নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি: সরকার ও মানুষের মাঝে যোগসুত্র নেই

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

সরকার বলছে যে, তারা উন্নয়নের জন্য কাজ করছেন; উন্নয়ন কার জন্য? নিশ্চয় মানুষের জন্য; তা'হলে মানুষ খুশী হওয়ার কথা, সরকারের গুণগান করার কথা; সরকারী দলের অনেক নেতার ধারণা, ভোট দিলে বিএনপি ভোট পেয়ে যেতে পারে; বিএনপি যদি ভোট পাবার সম্ভাবনা থাকে, উন্নয়ন কোথায় যাচ্ছে?

২০০৯ সাল থেকে আজ অবধি, বিএনপি মানুষের জন্য কি কি করেছে যে, মানুষ বিএনপি'কে ভোট দিয়ে দি্তে পারে? বিএনপি ২০০৯ সাল থেকে ২০১৩ সাল অবধি বিরোধীদলে ছিল; মানুষের জন্য কিছু করেছে? অনেকে বলবেন যে, বাংলাদেশে বিরোধীদলে থেকে কিছু করা যায় নাকি?

আসলে, বাংলাদেশে বিরোধীদলে থেকেই মানুষের জন্য বেশী করার সুযোগ আছে; কারণ, ৪২ বছরের প্যাটার্ণ হলো, মানুষ যাকেই ভোট দিক না কেন, ২ বছরের মাথায় মানুষ সরকারের বিপক্ষে অবস্হান নিয়েছে। বিএনপি'তে মাত্র একজন দক্ষ রাজনীতিবিদ থাকলে, ২০০৯ সাল থেকে ২০১৩ সালের মাঝে বিএনপিকে জনপ্রিয় করে তোলা সম্ভব হতো। ২০০৭ সালের সামরিক সরকারের পর, ২০০৯ সাল থেকে ২০১৩ সাল ছিল বিশেষ গুরুত্বপুর্ণ; এই সময়ে, ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্রমেই চেস্টা করছিল যে, মিলিটারী যেন সরকারের উপর প্রভাব বিস্তার করতে না পারে; মনে হয়, সেদিক থেকে আও্য়ামী লীগ ভালোই সাফল্য অর্জন করেছে। এই সাফল্যের একটি পরোক্ষ ফল হচ্ছে, এতে বিএনপি'র মনোবল ভেংগে গেছে।

যেহেতু আওয়ামী লীগের কিছু নেতার ধারণা, তারা মানুষের উন্নয়নের চেস্টা করছেন, কিন্তু মানুষ বিএনপি'কে ভোট দিয়ে দিতে পারে, এই ধারণা সরকারে থাকা আওয়ামী লীগকে ভাবিয়ে তুলেছে; এবং এই ধারণাকে মনে রেখােই আগামী ভোট হবে।

সরকার যদি চেস্টা করে, বর্তমান অর্থনীতিকে মানুষের সত্যিকার উন্নয়নের জন্য কাজে লাগাতে, মানুষ সহজেই সরকারের সাথে থাকবে; সরকারকে বুঝতে হবে, তাদের উন্নয়নের যে ধরণা, সেটা মানুষের ধরণার সাথে মিলতে হবে; মানুষকে উন্নয়নে অংশ নেয়ার সুযোগ দিতে হবে, তাদেরকে উন্নয়নের বাজার হিসেবে ব্যবহার করলে, মানুষ সরকারের সাথে যোগ দিতে পারবে না।




মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১

গেম চেঞ্জার বলেছেন: সরকারকে অবশ্যই বুঝতে হবে। ;)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:




সরকারী কোন প্রজেক্টে সাধরণ মানুষের অংশ গ্রহনের সুযোগ নেই, আপাতত।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

কল্লোল পথিক বলেছেন: সরকার সেটা বুঝবে বলে মনে হয় না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


সরকার নীতিগতভাবে মানুষকে সাথে নেয়ার মতো অর্থনীতি গড়ছে না; ফলে, পরোক্ষভাবে মানুষের সাথে জড়িত মাত্র।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

আবু শাকিল বলেছেন: সরকারের শুভ বুদ্ধির উদয় হোক।
জয় বাংলা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:



সরকারে এমন সব লোক আছে, শুভ তো দুরের কথা বুদ্ধি আছে কিনা, সেটাই বুঝা মুশকিল; আমি মিনিস্টার নাসিমের কথা শুনলে নিজেই বেকুব হয়ে যাই।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

আবু শাকিল বলেছেন: সরকারের মন্ত্রিপরিষদে চাটুকার আছেন।তাদের কাজ হইল শুধু চাটতেই থাকেন।
শেখের বেটি চাটুকারদের পিএল না দিলে ভরাডুবির সম্ভাবনা আছে।
প্রশাসনকে গোপনে নিজের ঘরের লোক ধরে নিলেও।তাদের কর্মকে ছাড় দেয়া ঠিক হচ্ছে না।
শেখের বেটিকে এই জিনিসটাও বোঝতে হবে।
প্রশাসনের উপ্রে জনগন ক্ষেপে গেলে সরকারের বিপদ আসন্ন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:


নীতির সাথে তাল মিলাতে হয় সরকারের লোকদের; আসলে মানুষের অংশ গ্রহনের নীতিই নেয়া হয়নি।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

রাইসুল ইসলাম রাণা বলেছেন: বিএনপিকে ভোট দিতে পারে, এই ধারণা সরকারে থাকা আওয়ামী লীগকে ভাবিয়ে তুলেছে;

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:


সরকারীদলের মাঝে অনেকেই বিশ্বাস করে যে, মানুষ সরকারের সাথে নেই।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: বিএমপিকে আমার কোনো রাজনৈতিক দল মনে হয় না। রাজনৈতিক অঙ্গনে প্রধান বিরোধী দলের কাজ হচ্ছে জনগণকে কাজে লাগিয়ে ক্ষমতাসীন দলকে চাপের মুখে ফ্যালা। বিএমপি এতে ব্যর্থ হয়েছে। বরং সরকারি দল তাদেরকেই কঠিন চাপের মুখে রেখেদিয়েছে। সরকারি দল হিসেবে আওয়ামীলীগ সফল। আপনি যে মন্তব্য করেছেন তা মনগড়া। জনগণ তার ককর্তব্য পালপালন ককরছে,জনগণ সরকারের পক্ষেই আছে। যে রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক, দেশে উন্নয়ন হবে। গণতন্ত্র নিয়ে কথা তুলতে পারেন। গণতন্ত্র সরকার দল নিয়ন্ত্রণ করে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনার কথাই ঠিক বলে ধরে নিলাম: " যে রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক, দেশে উন্নয়ন হবে। "

-উন্নয়ন সম্পর্কে বিচিন্ন ধারণা আছে অর্থনৈতিক মাপে; ১৫ লাখ শিশু শ্রমিক ও ৩০ লাখ "চাকর চাকরাণী" উন্নয়নের লক্ষণ নয়; শিশুকে যদি স্কুলে না গিয়ে অন্যের ঘরে রান্না করতে হয়, সেটাকে বলে অনুন্নয়ন।
-

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: কিছু টাইপিং মিস্টেক হয়ে গ্যাছে, অজান্তেই। কমেন্ট এডিট করার কোনো উপায় আছে?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


না, শুধু লেখক নিজের কমেন্ট মুছে বদলাতে পারেন।
টাইপো সমস্যা নয়, আপনি নীতিগতভাবে যা ভাবছেন, সেটাই আসল।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: একদিনে সব হবে না, সময় লাগবে। দেশে একজন আদর্শ সরকার আসলেও একবারে এগুলো বন্ধ করতে পারবে না। বিপ্লব করেও অনেক কিছু হয় না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। আগের চেয়ে শিশু শ্রম কমেছে। শিক্ষার হার বেড়েছে মান বেড়েছে। মেয়েরা স্বাধীনতা পাচ্ছে। আস্তে আস্তে সব হবে। শুধু একটু সময় লাগবে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


মানুষের জীবন তো একবার; যেভাবে আস্তে আস্তে হচ্ছে, এর থেকেও আস্তে উন্নয়ন হলে ফালু, খালেদা জিয়া, সালমান রহমান, মেজর মান্নানের অসুবিধা নেই; কিন্ত এই গতিতে চললে, এদের ঘরের চাকরাণীগুলোকে চাকরাণী থেকেই মরে যেতে হবে; কিন্তু গতি এলে, এই চাকরাণীদের একাংশ হয়তো শেষ জীবনটাতেও সামান্য সুখের মুখ দেখতো; তাই গতির দরকার আছে; "আস্তে আস্তে হবে"টা গ্রহনযোগ্য নয়।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: আমাদের অর্থনীতি অনেক নড়বড়, এগুলি আশাবাদ। বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। হ্যা, গতির দরকার। সরকার বা রাষ্ট্র হচ্ছে ইঞ্জিন, তেল ঢেলে এক্সিলারেট আমাদেরই করতে হবে। যার যার যোগ্যতানুযায়ী কাজ করলে গতি আসবে। তবে সামান্য।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


এখনই মানুষ যার যার, যোগ্যতা দিয়ে চস্টা করছে।

কিন্তু যেগুলো আয়ের পথ: টেলিফোন, বিদ্যুৎ, কনস্ট্রাকশন, যান বাহন, ব্যাংক, ইত্যাদি সামান্য কয়েকজনের হাতে চলে যাওয়ায়, যোগ্যতা সাহায্য করছে না, করবে না।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮

বিজন রয় বলেছেন: থাকবে কি করে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:



আপনি যে পরিমাণ পোস্ট পড়ছেন, আপনি তো বিদ্যাসাগর হয়ে যাবেন!

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

বিপরীত বাক বলেছেন: ডান্ডার উপর কথা নাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৭

চাঁদগাজী বলেছেন:



আমাদের যে পরিমাণ সম্পদ আছে, তা সঠিকভাবে ব্যবহার করার জন্য মানুষকে উন্নয়নে যোগ করতে হবে; শুধু তখন মানুষ সরকারকে স্বীকৃতি দিবে; বিএনপি'র ভয়ে থাকতে হবে না।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪০

সায়েল বলেছেন: শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

ভাষার মাসে এই বাক্যটিকে এইভাবে করতে পারেন। বাকিটা আপনার ইচ্ছা।

শিক্ষা, প্রযুক্তি, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৫

চাঁদগাজী বলেছেন:


ভালো কথা।

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৪

সায়েল বলেছেন: শিক্ষা,প্রযুক্তি, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
<
শিক্ষা, প্রযুক্তি, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

একটা স্পেস দিলে আরো ভাল। :)

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০২

চাঁদগাজী বলেছেন:


সত্যিকারের বাংগালী হওয়া কঠিন, দেখছি।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:১১

দিয়া আলম বলেছেন: চাঁদগাজী শব্দের মানে কি?

পোস্ট নিয়ে কোন আইডিয়া নেই আমার, :(

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:



চাঁদগাজী হলো ফেনী উপজেলার ১ টি গ্রামের নাম; এখানে ১৯৭১ সালে, 'জেড-ফোর্সের' ডিফেন্স ছিল; এখানে সন্মুখ যুদ্ধ হয়েছে।

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৭

চাঁনপুইরা বলেছেন: ফালতু আজাইরা বকর বকর।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



এমনিতে পাঠক পাচ্ছি না, আপনি আমাকে আরো ডুবাচ্ছেন

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৩

বিজন রয় বলেছেন: বেশি ব্লগ পড়া ভাল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


তা ঠিক, আমরা পাঠকের অভাবে নিজের পোস্ট নিজে পড়ছি।

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সরকার বুঝবে তো?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:



সরকার একা খালেদা জিয়াকে নিয়ে হয়রাণ, বাকীদের খবর রাখে না।

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬

মুসাফির নামা বলেছেন: আমি মনে করি এ জায়গাই সরকারের কৃতিত্ব। সেনাবাহিনীকে রাজনীর বাহিরে রাখা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৯

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সালের কাজ করা হচ্ছে ২০১৪ সালে; মাঝখানে হারিয়ে গেছে ৩২ বছরের জীবন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.