নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ধরলাম, ফিংগার-প্রিন্ট সিআইএর হাতে গেলো, সিআইএ সেটা দিয়ে কি করবে?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

প্রথমত, নাগরিকের আইডেনটিফিকেশনের জন্য নেয়া, বাইওমেট্রিক ফিংগার-প্রিন্ট শুধুমাত্র সরকারের কাছে থাকা উচিত, সরকারী আইডেনটিফিকেশনে ব্যবহার করা উচিত, পরে অন্যদের জন্য ; আজকাল পশ্চিমের সব কর্পোেরেশন সামান্য অফিসে প্রবেশের জন্য বাইওমেট্রিক ব্যবহার করছে; আমেরিকান সব কর্পোেরেশনের বাইওমেট্রিক ডাটা যদি সিআইএর হাতে চলে যায়, সিআইএ সেগুলো দিয়ে কি করবে? আমার ধারণা, সেগুলোকে ফেলে দিবে।

কারণ, বাইওমেট্রিক ডাটা ব্যবহার করা হয় শুধু মাত্র আইডেনটিফিকেশনের জন্য; এই ডাটা যে ফরমেটে থাকে, সেটাকে ব্যবহার করে সিআইএ অন্য কোন কাজ করতে পারবে না। কারো ডাটা নিয়ে, তার স্হানে অন্য কোন লোককে ব্যবহার করে, তার কোন কাজ সারা যাবে না।

সামান্য সিমের জন্য বাইওমেট্রিক ব্যবহার করলে ডিজিটাল দেশের অশিক্ষিতরা টাল হয়ে যাওয়ার কথা ভয়ে। ফিংগার প্রিণ্ট বিদেশী কোম্পানীর কাছে গেলে কি হবে, ভেবে সবাই খুন হয়ে যাচ্ছে; কিন্তু বিদেশী কোম্পানীর থেকে ফোন সার্ভিস কেন ব্যবহার করছে, সেটা ভাবার মতো মগজ নেই বড় বড় আঁতেলদের।

সিমের জন্য যদি আইডির দরকার হয়, সেটা যেকোন ধরণের আইডি হলেই চলবে; শুধু দরকার যাতে জাল-আইডি যেন ব্যবহার করতে না পারে। যেহেতু সরকার নিজকে ডিজিটাল হিসেবে জাহির করার জন্য সব চেস্টা করছে, ফলে মশা মারতে কামান দাগাচ্ছে।

অকারণে বড় পদক্ষেপ নেয়াতে আমাদের লোকেরা অস্বস্তিতে আছে; আসলে ইহা কিছুই নয়; শুধু মাত্র ভালো আইডেনটিফিকেশন; কারো হাতে গেলে কোন কাজে লাগবে বলে মনে হয় না।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

মহা সমন্বয় বলেছেন: মনে হচ্ছে এটা নিয়ে অতি শিঘ্রই হুলুস্থুল কান্ড ঘটবে। যদিও আমি এখনো কিছু করি নাই তবে আপাদত আমি ভাও বুঝার চেষ্ট করছি..দেখা যাক কি হয়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:



ওদের টেলিফোন সার্ভিস ব্যবহার না করাটাই হবে আসল পদক্ষেপ।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

গেম চেঞ্জার বলেছেন: আমি তো আপনাকে সচেতন নাগরিক ভেবেছিলাম। কিন্তু এইটুকু বোঝার মতো ঘিলুও নাই আপনার কাছে? :||

ফেসবুকের মতো প্রতিষ্টান তার নিজ ব্যবহারকারীদের তথ্য অন্যকে দিতে কতোটা সতর্কতা অবলম্বন করে সেটা এফবি এপ ডেভেলপমেন্ট করতে গিয়ে আমি টের পেয়েছি। আর সেখানে নাগরিকের স্পর্শকাতর তথ্য নিয়ে কি করা হচ্ছে সেটা মাথায় যাচ্ছে না?

ঐ তথ্য তাদের হাতে থাকলে আমাদের নাগরিকের নিরাপত্তা বিঘ্নিত হবে। তারা নাম, ঠিকানা, চৌদ্দগোষ্টীর সাথে সোশ্যাল কানেক্টিটি ইনফো ব্যবহার করে কি করবে সেটা কি মগজে যাচ্ছে না?

যেকোন সময় জংগী তৎপরতা কলকাঠি নাড়ানোয় এবং নীলনকশায় এরা সিদ্ধহস্ত। এর ওপর পরিপুর্ণ ডেটাবেজ গেলে তো কেল্লা ফতে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


সিম রেজিস্ট্রেশন করতে নাম, ঠিকানা, সবই দিটে হচ্ছে; এক্সট্রা শুধু 'বাইওমেট্রিক', যেটাকে ব্যক্তিকে আইডেনটিফাই করতে ব্যব হার করা হবে।

'বাইওমেট্রিক', না দিলেও নাম ঠিকান ও অন্য আইডেনটিফিকেশন ওদের কাছে যাবে।

'বাইওমেট্রিক', আইডেনটিফিকেশন গেলে, বা অন্য আইডেনটিফিকেশন গেলে পার্থক্যটা কি?

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮

সায়ান তানভি বলেছেন: ঠিক বলেছেন ,কিছু মানুষ অযথা ভীতি ছড়ায় ।গুজব ছড়িয়ে আনন্দ পায় ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:



না বুঝে চীৎকার দিচ্ছে।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০১

সায়ান তানভি বলেছেন: যারা অপরাধী বা এতে যুক্ত তাদেরই ভয় আছে ।অন্যদের সমস্যা কেন হবে ।উন্নত বিশ্বে সিক্রেট সংস্থাগুলোর হাতে প্রতিটা মানুষের ডাটাবেজ থাকে ,এর সাথে প্রাইভেসির সম্পর্ক নাই ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


এটা সামান্য আইডেনটিফিকেশন সিস্টেম, যেটা জাল করা কঠিন; অন্য কিছু নয়।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

যোগী বলেছেন:
আমার মনে পড়ে যায় অনেক কাল আগে এক দেশের প্রধানমন্ত্রী বলেছিল ইন্টারনেট ব্যাবহার করলে দেশের সব তথ্য পাচার হয়ে যাবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:


না বুঝে চীৎকার দিচ্ছে।
আসল সমস্যা হলো বিদেশীদের সার্ভিস ব্যবহার করা।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২০

নাজমুস সাকিব রহমান বলেছেন: একটা মানুষ জীবনে কতবার নিবন্ধন করবে ? সিম কেনার সময় একবার, হারিয়ে গেলে একবার, এখন আবার এই পদ্ধতি! করলে একেবারেই করে ফেলত। কিছুদিন পর ওদের মাথায় আরেকটা নতুন আইডিয়া আসবে না, এমন কোন গ্যারান্টি কি আছে ? নেই। তখন আবার সে পদ্ধতিটে নিবন্ধন! ব্যক্তিগত ভাবে আমার ইচ্ছে, সেলফোন ব্যবহার ছেড়ে দেবো। এগুলো খুব ঝামেলার মনে হয়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:



সমস্যা হলো বাংগালীরা টেকনোলোজী সবে শিখা শুরু করেছে, অনেক এক্সপেরিমেন্ট হবে।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৭

নাজমুস সাকিব রহমান বলেছেন: এ সব এক্সপেরিমেন্ট প্রথমে সরকারের তথা প্রশাসনের লোকজনের ওপর চালানো উচিত।
এমন সব মানুষ এমন জায়গায় বসে আছেন, যাদের ঐ জায়গা সম্পর্কে জ্ঞান নেই। একদম মুর্খ।
এসব উৎপাত থেকে কবে রক্ষা পাই কে জানে!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:



রক্ষা নেই, বেকুবেরা রাজনৈতিক দলে নাম লেখায়ে বড় বড় পোস্ট দখল করে বসেছে

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩০

নাজমুস সাকিব রহমান বলেছেন: হয়তো বেকুবদের জন্যই রাজনৈতিক দল! এরকম ভেবে নিলে বুকের ভেতর সামান্য শান্তি পাওয়ার সম্ভাবনা আছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


আমরা শিক্ষিতরা এভাবে, ওভাবে ভালোই আছি; যাদেরকে সাগরে ডুবতে হয়েছে, যাদেরকে আফ্রিকা যেতে হয়েছে, তাদের কাছে জাতি অপরাধী।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

আরণ্যক রাখাল বলেছেন: যে কারণে এটা করা হচ্ছে, সাইবার ক্রাইম কমাতে, সিম ব্যবহার করে ঘটিত অপরাধ কমাতে- এটা সম্ভব হবে বলে মনে হয় না।
যাই হোক, আমি দিয়ে এসেছি, কিছু না ভেবেই। দেখি ওরা কী করে!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের কাজগুলোতে আমাদের নিজের জাতির ব্যবসার দরকার ছিলো; এগুলোকে 'সমাবায়ের' অধীনে পুরো জাতির ব্যবসায় পরিণত করার দরকার ছিলো; আমাদের টাকাগুলো বিদেশীদের দেয়া হচ্ছে।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: যোগী বলেছেন:
আমার মনে পড়ে যায় অনেক কাল আগে এক দেশের প্রধানমন্ত্রী বলেছিল ইন্টারনেট ব্যাবহার করলে দেশের সব তথ্য পাচার হয়ে যাবে।
বলেছিলেন তো B-)
এখন তিনি ইন্টারনেট ব্যবহার করছেন না?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

চাঁদগাজী বলেছেন:



জাতিকে পড়ালেখা থেকে বন্চিত করায়, জাতি কোন ব্যাপারে সঠিকভাবে কিছু বুঝতে পারে না।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: টেলিটক নাকি দেশের সিম?
যদি হয়ে থাকে, ওটা টিকতে পারছে না ওদের ব্যবসানীতির কারণে!
বাংলাদেশ পুঁজিবাদী অর্থনীতি বেছে নিয়েছে, তাই কোন কম্পানিকেই আটকাতে পারবে না। যোগ্যরাই টিকে থাকবে।
দেশীয় সিম চালু করতে গেলে ওদের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


এসব বড় ব্যবসা সমবায়ের অধীনে আনলে, টাকাটা দেশের মানুষ পাবে; তখন সবচেয়ে ভালো কোয়ালিটি বজায় রাখা সম্ভব হবে।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

পথে-ঘাটে বলেছেন: আমি পড়লাম উভয় সংকটে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


আপনি মাত্র এক সংকটে আছেন, বিদেশীদের টাকা দিচ্ছেন বকবক করে।

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ভাবতাছি আর মোবাইল ব্যবহার করবো না। আবার সেই আদ্দিকালে ফিরে যাবো। একটা কবুতর পুষবো, আর তাকে ট্রেনিং দিয়ে জান্টুসের কাছে চিঠি পাঠাবো।
গাজী ভাই আপনার মতামত কি? আইডিয়াটা কেমন?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:



আইডিয়াটা ভালো।

এসব বড় ব্যবসা জাতিকে ডেয়ার দরকার; জাতি সমবায়ের মাধ্যমে এসব ব্যবসা করলে ট্রলারে করে মালয়েশিয়া যেতে হবে না।

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

চলতি নিয়ম বলেছেন: ফিঙ্গার প্রিন্ট দিয়ে কেন সিম নিবন্ধন করতে হবে? একটা কারন বলেন তো? আজকে সিম নিবন্ধনের জন্য চাইবেন কালকে ড্রাইভিং লাইসেন্স এর জন্য পরশু পাসপোর্ট এর জন্য তরশু ...

তাইলে এন আই ডি কিসের জন্য?? বাঙ্গালী জীবনেও ওয়ান স্টপ সার্ভিস পাবে না, খালি শুনেই যাবে ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


ওয়ান স্টপ সার্ভিস এর কনসেপ্ট বুঝে, এ রকম দক্ষ কোন লোককে সরকারে দেখেছেন? মোটেই নেই।

সিম রেজিস্ট্রেশন করছে সন্ত্রাস, হত্যা, ও বিরোধীদলের পরিকল্পকারীদের যোগাযোগের উপর নজর রাখার জন্য, ও চিহ্নিত করার জন্য

এসব ছোট কাজে ন্যশনাল আইডি ব্যব হার করা ভুল হবে।
বায়োমেট্রিক শুধু মাত্র হাইটেক, এর বেশী কিছু নয়।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

চলতি নিয়ম বলেছেন: আপনার বোঝার লেভেল দেখে পুরাই হতাশ হলাম।

সিম রেজিস্ট্রেশন করছে সন্ত্রাস, হত্যা, ও বিরোধীদলের পরিকল্পকারীদের যোগাযোগের উপর নজর রাখার জন্য, ও চিহ্নিত করার জন্য আপনার কি ধারণা আছে এক নামে কয়টা সিম রাখার পারমিশন আছে? ১০ /২০ টা সিম দিয়ে এক জন কি করবে? এসব ছোট কাজে ন্যশনাল আইডি ব্যব হার করা ভুল হবে। তাইলে এত দিন কি দিয়ে রেজিস্ট্রেশন হইতো? =p~

সিম নিজেই যেখানে একটা আইডেন্টিটি, সেটার খারাপ ইউজ ঠেকানোর দযিত্ব অপারেটর দের। তাদের কেই ঠিক করতে হবে কিভাবে তারা সেটা করবে। সরকার শুধু তাদের কে চাপ দিতে পারে। সরকার কোনো নিয়ম ঠিক করে দিতে পারে না। সঠিক নিয়ম জানা লক সরকারে আছে বলে মনে হয় না। সে জন্যই তো সরকার ২৫ টাকা মাসিক কিস্তিতে স্মার্ট ফোন দিতে চায়। আর বাঙ্গালী তাতেই খুশিতে গদগদ করতে থাকে।

আচ্ছা পৃথিবীর উন্নত কোন কোন দেশে আঙ্গুলের চাপ দিয়ে সিম নিবন্ধন করা হয় কারো কি জানা আছে? জানাইলে উপকৃত হইতাম।



১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:


প্রথমত: সিম রেজিস্ট্রেশন করার দরকার ছিলো না; এবং এত সংখ্যাক সিম একজনের দরকার হওয়ার কথা নয়; ব্যবসার বেলায়, সিমগুলো ব্যবসার ক্যাটেগরীতে ফেলা যেতো।

অনেক সমাধান বের করা সম্ভব, সরকারের সেই রকম কোন 'নীতি নির্ধারণ' গ্রুপ নেই; ফলে, ফোন কোম্পানীগুলোর ইচ্ছানুসারেই সমাধান বের হচ্ছে হয়তো।

ন্যাশনাল আইডি যেহেতু ব্যাংক ও পাসপোর্টে ব্যবহার হয়, সেটা সুধু আইডেনটিফিকেশনের জন্য ব্যবহার করলে, কিছুটা রিস্ক আছে।

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

আবু শাকিল বলেছেন: বহুকাল পর এক্কান পোষ্ট দিলেন-এক পরিচিত জন পুষ্ট হেতের পোষ্টে কিছু কতি পারি নাই :)
পোষ্ট ফলো-আপে রাখলাম।
পাওয়া পয়েন্টে প্রেজেন্টেশন দেয়া আইটি বিশেষজ্ঞ করা কি কয়!
হুন্তাম চাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:


দেখালাম, এক আইটি বিশেষজ্ঞ বিষয় না বুঝে, উনার অন্ধ ফলোয়ারদের ভুল পথে নিয়ে গেছেন বায়োমেট্রিক আইডেনটিফিকেশন নিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.