নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জনসন্মুখে যারা চুমু-মুমুর কথা বলছে, ওরা ভালোবাসার মানুষ নন

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

প্রেম, ভালোবাসা নেই হৃদয়ে, কিন্তু শুধুমাত্র মানসিক ও শারীরিক সুখানুভুতির কারণে মানুষ জিং জিং খেলে? আসলে, এ ধরণের মিলনের সংখ্যাই ভালোবাসার মানুষের সাথে মিলনের সংখ্যা থেকে বেশী।

চুমু হাজারো রকমের আছে; চুমুর ধরণ দেখলে, যেকোন মানুষ বুঝতে পারে, এই চুমুতে জিং জিং অনুভুতি আছে কিনা; ভালোবাসার চুমু আশেপাশের মানুষের দৃস্টি আকর্ষণ করে না; এবং যাদের হৃদয়ে ভালোবাসা আছে, তারা কখন চুমু দেয়, নিজেরাও জানে না।

প্রতিটি জাতির নিজস্ব চরিত্র আছে; বাংগালী মেয়ে যদি কাউকে ভালোবাসে, সেইজনকে সেই মেয়ে অন্য মানুষের সামনে চুমু কখনো দেবে না; সব জাতির জন্য, যত কম ভালোবাসা, চুমুর হার তত বেশী। যেসব বাংগালী মেয়ে অন্যদের সামনে চুমু দেয়, তাদের সম্পর্ক আসলেই নেই, আছে সামান্য শারীরিক সুখানুভুতি।

প্রবাসে ঘোরার কারণে, পশ্চিমের জাতিদের চরিত্রও চোখে পড়েছে; আপনারা যারা বাহিরে যাননি এখনো, তারা সিনেমায় হয়তো আমার চেয়ে বেশী দেখছেন ; তবে মনে রাখবেন, সিনেমা মানে সিনেমা, উহা কখনো আসল নয়। লন্ডনে পুর্ব ইুরোপের লোকেরা বেশী জনসন্মুখে চুমাচুমি করে, এবং এরা বিয়ে করে না। নিউইয়র্কে ট্রেন, বাসসহ সব পাবলিক যায়গায় যারা চুমাচুমিতে লেগে থাকে তারা সাধারণত নিম্ন শ্রেনীর মেক্সিকান।

মানুষের চোখে পড়ে জিং জিং-মনাদের চুমু, ভালোবাসার মানুষদের চুমু কারো চোখে পড়ে না।

মন্তব্য ৫৭ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

মহা সমন্বয় বলেছেন: ভালোবাসার মানুষদের চুমু কারো চোখে পরে না।
ঠিক বলেছেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:


যখনই কারো চুমুর প্রতি অন্য মানুষ তাকায়, সেটা সমস্যার চুমু; ওখানে হৃদয় নেই

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

কবি এবং হিমু বলেছেন: ভাই এই জিং জিং মনাদের চুমু টা ঠিক বুঝলাম না।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:




যেই চুমু মানুষের মনে ও শরীরে সেক্স অনুভুতি প্রবাহিত করে।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

কহেন কবি কালিদাস বলেছেন: আপনি সত্যি কথাই বলেছেন ।
কিন্তু যারা এই ইভেন্ট আয়োজন করেছে তাদের মানসিক সুস্থতা নিয়ে আমার সন্দেহ হয় । প্রত্যেক জাতির নিজস্ব সংস্কৃতি আছে । আমাদের সংস্কৃতিতো পশ্চিমাদের থেকে সম্পূর্ণ আলাদা । এখনকার এই জেনারেশন এই সহজ কথাটাই বুঝতে পারেনা।

পশু প্রাণীদের সাথে আমাদের পার্থক্য একটাই - লজ্জা ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৩

চাঁদগাজী বলেছেন:



পশু প্রাণীদের সাথে মানুষের ভালোবাসার মিল নেই; ফলে, তুলনা করা ভুল হবে।

সব সংস্কৃতিতে, ভালোবাসার মানুষকে চুমু দেয়া হলে, সেই চুমু কারো চোখে পড়ে না; আর পড়লে, সবাই সৌম্যতা অনুভব করে।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

আরণ্যক রাখাল বলেছেন: লন্ডনে পুর্ব ইুরোপের লোকেরা বেশী জনসন্মুখে চুমাচুমি করে, এবং এরা বিয়ে করে না।
বিয়ে করাটাই ভালবাসার একমাত্র পরিণতি নয়; বরং বিয়ে ভালবাসার মৃত্যু ঘটায়!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৬

চাঁদগাজী বলেছেন:



যে ভালোবাসা বিয়ের পর টিকে না, উহা মরীচিকা মাত্র।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৬

আব্দুল্যাহ বলেছেন: আমিও বিষয়টি নিয়ে লিখে আসলাম, ঐ আরকি যেতে যেতে ঊল্টোপথে

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:১৫

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে তরুণ তরুণীরা কিছু সমস্যার মাঝ দিয়ে যাচ্ছে।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩৬

ধমনী বলেছেন: ভালোবাসার মানুষদের চুমু কারো চোখে পড়ে না।
- কথাটা অসাধারণ!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৪২

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, এটা চিরন্তন সত্য

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৯

গেম চেঞ্জার বলেছেন: চুমু দেয়া না দেয়া দিয়ে আপনি যেভাবে মানুষকে ছোট ও বড় করে দেখছেন সেটা অহেতুক। ভার্সিটিতে আমাদের মধ্যে কিস দেয়াটা (ক্লাসে) অতো লুকোনো কিছু ছিল না। চুমু খাওয়া যাবে না, এটা আগের যুগের ব্যাপার। এখনকার নয়। সময়ের সাথে কতকিছু পাল্টে যায় আর চুমু। হাহঃ

আচ্ছা, জিং জিং খেলা কি ধরণের খেলা। একটু বুঝিয়ে দেবেন? অথবা লিংক??

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


শিক্ষা ও সাংস্কৃতিক দিক থেকে বাংলাদেশ ইউরোপ থেকে ৩০০ বছর ও আমেরিকা থেকে ২০০ বছর পেছেন ; ইউরোপে যারা ভালোবাসে তাদের চুমু দেখলে বুঝা যায় যে, তারা পরস্পরকে ভালোবাসে; ইউরোপে যারা ৫ মিনিটের পরিচয়ে জিং জিং খেলে তারা জিং জিং টাইপের চুমু দেয় সবার সামনে।

জিং জিং খেলা মনে হয় আমি ব্যবহার করছি; আমি কারো লেখাকে আমার পোস্টে আনি না; কারো কোন রেফারেন্স আমি ব্যবহার করি না।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪

দিশেহারা আমি বলেছেন: এই সব আজাইরা ইভেন্ট নিয়ে ফালতু নির্লজ্জ ছেলেপুলেদের চিৎকার চেঁচামেচিই বেশি।
কোন স্বামী- স্ত্রীকেও এইসব ইভেন্ট এ দেখবেন না। কারন ভালোবাসার মানুষকে নিয়ে কেউ জনসন্মুখে এইরকম বেহায়াপনা করে না।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


সমাজের অস্হিরতা তরুণদের ভাবনাশক্তি কমায়ে দিচ্ছে।
কেহ কেহ পশ্চিমে গিয়ে ভালো কিছু শিখতে না পেরে, হাউকাউ করা শিখে তা বাংগালী তরুবদের উপর চালিয়ে দিচ্ছে।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

রাজু রহমান বলেছেন: ভালো লিখেছেন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:



স্বাভাবিক বাংগালী ভাবনা

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪

খোলা মনের কথা বলেছেন: আপনার সাথে একদম একমত ভাই। এরা পশ্চিমা চরিত্র গুলএর সাথে একসাথে হতে চাইছে কিন্তু এমন নোংরামিটা কি পশ্চিমা চরিত্রে গুরুত্বপূর্ন বৈশিষ্ট্য? ভাল বৈশিষ্ট্য গুলো কেন করে না? কারন ভাল গুলো করলে তো আর শারিরিক পিনিক পাবে না। এদের একমাত্র উদ্দেশ্য নোংরামি ছাড়া কিছু না। ধন্যবাদ ভাই

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:



যেকোন কঠিন কিছু শেখা কস্টকর; বেদরকারী ও সোজাগুলো শিখার চেস্টা চলছে।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১১

সুমন কর বলেছেন: যাদের হৃদয়ে ভালোবাসা আছে, তারা কখন চুমু দেয়, নিজেরাও জানে না। -- এটাই সত্য।

অল্প কথায় তুলে ধরেছেন, এখন যারা বুঝবে তারা বুঝে নেবে। বাকিরা ....!!!


১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


আমাদর তরুণরা আমাদের অস্হির সমাজের শিকারে পরিণত হচ্ছে।

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭

আবু শাকিল বলেছেন: আম্রিকায় থাকেন দু/এক লাইন বাড়াইয়া কিছু যুক্তি টুক্তি দিয়া বোঝাইয়া দিবেন।পুলিশ পাহারায় চুমা খাইতে হয় না।
আপ্নে মিয়া- স্রোতে ঘা ভাষাইয়া দুইলাইনে কাম সাইরা দিলেন।
আমার অক্ষমতা যা লিখতে চাই তা লিখতে পারি না।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:



ব্লগ শিক্ষিতদের, এখানে কমান দাগানোর দরকার কি?

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

বর্গী এল দেশে বলেছেন: চুমু আমার অধিকার। যেখানে খুশি সেখানে খাব

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


চুমু অধিকার নয়; অধিকার হলো: শিক্ষা, চাকুরী, চিকিৎসা ও বাসস্হান।

সবর সামনে আপনি যাকে চুমু খাবেন, অন্যেরাও সেখানে ভাগ বসাবে।

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

বিজন রয় বলেছেন: সবাই মানুষ, তবে কারো কারো হুশ কম- বা - বেশি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


টিউটরের কাছে প্রশ্নোত্তর শিখে নিজের মগজ ব্যবহার করার কথা ভুলে যাচ্ছে তরুণরা

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০

অগ্নি কল্লোল বলেছেন: জিং জিং চুমু থেকে বাঁচতে চাই।।
যদি আদর করতে চাও
আড়ালে যাও।।।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



মানুষ ভালোবাসে, সেটা অন্যের জন্য সামাজিক 'সো' হওয়ার কথা নয়।

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩

প্রামানিক বলেছেন: চুমু নিয়ে কি যে করতে যাচ্ছে মাথায় আসছে না।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:



তরুণদের বিভ্রান্ত, নতুন কিছু করতে চায়, কিন্ত জানে না কি করতে হবে।

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

বর্গী এল দেশে বলেছেন: ইচ্ছা হলে দেব না হলে দেব না । ভাগ দেয়া না দেয়া নিজেদের অধিকার ।
রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খেলে কি অন্যদের ভাগ দিতে হয় ?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


আইক্রীমের সাথে চুমুর তুলনা করে কি ভুল করছেন না?

পুরুষ বা নারী এমন চুমু দিতে পারে যে, যাতে শরীর থেকে কাপড় খসায়ে ফেলতে পার, নিজেদের অজান্ত শারিরীক মিলন শুরু হতে পারে।

আপনি চুমুকে আইসক্রীমের সমান ভাবলে, আপনাকে আপনার ভালোবাসার মানুষ আইসক্রীম কিনে দেবে, আর জিং জিং খেলবে অন্য লোকের সাথে।

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

আরজু পনি বলেছেন: জিং জিং-মনা...হাহাহাহা
শব্দটা একেবারেই নতুন...তবে ঠাহর করে নিতে পেরেছি। আর জবাবেও দেখলাম ।

আমি ক্ষ্যাত, ব্যাকডেটেড করেই আমার বাচ্চাদের বড় করতে চাই ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:

বাংলা ভাষায় একটা শব্দ খুঁজছিলাম, এটা কাছাকাছি অবস্হা বুঝাক্চ্ছে মনে হয়।

আমাদের সাধারণ সামাজিক মুল্যবোধ মোটামুটি ভালো; ফলে, অন্যদের মতো হওয়ার দরকার নেই।
আমাদের তরুণরা জাতির মুল দরকারগুলো না বুঝে ভেড়ার দলে যোগদান করছে।

১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০

ভ্রমরের ডানা বলেছেন: হিউজ লাইক!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৩

চাঁদগাজী বলেছেন:


এগুলো এমন কিছু বিষয় , যা জাতির সাথে বদলাবে, ২/৪ জন এখানে তেমন কিছু বলার অধিকার রাখে না।

২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২১

তিথীডোর বলেছেন: Good writing!..After living in USA about 20 years..I can't even think about this with me or my 12th grader daughter!..My daughter raised in a white dominated suburb, but has been growing as a descent, Bangali girl! I think, this kind of stupidity also comes from parental quality and household environment..we are going backward! (some people will think the way I am raising my daughter as a backward, restrictive though!)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:




বেশ কিছু বাংগালী তরুণ, তরুণী, সমাজ ও পরিবারের উপর কতৃত্ব করে বড় হচ্ছে; এরা ধরাকে সরা জ্ঞান করছে; তারা জানে না যে তাদের মতো ১ কোটী তরুণ তরুণী সামান্য প্রাথমিক শিক্ষাও পায়নি, জীবন থেকে বন্ছিত হয়েছে; কিছু না ভেবেই হরমোনকে মাথায় স্হান দিচ্ছে।

২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এইটা বোধহয় প্রেমের ডিজিটাল ভার্শন!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:




ডিজিটালের বাবা, আমেরিকাও নিজকে ডিজিটাল ভাবে না।

২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭

আজাদ মোল্লা বলেছেন: সত্য কথার পোস্ট , সুন্দর বলেছেন ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৫

চাঁদগাজী বলেছেন:



আমাদের জাতির সামাজিক চরিত্র আছে, আমরা নার নই।

২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৯

সায়েল বলেছেন: চুমু খাওয়া অধিকার না। চুমু খেতে পারাটা রুচি ও পরিবেশের সাথে আপেক্ষিক।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:



অনেক তরুণ জানে না কোনটা অধিকার, ও কোনটা কি!

২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৩

মুসাফির নামা বলেছেন: আমি নির্বাক। ঘটনাটা এতদিন বুঝিনাই। ওরা আসলে কি চায়?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:



ওরা কি চায় নিজেও জানে না, একাই জাতির আগে চলে চায় হয়তো

২৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা

আর ভালবাসা দিবসের আগাম শুভ কামনা, আপন জনের ভালবাসায় ঘিরে থাক জীবনের প্রতিটি মুহূর্ত।

২৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন: এশিয়া ও আফ্রিকার নারীরা ইতিহাসের সবচেয়ে নির্যাতিত নারী; এর মুল কারণ হলো দারিদ্রতা, ও এই এলাকার পুরুষদের খারাপ মেজাজ, শিক্ষাহীনতা ও বিচার বুদ্ধির অভাব; সর্বোপরি নারীদর প্রতি ধর্মীয় ও সামাজিক কুসংস্কার। হিন্দু ধর্মে নারীকে এত ছোট স্হানে রাখা হয়েছিল যে, তাকে মৃত স্বামীর সাথে সমাহিত করার জন্য হত্যা করা হয়েছিল; এশিয়া আফ্রিকার মুসলিম এলাকাগুলোতে নারী নিজ সংসারেই দরিদ্র ব্যক্তি ছিলেন, সবচেয়ে কম অধিকার প্রাপ্ত সদস্য।

এ শতাব্দীতে অবস্হা কিছুটা ভালো হয়েছে এশিয়ার পুর্বান্চলে, ভারত ও বাংলাদেশে; পাকিস্তান, আফগানিস্তান ও আরবে অবস্হা একটু ভালো, তবে এসব দেশে নারীদের অবস্হা এখনো ভয়ানক খারাপ।

১৯৯১ সাল থেকে আমাদের প্রধানমন্ত্রী থাকছেন নারী ; এটা বড় ধরণের আশার কথা; এবং বর্তমান প্রধানমন্ত্রী কথায় ক্থায় নারীর ক্ষমতায়নের কথা বলেন; উনি অনেক উঁচু পদে নারীদের রেখেছেন; তবে, এগুলো বড় উদাহরণের চেয়ে ব্যতিক্রমই বলা যায়। যেসব পদে উনি নারীদের নিয়েছেন, বেশীর ভাগ পদেই অনুপযুক্তরা চলে গেছেন; আমরা চাই যে, বিরোধীদলের নেত্রী নারী হলে ভালো, তাই বলে রওশন এরশাদকে ওখানে নেয়া ঠিক হয়নি; আমাদের স্পীকারও নারী, কিন্তু উনি উপযুক্ততা প্রমাণ করতে পারেননি বলে আমার ধরণা; আমাদের পার্লামেন্টে জাতির জন্য কোন দরকারী বিল আসেনি অনেক বছর।

নারীকে তার সঠিক অবস্হানে শক্তিশালী অবস্হায় দেখতে চাইলে, যেসব পদক্ষেপ নেয়ার কথা সেগুলো আমি দেখছি না; দেশের ২০/৩০ লাখ শিশুকে 'চাকরাণী' করে রেখে, রওশন এরশাদ, সাহারা খাতুন ও

২৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:১৬

চাঁদগাজী বলেছেন: আপনি ব্যবসায়িক কারণে কথা বলছেন, এতে আপনার হয়তো কোটী টাকা আয় হচ্ছে, আরেকজন প্রেমালাপ করছেন, উনি মানসিকভাবে শান্তি পাচ্ছেন, আরেকজন চুরি, ডাকাতি, কিংবা হত্যার পরিকল্পনা করছে, সে হয়তো অপরাধ করছে, আরেকজন একাকিত্ব কমানোর জন্য ফোন করেছেন; সবকিছু জন্য বিল দিতে হচ্ছে; এটা আধুনিক ব্যবসা। বাংলাদেশে ১২ কোটী টেলিফোন সেটে মানুষ কথা বলে যাচ্ছে, এটা খুবই বড় ব্যবসা; কথা বলার লোকেরা নিজেই যদি এই ব্যবসার মালিক হ

২৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

শেষ বেলা বলেছেন: তরুনদের সামনে কোন লক্ষ্য আর উদ্দেশ্য নেই, নতুন কিছু করার স্বপ্ন হযতো আছে কিন্তু কি করবে তা তারা জানে না? জাতিগতভাবে আমরা যে কোথায় যাচ্ছি সেটা ভেবে দেখার সময় হয়তো এখন তাদের নাই। আমাদের সামাজিক মুল্যবোধ কোথায় গিয়ে দাড়াচ্ছে। সুন্দর এবং সুচিন্তিত পোস্টের জন্য ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:



সরকার দেশকে এমন যায়গায় নিয়ে গেছে, এতে কারো অংশ গ্রহনের সুযোগ নেই।

২৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

শেষ বেলা বলেছেন: গাজী ভাই বিষয়টি শুধু শুধু আমরা সরকারের উপর চাপিয়ে না দেই। আমাদের মুল্যবোধগুলো পচে নষ্ট হয়ে গেছে। এখন আর আমরা সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়,ভাল-মন্দের ভেদাভেদ বুঝি না। এটা আমাদের মুল্যবোধের অবক্ষয় না বিবেক মরে গেছে, বুঝি না। ইউরোপিও কালচার নামে আমাদের মধ্যে যা প্রবেশ করছে, সংস্কৃতি না অপসংস্কৃতি তরুনরা বুঝছে না। তারা মনে করছে এটাই আধুনিকতা। তারা ঝুকে পড়ছে এদিকে এর থেকে উত্তরণের পথ আমাদের কারো জানা নেই। ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


সরকারের উপর দায়িত্ব বর্তাচ্ছে, কারণ সব ক্ষমতার উৎস সরকার; সরকার যা চায় না, ভালো হলেও তা করতে দেয়া হচ্ছে না।

তরুণরা কিছু কিছু বিষয়ে, দেশের বিরাট অশিক্ষিত অংশের চেয়ে বেশী জানতে পারছে, দক্ষতা অর্জন করছে; সেগুলোকে কাজে লাগিয়ে তারা সাধারণ মানুষের চেয়ে এক ধাপ সামনে আছে; তারা সেজন্য ধরাকে সরা জ্ঞান করছে। আবার তারা তাদের সমবয়স্ক পশ্চিমের তরুণদের থেকে জ্ঞানের দিক থেকে পেছেন; ফলে, পশ্চিমের তরুণদের অনেক কিছুকে না বুঝেই লুফে নিচ্ছে।

৩০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮

আহা রুবন বলেছেন: সব জাতির জন্য, যত কম ভালোবাসা, চুমুর হার তত বেশী।[/sb

ধারণা করি ঠিক বলেছেন। আমাদের দেশেও যাদের দাম্পত্য জীবনে ফাঁকি আছে তারা অন্যকে দেখানোর জন্য ঢলাঢলি করে বেশি। তারপর হঠাৎ-ই একদিন ফুস্...

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:


বেশী দেখানোর কারণ, সামনে "ফুস"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.