নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংগালী তরুণরা সমাজের আসল সমস্যা বুঝার পজিশনে নেই

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৬

বিদেশী ফোন কোম্পানীর হাতে আমাদের মানুষের বায়োমেট্রিক আইডেনটিফিকেশন ডাটা যাওয়ায়, কোনভাবে মানুষের স্বার্থহানী হওয়ার কথা নয়; কিন্তু ফোনের টাকা বিদেশী ফোন কোম্পানীর হাতে যাওয়া ভয়ংকরভাবে জাতীয় স্বার্থের হানী। আজকে ব্লগে উল্টোটা এসেছে, অনেককে এই ধরণের ডাটা ফোন কোম্পানীর হাতে যাওয়ায় শংকিত; কিন্তু বিদেশী ফোন কোম্পানীর হাতে ফোন ব্যবসাটা, যেটা আমাদের জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর, সেটা ধরা পড়েনি।

গত ২/৩ দিন, 'জনসন্মুখে চুমু খাবার ইভেন্ট' নিয়ে অনেক কথা হয়েছে; বর্তমান বিশ্বে এগুলো নিয়ে কেহ মাতামাতি করা মানে, নিজেদের দৈন্যতা প্রকাশ করা মাত্র; কিন্তু প্রচুর তরুণকে এই ইভেন্টকে সমর্থন দিতে দেখা গেছে; আসলে এটাকে ইভেন্ট হিসেবে সামনে এনেছে কিছু পেছনে-পড়ে থাকা তরুন। আমাদের ইভেন্ট হওটার দরকার ছিলো সায়েন্স ও টেকনোলোজীতে শিক্ষনীয় কোন বিষয়।

ভোট হচ্ছে না বলে, আমাদের তরুণরা অনবরত অভিযোগ করছে; কিন্তু ভোটে কারা নির্বাচিত হওয়ার সম্ভাবনা সেটা নিয়ে কোন সঠিক ভাবনা সামনে আসেনি; এবং শুধু ভোটের উপর জোর দেয়াতে প্রমাণ হচ্ছে যে, ভোটের বাহিরে এদের গণতান্ত্রিক ধরণা নেই; আমাদের ভোটের আরেক মহা ভয়ংকর দিক হলো 'ভোট বিক্রয়'; ২০% ভোট যদি বিক্রয় হয়, ভোটের রেজাল্ট গণতান্ত্রিক হতে পারে না, এ বিষয়টা কোনদিন সামনে আনতে পারেনি আমাদের তরুণরা।

আমাদের তরুণদের সবচেয়ে বড় ভুল ধারণা ছিল শিক্ষার উপর ভ্যাট নিয়ে; ভ্যাটের বিপক্ষে তারা জয়ী হয়েছে, কিন্তু পরাজিত পক্ষ কে ছিল সেখানে, সেটা তারা বুঝতে পারেনি; পরাজিত পক্ষ ছিল সরকার; তারা সরকার মানে মুহিতকে মনে করেছে, আসলে পরাজিত হয়েছে তরুণরাই।

কয়েকটা উদাহরণ দিলাম; তরুণরা প্রায় প্রতিটি বড় ধরণের সমস্যাকে সঠিকভাবে বুঝতে পারছে না; ফলে, জাতীয় স্বার্থ রক্ষায় তরুণদের কোন ভুমিকা থাকছে না।



মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৩

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: ভালো লিখেছেন, অভিজ্ঞ বুঝা যাচ্ছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৪

চাঁদগাজী বলেছেন:



১৯৫২ সালের ও ১৯৭১ সালের তুলনায়, এখানকার তরুণরা মনে হয়, পেছেন আছে।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৪

দরবেশমুসাফির বলেছেন: তরুণদের সামনে এখন কোন জাতীয় লক্ষ্য নেই। ভোগবাদই এখনকার তরুণদের পরিচালিত করছে। কিভাবে কত বেশি ভোগ করা যায় এটাই এখন তাদের চিন্তার বিষয়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:



বিদেশীরা বিনিয়োগ করে আমাদের টাকা নিয়ে গেলে তরুণরা ভোগ করবে কোথা থেকে? শেষে সৌদী যেতে হবে চাকুরীর জন্য।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০২

বিজন রয় বলেছেন: একদিন বুঝবে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১১

চাঁদগাজী বলেছেন:


এখন একটা গুরুত্বপুর্ণ সময়, যখন অর্থমন্ত্রী দেশের মানুষকে সুযোগ না দিয়ে ভারতীয় ব্যবসায়ীদের ১৬ বিলিয়ন ডলার বিনিয়োগের সুযোগ দিচ্ছে; এটার ফলাফল বুঝার কষমতা তরুণদের নেই, তাদেরকে এর মুল্য দিটে হবে।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১

সায়ন্তন রফিক বলেছেন: আজকের অধিকাংশ তরুণের দৃষ্টি আচ্ছন্ন ভোগের মোহে। তাই দেশের প্রকৃত সমস্যা নয়, নিজেদের সমস্যাই তাদের কাছে বড়ো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


১৭ কোটীর স্বার্থ না দেখে, নিজেদের জীবনকে একা উপভোগ করা সম্ভব হবে না। তরুণদের একাংশ বেকার, অর্ধ-বেকার; এরা বাকীদের জন্য ভয়ংকর বোঝা হয়ে থাকবে।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

আমিজমিদার বলেছেন: এইটা সব জেনারেশন ই কয়। আপ্নেরাও শুঞ্ছেন, আমরাও শুঞ্ছি, এরাও শুনবে। হা হুতাশ না কৈরা উত্তরণের উপায় দ্যাখাইতে পারলে ভাল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


উত্তরণের চেস্টা নির্ভর করে সমস্যাকে সঠিকভাবে অনুধাবন করা ও যথেস্ট দক্ষতা নিয়ে সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে চেস্টা করা

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫

আবু শাকিল বলেছেন: তরুনরা দিনে আসা-যাওয়ায় ২ ঘন্টা জ্যামে আটকে থেকে ফ্রী ব্লগ দিয়া ইন্টারনেট চালায়।
আর কি লাগে গীবনে :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


ভুল ধারণাকে মাথায় নিয়ে এগুচ্ছেন উনারা; সম্প্রতি কিছু পরিচিত ঘটনা প্রমাণ করছে যে, উনারা সঠিকভাবে সামাজিক সমস্যাকে বুঝেন না, সাথে সাথে ভুল সমাধান চান; এগুলো জাতির অশিক্ষিত অংশের জন্য কস্টকর হবে; কারণ, অশিক্ষিতরা এসব তরুণদের উপর নির্ভরশীল থাকবে সব সময়।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

কিবরিয়াবেলাল বলেছেন: তাহলে আপনি বলতে চান , তারা সবাই বিক্রী হয়ে গেছেন ।এটি যে ভয়ংকর বিষয় তা না বোঝার কথা তো নয় ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:


বিক্রয় হয়নি, এখন গাধা কেহ আর কেনে না।

এরা সমাজ নিয়ে ভাবছে না; ফলে, মগজ বাড়ছে না।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৫

মনস্বিনী বলেছেন: তরুণদের সঠিক দিশা দেওয়ার মানুষরাই তো বেঠিক ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩০

চাঁদগাজী বলেছেন:



আগের জেনরেশন থেকে নতুন জেনারেশন অধিক দক্ষ ও বিদ্যান হবে, এটাই প্রকৃতির ধর্ম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.