নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

৬৩ বছরে বিরাট সংখ্যক বাংগালী শহীদ মিনারে যেতে পারেনি

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮

সেন্ট্রাল শহীদ মিনার ছাড়া বাকী সব শহীদ মিনার হয়েছে মোটামুটি কলেজ, বিশ্ববিদ্যালয় ও স্কুলগুলোতে; এই শহীদ মিনারগুলো করার পেছনে ছাত্ররাই ছিলো, কিছু শিক্ষকও থাকতেন; একুশের ভোরে ছাত্র ও শিক্ষকেরাই শহীদ মিনারে গেছে।

যারা জীবনে ছাত্র হওয়ার সুযোগ পায়নি, কিংবা ২/১ ক্লাশ পড়ার পর ঝরে গেছে, শহীদ মিনার তাদের জন্য আসলে কি, তাদের কোন স্হান ওখানে ছিল, বা আছে?

আজ যার বয়স ৫০/৫১, এবং পড়তে ও লিখতে পারে না; স্বাধীন বাংলার শহীদ মিনারগুলো ওর কাছে কেমন মনে হয়? যারা নাম লিখতে পারে না, পড়তে পারে না, তারা যদি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের সাথে, ছাত্র-ছাত্রীদের সাথে, ২১ শের ভোরে শহীদ মিনারে যায়, ওদের নিজের কাছে কেমন লাগবে, ওদের কি সেই সাহস আছে?

শহীদ মিনারে যাবার সাহস নেই কেন, ওরা কি অপরাধী?

আমাদের স্কুলের শহীদ মিনার করেছিলাম ছাত্ররা মিলে; শিক্ষকদের একাংশ সাহয্য করেছেন; স্কুলঘর তৈরি করার জন্য আনা ইট থেকে আমরা শহীদ মিনার করেছিলাম; সিমেন্ট মাখাতে ও ইট লাগাতে সাহায্য করেছিলেন স্হানীয় একজন রাজমিস্ত্রী। রাজমিস্ত্রী বয়সে ২২/২৩ বছরের ছেলে ছিল; আমরা তাকে ২১ শে'র অনুস্ঠানে আমার জন্য অনুরোধ করেছিলাম; সে আসেনি। পরে জেনেছিলাম যে, সে লেখাপড়া না জানায়, স্কুলের অনুস্ঠানে আসতে চায়নি।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩

বিজন রয় বলেছেন: সত্য কথা। কিন্তু কারণও আমি জানি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:


মনে হয় না যে, আপনি কারণ জানেন।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

বিজন রয় বলেছেন: আমি জানি চাঁদগাজী ভাই। যতগুলো কারণ আপনি বলবেন তার সাথে অনেকটাই মিলে যাবে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:



ঠিক আছে, ধরে নিলাম আপনি জানেন।
বাংগালী শিক্ষিতরা চায় যে, সবাই যেন পড়ালেখা করতে না পারে।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভালো লিখেছেন ভাই, বিষয়টার বাস্তবতা আছে...

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


ভাষার জন্য আন্দোলন করলো, পড়ালেখার জন্য কিছুই করলো না।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২

মিজানুর রহমান মিরান বলেছেন: এটা একধরনের বৈষম্য। শিক্ষিতরাই এজন্য দায়ী।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:



যারা অনেক কস্ট করে বিসিএস দিয়ে ব্যুরোক্রেট হয়, এরাই বাংগালীকে অশিক্ষিত করে রাখার কৌশল বের করেছে।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আসলে, শহীদমিনারকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়াই ভালো। আর সেলিব্রেটিদের সবসময় শহীদমিনারে না যাওয়াই ভালো।
আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাবনা শক্তির ঘাটতি আছে; শহীদ মিনার খুলে দিলে, বা না দিলে কিছু আসে যায় না।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০০

কবি এবং হিমু বলেছেন: পড়লাম এবং চিন্তা করলাম।জানি কিছু করতে পারবো না বা করার ও নাই।তবে এখন মনে হয় দিন কিছুটা বদলাচ্ছে।বিশ্বে যে হারে সেলফি তোলার প্রবনতা দেখা যাচ্ছে সেই মতে আজকাল শিক্ষিত বা অশিক্ষিত সবাই কম বেশি এসব দিনগুলো পালন করে।সম্মান দেখানোর জন্য না হলে ও একটা সেলফি তুলে ফেবুতে না দিলে তো বাকিরা খ্যাত মনে করবে।এটা আমার একান্ত ব্যাক্তিগত মতামত।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৫

চাঁদগাজী বলেছেন:


যখন কিছু থাকেনা, তখনও কিছু একটা নিয়ে মানুষ সুখী হতে চায়, হোক সে সেলফি; বা সামান্য গাঁজা, ইয়াবা।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

নিরক্ষরতা ঐতিহ্যকে আড়াল করে। আমাদের দেশে শিক্ষাব্যবস্থা নিয়ে কিছু বলার আগে আমি মনে করি শিশুশ্রমের ব্যাপারটা খতিয়ে দেখা উচিত। প্রচুর শিশুর শৈশব কাটে কাজের মাঝেই। মুখ তুলে দেখার সময় হয় না স্কুলের দিকে। আর আইন থকালেও তার প্রয়োগ নেই। আমাদের চারপাশে শিক্ষিতের বাড়িতেও অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পরিচারিকার কাজ করে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২২

চাঁদগাজী বলেছেন:



যাদের বউদের চাকরাণীর দরকার, সেসব বউকে মানুষ বানাতে হবে।

সব শিশু, সব তরুণকে পড়ানোর মতো সম্পদ আমাদের আছে; আমাদিগকে ব্যবস্হা করতে হবে।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২

নাজমুস সাকিব রহমান বলেছেন: কথাগুলো সত্য, শুধু সত্য না, একটা রাষ্ট্রের ব্যর্থতাও।

শুভেচ্ছা নেবেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:



রাস্ট্রের কোটী কোটী মানুষের সম্পদ ও সুযোগকে াপল্প কিছু মানুষ দখল করে নিয়েছে; ২৬ লাখ সরকারে কাজ করে, দেশের অর্ধেক নাগরিক স্কুলে যাবার সুযোগ পায়নি

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Everybody likes you!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয় না; অনেকে আমার পোস্ট পড়ে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.