যুদ্ধ করার বাসনাকে টিকিয়ে রেখেছে চিরকাল।

সৈনিকেরা মৃত্যু নিয়ে কখনো কথা বলে না; ফলে, কোথায় ও কতটুকু যায়গায় সমাহিত করতে হবে, এটা আলোচনায় আসে না কখনো। হয়তো আপনিও সৈনিক, এটা নিয়ে মাথা ব্যথার কোন কারণ দেখতে পাননি।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০

নিয়ার বলেছেন: অতি চিন্তার বিষয়!! তবে আপনি যেহেতু আছেন সমাধান একটা পাওয়া যাবে আশা করি। আপাতত এক কাজ করেন!! একটা প্রিয় পোস্ট টাইপ কিছু লেখেন!! সেখানে দুই একটা লাশও রাইখেন! ;)

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:



২ টার মাঝে, একটা তো পেয়ে গেছি; আপনি অনুমতিটা কনেন্ট আকারে দেন; যেন আমার লেজে আগুন লাগাতে না পরে অন্যেরা।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

আরণ্যক রাখাল বলেছেন: হঠাৎ এটা লিখলেন যে?

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:




বেকুবদের মগজ হীনতার কারনে, আমাদের ১ জনের সমাধির জন্য ১২০ একর লেগেছে।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

প্রামানিক বলেছেন: সৈনিকেরা মৃত্যু নিয়ে কখনো কথা বলে না; ফলে, কোথায় ও কতটুকু যায়গায় সমাহিত করতে হবে, এটা আলোচনায় আসে না কখনো।
দারুণ কথা বলেছেন চাঁদ গাজী ভাই।

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:


চেংগিস সময় পেয়েছিল তার সমাধি নিয়ে ভাবতে, ফলে কয়েক'শ মানুষকে প্রাণ দিটে হয়েছে।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

নিয়ার বলেছেন: আরণ্যক রাখাল বলেছেন: হঠাৎ এটা লিখলেন যে?

চাঁদগাজী ভাই অনেক জ্ঞানী মানুষ! উনি কখন কোথায় কিভাবে জ্ঞানের চর্চা করবেন তা কি আর আমাদের পক্ষে বলা সম্ভব! ;)

তবে উনি অনেক দিন থেকেই কার যেন প্রিয় পোস্ট দুঃস্বপ্নে দেখছেন!! ;)

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:




নাগরিক হিসেবে, মাটির প্রতি সহানুভুতি আছে

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

রাজীব বলেছেন: মৃত্যুর পর লাশ সমাহিত করাটা জীবিত মানুষদের সমস্যা। মৃত মানুষতো তখন সকল সমস্যার উর্ধ্বে।

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:




সেটাই ঘটেছে সব সময়।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

নিয়ার বলেছেন: লেখক বলেছেন:



২ টার মাঝে, একটা তো পেয়ে গেছি; আপনি অনুমতিটা কনেন্ট আকারে দেন; যেন আমার লেজে আগুন লাগাতে না পরে অন্যেরা।

শুনছিলাম হনুমান একবার নিজ লেজে আগুন লাগিয়েছিল। আপনার লেজের কাহিনী কি? রাম ভক্ত খুব? রাবন কি বেশী ডিস্টার্ব দিতাছে?? ;)

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:



সেই অযোধ্যাও নেই, সেই সীতাও নেই

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

আজাদ মোল্লা বলেছেন:
এখন বাংলাদেশ মিলিটারীতে যুদ্ধের অভিজ্ঞতাসহ কোন সৈনিক নেই; এর আগের জেনারেশনে ছিল; যেসব সৈনিক যুদ্ধে যান, তাঁরা সব সময় মনে করেন যে, শত্রু পক্ষের সৈনিকদের মৃত্যু হবে মাত্র; এটা একটা মানসিক অবস্হা; এটাই যুদ্ধ করার বাসনাকে টিকিয়ে রেখেছে চিরকাল।
অনেক সুন্দর কথা ।

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:


ওটাই সৈনিক মন।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭

নিয়ার বলেছেন: লেখক বলেছেন:




নাগরিক হিসেবে, মাটির প্রতি সহানুভুতি আছে


আমি যদি একটা প্রিয় কমেন্ট নিয়া পোস্ট দিতাম তবে আপনার এই কমেন্ট অবশ্যই রাখতাম। চিন্তা নিয়েন না! খুব দ্রুতই আপনার গরুর রচনা থুক্কু গুরুমুখী রচনার পোস্ট আমার প্রিয় পোস্টে নিব! ;)

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:




রচনা লিখলাম আপনাকে নিয়ে, আপনি বলছেন এটা গরুর রচনা হয়েছে! আমার চেস্টা বৃথা গেলো।

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১

নিয়ার বলেছেন: লেখক বলেছেন:




রচনা লিখলাম আপনাকে নিয়ে, আপনি বলছেন এটা গরুর রচনা হয়েছে! আমার চেস্টা বৃথা গেলো।


কি যে বলেন আপনি! আপনার চেষ্টা কি বৃথা যাইতে পারে! সবাই জানে, আপনি যখন গরু নিয়া রচনা লেখেন তখন আয়নার দিকে তাকাইয়াই লেখেন!! এতে করে আপনি গরুকে নিজের সামনে দেখতে পান!! ;)

তাইতো আপনার পোস্টগুলো এত প্রানবন্ত থুক্কু গরুবন্ত হয়!!!

;)

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:




সবাই যদি বলে, মেনে নিচ্ছি; কিন্তু আপনার 'সবাই'টা সবাই কিনা!

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০০

এম. রহমান বলেছেন: রাজাকার যখন ঝাণ্ডা উড়ায়ে রাস্তায় চলে তখনও কি কবরের আয়তন নিয়ে ভাবে, নাকি গরুর রচনা?

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৬

চাঁদগাজী বলেছেন:



রাজাকারদের কিছু কমান্ডার ভাবার সুযোগ পাচ্ছে।

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:০০

মারুফ আহমেদ তপু বলেছেন: গরুবন্ত রচনা!! ঠিক বলছেন ভাই

এই বলদটা গরু রচনা লিখছে। আয়নার সামনে দাড়িয়ে লিখতে দিলে উনি লিখবেন, "গরু একটি বলদজাতীয় প্রানী। ষাড় গরুদের দুটি বিচিও থাকে যা আমার নেই..."

পোস্টে স্পেল চেক দেয়া দরকার। এসব পিগমী গোত্রের লোক ব্লগিং এ নাম লিখাইছে কি কইরা??? এক পোস্টে ৫০ বানান ভুল। প্রাইমারী ফেল পাব্লিকও ব্লগিং করে নাকি এই গাজী বলদার মত??? ;)

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:২৩

চাঁদগাজী বলেছেন:




আপনি পড়তে পারেন তো?

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:২৯

নিমগ্ন বলেছেন: ওরে গাজী ভাই? ইতনা পেরেশান কিউ?

গরুর রচনা লেইখ্যা দেখাইয়া দেন না ক্যারে? ;) ;)

৩০ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:




গরুর রচনা তো লিখতে পারি, গরু তো সেটা পড়তে পারবে না।

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: একশো বিশ একর জমিতে সমাধি করা হয়েছিলো ধান্ধা করার জন্য; অাদৌ লাশ ছিলো কিনা কে জানে । যাই হোক, অামি অাবশ্য অামার দেহটা কোন মেডিকেল কলেজে দান করতে চাই । পোকা-মাকড়, সাপ-বিচ্ছুকে খাইয়ে কী লাভ? মেডিকেলের শিক্ষার্থীদের যদি কাজে লাগে!

৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


মাটির ৩ হাত নীচে সাপ, বিচ্ছু, পোকা মাকড় থাকে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.