নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদশের ছাত্রছাত্রীরা সপ্তাহে ফোনে "নিদ্দিস্ট মিনিট " কথা বলার আইন দরকার।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:১৪



একজন ছাত্র/ছাত্রীর অপরিসীম সময় ফোনে কথা বলার দরকার নেই; তারা পরিবার পরিজন, সহপাঠীি ও শিক্ষা প্রতিস্ঠানের সাথে দরকারী কথা বলার সময় পেতে পারে মাত্র। অপ্রয়োজনীয় কথা বলা, ডাটা ব্যবহার করার প্রয়োজন তাদের নেই; কমপক্ষে ৮০% ছেলেমেয়ে প্রয়োজনের বেশী কথা বলছে; এতে টাকা খরচ হচ্ছে, পড়ালেখার সময় নস্ট হচ্ছে, অপ্রয়োজনীয় সম্পর্ক গড়ে উঠছে, যা সামাজিক সমস্যার সৃস্টি করছে।

ব্যাচেলর ডিগ্রি অবধি তাদের ফেসবুকের সময়ও নিদ্দিস্ট করে দেয়ার সময় হয়েছে; ফেইসবুক কর্পোরেশনের সাথে বাংলাদেশ সরকার এ ব্যাপারে কথা বলে টেকনোলোজিক্যাল পদক্ষেপ নিতে পারে।

বাংলাদেশে দিনের বেলায় ক্লাশ চলাকালীন সময়ে, ছাত্ররা নিজেদের শিক্ষা প্রতিস্ঠানের নিয়ন্ত্রনে থাকা সামাজিক যোগাযোগ মিডিয়া ব্যব হার করতে পারবে; রাতের নিদ্দিস্ট সময়ের পর, ফেসবুকের মত সামাজিক যোগাযোগ ছাত্রদের জন্য থাকবে না।

এই বিষয়গুলো ভাবার সময় হয়েছে।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৩৫

দিয়া আলম বলেছেন: আইন করে সব কিছু হয়না ভাইয়া, আপনার পোস্ট এর মধ্যে শুধু হতাশা আর নেতিবাচকতায় ভরা, আপনি কোন কিছুর মধ্যে ভালো কিছু পাননা, আপনার মন্তব্যে আর জবাব গুলোতে আপনার রাগ ফুটে উঠে বেশি, কোন সমস্যা ভাইয়া? আমি দেশ রাজনীতি বুঝিনা, আপনার পোস্ট গুলো অফলাইনে পড়তে চেষ্টা করলাম কিন্তু দেশ মানুষ সম্পর্কে আপনার ধারণা খুবই খারাপ কিন্তু আমার ভালো ধারণা, তাই ভাবলাম আমার ভালো ধারণা নিয়ে আমি থাকি যখন দেশে যাবো তখন যে কয়দিন থাকবো ভালো ভাবে থাকতে পারবো নাহয় সব কিছুতে সন্দেহ সৃষ্টি শুরু হবে আপনার পোষ্ট পড়লে/

কথা গুলো বলার জন্য সরি ভাইয়া,কিছু মনে করবেননা ছোট বোনের কথায়।একটা কথা বলি ভাইয়া পৃথিবীতে ভালোর সংখ্যা কিন্তু বেশি।
ভালো থাকবেন

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:



ভালো কথা বলেছেন।
আমাদের জাতির মানুষ সম্পর্কে আমার ভালো ধরণা; আমি তাঁদের ভালো চাই।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৬

কল্লোল পথিক বলেছেন: আমি শত ভাগ সহমত পেষণ করছি।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:



কিছুটা ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ হবে, কিন্তু আমাদের প্রজন্মের ভালোর জন্য কিছুটা কন্টোল আরোপের কথা ভাবার সময় হয়েছে।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ভাইরে, খালি বাংলাদেশে না, এই প্রবাসেও দেখি তরুন প্রজন্ম সেল ফোনে প্রচুর সময় নষ্ট করছে ! তারুণ্যের কি নিদারুন অপচয় !

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:




অন্যদেশের পয়সাগুলো সেই দেশে থাকছে; আমাদের গুলো বাইরে যাচ্ছে; কথা কম বলে ইউরোপ ও আমেরিকান সাদারা

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২২

রাইসুল ইসলাম রাণা বলেছেন: একমত। যে হারে আমাদের দেশের পোলাপান ফোন পারফর্ম্যান্স করে, তাতে শেষকালে কান দিয়ে পুঁজ চুয়াবে এইটা শিওর।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:


এত বেশী কথা আর কোন জাতির স্কুলের বাচ্ছারা বলছে না, মনে হয়।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩

আরণ্যক রাখাল বলেছেন: আমার এখন কথা বলার কেউ নাই সুতরাং আমি আপনার পক্ষে =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



বলার কেহ থাকলে, বলার দরকার হয়; মানুষ রবিনসন ক্রুশো নয়; তবে, সমাজের বিশৃংখলা ছাত্রদের গ্রাস করেছে; এখনার পরিবেশ নতুন ছাত্র তৈরি করছে, যারা সমাজকে ধ্বংস করবে।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: একমত সাথে ফেসবুক।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:



ফেসবুক বা অন্য সমাজিক চেটিং সফটওয়ারকে রাতের ১০ টার পর কন্ট্রোলে আনতে হবে।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

মিজানুর রহমান মিরান বলেছেন: সহমত পোষণ করছি। বাট এটা পসিবল হবে বলে মনে হয়না।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



এটা ভাবার আগেই কন্ট্রোলের বাহিরে চলে গেছে হয়তো; পরিবারগুলো ভুগছে; জাতিকে টিকে থাকতে হবে।

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষেই ফোন আসা উচিৎ শিক্ষার্থীদের, সমাজের প্রতিটি এস্পেক্ট নিয়ে ভাবতে হবে। হ্যাঁ খুব ক্রিটিক্যালি ভাবতে হবে, সুফল, কুফল মিলে এই ধরনের প্রতিটি বিষয়ের গন্তব্য কোথায়?

স্কুল গামী বাচ্চার হাতে মোবাইল দেয়াকে সমর্থন করা যায় না। এটা কমিউনিকেশন এর ব্যাপার নয়। স্কুল এবং অভিবাবকের সংযোগকে ফরমাল করা দরকার।

অনেক কিছুই সমাজে এতটা এক্সট্রিম হয়ে গেসে যে, সেখান থেকে রিটার্ন দুস্কর, তাও এইসব নিয়ে ভাবতে হবে, কাজ করতে হবে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



হয়তো, বর্তমান অবস্হা থেকে রিটার্ণ করাই সমস্যা হবে।
তবে, ছাত্রদের বেলায় আমাদেরকে কঠিন হতে হবে; আমরা তরুণদের পড়ালেখার ব্যাপারে যেটা ভালো সেটা করবো।

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যক্তি স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ হবে । এটা বোধহয় সম্ভব হবে না ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:

কিছুটা হবে।
তবে, দেখতে হবে, কমপক্ষে ১২ ক্লাশ অধবি পড়ছেন, তারা কোন 'ব্যক্তি' কিনা আদৌ?
দেশের যে অবস্হা, 'চাচা আপন পরান বাঁচা', এ ধরণের কিছু করার লোকই নেই; ফলে, এ ধরণের ভাবনা আমার পোস্টেই থেকে যাবে।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

তৌফিক মাসুদ বলেছেন: ভাল কথা বলেছেন।অযথা মোবাইল ব্যবহার করে আমাদের দেশের ছেলে মেয়েরা ক্রিয়েটিভ হতে পারছেনা। গবেষনা আবিষ্কার বন্ধ হয়ে যাচ্ছে। খালি ফালতু প্যচাল পারা বন্ধ করা সময়ের দাবি। আগে আমরা স্কুল কলেজে থাকতে লুকিয়ে বই পড়তাম। এখন এরা প্রকাশ্যে মোবাইল চালিয়ে মেধা ক্ষয় করে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:



ছাত্রাবস্হায় শিশু/তরুণরা দরকারের চেয়ে বড় ভুবনের সাথে জড়িয়ে পড়ছে; ফলে, পড়ালেখায় মনোযোগ কমে আসবে।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

মনস্বিনী বলেছেন: ভাল বলেছেন কিন্তু সম্ভব হবে না মনে হয়।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:



কার্যকরীর জন্য জনতা ও সরকারের মাঝে সমন্ময়ের দরকার, যা এখন নেই; ইউনিভার্সিটিগুলো থেকে জাতির ভালোমন্দ নিয়ে কোন সামাজিক গবেষণা হচ্ছে না।

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩

অগ্নি সারথি বলেছেন: কথা বলা, ডাটা ব্যবহার, ফেসবুকের উচ্চ ব্যবহারকারী কিন্তু এরাই। সার্ভিস প্রোভাইডাররা এটা কখনোই সফল হতে দিবেনা। না হলে তো তাদের ব্যবসা লাটে উঠবে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


পুরো ব্যবসাটাকে জাতির সাধরণ মানুষের ভালোর জন্য, সাধারণ মানুষের মালিকানায় আনার দরকার।

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ব্যাচেলর ডিগ্রি অবধি তাদের ফেসবুকের সময়ও নিদ্দিস্ট করে দেয়ার সময় হয়েছে; ফেইসবুক কর্পোরেশনের সাথে বাংলাদেশ সরকার এ ব্যাপারে কথা বলে টেকনোলোজিক্যাল পদক্ষেপ নিতে পারে।

সহমত ভাইয়ু,
দাবি গুলো যুক্তিক।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩১

চাঁদগাজী বলেছেন:




আমাদের জাতির ভালোর জন্য আমাদিগকে কিছু পদক্ষেপ নিতে হবে সবাই মিলে।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩০

আহা রুবন বলেছেন: এ্টা একটা বদ অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। লাইব্রেরিতে প্রায়ই দেখি বই খুলে এরা ফোন টেপাটেপি করে। বাবা-মায়ের সতর্ক হওয়া প্রয়োজন, অনেকে মনে করে পোলাপানের হাতে দামি একটা ফোন দিকে না পারলে মান থাকে না। রাতের বেলা ফোন সরিয়ে রাখতে পারেন। ছোটদের উপযোগী ফোন ব্যবহার করলে সমস্যা অনেকটা কমে যায়। ধন্যবাদ চাঁদগাজী,মনের কথাগুলো বলার জন্য।











২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:০০

চাঁদগাজী বলেছেন:



এগুলো সমস্যা, এগুলোর সমাধান করতেই হবে।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৭

আরজু পনি বলেছেন:

মন্তব্যগুলো পড়ার মতো সময় যথেষ্ট হাতে নেই...তবে মূল পোস্টে পুরোপুরি সহমত জানাতে পারছি না...যদিও লাইক বাটনে ক্লিকাইলাম ।

আমি এমন অনেককেই জানি যারা ফেসবুকে খুব ভালো কাজ করছে ...তারা নিজেরাই নিয়ন্ত্রিত সময় খরচ করে ।

এসব নিয়ন্ত্রণে সচেতনতা দরকার খুব বেশি করে...পরিবার, পিতা মাতার ভুমিকা অনেক বেশি এসব ক্ষেত্রে । আর আমরা যারা বুঝি...তারাও এসব নিয়ে প্রায়ই যদি সচেতনতামূলক কথা বলি, পোস্টার বানিয়ে কভার ফটো দেই, ব্লগে পোস্ট দেই তবে কিন্তু কাজ হতে পারে কিছুটা হলেও ।

একজন বুয়েটিয়ানকে চিনি...ঝংকার মাহবুব...তিনি কিন্তু কাজে দেখিয়ে দিচ্ছেন ।

আচ্ছা কামান চাইলে বন্দুক তো পাওয়া যাবে...সেই হিসেবে পোস্টে ভালো লাগা ।

ওরে নবীন ওরে আমার কাঁচা
আধমরাদের ঘাঁ মেরে তুই বাঁচা..
.
আপনি এমন মনে হয়...ঘা মেরেই নাহয় বাঁচাবো ওদের ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


সৃস্টি করতে হলে প্রথমে দক্ষতা অর্জন করতে হবে, দক্ষতা অর্জনের জন্য পাঠ্য বই ও সেই বিষয়ে অন্য বই পড়তে হবে; পড়ার সময় যদি ফোন ও চ্যাটিং এ চলে যায়, ফাঁকি দিয়ে পাশ করবে; ফাঁকি দিয়ে যারা পাশ করে, তারা কিছুই সৃস্টি করতে পারবে না।

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

দিগন্ত জর্জ বলেছেন: একটা ছুরি দিয়ে মানুষও মেরে ফেলা যায় আবার সবজিও কাটা যায়। এখন কথা হলো আমি কোন কাজে এটি ব্যবহার করবো, তা আমার চিন্তা ভাবনার উপরে নির্ভর করবে। ফেসবুক দরকারী একটা যোগাযোগের মাধ্যম, কিন্তু যারা এটাকে অতিরিক্ত ব্যবহারের ফলে পড়াশোনার সময় নষ্ট করছে, এটা তাদের নিজেদের দোষেই করছে। ফেসবুক না থাকলে হয়তো অন্যভাবেও তারা তাদের সময়টা নষ্ট করতো। যারা সময়কে নিয়ন্ত্রণ করতে পারে, তারা সব অবস্থাতেই তা করতে পারে। নিয়ম করে দিয়ে পড়াশোনার দিকে ছাত্রসমাজকে টেনে আনা যাবে না, যদি না তারা নিজে থেকে কনসার্ন না হয়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১০

চাঁদগাজী বলেছেন:



একটা ছোট বাচ্ছাকে ছুরি দিয়ে দেখেন, সে সবজিও কাটবে না, মানুষও মারবে না; তবে, ভালো কিছু করবে না।

আমাদের স্কুল কলেজের ছেলে মেয়েরা ফেইসবুকের তুলনায় ছোট বাচ্ছা; এদের কন্ট্রোল করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.