নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ক্যাপিটেলিজম: মধ্যবিত্ত আরব পরিবার, ইউরোপের রাস্তায় ভিখারী আজ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০১



আরবেরা রাজতন্ত্র থেকে সোজাসুজি ডিক্টেটরশীপ-ক্যাপিটেলিজমে পা বাড়ায়েছে; বেদুইন থেকে সোজাসুজি নগরবাসী; উটের পিঠ থেকে নেমে মার্সেডিজে; কুপের পানির বদলে ফ্রান্সের মিনেরাল ওয়াটার। কিন্তু সবকিছু জন্য একদিন মুল্য দিতে হয়; প্রকৃতির নিয়ম না মেনে কোনকিছু করতে হলে, সেই রকম ভিত্তি তৈরি করতে হয়।

ক্যাপিটেলিজম মানেই, আইনী বা স্বরচিত আইনের মাধ্যমে প্রয়োজনের চেয়ে বেশী সম্পদের মালিক হওয়া, যা অপরের অধিকারকে খর্ব না করে, কখনো পুর্নতা লাভ করতে পারে না।

আজকের দিনে, ইউরোপের মাটিতে ৩ আরব দেশের লোক ভিক্ষা করছে, যারা মাত্র ৫ বছর আগেও নিজ দেশে মধ্যবিত্ত ছিল, যাদের নিজস্ব বাড়ী ছিল, গাড়ী ছিল, চাকর চাকরাণী ছিল; সবকিছু তাসের ঘরের মতো উড়ে গেছে।

আগামীতেও এ ধরণের ঘটনা ঘটার সম্ভাবনা আছে আরবে; আগামী ২/১ সপ্তাহের মাঝে সিরিয়ায় 'যুদ্ধবিরতি' স্বাক্ষর হওয়ার সম্ভাবানা আছে; কিন্তু সেখানে মুল স্বাক্ষরকারী হয়ে থাকবে রাশিয়া, আমেরিকা, ইরান ও তুরস্ক। সিরিয়ায় যুদ্ধ হবে, নাকি শান্তি আসবে, সেটা নির্ভর করছে বাহিরের মানুষের উপর; এটা কি করে সম্ভব? সিরিয়ানরা কোথায়?

সিরিয়ানরা কেহ কেহ ইস্তাম্বুলের রাস্তায়, পুর্ব ইউরোপের রাস্ত্তায় ভিক্ষ করছে, কেহ ইরান ও তুরস্কে সামান্য রুটির জন্য রেড-ক্রসের ট্রাকের সামনে লাইন দিয়ে দাঁড়ায়ে আছে।

এগুলো ক্যাপিটেলিজমের বিভিন্নরূপ মাত্র।

আমরা বাংলাদেশও কিছুটা দেখছি, হাইস্কুল-পাশ তারেক মায়ের সরকারের পাশাপাশি আরেক সরকার চালাচ্ছিল হাওয়া ভবন থেকে; একদিনও চাকুরী করেনি, কিন্তু ১০/১২টা বড় বড় শিল্প কারখানার মালিক হয়ে গিয়েছিল; তারপর একদিন খোঁড়ার অভিনয় করে দেশ ছেড়েছিল; এখন প্রবাসে; এগুলো রাজনীতি নয়, এগুলো সম্পদ দখলের জন্য ক্যাপিটেলিজমের প্রয়োগ মাত্র। আমরা আরো দেখবো, মনে হচ্ছে; আমাদের মানুষেরা ক্যাপিটেলিজম পছন্দ করেন।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৮

কবি এবং হিমু বলেছেন: বেশ ভাল লাগলো।কিন্তু ভাই কেবল তারেক চোরের নাম না দিয়ে আর অনেক চোর আছে তাদের দু একটা নাম দিলে ভাল হতো।তাহলে আমার মতে নিরপেক্ষ থাকতে পারতেন।আশা করি এটা মানবেন যে তারেকের মতো চোর আর ও আছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০০

চাঁদগাজী বলেছেন:


আমি নিরপেক্ষ; আমি জাতির সাধারণ মানুষদের একজন; তারেকের বাহিরে হাজার উদাহরণ দেয়া যায়; কিন্তু আমি এই মহুর্তে দিতে চাচ্ছি না; এক উদাহরণ থেকে অনেক কিছুই বুঝা সম্ভব।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৮

রাইসুল ইসলাম রাণা বলেছেন: আমাদের মানুষেরা ক্যাপিটেলিজম পছন্দ করেন। এইটা যে অপছন্দের জিনিস তা কবে বুঝবেন?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৭

চাঁদগাজী বলেছেন:


যে জাতির মানুষ "চাচা আপন পরাণ" বাঁচায় বিশ্বাস করে, তারা সব সময় ক্যাপিটেলিস্ট মনোভাব হওয়ার সম্ভাবনা।
শিক্ষিত মানুষ অন্যের সম-অধিকার প্রতিস্ঠা করেন।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৬

বিজন রয় বলেছেন: হায়রে ক্যাপিটাল!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


ক্যাপিটেলিজমকে সাজাতে হবে, সবাই যেন সমান সুযোগ পায়; একা তারেক, কোকো, ফালু, সালমান, কর্ণেল ফারুক, মেজর মান্নান, নোমান, আবুলেরা ১৭ কোটীর জন্য বিনিয়োগ করতে পারবে না

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৭

আদম_ বলেছেন: এই ধরণের চমতকার লেখা পড়িনা বহুদিন। একেবারে মাপমতো শেষ করেছেন। প্রতিটা শদ্বই যেন যথাযথ। বাক্যগঠন সহজ কিন্তু ভারী। আর লেখার বিষয়- জবাব নেই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:




চেস্টা করছি, ব্লগারেরা যেন বিষয়গুলো নিয়ে ভাবেন।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪

মিজানুর রহমান মিরান বলেছেন: চমৎকার উদাহরণ দিয়েছেন! ভালো লাগলো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে অল্প কিছু লোক টাকা উৎপাদনের দায়িত্ব দখল করেছে; কিন্তু বাকীরা কিভাবে চলবে, সেকথা ওরা ভাবছে না।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০

উল্টা দূরবীন বলেছেন: লেখার শেষে উদাহরণটা জব্বর লাগছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


এই রকম হাজার উদাহরণ আছে বাংলাদেশ।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

নতুন বাঙ্গাল বলেছেন: খুব ভালো লিখছেন , আরবদের কপালে আরো দু:খ আছে। এই শালারা বেদুইন থেকে বিনাশ্রমে বাদশাহী জীবন যাপনে অভ্যস্ত হয়েছিল। আমাদের দেশের মানুস কিছু না পারলেও অন্তত পরিশ্রম করে খেতে পারে। ঐ আরবরা সেটাও পারেনা , আবার শিক্ষা দিক্ষাও ওদের অবস্থা খুব খারাপ। সো ওদের ভিক্ষা ছাড়া পথ নাই। আর শেষে যার কথা বলছেন সে তো অনেকটা হলিডে মুডে আছে, সময় হলেই আবার কাজে ফিরবে , বাংগালীও মুখিয়ে আছে কখন তিনি ফিরবেন আর খাম্বা দিবে। বাংগালীর খাম্বা আর মিলিটারির প্যাদানি এই দু্ইয়ের প্রতি আকর্ষন প্রমানিত। এখন খুব তাড়াতাড়ি খাম্বা বা আর্মির প্যাদানী চায় বাংগালী।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা নিজের দেশ চালচ্ছে।
আবার বাংগালীদের সরকার নিজ দেশ চালাচ্ছে।

এই দুটোর মাঝে শেখ হাসিনা সংযোগ স্হাপন করতে পারছে না, বা চাচ্ছে না।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০

শাহাদাত হোসেন বলেছেন: ভালোই বলেছেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:



আশাকরি, বাংগালীরা আরবদের থেকে শিখবে।
যেহেতু বাংগালীদের রেমিটেন্স আরব থেকে বড় অংশ আসে, এখন বুঝার ও পদক্ষেপের দরকার।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪

ইমরান আশফাক বলেছেন: আপনি কি কমুনিস্ট?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১

চাঁদগাজী বলেছেন:



না, সোস্যালিস্ট মনোভাবের।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭

মেজদা বলেছেন: পশ্চিমাদের খেলার শাস্তি দিচ্ছে এরাবিয়ানরা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:



বাক্য পরিস্কার হয়নি; আরবেরা কি "খেসারত" দিচ্ছে, নাকি পশ্চিমকে "শাস্তি" দিচ্ছে?

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

শুপ্ত বলেছেন: যাক ভাই এই কলির যুগে আবার রামায়ন শোনার আগ্রহ দেখতে পাচ্ছি। অশেষ ধন্যবাদ সত্যকথা গুলো বলার জন্য।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:



যতদিন মানুষ বাঁচার অধিকারকে প্রতিস্ঠিত করতে পারবে না, মানুষ চেস্টা করে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.