নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

পদ্মার চেয়েও জাতির বড় প্রজেক্ট অপেক্ষা করছে ৪৫ বছর

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫



সেই প্রজেক্ট হচ্ছে, জাতির প্রতিটি নাগরিককে শিক্ষিত করে দারিদ্রতার বিমোচন।

১৯৬৯ সাল থেকে শুরু করে, ১৯৭১ সালের ২৫ শে মার্চ অবধি যাঁরা শেখ সাহেবের পেছনে শক্তি হিসেবে ছিলেন, যাঁরা লুংগি পরে, খালি গায়ে পল্টন, লালদীঘিতে এসে শেখ সাহেবকে বড় করেছিলেন, নিজদিগকে শক্তি হিসেবে অনুভব করেছিলেন, তাঁরা হয়তো সেদিন জানতেন না যে, তাঁদের সামনে এক ভয়ংকর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ অপেক্ষা করছে; তাঁরা সেই যুদ্ধও করেছেন, জয়ী হয়েছেন; কিন্তু এঁদের বিরাট অংশ জীবন যুদ্ধে জয়ী হতে পারেননি; এবং এঁদের বড় অংশ সময়ের সাথে দারিদ্রতায় ক্লিস্ট হয়ে বিদায় নিয়েছেন; এঁদের ছেলেমেয়েরা আজ পরিবার পরিজন ফেলে আরবের মরুভুমিতে, মালয়েশিয়ার বনে কাজ করে সামান্য আয়ের চেস্টা করছে, দেশে বস্তিতে থেকে গার্মেন্টস এ কাজ করে, জাতির জন্য ২৫ বিলিয়ন হার্ড কারেন্সী আয় করেছেন; এদের আয়-করা হার্ড কারেন্সীতে পদ্মাসেতু হচ্ছে, টাকায় পদ্মাসেতু হচ্ছে না পুরোটা।

আমাদের সরকারগুলো দারিদ্রতা বিমোচনের নামে বিদেশীদের কাছে হাত পেতে, টাকা এনে, সেই টাকার সামান্য অংশ ৯০ দিনের চাকুরী, ১২০ দিনের চাকুরী দিয়ে দারিদ্রতা কমানোর চেস্টা করেছে; এগুলো সামান্য ক্ষুধা নিবারণ, এগুলো দারিদ্রতা বিমোচন নয়।

অশিক্ষিত মানুষ আরব, মালয়েশিয়া থেকে ফিরে এসে, আবারো দারিদ্রতার মাঝে হারিয়ে গেছে, আবারো হারিয়ে যাবে; তাদের নতুন জেনারেশনকে আবারও আরব, মালয়েশিয়াতে যেতে হচ্ছে; আবারো গার্মেন্টস এ কাজ করতে হচ্ছে; সরকার নিজেই এদের জন্য বিদেশে কাজ খুঁজছে, সস্তা শ্রমের নামে বিদেশী বিনিয়োগ খুঁজছে।

দারিদ্রতা বিমোচনের একমাত্র উপায় হলো শিক্ষা; এবং আমাদের দেশে শিক্ষায় মাথাপিছু খরচ পশ্চিমের তুলনায় কানাকড়ি ছিল সব সময়, এবং এখনও সেই স্তরে থাকার কথা ছিল; কিন্তু সরকারের ভুল নীতির জন্য, আজ শিক্ষা, মাথাপিছু আয়ের তুলনায়,পশ্চিম থেকে অনেক অনেক বেশী।

দেশে মানুষ বেড়ে গেছে, সেটাও অশিক্ষার ফল; আমাদের দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করছেন ১১৮০ জন মানুষ, ভারতে ৩৮০, বার্মায় ৮৪ জন মাত্র। শিক্ষিত জন সংখ্যা জাতির জন্য শক্তি, অশিক্ষিত মানুষ জাতির জন্য বোঝা।

আজকে যাদের বয়স ১৬ বছরের নীচে, তাদের সবাইকে শিক্ষিত না করে তুললে, আজকের ভয়ংকর প্রতিযোগী বিশ্বে এরা পদক্লিস্ট হয়ে যাবে। আজ আট বছরের মেয়ে স্কুলে না গিয়ে, স্বাস্হ্যবান অন্য পরিবারের শিক্ষিত বউয়ের হয়ে চা বানাচ্ছে, খাবার তৈরি করছে, কাপড় ধুয়ে দিচ্ছে, এটা জীবন নয়; শেখ সাহেবের অনুসারীরা এই জীবন থেকে মুক্তির জন্য যুদ্ধ অবধি করেছিলেন।

আগামী ১৬ বছরের মাঝে জাতির সবাইকে শিক্ষিত করে তোলার মতো সম্পদ আমাদের সম্পদ আছে ; যেসব পরিবার নিজে পারছে না, তাদের সন্তানদের শিক্ষার ভার আমাদেরকে নিতে হবে; এটা পদ্মা থেকে অনেক বড় প্রজেক্ট, আজ ৪৫ বছর অপেক্ষা করছে।








মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৬

গোধুলী রঙ বলেছেন: সুন্দর লিখেছেন,

আমাদের গ্রাম বাংলাদেশ-ভারত বর্ডার এলাকায়, একটা মাত্র প্রাইমারী স্কুল আছে কয়েক গ্রামের ভিতরে, যে ৫ জন শিক্ষক সেখানে আছেন তাদের যদি ক্লাস ফাইভের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয় তারা পাস করতে পারবেন না। সেই ছোটবেলা থেকে দেখে আসছি, গ্রামের ছেলেরা হয় গ্রামে থেকে অন্যের ক্ষেতে কামলা খাটছে, কিছু চলে যাচ্ছে চিটাগং জাহাজ ভাঙ্গা শিল্পে কাজ করতে, কেই সেখানে মরছে অথবা ফিরে আসছে জীবনঘাতী রোগ নিয়ে অথবা হাত পা ভেংগে।

আমি সেই স্কুলে দ্বিতীয় শ্রেনী পর্যন্ত পড়েছি, আমার সহপাঠীরা কেউ প্রাইমারীর গন্ডি পেরোতে পারে নি। আজো পারছে না আমার সেই গ্রাম থেকে বের হয়ে আসার ২১ বছর পরেও, আমার একটা স্বপ্ন আছে আমার গ্রামের মানুষকে শিক্ষিত করার কিন্তু কুল কিনারা পাই না কিভাবে তা করবো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:



প্ল্যানিং করেন, অন্যদের সাথে নেন; আজকাল অনেক মানুষের হাতে টাকা পয়সা আছে, তাদের যুক্ত করেন; আপনি পারবেন।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০

মুসাফির নামা বলেছেন: পুরোপুরি একমত।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


পদ্মা জাতিকে অনেক কছু দেবে; তবে, শিক্ষার তুলনায় পদ্মা কিছুই না; পদ্মার থেকে অনেক বড় হচ্ছে সবার জন্য শিক্ষা।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন ভাই। এতসব বক্তব্যের সারাংশ সরকার কেয়ার করলেই হয়তো আশার আলো দেখা যাবে। ধন্যবাদ আপনাকে ।।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:


আমরাই সরকার।
আমাদের বর্তমান ও গত সরকারগুলো পরোক্ষভাবে শিক্ষার বিপক্ষে অবস্হান নিয়েছে।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১

আরণ্যক রাখাল বলেছেন: পদ্মা সেতুটাঅ দরকার। যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হলে কিছুই হবে না। ভাবুন তো আপনার বাড়ি থেকে পাঁচ কিলো দূরে স্কুল/কলেজ। রাস্তায় এক হাঁটু কাদা বর্ষাকালে, ভাঙ্গা। কতজন এতো কষ্ট করে পাঁচ কিলো দূর গিয়ে পড়বে?
পদ্মাসেতু হলে যোগাযোগের যে অভূতপূর্ব অবস্থা সূচীত হবে টা দেশকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


সন্দেহ নেই।

পদ্মার থেকে বড় হচ্ছে শিক্ষা। পদ্মা চলছে চলুক, পদ্মা মাত্র ৪/৫ বছরের প্রজেক্ট; শিক্ষা হলো কমপক্ষে ১৬ বছরের প্রজেক্ট, তারপর পরিবারগুলো নিজে দায়িত্ব নিতে পারবে; পদ্মার প্রয়োজনীয়তা আমরা যেভাবে অনুভব করছি, শিক্ষার গুরুত্বকে আরো হাজারো গুণে অনুভব করার দরকার।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

অপর্ণা মম্ময় বলেছেন: শিক্ষার বিকল্প নেই। ক্ষেতে খামারে কাজ করা খারাপ কিছু না কিন্তু এই উৎপাদনকে হয়তো অনেকগুণ বাড়ানো যাবে শিক্ষার ফলে আধুনিকায়ন করে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:



পশ্চিমের শিক্ষিত কৃষকেরা মোটামুটি সবাই মিলিওনিয়ার; কৃষি কাজে মাথার দরকার; শিক্ষাহীন হওয়ায় আমাদের কৃষকেরা সামান্য তরকারী বেপারী, সামান্য মিডল-ম্যান থেকেও দরিদ্র।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

আবু শাকিল বলেছেন: নিজের খেয়ে বনের মহিষ অনেক তাড়াইছি।ব্লগ ফেসবুক আমার জন্য বিলাসিতা।প্রতিদিন ২/৩ ঘণ্টা ভার্চুয়ালে ব্যয় করি।দিন শেষে লেখা,লাইক,মন্তব্য আমার কোন উপকারে আসে না।তবুও লেখি পড়ি।নিজের ব্যাক্তিগত জীবন যে খুব সফল তাও না।পেটে ভাত থাকলে সব কিছুই ভাল লাগে।
আপনার চিন্তা ভাবনা গুলো সুন্দর ।লিখতে থাকেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:



আমরা যা ভাবি, তা অন্যের সাথে তুলনা করে দেখতে চাই; এটুকুই। আমরা কস্টে থাকা মানে, জাতির বড় অংশ কস্টে আছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:



সময় কিছুটা কমিয়ে হলেও, কস্ট হলেও, ব্লগে থাকুন; দেশকে ও জাতিকে বুঝা সহজ হবে সব সময়।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

আবু শাকিল বলেছেন: আগে বৈষম্য দূর করেন-
একজনের ৫ টা বাড়ি -তার বাড়ির পাশেই আরেকজন ছনপাতায় ঘুমায় ।সেই সাহেবের ৫টা গাড়ি ।সেই গাড়ি রাস্তায় চলাচল করে যানযট সৃষ্টি করে।
৫ গাড়ির চিপায় পড়ে আমি আর রাস্তায় হাটতে পারি না।
স্টার বাকস কফির স্বাদ নিতে আমার খুব ইচ্ছা হয় ।লেবু চা খাইতে খাইতে আমি ক্লান্ত।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


শুরুতে সমতা ধরে রাখা হয়নি; মানুষ জমি বিক্রয় করে পেটের ক্ষুধা নিবারণ করেছে; তাই ৪০% মানুষ ভুমিহীন হয়ে গেছে; জাতির ৮ লাখ একর খাস জমি দুস্টরা দখল করে বাড়ী তুলেছে, সুপারমল করেছে; এগুলোকে আবার সঠিকভাবে বিতরণ করে, সবার জন্য সমান সুযোগের সৃস্টি করতে হবে; না হয় জাতির একাংশ জীবনের স্বাদ পাবে না।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

দিল মোহাম্মদ মামুন বলেছেন: ভাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে কাহিনী ভিত্তিক না করে বাস্তবভিত্তিক করা খুব দরকার। ধন্যবাদ আপনাকে সুন্দর লিখাটির জন্য

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

চাঁদগাজী বলেছেন:



বিশ্বের শিক্ষিত জাতীরা যেভাবে প্ল্যানিং করে এগুচ্ছে, আমরদেরও একইভাবে এগুতে হবে; কিন্তু আগে বুঝতে হবে যে, সব নাগরিকের জন্য আমরা শিক্ষায় টাকা ব্যয় করবো, এবং এটা আমাদের সবচেয়ে দরকারী প্রজেক্ট, এবং যেন একজন শিশুও শিক্ষা থেকে বাদ না পড়ে।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২১

ঠ্যঠা মফিজ বলেছেন: চমতকার বিশ্লেষন করেছেন । আমাদের সামনে আসলে শিক্ষার চেয়ে বড় কোন প্রজেক্ট হতে পারে না । ধন্যবাদ ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


আমাদের জমি নেই, খনিজ নেই; আছে মানুষ; মানুষকে দক্ষ করাাই আমাদের একামাত্র কাজ ; আমরা মানুষকে চাকরাণী করে রাখতে পারি না।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১

মিজানুর রহমান মিরান বলেছেন: অপর্ণা মম্ময় বলেছেন:
শিক্ষার বিকল্প নেই।
ক্ষেতে খামারে কাজ
করা খারাপ কিছু না কিন্তু এই
উৎপাদনকে হয়তো অনেকগুণ
বাড়ানো যাবে শিক্ষার ফলে
আধুনিকায়ন করে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:



কৃষকদের পড়ালেখা না থাকাতে সামান্য সিএনজি ড্রাইবার আজ ক্বষক থেকে বেশী আয় করে।

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১২

শুপ্ত বলেছেন: আমাদের দেশে তো সৎ লোকের অভাব নেই,তবে সৎ মনোভাবের অনেত অভাব।
কাজে নয় কথায় অধিকতর বিশ্বাসি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:



একজন মানুষের কর্ম তার পুরো স্বত্তার প্রয়োগ।

১২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫

শুপ্ত বলেছেন: কর্মের মাজেই মানুষ বেছে থাকে বয়সের মাধ্যে নয় । সৎ মনোভাব ও সুবুদ্ধি না থাকলে আপনি যতই পরিশ্রম করেন না কেনো কোন ফল পাবেন না।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১:৫২

চাঁদগাজী বলেছেন:


গত ৪৫ বছরের বুদ্ধিমান ও সৎ কেহ বাংলাদেশ চালায়নি।

১৩| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৪০

শুপ্ত বলেছেন: অবশ্যই চালিয়েছে ,তাদের দুরদর্শিতার কারনেই আজ আমরা এতটুকু আসতে পেরেছি,তবে তা যে হাতে গোনা কয়েকজন।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ২:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনি যদি কোন দুরদর্শী প্রশাসক দেখে থাকেন, আপনি ভাগ্যবান; আমি দেখিনি

১৪| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


সব মানুষই তার জীবনের গুরুত্বপুর্ণ মহুর্তকে স্মরণ করেন, সময়-অসময়ে স্মৃতিচারণ করেন; সম্ভব হলে পালন করেন। '৭১'এর জেনারেশনের প্রায় ৩ কোটী মানুষের কাছে সবচেয়ে বড় স্মৃতি, সবচেয়ে বড় মহুর্ত হলো বাংলাদেশের স্বাধীনতা ; তারপরেও এই ৩ কোটী মানুষের বিরাট অংশ এই দিনটিকে পালন করেন না; বাকী ১৪ কোটী, সময়ের কারণে, দিনটিকে ১৯৭১ সালে দেখেননি, অনুভব করার সুযোগ পাননি; তবুও এদের এক খুবই ছোট অংশ দিনটিকে পালন করেন; কিন্তু এদেরও বিরাট অংশ দিনটিকে পালন করেন না।

স্বাধীনতা দিবসে সরকারী ছুটি আছে, সবাই ছুটি উপভোগ করেন; কিন্তু স্বাধীনতার সন্মানে সাধারণ মানুষ কিছু করেন না; চাষীরা ও দিন-মুজুরেরা কাজ করেন।

১৫| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৫

চাঁদগাজী বলেছেন: গত এক বছরের লেখাগুলোতে যাদের মন্তব্য পেয়ে ভীষন-ভীষন ভীষন ভালো লেগেছে-

 শতদ্রু একটি নদী, মাঘের নীল আকাশ, কলমের কালি শেষ, মানবী, সাইলেন্ট পেইন,
 বটের ফল, আলম 1, তাহসিনুল ইসলাম, প্রোফেসর শংকু, অপ্রতীয়মান,
 তানভীরএফওয়ান, নিয়েল হিমু, হিল্লোল, জেন রসি, সাদিকনাফ,
 ওয়াছেকুজ্জামান চৌধুরী, ঢাকাবাসী, টকদঐ পার্ট ২, ঘুড়তে থাকা চিল, বোকামানুষ,
 নয়ন বিন বাহার, আনস্মার্ট, দূরন্ত প্রজাপতি, অবিবাহিত জাহিদ, সৌরভ ঘোষ শাওন,
 রাতুলবিডি৪, আহমেদ ফিরোজ, আহমদ ফয়েজ, নির্বাসিত শব্দযোদ্ধা, বোকা মানুষ বলতে চায়,
 ফেরদাউস আল আমিন, অতঃপর সোহান, নুর ইসলাম রফিক, রসিক বাঙগালি, চাঁদগাজী,
 সাবু ছেলে, নুর মোহাম্মদ নুরু, রিকি, ফোজাইল ইমন, জুন,
 ফাহাদ মুরতাযা, আমিই মিসির আলী, অপু দযা গ্রেট, সেলিম আনোয়ার, কাবিল,
 ফটিকচাদ, মো. রহমত উল্লাহ(রানা ইশতিয়াক), শার্লক_, আবু শাকিল, মাহবুবুল আজাদ,
 দরবেশ মুসাফির, আমি নাহিয়ান বলছি, জাতি_ধর্ম_বর্ণ, দেবজ্যোতিকাজল, এরিক ফ্লেমিং,
 অতৃপ্ত আত্মা, সজিবুল ইসলাম, বাংলার জমিনদার, রাতুল_শাহ, ভিটামিন সি,
 মাইক-মজিদ, মোবাশ্বের হোসেন, জসিম, বিদেশ পাগলা, গোধুলী রঙ,
 লিযেন, মামুন রশিদ, তামান্না তাবাসসুম, ভ্রমরের ডানা, শাহেদ শাহরিয়ার জয়,
 নবাব চৌধুরী, সুজন চন্দ্র পাল, খেয়ালি দুপুরগুলোয় কিছু উড়োচিঠি, পাকাচুল, বিদগ্ধ,
 হালদার গৌতম, রোষানল, অবিবাহিত ছেলে, আবু শাকিল,কি করি আজ ভেবে না পাই,
 দেশ প্রেমিক বাঙালী, এস কাজী, থিওরি, নাজিমউদ্দিন শেখ তমাল, আব্দুল্যাহ,
 এস বাসার, অভ্রনীল হৃদয়, শুণ্য মাত্রিক, এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা, ডাইরেক্ট টু দ্যা হার্ট,
 কিরমানী লিটন, রক্তিম দিগন্ত, বিপরীত বাক, পিচ্চি হুজুর, নিষকর্মা,
 বিদ্রোহী সিপাহী, অপূর্ব আহমেদ জুয়েল, ধমনী, সুলতানা রহমান, কান্ডারি অথর্ব,
 অগ্নি সারথি, উইশবার্ড, অতঃপর হৃদয়, মাধব, শাহাজাদা রনি,
 মোঃ এহতাশেমুল হক, আজিজার, মঞ্জু রানী সরকার, মোঃ আনারুল ইসলাম,
 শাশ্বত স্বপন, মাহফুজ মারুফ০০৭, কথাকথিকেথিকথন, রিয়াদ হাকিম, blackant,
 অলৌকিক আগন্তুক, মুদদাকির, পিনাকড্রিম, রোলেন, একুশে২১,
 খোলা মনের কথা, তুষার কাব্য, নির্বাসিত_নির্বাক, মাকড়সাঁ, কল্লোল পথিক,
 নীলসাধু, অলওয়েজ ড্রিম, সুপান্থ সুরাহী, শরিফুল ইসলাম শোয়াইব, বঙ্গভূমির রঙ্গমেলায়,
 যান্ত্রিক, উল্টা দূরবীন, হাবীব কাইউম, উস্তাদ শেখ নূরু-জ্বী,
 সালেহ মতীন, ইমরাজ কবির মুন, কেউ নেই বলে নয়, কমরেড ফারুক ১, কাক???,
 ৮৩১আবীর১৯৮৩, নৈমিত্তিক দাদা, রাজিয়া সুলতানা, ফুলফোটে, নেক্সাস,
 জে.এস. সাব্বির, বনজ্যোৎস্নার কাব্য , আলোরিকা, আমি মাধবীলতা, মেঘপিয়ন,
 আহমেদ জী এস, অপু তানভীর, তিমিরবিলাসী, আলভী রহমান শোভন, আলোকসন্ধানী,
 সজিব90, বর্নিল, চৌধুরী ইপ্তি, মোঃ গোলাম মোস্তফা টুটুল, মাঈনউদ্দিন মইনুল,
 ইকরাম বাপ্পী, আম আদমি, সায়ফুল্লাহ হক তানভীর, টোকাই রাজা, এপিটাফের গল্পগুচ্ছ,
 ইয়েলো, মেহেদী হাসান শীষ, মৈত্রী, রাশেদ ইফতি, মেঘনা পাড়ের ছেলে,
 আরজু পনি, পার্থ তালুকদার, লিও কোড়াইয়া, ডাঃ মারজান, কবির ইয়াহু,
 চন্দ্রপ্রেমিক, রুদ্র জাহেদ, বিদ্রোহী ভৃগু, ডা. প্রকাশ চন্দ্র রায়, জনম দাসী,
 লেখোয়াড়., অভিমান ইগো এবং ভালোবাসা, কাজী মেহেদী হাসান, নাতাশা মজুমদার, আমি ইহতিব,
 ঘুম হ্যাপি, ইমরাজ কবির মুন, আফরীন সুমু, সাদা কালো আকাশ, জিয়া শামস সাকিব,
 ধ্রুব নয়ন চৌধুরী, সায়েদা সোহেলী, চোখের কাঁটা, লালপরী, আইএ্মওয়াচিং,
 ফুয়াদ আল আবীর, কালীদাস, সাইফ রাসেল, তুষার আহাসান, শ্রাবণধারা,
 তিথীডোর, রানার ব্লগ, ঘূণে পোকা, নীল জানালা, আমি মিন্টু,
 নীল_প্রজাপতি, তানজির খান, টরপিড, ক্ষ্যাত, আহসানের ব্লগ,
 মিশু মিলন, মায়াবী রূপকথা, সোহানী, আহা রূবন, অন্ধবিন্দু,
 অগ্নিঝরা আগন্তুক, সায়ান তানভি, tareqvaiya, রেজওয়ানা আলী তনিমা, জাহিদ হাসান মিঠু,
 ডি মুন, স্বপ্নচারী গ্রানমা, পুলক ঢালী, অদ্ভুত_আমি, মুনতা,
 শেষ বেলা, নিঝু, তার পর আর নেই, কবি এবং হিমু, ভুমি সংকর,
 চ্যাং, শাহাদাত হোসেন, রোহান খান, অপর্না মন্ময়, ইস্কান্দার মীর্যা,
 বৃষ্টি পড়ে টাপুর টুপুর , অগ্নি কল্লোল, ইমরান মোহাম্মাদ, মিতু রহমান, টয়ম্যান,
 রবিন্দ্রনাথ ঠাকুর, কলম বাবু, অন্তঃপুরবাসিনী, হাইপারসনিক, মোস্তফা সোহেল,
 কামরুন নাহার বীথি, জ্যোস্নার ফুল, বিজন রয়, তাসলিমা আক্তার, আরিফুন নেসা সুখী,
 মহিউদ্দিন হায়দার, এম.এ.জি তালুকদার, সেনসেটিভ শিমুল, ডাঃ শরীফুল ইসলাম, আবু শাকিল,
 মোঃ আবু হেনা সাজ্জাদ, নাসরিন চৌধুরী, হাসান নাঈম, কাজী ফাতেমা, মুহাম্মদ জহিরুল ইসলাম,
 তুহিন সারোয়ার, টুনা, মোজাহিদ আলী, বৈশাখী ঝড়, কাল্পনিক_ভালোবাসা,
 প্রামানিক, BEBASI, শামছুল ইসলাম, সুদীপ্তা মাহজাবীন, জনৈক শ্রেয়াস,
 কাজী আসিফ, রুমন আমিন, বাক প্রবাস, এরশাদ বাদশা, সুরাইয়া বিথী,
 লুতপাইন, মোহাম্মদ রাহীম উদ্দিন, অবাকবিস্ময়২০০০, ইপ্সিতা চৌধুরী, শাহরিয়ার ইসলাম খান,
 গিয়াস উদ্দিন লিটন, মহা সমন্বয়, কি করি আজ ভেবে না পাই, জেব্রা মাস্টার, স্কারলেট টিউলিপ,
 সালাহউদ্দীন আহমদ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মহান অতন্দ্র, জুনাযেদ সিদ্দিক, রাবেয়া রাহীম,
 আত্মমগ্ন আমি, দুঃখ বিলাস, ঐন্দ্রিলা নিশাত, সায়েম মুন, মুরাদ আহম্মদ খাঁন,
 রোদেলা, তানিয়া হাসান খান, মোঃ আমানউল্লাহ, Mohammad Ullah, দর্শনপ্রিয়কার্তিকেয়,
 রানা আমান, মোঃ আবুল হোসেন (হাবিব), মানসী, তার ছেড়া, জিমার পেঙ্গুইন,
 সুখী মানুষ, নুর ফয়জুর রেজা, মাহমুদা আক্তার সুমা, কিউপিড রিটার্ন্স, ছটিক মাহমুদ,
 অর্বাচীন পথিক, বর্ণহীন, মোস্তফা কামাল পলাশ, তাসজিদ, গোধূলীর সুর্য,
 এন এফ এস, শিসতালি, প্রতিবাদী ডাঃ আবদু সালাম, বিদ্রোহী সিপাহী, নূর মোহাম্মদ নুরু,
 আহাসানুজ্জামান তূর্য, Nazmul Naz Neel, নীরব আহমেদ, অর্বাচীন পরিব্রাজক, আজিজুলবিডি,
 আসাদ খাঁন, নুর ইসলাম রফিক, Nazmul Shekh, তাশমিন নূর, কাজী জুনায়েদ,
 আততায়ী আলতাইয়ার, আব্দুল্লাহ তুহিন, বনমহুয়া।


যারা যারা লেখা পছন্দ করেন এবং জানিয়েছেন সেই কথা, তাদের জন্য আন্তরিক শুভেচ্ছাসহ-

 মানবী
 মাসূদ রানা
 খায়রুল আহসান
 আরাফাত হোসেন অপু
 কলমের কালি শেষ
 মনিরা সুলতানা
 সানফ্লাওয়ার
 বটের ফল
 পানকৌড়ী
 দিশেহারা রাজপুত্র
 ছন্দ্বহীন
 কাল্পনিক_ভালোবাসা
 প্রোফেসর শঙ্কু
 হাসান মাহবুব
 প্রকাশক পপি চৌধুরী
 অপু তানভীর
 নিয়েল হিমু
 বটের ফল
 যান্ত্রিক
 অর্ণব প্রধান
 সেই তামজীদ
 বোকামানুষ
 রানা আমান
 ঘুড়তে থাকা চিল
 অতঃপর সোহান
 শতদ্রু একটি নদী...
 নতুন
 অগ্নিপাখি
 ফোজাইল ইমন
 বিদ্রোহী ভৃগু
 সজিব হাওলাদার
 ফাহাদ মুরতাযা
 মনিরুল ইসলাম বাবু
 অাকাশ কালো
 সপ্ন বালক
 মহাপুরুষের ডায়েরী
 মোটা ফ্রেমের চশমা
 রিকি
 আতিক.নিষিক্ত
 জাকের আমিন
 ভ্রমরের ডানা
 রুদ্র জাহেদ
 মনিরুল ইসলাম বাবু
 ভিটামিন সি
 শাহাদাৎ হোসেন শামিম
 লিযেন
 একজন বেকার যুবক
 রক্তিম দিগন্ত
 বিদ্রোহী সিপাহী
 দুষ্ট পন্ডিত
 নিষ্কর্মা
 সুমন কর
 উইশবার্ড
 কান্ডারি অথর্ব
 নীহারিক০০১
 মাশহুদা
 সজিব হাওলাদার
 Rakibul Yeasin
 পিনাকড্রিম
 সায়েম মুন
 কথাকথিকেথিকথন
 জাওয়াদ স্পিকিং
 আফরীন সুমু
 রমাকান্ত
 যান্ত্রিক
 ঘুম হ্যাপি
 ইমরাজ কবির মুন
 কেউ নেই বলে নয়
 সাহসী সন্তান
 বিলুপ্ত প্রায়
 মায়াবী রূপকথা
 সুমন কর
 মাহবুবুল আজাদ
 ইয়েলো
 মুনির মুহাম্মদ
 জাহিদুল ইসলাম
 লেখোয়াড়.
 যান্ত্রিক
 ডাঃ মারজান
 আরজু পনি
 রাশেদ ইফতি
 ফেরদৌসা রুহী
 কিরমানী লিটন
 শাহাদাত হোসেন
 রিকি
 অভিমান ইগো এবং ভালোবাসা
 সাধারণ আমি আমার
 বিদ্রোহী ভৃগু
 বনমহুয়া
 জুন
 সজিব হাওলাদার
 আইএমওয়াচিং
 ধ্রুব নয়ন চৌধুরী
 Rakibul Yeasin
 ভ্রমরের ডানা
 মাহবুবুল আজাদ
 আমি মিন্টু
 তুষার আহাসান
 রানা আমান
 লিও কোড়াইয়া
 শহুরে আগন্তুক
 সোহানী
 ডি মুন
 জাহিদ হাসান মিঠু
 অন্ধবিন্দু
 উল্টা দূরবীন
 মুনতা
 নিঝু
 ইস্কান্দার মীর্যা
 ভুমিসংকর
 জয়িতা রহমান
 জুয়াড়ি
 জেন রসি
 shahriar helal
 জসিম
 ইমরান মোহাম্মাদ
 সাদিকনাফ
 দিশেহারা আমি
 রবিন্দ্রনাথ ঠাকুর
 সুমন কর
 আব্দুল্যাহ
 আব্দুল্যাহ
 মিতু রহমান
 চাটগাইয়া জাবেদ
 সে্নসেটিভ শিমুল
 এম.এ.জি তালুকদার
 ম.র.নি
 আরিফুন নেছা সুখী
 নিহত ভবিষ্যৎ
 বিজন রয়
 বেগুনী ক্রেয়ন
 ইয়েলো
 রেজওয়ানা আলী তনিমা
 অলওয়েজ ড্রিম
 সায়েদা সোহেলী
 কালনী নদী
 দ্যা রয়েল বেঙ্গল টাইগার
 আরজু পনি
 মাহমুদ০০৭
 সাহেদ আনোয়ার
 দুষ্ট পন্ডিত
 চার্ত্রুজ-বী
 আখতার হামিদ পারভেজ
 ইফতেখার রাজু
 আসাদ খাঁন
 সে্নসেটিভ শিমুল
 এক নিরুদ্দেশ পথিক
 বিদ্রোহী সিপাহী
 ইসমাইলহোসেন০০৭
 সাকিন উল আলম ইভান
 লাল স্কচটেপ
 শাহজাহান সাঈফ
 বর্ণহীণ
 তামান্না তাবাসসুম
 জসিম
 আতিক.নিষিক্ত
 এস নবীন (সম্রাট)
 প্রিন্স খান ৫৪২৬
 কিউপিড রিটার্নস
 হাসান নাঈম
 মাহমুদা আক্তার সুমা
 রানা আমান
 দিয়া আলম
 মোঃ মঈনুল হাসান
 আদ্রিতা
 কালনী নদী
 তানিয়া হাসান খান
 ম্যাঁও খোক্ষস
 অতৃপ্ত পরান
 ঐন্দ্রিলা নিশাত
 জিমার পেঙ্গুইন
 অব্যক্ত কথা
 আহেমদ ইউসুফ
 স্কারলেট টিউলিপ
 জেব্রা মাস্টার
 ফজলুভাই
 গুলশান কিবরীয়া
 মাজহারুল অসীম
 কাওসার পারভীন
 পেলব চক্রবর্তী
 জানা
 কাজী আসিফ
 জনৈক শ্রেয়াস
 সুদীপ্তা মাহজাবীন
 শামছুল ইসলাম
 নতুন
 ঠাহর
 আবু শাকিল
 চুরমার
 কাজী আবু ইউসুফ (রিফাত)
 ইমরাজ কবির মুন
 কাবিল
 মুহাম্মদ জহিরুল ইসলাম
 কাজী ফাতেমা
 জেন রসি
 আরণ্যক রাখাল
 অপর্ণা মম্ময়
 তার আর পর নেই…
 ডা: শরীফুল ইসলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.