![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমেরিকার শিক্ষিত তরুণ তরুণীরা ডেমোক্রেট প্রাইমারী প্রাথী সেন্ডারস বার্নিকে বিপুলভাবে ভোট দিচ্ছে; বার্নি আমেরিকার মতো দেশে সোস্যালিস্ট প্রোগ্রামের কথা বলছেন; আমি উনাকে পছন্দ করি, কারণ উনি 'ব্যাচেলর ডিগ্রি অবধি ফ্রি' পড়ানোর কথা বলছেন; আমেরিকা পড়ালেখায় পেছনে পড়ে গেছে, এটা বিশ্বের জন্য খুবই খারাপ পরিস্হিতি; কারণ, আমেরিকানরাই বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।
কিন্তু বার্নিকে পেছনে ফেলে দিতে পারে দক্ষিণের আমেরিকান আফ্রিকান ভোটারেরা; ওরা কিছুটা ভেঁড়ার মতো ওদের অথর্ব নেতাদের অনুসরণ করে; এবং ওদের নেতারা লজিক ও অংক কম বুঝে, নেতারা হিলারীকে সমর্থন জানাচ্ছে; কারণ, হিলারী অভিনয় করছেন, উনি ওবামার অনুসারী। অনেক নেতা অভিযোগ করছে যে, বার্নি ডেমোক্রেট হয়েও ১৯১২ সালে ওবামার সমালোচনা করেছেন; আরে ভেঁড়াগুলো, বার্ণি তো বুদ্ধিমান লোক, সে তো ভুলের সমালোচনা করবেই, বার্নি কি বাংলাদেশের পার্টি করে নাকি; কিন্তু তোদের মগজে কি মেমোরী কম, ২০০৮ সালে ওবামার প্রতিদ্বন্দী কে ছিল, ওবামার বিপক্ষে কি বলেনি?
আজকে নেভাদা রাজ্যে প্রাইমারীর ককাস ( সামনা-সামনি মাথা গুণে ভোট) হচ্ছে, এই রাজ্যে বেশ লাতিনো আছে; উহাদের চিন্তাশক্তিও অন্যদের তুলনায় কিছুটা দুর্বল, তারা হিলারীকে ভোট দিচ্ছে; এখানে আরেক সমস্যা, এশিয়ানরা,চীনা পিনা, কোরিয়ানরা; উহারাও হিলারীর পক্ষে। কিন্তু নেভাদা ইউনিভার্সিটিতে গেলে ছবি বদলায়ে যায়, ছাত্ররা ৮০% ভোট দিচ্ছে বার্নিকে। লাস ভেগাসে আমেরিকার সবচেয়ে কম বেতনের চাকুরী করে লাতিনো ও আফ্রিকান আমেরিকানরা, উহারা হিলারীর ভোট ব্যাংক।
কম চিন্তার মানুষ গণতন্ত্রের জন্য সমস্যা; মনে হচ্ছে আফ্রিকান আমেরিকান ও লাতিনোরা পুরো আমেরকার জন্য দু:খ হবে; এরা প্রগ্রেসিভ ভাবনার লোক বার্নির সামনে পাথরের দেয়ালের মত হয়ে বাধা দিচ্ছে। শান্তি নেই, বেকুবরা সংখ্যায় বেশী।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:০৯
চাঁদগাজী বলেছেন:
রাজনীতি আপনি না বুঝলেও অসুবিধা নেই, আমি লিখবো, আপনি পড়বেন; একদিন সবকিছু মোটামুটি পরিস্কার হয়ে যাবে।
আপনি কিছুদিন ব্লগে ছিলেন না, মনে হয়; সবকিছু ভালো তো?
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:০০
পিচ্চি হুজুর বলেছেন: ব্যাচেলর এডুকেশন যে ফ্রী হবে ট্যাকা কই থেকে আসবে, বার্নি এইটা ক্লীয়ারলি বলে নাই। আমেরিকার ব্যাচেলর স্টুডেন্ট রা হইল সোনার ডিম পাড়া মুরগীর মত এদের নেয়া লোন এর ইন্টারেস্ট থেকে সেইরকম প্রফিট এরা করে। এই হায়ার এডুকেশন এর কস্ট সামলাইতে না পাইরা অনেকে আর্মি তে যায়, নইলে আর্মির রিক্রুট অর্ধেকে নাইমা আসত। আমার মনে হয় না বার্নি বেশি সুবিধা করতে পারবে, কে চায় তাদের সোনার ডিম পাড়া মুরগীরে মারতে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:২৬
চাঁদগাজী বলেছেন:
দুস্ট লাতিনোরা ও আফ্রিকানরা পড়ে না; ওরাই বার্নিকে ডুবাবে; ট্রিলিয়ন ডলারের ব্যাংক ও ওয়াল স্ট্রীট তো আছে।
ফ্রি পড়ানো সম্ভব সব দেশে; ফ্রি পড়ানোর জন্য দরকার খরচ কমানো ও বিলিওনিয়ার যারা ট্যাক্স দেয়না, তাদের থেকে ট্যাক্স নিলেই হয়ে যাবে; তদুপরি গ্যাসোলিনের দাম পানির থাকেও কমে গেছে, সেখানে ৫ পয়সা যোগ করলে হয়ে যাবে।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:১৮
রাইসুল ইসলাম রাণা বলেছেন: আমি রাজনীতি করতে চাই; কিন্তু মাথামুণ্ডু কিছু বুঝিনা। আপনার রাজনৈতিক ব্লগগুলা পইড়া কিছু বুঝার চেষ্টায় আছি।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:২৮
চাঁদগাজী বলেছেন:
৬ মাস ব্লগে রাজনৈতিক পোস্ট পড়ুন, আপনি ড: এমাজুদ্দিন, আশরাফ ও মির্জা ফখরুলকে পড়াতে পারবেন।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪২
প্রামানিক বলেছেন: আমেরিকার কিছু কথা জানা হলো। ধন্যবাদ
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৮
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের মানুষকে আমেরিকার রাজনীতি বুঝা দরকার; কারণ, বাংলাদেশে রাজনীতি নেই, ভারতকে রাজনীতিতে অনুসরণ করবে না বাংগালীরা; আবার ইসরায়েলকেও পছন্দ করে না বাংগালীরা।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Jeb Bush has suspended his campaign
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
এটা হয়তো, ডোনাল্ডের বিপক্ষে এস্টাবলিস্টমেন্টের ষড়যন্ত্র; এস্টাবলিস্টমেন্ট বুঝতে পেরেছে যে, এই ভোটগুলো রুবিওর কাছে যাবে।
এখন মনে হচ্ছে, ৩ জনের মাঝে ডোনাড্ডই ভালো হবে। আমি হিলারীকে পছন্দ করছি না, সে অভিনয় করছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
আপনার পড়ালেখার প্ল্যান ঠিকমত চলছে?
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০১
মিজানুর রহমান মিরান বলেছেন: লেখক বলেছেন: বাংলাদেশের মানুষকে আমেরিকার
রাজনীতি বুঝা দরকার; কারণ, বাংলাদেশে রাজনীতি নেই,
ভারতকে রাজনীতিতে অনুসরণ করবে না বাংগালীরা; আবার ইসরায়েলকেও পছন্দ করে না বাংগালীরা।
লেখকের সাথে একমত।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের দলগুলো অরাজনীতিবিদরা দখল করেছে; ফলে, সেখানে কেহ রাজনীতি নিয়ে চর্চা করছে না; সবাই মোটামুটি ষড়যন্ত্র করছে বাকীদের কোণঠাসা করে রাখতে।
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Na, Donald valo na.
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪
চাঁদগাজী বলেছেন:
ডোনাল্ড ভালো নয়; কিন্তু রাজনীতিবিদরা ও বড় কর্পোরেশন গুলো এক হয়ে নতুন একটা শ্রেণী গঠন করেছে; এটাতে ডোনাল্ড ফাটল ধরাতে পারবে, যদি সে জয়ী হয়।
হিলারী ১ ঘন্টা লেকচার দিয়ে ওয়াল স্ট্রীট থেকে ৪০০,০০০ ডলার আয় করেছে; এগুলো বড় ধরণের অন্যায়।
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪
মুসাফির নামা বলেছেন: গাজী ভাই,দেশে বিদেশে কাউকে শান্তিতে থাকতে দিবেন না।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫
চাঁদগাজী বলেছেন:
আমেরিকায় রাজনিতিবিদরা মানুষকে রাজনীতি থেকে দুরে সরায়ে দিয়েছে; বাংলাদেশেও একই চেস্টা চলছে।
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২
সোজোন বাদিয়া বলেছেন: 'বাংলাদেশে রাজনীতি নেই' - মানে আপনি বোধ হয় বোঝাতে চাচ্ছেন সুরাজনীতি নেই। নাকি, বিষয়টা একটু খোলসা করলে আমার মতো দেশী বোকাদের জন্য একটু সুবিধা হয়।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩
চাঁদগাজী বলেছেন:
১৯৭৫ সালের পর, রাজনী্যির নামে যা চলে আসছে, আসলে উহা ষড়যন্ত্র
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩
গেম চেঞ্জার বলেছেন: হেডলাইনে কি লিখছেন একটুক খেয়াল কইরেন গাজী ভাই।
আম্রিকা নিয়া বেশ টেনশনে আছেন দেখতেছি।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩
চাঁদগাজী বলেছেন:
বয়স বাড়ছে, মনে হয়! আপনারা আছেন, ভরসা আছে।
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪
গেম চেঞ্জার বলেছেন: রাজীনীতি < রাজনীতি
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩
চাঁদগাজী বলেছেন:
অনেক কিছুই চোখে পড়ছে না
১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪
নতুন বাঙ্গাল বলেছেন: আমার ধারনা ছিল হিলারী প্রাইমারীতে বাদ পরবে। কিন্তু কেন টিকে আছে আপনার লিখা পরে বুঝলাম। তবে মনে হচ্ছে আর ১/২ দশক পরে আমেরিকা ও ইংল্যান্ডের নির্বাচনের পুরোটা ইমিগ্রান্টদের হাতে চলে যাবে, ন্যাটিভ আমরিকান বা ইংলিশর তখন ওদের পিছে দাড়াবে ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
কালো ও স্পেনিশরা নিজের পায়ে কুড়াল মেরে সবার ক্ষতি করবে।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:০২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: এব্যাপারে বেশি কিছুই লিখতে পারলাম না ভাই। আমি আমেরিকা তো দুরের কথা বাংলাদেশের রাজনীতিরই মাথামুন্ড বুঝি না। ধন্যবাদ।।