নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেষ আধা-মাইল (২)

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯



শফি অপেক্ষা করছে, প্রথমে কিছু শরণার্থী পার হোক; সে জানে আশেপাশের বাড়ীতে কয়েকটা গ্রুপ অপেক্ষা করছে। শফি তার ছোট কালো কাপড়ের থলির মাঝে হাত ঢুকিয়ে ছোট টর্চের আলোয় সময় দেখলো, শফি টর্চের কাঁচে কালো কাপড় লাগিয়ে, খুবই ছোট ছিদ্র করে আলো নিয়ন্ত্রণ করছে; রাত একটা'র থেকে সামান্য বেশী; থলির মাঝে সে একটা লুংগি বহন করে; লুংগির মাঝে দুইটি ক্যামি ঘড়ি ও এক ডজন উইংসাং কলম লুকানো আছে; সে এগুলো ত্রিপুরায় বিক্রি করবে। সবার দৃস্টি মাঠের উপর, কেহ পার হচ্ছে কিনা! পনের বিশ মিনিট পর, যামিনী হাত নেড়ে উত্তর দিকে সবার দৃস্টি আকর্যন করলো; তাদের থেকে এক'শ দেড়'শ গজ উত্তরে অন্ধকারে কিছু মুর্তি পুর্ব দিক থেকে দ্রুত হেঁটে গ্রামে প্রবেশ করছে; শফি ফিশফিশ করে বললো"
-স্যার, এগুলো মুক্তিযোদ্ধা হবে, দেশে প্রবেশ করছে।
-পাকী সৈন্য হওয়ার সম্ভাবনা আছে? সীতানাথবাবু প্রশ্ন করলেন।
-না, রাতে পাকীরা মাঠের মাঝ দিয়ে গ্রামের দিকে আসতে সাহস করবে না, স্যার। আমরা আরো ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে যাত্রা শুরু করবো।

যামিনীর বুকের মাঝে একটা উত্তেজনা অনুভব করলো, অবশেষে মুক্তির সময় এসেছে; সে মায়ের হাতটা নিজের হাতে তুলে নিল; মায়ের হাতটা সামান্য কাঁপছে। ঠিক ১৫ মিনিট পর, শফি উঠে দাঁড়ালো:
-স্যার, সময়!
কল্পনা মনে মনে বিধাতাকে স্মরণ করলো; সামনে শফি ও সীতানাথবাবু; তদের থেকে ৫ গজ পেছনে কল্পনা, একটু পেছনে উ্ত্তর পাশ দিয়ে হাঁটছে যামিনী; তারা দ্রুতপদে হাঁটছে। মাঠের মাঝ বরাবর একটি মজে-যাওয়া পুকুর ছিল, সেটার পাশ দিয়ে সামনে আসতেই অন্ধকারে ট্রাংকরোডের গাছপালাগুলো দৃস্টিসীমার মাঝে এলো। যামিনীর নিশ্বাস প্রশ্বাস একটু দ্রুত বইছে, সামনে সুক্ষ্ম দৃস্টি; তারা এখন ট্রাংকরোডের কাছাকাছি। হঠাৎ সামনে ট্রাংকরোডের উপর যেন এক মহর্তের জন্য বিজলীর আলোর মতো কি একটা আলো জ্বলে উঠলো; এবং কিছু বুঝার আগেই ভয়ংকর কি এক বিস্ফোরণে শব্দে পা অবশ হয়ে, সে মাটিতে পড়ে গেলো। সে মাটিতে পড়ে আছে, গত তিন মাসের পরিচিত ব্রাশ ফায়ারের শব্দে তার কান ফেটে যাওয়ার উপক্রম হলো; সে দুইহাতে কান চেপে ধরে পড়ে রলো; মনে, হলো এই ব্রাশের শেষ নেই; তার নিশ্বাস বন্ধ হয়ে আসছিল, সে মুখ দিয়ে নিশ্বাস নেয়ার চেস্টার করছে।

এক সময় ব্রাশ ফায়ারের আওয়াজ বন্ধ হলো, যামিনী উঠে বসার চেস্টা করলো; তার হাত-পা কাঁপছে, শরীরে একফোঁটা শক্তিও নেই; সে নিজের শরীরে হাত বুলায়ে অনুভব করার চেস্টা করলো; সে শোয়ার মাঝে যেন মায়ের গলা শুনতে পেলো; মা তাকে যেন অস্ফুট গলায় ডাকছে, "যামিনী, যামিনী, মা তুই কোথায়?" যামিনী সমস্ত শক্তি যোগাড় করে উঠে বসলো; তার থেকে ৮/১০ হাত দুরে মা অসাড় হয়ে পড়ে আছে; সে হামাগুড়ি দিয়ে মায়ের কাছে আসলো। মায়ের নড়াচড়া নেই; সে নাকে হাত রেখে অনুভব করলো, মা নিশ্বাস নিচ্ছে; সে মায়ের শরীরে হাত দিয়ে অনুভব করছে, মা আহত কিনা; ডানপায়ের হাঁটুর নীচ দিয়ে গরম রক্তের ধারা লাগলো হাতে; পাটা যেন দু'ভাগ হয়ে গেছে। মায়ের ব্যাগটা পাশে পড়েছিল; তাড়াতাড়ি একটা শাড়ী বের করে ছিঁড়ে, বড় একটা টুকরা নিয়ে হাঁটুর উপর শক্ত করে বাঁধলো; রক্তক্ষয় বন্ধ হবে। তারপর সারা শরীর আবার পরীক্ষা করলো, না আর কোথায়ও গুলি লাগেনি।

সে দৌঁড়ে সামনে গেলো, শফিক পড়ে আছে; বসে ঝুকে তাকে দেখছে; তার মাথার বিরাট অংশ নেই; সে বুঝলো শফি আর নেই; তবুও হাতটা হাতে নিয়ে নাড়ী অনুভব করার চেস্টা করলো; ওর নিজের হাত এত কাঁপছিলো যে, সে কিছুই অনুভব করতে পারছিলো না। ৩/৪ হাতে দুরত্বে তার বাবা পড়ে আছে; সে নিচু গলায় ডাকলো, "বাবা, বাবা"। কোন সাড়া নেই; বাবা উপুড় হয়ে পড়ে আছে; সমস্ত শক্তি দিয়ে বাবাকে ঘুরায়ে পিঠের উপর শোয়ালো; বাবার মুখ ও মাথায় সামের অংশ নেই; সে বুঝলো, বাবা নেই; তবুও বাবার বুকে কান রেখে শোনার চেস্টা করলো; কোন আওয়াজ নেই। দুই চোখ ঝাপসা, সে যেন কিছুই দেখ্তে পারছে না। হঠাৎ পুর্বদিক থেকে কয়েকটা টর্চের আলো এদিকে এসে পড়লো; সে দ্রুত বাবার কোমর থেকে টাকা ও স্বর্ণের বেল্টটা খুলে নিয়ে মায়ের কাছে গেলো; উনার টাকার পুটলীটা খুলে পাশে রেখে দিলো। মায়ের বাঁধা পা'টাকে মায়ের গায়ের শাড়ী দিয়ে ঢেকে দিয়ে, মাকে উপুর করে দিলো; তারপর মজা-পুকুরের দিকে দৌড়াতে লাগলো।

*** ছবিটি ব্লগার "হাসান কালবৈশাখী"র সৌজন্যে...

আমি টাইপিং এ শ্লো, ছোট আকারে লেখাতে বিরক্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।



মন্তব্য ৬১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

কল্লোল পথিক বলেছেন: তারপরের অপেক্ষায় থাকলাম।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



শুন্যস্হান পুর্ন করেন

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

জুন বলেছেন: দুটি পর্ব পড়ে বুঝলাম আপনি ঘটনায় সাস্পেন্স বজায় রাখতে পারদর্শী।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:



সাসপেন্স মাসপেন্স বুঝতে পারলে, অনেক আগেই মানুষ হয়ে যেতাম

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

গেম চেঞ্জার বলেছেন: চমৎকার লেখনী। পুরো ব্যাপারটা দৃশ্যকল্পে দেখছিলাম। (+)

(অঃটঃ এত কম দিলে তো চলবে না। অন্যথায় পুরো লেখা শেষ হবার পরেই পড়তে হবে।)

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


টাইপিং এ শ্লো।

৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

জুন বলেছেন: হিন্দি সিরিয়ালের মত

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:



ঐ জিনিষটি জীবনে দেখা হয়নি

৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

জনৈক অচম ভুত বলেছেন: ভাল লিখেছেন। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:



চেস্টা চলবে

৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

আবু শাকিল বলেছেন: যাস্ট লেখাটা পড়লাম।আগের পূর্ব টাও পড়ব।
আপনার লেখা খুব পরিপক্ষ।আপনার সম্পর্কে আমার ধারনা দিন দিন পাল্টে যাচ্ছে।
আরো লিখতে থাকুন।আপনার কাছ থেকে আমাদের অনেক জানার আছে।
ধন্যবাদ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:



মানুষ ভিক্ষককেও দরবেশ মনে করে ভুলে।

৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮

রাইসুল ইসলাম রাণা বলেছেন: চমৎকার বয়ান। অপেক্ষায় থাকলাম....

০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:



আসলেই?

৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১০

মুসাফির নামা বলেছেন: লাইনে এসেছেন। শুভকামনা রইল।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:


আপনি ঠেলে লাইনচ্যুত করবেন আমাকে কোন এক সময়ে, সেটা আমি জানি।

৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৬

মুসাফির নামা বলেছেন: অধমকে মাপ করবেন।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:



আমি উৎসাহ পাচ্ছি

১০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

কাবিল বলেছেন: ছোট আকারে লেখাতেই আমি খুশি।
আপনার গল্পের পিছে পিছে আমিও দৌড়াতে থাকলাম।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:


গতিতে জীবন

১১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর আর সাবলীল -------- তারাতারি আরেক পর্ব আশা করছি

০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:


শেষ হয়নি?

১২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

সোজোন বাদিয়া বলেছেন: অপেক্ষায় থাকলাম।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


ওকে, ওকে

১৩| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:১৮

মিজানুর রহমান মিরান বলেছেন: গল্পে আটকে আছি!

০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:


মুক্ত করা হবে

১৪| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:১৯

আরণ্যক রাখাল বলেছেন: আপনার লেখা প্রথম গল্প পড়লাম!

০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:



রাজনীতি পড়ে পড়ে নাকি অনেকের কান দিয়ে ধুঁয়া বের হচ্ছে!

১৫| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:২৪

অলওয়েজ ড্রিম বলেছেন: আপনি মুক্তিযুদ্ধের গল্প আরো লেখেন।

০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


লিখবো যথাসম্ভব। আমি আসল ঘটনাকে কেন্দ্র করে লিখতে চাই।

১৬| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৯:২১

অলওয়েজ ড্রিম বলেছেন: লিখবো যথাসম্ভব। আমি আসল ঘটনাকে কেন্দ্র করে লিখতে চাই।

সেটাই ভাল। ইতিহাসের কাছাকাছি থাকা যাবে।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:



সঠিক

১৭| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:৩৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
লিখুন ইতিহাসের সত্য ঘটনা।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


শরণার্থীরা নিজে লিখলে ইতিহাস হয়ে আছে।

১৮| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: তীব্র সাসপেন্সময় অবস্থা। যামিনীর জন্য তো ভয়াবহ ব্যাপার।
অপেক্ষায় রইলাম জানার জন্য কী হলো শেষে।

১৯| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব অপেক্ষা করছি।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:



চেস্টা করছি,একটু দৌঁড়াদৌড়িতে আছি।

২০| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৩০

দরবেশমুসাফির বলেছেন: আপনি কি নোয়াখালী জেলায় যুদ্ধ করেছেন?? আমার বাবাও ওখানে যুদ্ধ করেছেন। ঠিক কোথায় ছিলেন আপনি?

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:



আমি মুলত: নোয়াখালীর রেজুমিয়া ও চাঁদগাজীতে ছিলাম; এরপর, আমি ভারতীয় আর্টিলারীতে ছিলাম।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:



আপনার বাবার জন্য সালাম ও অনেক শুভেচ্ছা; একই সাথে আপনাদের পরিবারের সবার জন্য শুভেচ্ছা।

২১| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
চমৎকার হইছে, লেখনী চালাইয়া যান।
লম্বা কইরা লেখেন। দরকার হলে ২ দিন দেরি হউক।

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


ওকে, শেষ আমার রাজনৈতিক পোস্টের কি হবে?
মানুষের পক্ষে বলবো কখন?

২২| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:২১

তাওহিদ হিমু বলেছেন: দারুন। আশা করি, পরের কিস্তি দ্রুত পড়তে পাব।

২৩| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৭

হামিদ আহসান বলেছেন: ছোট কিন্তু সুন্দর ......

০২ রা মার্চ, ২০১৬ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


চেস্টা করছি

২৪| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

অভ্রনীল হৃদয় বলেছেন: ভালো লেগেছে। তবে আরও বড় করে দিলে পড়ে বেশ তৃপ্তি পেতাম।

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:




একত্রে বেশী করে লেখার চেস্টা করবো; উৎসাহিত আমি

২৫| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

প্রামানিক বলেছেন: মায়ের বাঁধা পা'টাকে মেয়ের গায়ের শাড়ী দিয়ে ঢেকে দিয়ে, মাকে উপুর করে দিলো; তারপর মজা-পুকুরের দিকে দৌড়াতে লাগলো।

তারপর কি হলো জানতে ইচ্ছে করছে- - -- -

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


ভালো হলো, একটা ভুল চোখে পড়লো আমার।
টাইপো ---> "মেয়ের"
ঃবে, "মায়ের"

২৬| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:১৭

গোধুলী রঙ বলেছেন: আংশিক সাসপেন্স রেখেই শেষ করলেন নাকি আরো একটা পর্ব আছে। দারুন লেখনি আপনার, এইভাবে অল্প অল্প করেই লিখতে থাকুন আশা করি কোন এক বইমেলায় আপনার লেখা বই পাবো।

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:





বই মেলার আগে, আপনাকে বই পাঠানো হবে; আপনার পরীক্ষা নেয়া হবে।

২৭| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:




*************** সময়ের অভাবে অনেকের কমেন্টের জবাব ঠিক সময়ে দেয়া হচ্ছে না; তাই পাঠকদের প্রতি কৃতজ্ঞা জানাচ্ছি। ************

২৮| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৫৪

অন্তু নীল বলেছেন: অসাধারণ।

চোখের চাইতে মগজটা বেশি দৌড়াচ্ছিল।

০২ রা মার্চ, ২০১৬ রাত ৩:১৪

চাঁদগাজী বলেছেন:



আমার পোস্টে ব্রেইনের এ্যক্সারসাইজ? আমাকে পায় কে আর?

২৯| ০২ রা মার্চ, ২০১৬ ভোর ৪:৩০

ফেরদৌসা রুহী বলেছেন: ৯ মাসে আপনার নিজের চোখে দেখা ঘটনাবলীর কোন একটা অংশ হবে এটা নিশ্চয়।

আপনার কাছ থেকে এমন লেখায় আশা করি আরো বেশি বেশি।

পরের অংশ জানার অপেক্ষায় রইলাম।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


সীমান্ত পার হতে প্রাণ হারায়েছেন, এমন পরিবারের সদস্যদের সাহায্য করে ভারতে নিতে হয়েছে ২ বার।

৩০| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৪৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: পরের পর্বটার দিকে ছুটলাম......

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:১০

চাঁদগাজী বলেছেন:



আমি আসলে লেখক নই

৩১| ০৩ রা মার্চ, ২০১৬ ভোর ৬:৫৩

তার আর পর নেই… বলেছেন: এরকম কিছু হতে পারে তাই ভেবেছিলাম।

৩২| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: পড়ছি আর ভাবছি ।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:



ভাবনা থেকেই সবকিছুর জন্ম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.