নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

অবিবাহিতদের মাঝে জিং জিং বেড়ে গেছে, সমাজ তাই ভ্যালেনটাইন প্যালেনটাইনের বিপক্ষে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

আমাদের সমাজ ব্যবস্হা পশ্চিমের মতো নয়; পশ্চিমের মানুষ নিজ পরিবারের বাহিরে, অন্যের পরিবারের ব্যাপার স্যাপার নিয়ে সহজে মুখ খোলে না; যদিও তারা প্রতিবেশী পরিবারের ভালোমন্দে আমাদের থেকেও বেশী জড়িত। আমাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্হান আমাদেরকে নিদ্দিস্ট স্হানে রেখেছে; আমেরিকান জিনস, স্কার্ট পরেও আমরা হঠাৎ করে আমেরিকান হতে পারছি না, আমরা বাংগালী থেকে যাচ্ছি, এবং এটাই বাস্তবতা।

সমাজে অবিবাহিতদের মাঝে জিং জিং বেড়ে গেছে; এটা পরিবারগুলোর জন্য সমস্যা; পরিবারের অবিবাহিত মেয়ে গর্ভধারণ করলে, মেয়ের ভবিষ্যত নিয়ে পরিবার অনিশ্চয়তার মাঝে চলে যায়; এরপর রয়েছে প্রতিবেশীদের সমালোচনা, ও অর্থনৈতিক সমস্যা। এতগুলো সমস্যা মাথায় নেয়ার মতো অবস্হায় নেই আমাদের পরিবারগুলো।

তরুণ তরুণী ভালোবাসায় পড়বে, একদিন বিয়ে করবে, এটা হলো আদর্শ মডেল; কিন্তু এই আদর্শ মডেল সময়ের সাথে, খুবই কম ক্ষেত্রে কাজ করছে; ফলে, পরিবারগুলো চিন্তিত। যেহেতু, মডেল বেশীর ভাগ ক্ষত্রে কাজ করছে না, পরিবার তাই বিয়ে অবধি অপেক্ষা করতে চায়; তার আগে জিং জিং হোক, সেটা কাম্য নয়; বিয়ে হলে, আপাতত ভয় কেটে গেলো।

অনেকেই না ভালোবেসেই, ভ্যালেন্টাইন প্যালেন্টাইন নাম দিয়ে, ভালোবাসার নামে জিং জিং এর সুযোগ নিচ্ছে; তাই, পরিবারগুলো, এসব দিবস ফিবস নিয়ে মহা চিন্তিত; এবং এগুলোর বিরোধীতা করছে।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

গেম চেঞ্জার বলেছেন: জিং জিং শব্দজোড়া আবিষ্কারের জন্য আপনারে নুপেল দেয়া যাইতারে ;) ;)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:



এটা পপুলারিটি পেয়েছে, আমার মনে হয়; কেহ কেহ অনুমান করতে না পেরে অর্থ জানতে চেয়েছিলেন, বিব্রতকর অবস্হা

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫২

নতুন বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: জিং জিং শব্দজোড়া আবিষ্কারের জন্য আপনারে নুপেল দেয়া যাইতারে ;) ;) =p~ =p~

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, বিনা ব্যাখ্যায় শব্দ দুইটি অনেকেই বুঝতে পারেছেন; সেটা ভালো

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

তার আর পর নেই… বলেছেন: জিং জিং কি? বাংলা অভিধানে আছে? আঞ্চলিক?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:



কোথায়ও থাকার কথা নয়।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

ফেরদৌসা রুহী বলেছেন: এই কয়দিন যা দেখলাম সব মিলে দেখা যাচ্ছে আসলেই জিং জিং বেড়ে গেছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:



আশংকাজনকভাবে বেড়ে গেছে; পেছেন, অর্থনীতি, অশিক্ষা, আত্ম-সন্মানের অভাব ইত্যাদি কাজ করছে।

শুনছি, গার্মেন্টস মেয়েদের চাকুরী জিম্মি করে নাকি অনেকেই জিং জিং এর সুযোগ নিচ্ছে।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

মুসাফির নামা বলেছেন: ভাই,চমৎকার। শুভেচ্ছ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:



ইহা জাতির জন্য উৎসব না হয়ে, সমস্যা হয়ে গেছে মনে হয়।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৪

ইমরাজ কবির মুন বলেছেন: নতুন বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: জিং জিং শব্দজোড়া আবিষ্কারের জন্য আপনারে নুপেল দেয়া যাইতারে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

চাঁদগাজী বলেছেন:



চেস্টা করছি, চেস্টা করছি জাতিকে পথ দেখাতে; নোবেল এতে আসবে না কোনদিন, কিন্তু তার থেকে বড় কিছু ঘটতে পারে; বাংলার কিশোরীদের ভালোর জন্য পথ বের করার চেস্টা করছি।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪

তৌফিক মাসুদ বলেছেন: আমার মতে ভেলেন্টাইন ফেলেন্টাইন পুরো পুরি বন্ধ করে দেয়া উচিত। কোথাকার কোন দেশের কি, এ নিয়ে এত্ত মাত্যা ব্যাথার কোন কারন নাই। ভ্যালেন্টাইন এর আগেই বসন্ত বরন হয়। ছেলেমেয়েদের জোড় করে এটা পালিন করানো হউক।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


সরকার ও দুস্ট রাজনীতিবিদরা আনন্দে আছে, তরুণ সমাজ এগুলো নিয়ে থাকুক। মাদকটা আরেকটু প্রসারিত হলে অনেকে লাভবান হবেন।

পারলে জিং জিং দিবস চালু করবে।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

শাহাদাত হোসেন বলেছেন: ইমরাজ কবির মুন
বলেছেন: নতুন
বলেছেন: গেম চেঞ্জার
বলেছেন: জিং জিং
শব্দজোড়া
আবিষ্কারের জন্য
আপনারে নুপেল দেয়া
যাইতারে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:



কিছু শব্দ সহজেই মানুষ বুঝে যায়।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২

প্লাবন২০০৩ বলেছেন: ট্রপিক্যাল ক্লাইমেটের প্রভাবে এসব অঞ্চলের মানুষদের মধ্যে জিং জিং নন ট্রপিক্যাল দেশ গুলোর তুলনায়একটু বেশী পরিমাণেই থাকে, যেমনটি দেখা যায় ব্রাজিলে বা অন্যান্য ট্রপিক্যাল দেশ গুলোতে।আবার স্বাভাবিক ভাবেই এর কিছু ব্যতিক্রমও লক্ষ্য করা যায়, কিছু মানুষের মধ্যে জিং জিং প্রভাব অতি মাত্রায় থাকে।
এদের মধ্যে কিছু মানুষ নিজস্ব অতিমাত্রার জিং জিং স্বভাবটিকে সামাজিক দৃস্টিতে দৃস্টিনন্দন করার অভিপ্রায়ে লিপ্ত হয়। অশ্লীলতা বা নোংরামি সংস্কৃতির ভেতর প্রবেশ করানোর চেস্টার পেছনের উদ্দেশ্য কখনোই ভালো হতে পারে না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


প্রকৃতির সাথে মিলায়ে জিং জিং সংস্কৃতি চালু করতে পারলে তরুণরা সেগুলো নিয়ে ব্যস্ত থাকবে; শ্রমিক মৌমাছি বাড়বে।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৭

সায়েল বলেছেন: shahadath hossain বলেছেন: ইমরাজ কবির মুন বলেছেন: নতুন বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: জিং জিং শব্দজোড়া আবিষ্কারের জন্য আপনারে নুপেল দেয়া যাইতারে।

:-B =p~

২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


জিং জিং সহজবোধ্য হয়েছে, মনে হয়।

১১| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২২

আহা রুবন বলেছেন: অভিধান খুলে খুঁজলাম; না জিং জিং নামে কোনও শব্দ নেই। নেটে ঢুকে জিং জিং লিখে দিলাম সার্চ। ও মা এ কী! চাঁদগাজী হাজির...

২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


আমি নিজের অজান্তে কি এক শব্দ বানালাম? যাক, শব্দটাকে আমি পছন্দ করেছি।

১২| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪০

টারজান০০০০৭ বলেছেন: এই বিষয়ে আমার পূর্বের একখান মন্তব্য দিলাম।স্যার চাঁদগাজীরে অবশ্যই নো-বেল দেওয়া উচিত। যদিও জিং জিঙের অনেক উপনাম আছে।
লাভ এবং সেক্স এক নয় বটে , তবে সম্পর্কযুক্তত অবশ্যই। বিশ্বাস না হইলে ১৪ ফেব্রুয়ারিতে কন্ডোম বিক্রির হার দেখতে পারেন। যাহারা ভালুবাসা দিবসের পক্ষে কইতাছেন তাহারা বোধহয় ভুলিয়া যাইতাছেন এখনকার সংস্কৃতিতে ভালোবেসে ভালোবাসার মানুষকে জানার জন্য পোলাপাইন বিছানাকেই বেশি গুরুত্ব দিতাছে।বিছানাকেই যেহেতু বেশি গুরুত্ব দেওয়া হইতেছে , বাল্য বিবাহই এর একমাত্র সমাধান মনে করি। বিয়া কইরা যত খুশি ভালোবাসা দিবস পালন করুক ধর্ম , সমাজ সবাই খুশি। না হইলে মুসলিম দেশগুলোতেও কুমার কুমারী পোলাপাইন হারিকেন দিয়া খুঁজতে হইবো। অবশ্য বমিখোরগুলোর কোনো কিছুতেই আপত্তি নাই !

২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


মেয়েদের সুস্হ মা হতে হবে; যারা জিং জিং করে বেড়ান, তাদের সন্তানরা সঠিকভাবে মানুষ না হওয়ার সম্ভাবনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.