নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক: আপনি কি আমেরিকান প্রাইমারী নির্বাচন বুঝেন?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:১৭

আমেরিকার প্রাইমারী নির্বাচন হলো, মুল নির্বাচনের আগের নির্বাচন, যেখানে প্রতি দলের সদস্যরা নিজ দলের 'ক্যানডিডেটকে নির্বাচিত' করে নমিনেশনের জন্য; আমেরিকায় দল-প্রধান, বা দলের নেতৃত্ব নমিনেশন দিতে পারে না; নমিনেশন দেয়া হয় দলের মানুষদের সরাসরি ভোটে। এবারের নভেম্বরের ভোটে, প্রেসিডেন্ট নির্বাচিত হবে; আগামি বছরের জানুয়ারী্তে নতুন প্রেসি ক্ষমতা বুঝে নেবে।

আমেরিকায় বড় দল ২টি, ডেমোক্রেট ও রিপাবলিকান দল; ডেমোরা শ্রমিক ও দরিদ্রদের ভোট বেশী পায়, ব্যবসায়ীরা রিপাবলিকানদের ভোট ব্যাংক।

এবার ডেমোদের শক্ত প্রার্থী হচ্ছে, হিলারী ক্লিনটন; তার কাছাকাছি শক্ত হচ্ছে, বার্নি সেন্ডারস; বার্নি নিজকে আধা সোস্যালিস্ট হিসেবে তুলে ধরেছেন, সেই কারণে ছাত্র ও তরুণদের সমর্থন বেশী পাচ্ছেন; ধর্মীয় দিক থেকে ইহুদী, এটা আপাতত সমস্যা হচ্ছে না।

রিপাবদের শক্তিশালী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, রিয়েলস্টেইট টাইকুন; ইনি নিজের টাকায় ভোট করছেন, ১ বিলিয়ন ডলার খরচ করবেন, পদ্মাসেতুর এক তৃতীয়াংশ; বাকীরা দানের টাকায় ভোট করছেন; এদের মোট ১২ জন প্রার্থী। এদের ২য় শক্ত প্রার্থী টেড ক্রুজ, বর্তমানে সিনেটর; তৃতীয় স্হানে ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও, কিউবানদের ছেলে; রুবিও ঘন কথা বলে, ওবামাকে অনুসরণ করতে চাচ্ছে; কিন্তু সৎ বলে মনে হয় না। ত্বতীয় বুশ আছে অনেক পেছনে, দলের নেতৃত্বের বেশী সমর্থন ছিল বুশের পেছেন; শিয়ালের মত ঘাপটি মেরে অপেক্ষা করছে বুশ, যদি ট্রাম্পের ভোটগুলো কেটে উনার কাছে আসে; তবে, সেই সম্ভাবনা আর নেই বললেই চলে।

প্রাইমারীতে প্রথম বিজয় খুবই গুরুত্বপুর্ণ; তাই আজকের ভোট সামনের দিন গুলোর ডিরেকশান ঠিক করবে; আজ ভোট হবে 'আইওয়া' রাজ্যে; ভোট শুরু হবে সন্ধ্যা ৭ টায়; উভয় পার্টির লোকেরা নিজেদের প্রার্থীদের ভোট দেয়ার জন্য ভোট কেন্দ্রে থাকবেন সেই সময়।

ডেমোদের ভোট সুন্দর; সাধারণত: চা-পানির ব্যবস্হা থাকে; এরপর, ভোটারেরা নিজের প্রাথীর জন্য নির্ধারিত যায়গায় গিয়ে সমবেত হবেন; কোন ব্যালট নেই এখানে, মাথা গুণা হবে।

রিপাবরা গোপনে ভোট দেয়; তবে, সেখানেও ব্যালট নেই; একটা কাগজে নাম লিখে দিতে হয়। পুরো রাজ্যে ভোটের রেজাল্ট রাত ১০টার আগেই জানা যাবে হয়তো।

আমাদের রাজনৈতিক থিংক ট্যাংক, ড: এমাজুদ্দিন, ড: কামাল, ড: বদিউল আলম কোনদিন আমাদের জাতির জন্য এ ধরণের প্রাইমারী শুরু করার জন্য বলেননি; আসলে উনারা এগুলো বুঝার মতো বিদ্যান বলে মনে হয় না।

প্রাইমারী গণতান্ত্রিক নির্বাচনের জন্য প্রথম ও খুবই নিরপেক্ষ ধাপ; আমাদের দেশের জন্য ইহা খুবই দরকারী; আমাদেরকে এই অধিকারের জন্য লড়তে হবে।

****** আপডেট: সময় ১১টা:
ডেমোক্রেটদের মাঝে হিলারী ৪৯.৮% ও সেন্ডার্স ৪৯.৬% পেয়েছে; ৫% ভোট গণনার বাকী আছে।
রিপাবলিকানদের মাঝে টেড ক্রুজ জয়ী হয়েছে আইওয়া রাজ্যে, ট্রাম্প ২য় স্হানে।
++++ ৫০ রাজ্যের মাঝে ১ম ভোট ছিল আজ।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৪৮

রাবেয়া রাহীম বলেছেন: পোষ্টটি ভাল লেগেছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:২৬

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা গণতন্ত্র ও ভোটিং পদ্ধতি বুঝে না; আমােরিকানটা বুঝতে পারলে, কিছুটা হলেও সাহায্য হবে

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৮

তার আর পর নেই… বলেছেন: বোঝেনা কেন বলছেন?
অবশ্যই বোঝে, দেখেননা …কি সুন্দর স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি হয়ে গেছে। শুধু ব্যালট পেপার সবগুলোই একত্রে -একহাতে ঢোকে।

যেবার প্রথমবার বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ অনেকগুলো নতুন মুখ, একাই সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেবার ভেবেছিলাম, এবার হয়তো হবে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের ভোট পদ্ধতিতে হাজারী, পিন্টু, হাজী সেলিম, আব্বাসেরা পার্লামেন্ট ভোটে জয়ী হয়ে যায়; এটা সঠিক যে, শিক্ষিত মানুষ গণতন্ত্র ও ভোট পদ্ধতি জানলে এ ধরণের পিন্টু মিন্টু ভোটে জয়ী হতো না।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৮

কল্লোল পথিক বলেছেন: চমৎকার তথ্যমূলক পোষ্ট
ধন্যবাদ চাঁদগাজী ভাই।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে, চেস্টা চলতে থাকবে, যাতে ব্লগারেরা রাজনীতি বুঝতে পারে।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩২

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: নির্বাচন পদ্ধতি হিসেবে অ্যামেরিকানদের এই ব্যবস্থাটা আমাদের মতো দেশ যেখানে অনুন্নত শিক্ষা ব্যবস্থা/ শিক্ষার হার কম সেখানে খুবুই কার্যকর ব্যবস্থা হতে পারে।

তবে আমাদের দেশের নির্বাচন পদ্ধিতি উদার গনতান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতি অ্যামেরিকা/উন্নত জাতি গুলোর জন্য বর্তমান অ্যামেরিকান নির্বাচন পদ্ধতির চাইতে অধিকতর কার্যকর ব্যবস্থা হতে পারে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


"তবে আমাদের দেশের নির্বাচন পদ্ধিতি উদার গনতান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতি অ্যামেরিকা/উন্নত জাতি গুলোর জন্য বর্তমান অ্যামেরিকান নির্বাচন পদ্ধতির চাইতে অধিকতর কার্যকর ব্যবস্থা হতে পারে। "

-খুবই ভুলের মাঝে আছেন, এ ধরণের ভাবনা জাতির ভয়ংকর ক্ষতি করছে; নীচু মানের ভুল ও ষড়যন্ত্রকে নাম দিয়েছেন "উদার গণতণ্ত্র"।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১২

সায়ন্তন রফিক বলেছেন: ভালো লাগলো। জানাও হলো কিছু ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের ও শিক্ষিতদের দায়িত্ব বর্তমান বিশ্বের সাথে বাংলাদেশকে সন্মানিত অবস্হানে নেয়া।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬

চাঁদগাজী বলেছেন:



রিপাবলিকানদের মাঝে টেড ক্রুজ জয়ী হয়েছে আইওয়া রাজ্যে; ৫০ রাজ্যের মাঝে ১ম ভোট ছিল আজ।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৭

দিশেহারা আমি বলেছেন: হুম।

৩৬ বছর চলছে, আমি আমার জীবনে ব্যালট পেপারই দেখি নাই। :(
প্রাইমারী নির্বাচন হউক আর সমাপনি নির্বাচন হউক অনলাইনে ভোট দেওয়ার সুযোগ থাকলে ভালো হতো।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:



অনলাইনে এখনো ইজরায়েলও করেনি; ফলে, আপনার জীবনে ঘটবে না; তবে, বাংগালীদের মাঝে লোক আছে, যারা জাতিকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

চাঁদগাজী বলেছেন:


ডেমোক্রেটদের মাঝে হিলারী ৪৯.৮% ও সেন্ডার্স ৪৯.৬% পেয়েছে; ৫% ভোট গণনার বাকী আছে।

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮

ভুমিসংকর বলেছেন: ড: এমাজুদ্দিন, ড: কামাল, ড: বদিউল আলমরা যখন দেশকে সার্ভ করেছিলেন, তখন সার্ভ করার লোকের অভাব ছিল না। ক'দিন আগে যখন সত্যি সত্যি তাদের সার্ভের প্রয়োজন পড়েছিল, তখন তারা লেজ বের করে ঈমানী দ্বায়িত্ব পালন করে নিজেদের স্বরুপ চিনিয়েছেন। ধিক এসব সুবিধাবাদীদের X((

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

চাঁদগাজী বলেছেন:



ওদের শিক্ষা ও দক্ষতা সময়োপযোগী ছিল না; এরা জাতি থেকে মুল্য নিয়েছে, কিছু দিতে পারেনি

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১০

হাসান কালবৈশাখী বলেছেন:
আমেরিকার প্রাইমারী নির্বাচন হচ্ছে মুল নির্বাচনের আগের নির্বাচন।
হ্যা এটা সব সভ্য দেশেই আছে একটু ভিন্ন ভাবে।
বৃটেন ও ইওরোপে সংসদ নির্বাচনে দাড়ানোর জন্য আগে দলথেকে নির্বাচিত হয়ে আসতে হয়।

আমাদের দেশেও ২০০৮এ আওয়ামীলীগ পরিক্ষামুলক ভাবে তৃনমুল থেকে নির্বাচিত হয়ে এরপর হাসিনার অনুমোদন ক্রমে সংসদ নির্বাচনে নমিনেশন দেয়া হয়েছিল। তবে সেবার বেশিরভাগ তৃনমুল থেকে নির্বাচিতরাই নমিনেশন পেয়েছিল।

এখন একটি বড় ক্লিনআপ ছাড়া সুষ্ঠ গণতান্ত্রিক নির্বাচন আর এদেশে হবে বলে মনে হয় না।
আপনি কদিন আগে এক কমেন্টে বলেছিলেন -
"আবার মুজিব হত্যাকারি, গ্রেনেড হামলাকারি, বুদ্ধিজীবি গনহত্যাকারিদের নির্বাচিত হয়ে আসার জন্য তো আর গণতন্ত্র দেয়া যায় না"।

হ্যা সেটাই, গণতন্ত্রের অধিকার থাকবে সুধু স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিশ্বাসি বাংলাদেশ পন্থিদের।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক দল হিসেবে বের হতে না পারে আগামী ৩/৪ বছরে, আওয়ামী লীগের কি হবে বলা মুশকিল।

বিনপি'র জন্য একমাত্র গণতান্ত্রিক নির্বাচন হলো, বিএনপি'কে নির্বাচনের বাহিরে রাখা

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: খুব সহজ ও সাবলীল ভাষায় আমেরিকার জটিল ভোট প্রক্রিয়া বুঝতে পারলাম আপনার পোস্ট থেকে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:



ভালো, কমপক্ষে ব্লগারদেকে বিশ্বের আধুনিক ভাবনাকে বুঝতে হবে, অনুসরণ করা, বা তার থেকেও ভালো কিছু করার চেস্টা করতে হবে।

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২

তৌফিক মাসুদ বলেছেন: আগে এমনটি হবার ভালো সুযোগ ছিল, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। মানুষ নির্বাচন বিমুখ হচ্ছে। বেশির ভাগ মানুষই শক্ত পোক্ত লোকেদের বেশি পছন্দ করে। দারুন কথা বলতে পারে, ধমকাধমকি করিতে পারে এমন লোক চায়। কিন্তু আমার দেখা এমন লোকেরা বদের হাড় হয়। ভাল খুব কম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:



বর্তমানে, পুরো পার্লামেন্টের ১ জন এমপি'ও একটা বিল আনার মতো দক্ষ নয়; এরা ইসরায়েলের মত দেশে, পার্লামেন্ট ভবনের কেরানী হওয়ারও যোগ্য নয়।

মানুষকে পড়তে না দিয়ে, তাদেরকে ক্রীতদাস হিসেবে বিক্রয় করে হাজারজন কোটীপতি হয়েছে, সেই মানুষেরা তো নির্বাচন বিখুখ হবেই; মানুষকে নিজের চেস্টায় রাস্ট্র থেকে আত্মরক্ষা করতে হচ্ছে; পুলিশের ভয়ে মানুষ দেশ ছাড়তে রাজী।

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

প্রামানিক বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। ধন্যবাদ ভাই চাঁদগাজী।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:





প্রাইমারী কি চালু করবো?

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Rubio ke bola hoyechilo 'Republican Obama'. Ekhonto every sentence a Rubio shudhu Obamar biruddhe kotha bole. Annoying!

I kind of liked Jeb Bush.

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:



ওবামার ভাষা চুরি করে ইডিয়ট রুবিও ওবামার বিপক্ষে কথা বলছে; এই মিখ্যুক বানরকে কি করে আইওয়ার লোকেরা ভোট দিলো কে জানে?

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Right. I am thinking the same thing. Anybody asks him any questions, his reply is something bad about the Obama administration and "I will change everything!".

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:




সে ওবামার ভাষা শিখেছে, বলার ভংগি শিখেছে, কিন্তু বানরের মগজ তো বানরের নিজস্ব।

এই বুশটা কিছুটা ভালো ছিলো; কিন্তু আগের বুশদের জন্য মুল্য দিচ্ছে বেচারা ।

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:১২

পথে-ঘাটে বলেছেন: প্রাইমারী ফর্মুলাটা ভালো। কিন্তু ফর্মুলা প্রয়োগ করতে গেলে মইনদ্দিন-ফখরুদ্দিনের আশা পূরণ হতে পারে অর্থাৎ নেতা-নেত্রীদের মাইনাস হওয়া লাগতে পারে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


এখন যারা আছে, এরা দুস্ট

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১

বিজন শররমা বলেছেন: যাত্রীদের চুক্তিতে যেতে বাধ্য করছেন অটোরিকশার চালকরা
ফয়সাল আতিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2016-02-03 13:21:43.0 BdST Updated: 2016-02-03 13:23:56.0 BdST
ভাড়া বাড়িয়ে প্রায় দ্বিগুণ করেও রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশার চালকদেরকে মিটারে চলতে বাধ্য করা যায়নি। এখনও চালকদের কণ্ঠে সেই পুরনো সুর- ‘পোষায় না’।
কম দূরত্বে যেতে চালকদের অনীহা এবং মিটারের পরিবর্তে চুক্তিতে যেতে বাধ্য করা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
কোনো চালক মিটারে যেতে রাজি হলেও বাড়তি ২০-৫০ টাকা দাবি করছেন। অটোরিকশার ভাড়া নিয়ে প্রতিদিনই রাজধানীতে চালকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় জড়াচ্ছেন যাত্রীরা।
গত ১ নভেম্বর বর্ধিত ভাড়া কার্যকরের পর কয়েকদিন অটোরিকশা চালকদেরকে নিয়ম মেনে মিটারে চলতে দেখা গেলেও অল্পদিনের মধ্যেই চালকরা আগের চেহারায় ফেরেন।
নতুন নিয়মে সিএনজিচালিত অটোরিকশার প্রথম দুই কিলোমিটারের ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।
প্রথম দুই কিলোমিটারের পর প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৬৪ পয়সা থেকে বেড়ে এখন ১২ টাকা। প্রতি মিনিট বিরতির জন্য গুণতে হবে দুই টাকা করে, আগে যা ১ টাকা ৪ পয়সা ছিল।
আগে যখন মালিকদের দৈনিক জমা ৬০০ টাকা ছিল তখন চালকদের অভিযোগ ছিল, মালিকরা দিনে হাজার টাকা থেকে ১২শ টাকা পর্যন্ত তাদের কাছ থেকে আদায় করতেন। মালিকদের দৈনিক জমা বাড়িয়ে এখন ৯০০ টাকা করা হয়েছে।



" -রিকসাওয়ালাকে প্রশ্ন করেছিলাম- সরকারের সিদ্ধান্ত মানো না কেন ?" সে উত্তর দিল- "কার সরকার ? আমি কি ভোট দিয়েছি ?" তারপর আমাকে প্রশ্ন করলো - "আপনি ভোট দিয়েছেন ?"
লজ্জা পেয়ে, দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, "তাহলে চুক্তিতেই চল।"।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


রিক্সাওয়ালার ভোট বিক্রয় হয়ে আসছে দীর্ঘদিন; ফলে, ড: কামাল ভোট পায়নি।

১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Look at thisview this link As I told you before, this guy talks about nothing but Barak Obama =p~ The answer to all the questions is Barak Obama

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:



এত বড় ইডিয়টকে কিভাবে মানুষ সিনেটর বানায়েছে ভাবনার বিষয়; ফ্লোরিডার বুড়োবুড়িরা জানে যে, কি ইডিয়টকে ওরা ভোট দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.