নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

অর্থনৈতিক তত্ব প্রয়োগ না করলে গরীবেরা পেরে উঠবে না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭



এবার ৮৮ হাজার ছেলেমেয়ে মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার চেস্টা করেছে; তার মাঝে হয়তো ৩ হাজার মেয়ে সফল হয়েছে; তাদের সম-বয়স্ক কমপক্ষে ১ লাখ মেয়ে চাকরাণী আছে, গার্মেটে আছে ১ লাখ, আরো ২/৩ লাখ অশিক্ষিত মেয়ে ঘরসংসার করছে, কিংবা ঘর সংসার করার জন্য অপেক্ষা করছে।

মেডিক্যালের এই ৩ হাজার ও বাকী ৫ লাখ মেয়ের আগামী ২/৩ জেনারেশনের মাঝেও কোনভাবে সমতা আসবে না, আমাদের বর্তমান "উন্নয়নের" অর্থনীতি চলতে থাকলে।

একজন নাগরিক নিজ ও পরিবারের চেস্টায় যদি ২৪ বছর বয়সে "সফটওয়ার ডেপেলপার" হয়, এবং তার সমবয়স্ক ১ জন "রিকসা ড্রাইবার", ১ জন "চাকর", ১ জন "সিএনজি ড্রাইবার", ১ জন গার্মেন্টস কর্মী, ১ জন কেরানী হয়; জাতির জিডিপি'র ইনডেক্স যেরকম থাকবে, সেস্হলে ৩ জন "সফটওয়ার ডেপেলপার", ২ জন গার্মেন্টস কর্মী, ১ জন কেরানী হয়, ইনডেক্স বিরাট অংকে উপরে উঠে যাবে।

বাংলাদেশের বর্তমান অর্থনীতিতে "রিকসা ড্রাইবার", "চাকর", "সিএনজি ড্রাইবার" দরকারী পেশা; কিন্তু বর্তামন বিশ্বে এগুলো দরকারী পেশা নয়। যেমন ইউরোপ, আমেরিকা ঘোড়ার গাড়ী থেকে ট্রেন ও গাড়ীতে যেতে পেরেছে, মাঝখানে রিকসা, বেবী ট্যাকসীতে যায়নি।

আমাদের পুর্ব পুরুষেরা শিক্ষায় পেছেন থাকায় আমাদেরকে গরু গাড়ীর পর, রিকসা ও বেবী ট্যাক্সীকে যানবাহন হিসেবে ব্যবহার করতে হচ্ছে, এবং আমাদের একাংশ ঘরের চাকর/চাকরাণী; আমরা বর্তামান গতিতে শিক্ষার প্রসার ঘটালে, আমাদের আগামী কয় জেনারেশন অবধি রিক্সা থেকে যাবে, চাকর/চাকরাণী থেকে যাবে?

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০২

প্রামানিক বলেছেন: কথা সত্য। ধন্যবাদ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:



অর্থনীতি ও ফাইন্যান্সের আলোকে আমাদেরকে জাতির গন্তব্য পথ বের করতে হবে; ভুল পথে কোথায়ও পৌঁছা যায় না।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: উক্ত তত্ব প্রয়োগের জন্য অবশ্যই আমাদেরকে একজন নতুন আইনস্টাইনের দরকার হবে। কারণ বর্তমান সময়ের রাজনীতিকদের মাথায় এত ভাল তত্ব ঢুকবে না!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২২

চাঁদগাজী বলেছেন:


এসব তত্ব বুঝে, বা প্রয়োগ করতে পারবে, এই ধরণের লোক বাংলাদেশে আছে; পার্টিতে তাঁরা নেই, ওখানে আগাছারা স্হান করে নিয়েছে।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৯

আব্দুল্লাহ তুহিন বলেছেন: কথা সত্য।
অর্থনৈতিক তত্ব প্রয়োগ না করলে গরীবরা আর ও গরিব হয়ে যাবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৭

চাঁদগাজী বলেছেন:


আমাদেরকে তত্ব ব্যবহার করতে হবে, যেটার ফলাফল মাপা যায়; শুধু বললে হবে না, উন্নতি হচ্ছে , উন্নতি হচ্ছে

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২১

সাগর সাখাওয়াত বলেছেন: রুগীর চিকিৎসা করার চেয়ে রোগের করাটা শ্রেয় ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৪

চাঁদগাজী বলেছেন:



সমস্যা বুঝতে পারলে, সমাধান সব সময় খুঁজে পাওয়া যায়; বেশীর ভাগ বাংগালী ভুল সমস্যার কথা তুলে ধরেন জাতির সামনে।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬

অগ্নি সারথি বলেছেন: সহমত।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


সরকার এগুলো নিয়ে ভাবছেন, নাকি ফালু, কর্ণেল ফারূক, মেজর মান্নান, ওরিয়ন, বসুন্ধরাদের নিয়ে ব্যস্ত?

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪

মিজানুর রহমান মিরান বলেছেন: সহমত..

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:




মানুষ মানুষ্ের জন্য, সরকার সরকারের জন্য?

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

মাহবুবুল আজাদ বলেছেন: একদম বাস্তব কথা। কিন্তু আমরা কল্পনার জগতে বাস করি আমাদের দেশ রুপকথার রাজ্য মনে হয় মাঝে মাঝে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১

চাঁদগাজী বলেছেন:



আমাদের শিক্ষতরা সিন্ধাবাদের গল্পের পাঠক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.