![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
১৯৭১ সালের জুন মাসের তৃতীয় সপ্তাহ, মধ্যরাত; নোয়াখালীর মুহুরীগন্জের ভারতীয় সীমান্তবর্তী গ্রাম, মুরাদ নগরের পুর্ব সীমানার এক বাড়ীর পেছনের পুকুরের পাড়ে, বড় একটা আম গাছের নীচে, অন্ধকারে চারজন মানুষ পুর্বদিকের মাঠের দিকে তাকিয়ে বসে আছেন, এঁরা হচ্ছেন: সীতানাথ চক্রবর্তী, উনার স্ত্রী কল্পনা চক্রবর্তী, উনাদের পনর বছরের মেয়ে যামিনী চক্রবর্তী ও উনাদের গাইড শফি উল্ল্যাহ; পরিবারটি ত্রিপুরায় প্রবেশ করবে, শ্রী নগরের শরণার্থী ক্যাপ্পে যাবে, সেখান থেকে কলিকাতা। এটি হচ্ছে, এক সপ্তাহের মাঝে উনাদের তৃতীয় প্রচেস্টা; গত দুইটি প্রচেস্টা সফল হয়নি; সামনে মাত্র আধ মাইল প্রশস্ত একটি শুন্য মাঠ; মাঠের পুর্ব পাশ দিয়ে ঢাকা ট্রাংকরোড, উত্তর দক্ষিণে প্রলম্বিত; ট্রাংকরাড থেকে ২০০ গজের মাঝে বর্ডার; এই আধা মাইল পথ কিছুতেই পার হতে পারছে না পরিবারটি, এক সপ্তাহ ধরে; দিনে পাকী বাহিনীর গাড়ী চলাচল করে ট্রাংকরোডে, রাতে পাকীরা স্হানে স্হানে পাহারা দেয়, শরণার্থীদের উপর গুলি হয়েছে দুইবার এ সপ্তাহে; পাকীরা গ্রামের রাস্তায়ও আসে সন্ধ্যার দিকে; গ্রামটি মোটামুটি ফাঁকা, সামান্য কয়েকটি বাড়ীতে মানুষ আছে; সন্ধ্যার আগেই লোক চলাচল বন্ধ হয়ে যায়।
সীতানাথ বাবু স্কুল শিক্ষক, পটিয়া থেকে কখনো হেঁটে, কখনো রিকসায়, কখনো নৌকায় করে, একসপ্তাহে মোটামুটি ৭৫ মাইল অতিক্রম করে, অবশেষে গাইড শফি উল্ল্যার সাহায্য নিয়ে এই গ্রামে পরিবারসহ লুকিয়ে আছেন, শেষ আধা মাইল পার হওয়ার জন্য। উনার বর্তমান নাম মোহাম্মদ আবদুল্লাহ, স্ত্রীর নাম জাহানারা বেগম, মেয়ের নাম মোহাম্মদ শহীদুল্লাহ; উনারা পাঁচ কলেমা জানেন; শিক্ষক মানুষ সবকিছু প্ল্যান করে, সতর্কতার সাথে স্ত্রী ও মেয়েকে ট্রেনিং দিয়েছেন; যামিনীকে চুল কেটে, ঢোলা শার্ট ও লুংগি পরায়ে ছেলে বানিয়েছেন। টাকা পয়সা, পরিবারের স্বর্ণ তিনভাগ করে কোমরের সাথে রেখেছেন; কিছু রেখেছেন ছোট ট্রাংকে, ধরা পড়লে দিয়ে দেবেন।
শফি গত ২ মাসে শতশত লোক পার করেছে; তবে, এখন খারাপ সময়, গত দুই সপ্তাহ থেকে পাকীরা পুরো এলাকায় টহল দিচ্ছে দিনরাত; এই সপ্তাহে ২০ জনের বেশী শরণার্থী নিহত হয়েছে পাকীদের গুলিতে; পাকীদের অভিযানের মুল লক্ষ্য টাকা পয়সা ও স্বর্ণ; তা'ছাড়া পাকীরা শরণার্থীদের দেশের শত্রু মনে করে; পাকীরা রাজাকারদের সাহায্যে গ্রামগুলোর উপর নজর রাখছে। এই পরিবারটির সাথে শফি বেশী জড়িয়ে গেছে, শিক্ষক মানুষ, এরা অমায়িক; এখানে ব্যবসা বড় নয়, পরিবারটির প্রতি তার অসীম সমীহ; পরিবারটিকে ত্রিপুরায় পৌঁচানোর দায়িত্বকে সে মহান কাজ হিসেবে নিয়েছে; সে জানিয়ে দিয়েছে যে, সে উনাদের থেকে কোন টাকা পয়সা নেবে না।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩১
চাঁদগাজী বলেছেন:
১৯৭১ সাল, এই রকমই একটি মহুর্ত ছিল।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪২
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
হয়তো বাস্তব থেকে লিখেছেন । ভালো লাগছিলো পড়তে । কিন্তু শেষ আধা-মাইলটুকু আর শেষ করলেন না ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪
চাঁদগাজী বলেছেন:
শেষ করবো।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫
রূপক বিধৌত সাধু বলেছেন: শেষ পর্যন্ত কী হয়েছিলো? ওরা কি পৌঁছতে পেরেছিলো ত্রিপুরায়?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৫
চাঁদগাজী বলেছেন:
সত্য ঘটনাকে কেন্দ্র করে লেখা, বাকীটুকু লিখব।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৫
জুন বলেছেন: উতকন্ঠায় রইলাম চাদগাজী
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৯
চাঁদগাজী বলেছেন:
ক্রমেই বাকীটুকু যোগ হবে বাকীটূকু।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৭
চুঙ্গিওলা বলেছেন: এর পরে কি হইলো মামু?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০
চাঁদগাজী বলেছেন:
বলবো
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩২
প্রণব দেবনাথ বলেছেন: বাকিটা দিন...
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, বাকুটুকু যোগ করতে হবে।
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫
কল্লোল পথিক বলেছেন: শেষের টুকু জানার আগ্রহ বেড়ে গেল।
গল্পের প্লট ও বুনন অনেক সুন্দর হয়েছে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
আমি গল্প লিখিনি কোনদিন; ১৯৭১ সালের সত্য ঘটনাকে তুলে ধরার চেস্টা করছি।
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭
শেষ বেলা বলেছেন: ভাল লাগলো, তবে কি শেষ আধা-মাইলটুকু পেরুতে পারবে তারা। উকন্ঠায় থাকলাম।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
এক কোটী মানুষ সীমান্ত পার হয়েছিল, কয়েক'শ হতভাগ্য মানুষ পারেনি ।
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৯
শেষ বেলা বলেছেন: আবার হতাশায় ডোবালেন, তবে কি তারা...।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৭
চাঁদগাজী বলেছেন:
নোয়াখালী সীমান্ত হয়ে ১২/১৩ লাখ মানুষ ত্রিপুরায় প্রবেশ করেছিলো ১৯৭১ সালে; এটা ছিল ভয়ংকর ঘটনা।
১০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:০০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: বাকীটুকু পড়ার অপেক্ষায় থাকলাম।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:১২
চাঁদগাজী বলেছেন:
বাকী কিছু কি আসলে আছে?
১১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৬
ঠ্যঠা মফিজ বলেছেন: শেষে কি হয়েছিল
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০
চাঁদগাজী বলেছেন:
শেষটা আপনি কস্ট করে ভেবে নিন, আমি বরং আড্ডা দিয়ে আসি।
১২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্লীজ, বাকিটা দ্রুত লিখুন। খুব উৎকন্ঠা নিয়ে অপেক্ষা করছি। আমাদের দেশের নির্মাতারা মুক্তিযুদ্ধ নিয়ে গৎবাঁধা সিনেমা বানিয়ে আসছেন। অথচ এমন হাজারো কাহিনী বা প্রেক্ষাপট রয়েছে যা দিয়ে খুব ভালো সিনেমার পাশাপাশি ভালো ইতিহাস সম্পর্কেও জানানো যায়। অথচ এই দিকে কোন খেয়াল নেই।
আপনার মন্তব্যে কিছু পাঞ্চ লাইন আছে, এক কোটি শরনার্থী পার হয়েছিলো, কিছু হতভাগ্য মানুষ ছাড়া। কারা ছিলেন সেই হতভাগ্য মানুষ। তারা কি শহীদ হবেন?
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১
চাঁদগাজী বলেছেন:
অসহযোগ আন্দোলন থেকে শরু করে, ১৬ই ডিসেম্বর অবধি যারা পাকী ও রাজাকারদে হাতে, এবং তারপরও ডিসেম্বরের বিহারীদের হাতে প্রাণ হারায়েছেন, সবাই দেশ ও স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন।
ওকে, বাকীটুকু যোগ করবো; কিন্তু আপনি জানেন যে, আমি লেখক নই, আমি গড়ে ১৫/২০ লাইনের পোসট লিখি
১৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫০
শাহাদাত হোসেন বলেছেন: বাকি টুকুর আপেক্ষায় আছি।তাড়াতাড়ি দিবেন ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯
চাঁদগাজী বলেছেন:
আমার কোন সিরিজ'এর ২য় অংশ ছিলো না।
১৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "লেখক বলেছেন:
বাকী কিছু কি আসলে আছে?"
লেখক হিসেবে বাকী কিছু না রাখা সম্পূর্ণ আপনার স্বাধীনতা।
তবে পাঠক হিসেবে মনে হচ্ছে রানওয়েতে ছিলাম, টেইক অফ বাকী আছে এবং পাইলট তৈরি।
ভাল থাকবেন ভাই।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগে লেখার সমস্যা হলো, এখানে লেখকেরা পড়েন।
১৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০
সায়ান তানভি বলেছেন: ভাই ,শেষ করলেন না ,অতৃপ্তি রয়ে গেলো ,দারুন লিখনী ,চালিয়ে যান ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬
চাঁদগাজী বলেছেন:
বাকীটুকু বলার চেস্টা করবো
১৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
খুব ভাল লিখেছেন, আপনার লেখা পেশাদার লেখকের চেয়েও ভাল হয়েছে। - চলুক।
কাহিনী, প্রেক্ষাপট আরেকটু ডেস্ক্রাইব করে লম্বা করলে ভাল হত।
এই ছবিটা এড করে দিয়েন, যদিও এটি যশোর কুষ্টিয়া অঞ্চলের,
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
শুনতে ভালো লাগছে।
আপনি আসল ছবি দিয়েছেন।
১৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০
অলওয়েজ ড্রিম বলেছেন: প্রিয় চাঁদগাজী,
আপনিতো এই এক লেখা দিয়েই আমাকে আপনার ভক্ত বানিয়ে দিলেন।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪
চাঁদগাজী বলেছেন:
আমার কাঁধে দায়িত্ব তুলে দিচ্ছেন?
১৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১
মুসাফির নামা বলেছেন: সুন্দর
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫
চাঁদগাজী বলেছেন:
১৭৯১'এর ভয়ংকর দু:খগুলোর ছোট একটি কাহিনী
১৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শেষটা জানতে ইচ্ছে করছে। পৌঁছেছিল পরিবারটি?
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
চাঁদগাজী বলেছেন:
প্রায় ১ কোটী ভারতে পোঁছেছিল
২০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭
নতুন বাঙ্গাল বলেছেন: কোন কথা শুনতে চাইনা, এই ধরনের পোস্ট বেশী বেশী চাই। তাহলে আমরা সেই ভয়ংকর দিন গুলির আবহ কিছুটা হলেও অনুভব করতে পারবো।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
আমি শেষে রাজনীতি ভুলে যাবো।
২১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১
ফেরদৌসা রুহী বলেছেন: কি হয়েছিল এরপর তা জানার অপেক্ষায় রইলাম।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
ওকে
২২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
রানার ব্লগ বলেছেন: বাকি অংশের অপেক্ষায় আছি !!!!!
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
আমার পোস্টে বাকী অংশ বলতে কিছু কখনো ছিল না
২৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
মিজানুর রহমান মিরান বলেছেন: অপেক্ষায় থাকবো, শেষটুকুর জন্য ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
চাঁদগাজী বলেছেন:
আপনি যদি কস্ট করে শেষটুকু লিখে দেন, ভালো হতো
২৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
মিজানুর রহমান মিরান বলেছেন: শফি পরিবারটিকে ত্রিপুরায় পৌঁচানোর দায়িত্বকে সে মহান
কাজ হিসেবে নিয়েছে।
শফি কি তার দায়িত্ব পালন করতে পেরেছে?
এই শেষ টুকু জানতে জানতে চেয়েছি!
আপনার বাস্তব থেকে নেয়া ঘটনাটা অসম্পূর্ণ, সম্পূর্ণ টা জানার অপেক্ষায় আছি বলেছি।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
চাঁদগাজী বলেছেন:
পরের কয়েকটি লাইন টাইপ করেছি।
২৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
গোধুলী রঙ বলেছেন: চরম উতকণ্ঠা নিয়ে পড়লাম, শেষে এসে একই অনুভুতি আরেকটু বেড়ে গেল, অপেক্ষায় রইলাম পরের পর্বের।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
২য় অংশ যোগ করেছি।
২৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
আবু শাকিল বলেছেন: শুরুটা করেছিলাম ২ দিয়ে।
এখানে এসে পড়লাম
২৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গল্প হিসেবে চমৎকার !
সত্য ঘটনা হলে দুটো কথা আছে ।
নোয়াখালীর সাথে ভারতের সিমান্ত নাই । বৃহত্তর নোয়াখালী হলে , ফেনীর সাথে ভারতের বর্ডার আছে । তবে ফেনীর ফাজিলপুর
সীমান্তবর্তি গ্রাম নয় ।
লিখাটা ভালো হয়েছে , এতে সন্দেহ নাই ।
০১ লা মার্চ, ২০১৬ রাত ১:০৯
চাঁদগাজী বলেছেন:
স্যরি, এটা ছাগলনাইয়া; ঠিক করে দিয়েছি। শুভপুর ব্রীজের (পুরাতন) উত্তর পাড়; দক্ষইণ পাড়ে হাবিলদার বাসা।
৪৫ বছর ঔদিকে যাওয়া হয়নি, ভুলে গেছি সব।
২৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
মনিরা সুলতানা বলেছেন: ভালো লেখা ...।
০১ লা মার্চ, ২০১৬ ভোর ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
আপনার প্রো-পিক দেখার পর, আমি গল্প মনে রাখতে পারবো তো?
২৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ফুল অভ্ সাসপেন্স!!! আর কয়েক লাইন দিলেই তো শেষ হয়ে যেতো চাঁদগাজি ভাইয়া
০১ লা মার্চ, ২০১৬ ভোর ৫:২২
চাঁদগাজী বলেছেন:
আমার হাত চলে না
৩০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬
কাবিল বলেছেন: যাই দুইয়ে
০১ লা মার্চ, ২০১৬ ভোর ৫:২২
চাঁদগাজী বলেছেন:
ওকে
৩১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০
উল্টা দূরবীন বলেছেন: পরে জানতে চাই
০১ লা মার্চ, ২০১৬ ভোর ৫:২১
চাঁদগাজী বলেছেন:
২য় দফায় আরো কিছু লাইন যোগ করেছি
৩২| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:১৭
আরণ্যক রাখাল বলেছেন: এক পোস্টেই শেষ করে দিতেন!
০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৫৮
চাঁদগাজী বলেছেন:
আমি টাইপিং এ শ্লো
৩৩| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:২৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মাঝে মাঝে এ ধরনের ভিন্ন মাত্রার পোস্ট দেয়া দরকার।
আপনার কাছে আমাদের অনেক কিছু জানার আছে। আপনি মুক্তিযোদ্ধা।
আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত অবস্থা সম্পর্কে অনেক কিছু জানতে পারব।
ভাল থাকবেন প্রিয় চাঁদগাজী।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৪
চাঁদগাজী বলেছেন:
মুক্তিযুদ্ধকে তুলে ধরার মতো ক্ষমতা আমার নেই
৩৪| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:২৬
অপর্ণা মম্ময় বলেছেন: আপনার লেখা এ পোস্টটি " অন্যরকম" এবং " ভালো লাগার "।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৫
চাঁদগাজী বলেছেন:
সাহিত্যের মানুষজনের কাছে ভালো লাগা তো বিরাট ব্যাপার
৩৫| ০৩ রা মার্চ, ২০১৬ ভোর ৬:৫০
তার আর পর নেই… বলেছেন: পড়লাম। ভালো লাগলো। .
গিয়াস ভাইয়ের একটা কমেন্ট এর উত্তরে বলছি তখন তো বৃহত্তর নোয়াখালী ছিল। ফেনী ছিল না। তাই আপনার লেখাও ঠিক।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৬
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, তখন শুভপুরের ব্রীজের উত্তর থেকে কুমিল্লা অবধি ছিল নোয়াখালী, সঠিক।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২১
রাইসুল ইসলাম রাণা বলেছেন: কিছু কিছু মুহুর্তে অর্থ-সম্পদ ফালতু জিনিস। আরো আছে?