![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
চাকরাণী প্রথার বিলোপ ঘটায়ে, তাদের পুণর্বাসন, দরিদ্র মেয়েদের পড়ানো; দেশে যারা দেহ ব্যবসায়ে আছে, তাদের পুণর্বাসন, ও বিদেশে দেহ ব্যবসায়ে নিয়োজিত ৩ লাখ মেয়েকে ফিরিয়ে এনে পুণর্বাসন করার মতো পজিশনে আছেন জাতি? আপনার কি মনে হয়?
আমাদের ৪৫ বছরের পরিচিত সরকারের ভেতর, যেসব পরিচিত মুখ ছিলেন ও আছেন, তারা এত বড় কাজ করার মত বড় মাথার ছিলেন না, ও বর্তমানে নেই; সরকারের বাইরে যারা আছেন, তাদের কি অবস্হা?
আমাদের যেসব নারীরা ভালো আছেন, তাদের জন্য শুভ কামনা রলো; যেসব নারীরা শিক্ষিত হয়েছেন; যারা ইউনিভার্সিটিতে পড়ছেন, যারা ভালো চাকুরী করছেন, ব্যবসা করছেন, তারা চাকরাণী ব্যতিত জীবন যাপনে অভ্যস্ত হোন, ও যেসব হতভাগী দেহ প্রদানে বাধ্য হচ্ছে, তাদেরকে রক্ষা করার কথা ভাবুন।
এটাই নারী দিবসের ভাবনা আমার।
০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৮
চাঁদগাজী বলেছেন:
আমরা গাছের মত বড় হচ্ছি, ভাবনাকে কাজে লাগাচ্ছি না।
২| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৫
বিজন রয় বলেছেন: সম্ভব না।
০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৭
চাঁদগাজী বলেছেন:
এক সেকেন্ড ভাবলে হবে না; অনেক অংক কষতে হবে!
৩| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫২
বিজন রয় বলেছেন: এসব অংক অনেক বছর ধরে কষে আসছি। তাই উত্তর দিতে এক সেকেন্ডের বেশি লাগে না।
০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৬
চাঁদগাজী বলেছেন:
সবই সম্ভব; আমাদের সবার জন্য সম্পদ আছে দেশে; সেটাকে সবার জন্য ব্যবহার করতে হবে।
৪| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৩
বিজন রয় বলেছেন: আপনি প্রামাণিক ভাইয়ের উত্তরে নিজেই বলেছেন...........মরা গাছের মত বড় হচ্ছি, ভাবনাকে কাজে লাগাচ্ছি না।
বলুন ভাবনাকে কাজে লাগাতে দেয়া হচ্ছে না।
০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৮
চাঁদগাজী বলেছেন:
ভাবনা দিয়ে জয়ী হতে হবে; ঘর পরিস্কার করতে হবে।
৫| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪২
নতুন বলেছেন: ভাই সমাজে এখনো কোটি মানুষ আছে যারা চিন্তা করে যে পতিতা দরকার।
তারা মনে করে সবাই যদি শিক্ষিত হয়ে যায় তবে ঘরের চাকরানী হবে কে? জুতা পালিশ করবে কে?
আগে সমাজের সবার চিন্তাধারা পাল্টাতে হবে তবেই সমাজে পরিবত`ন আসবে।
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৪
চাঁদগাজী বলেছেন:
দুস্টদের ভাবনার পরিবর্তন হয়ে, নতুন দুস্ট ভাবনা আসে।
যাদের ভাবনা শক্তিই কম, তাদের আর কিইবা পরিবর্তন হবে?
ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাশে যাবার আগে, যেই ২০ বচরের যুবতীকে ১০ বছরের মেয়ে খাবার এগিয়ে দেয়, উহার ভাবনা শক্তিই নেই।
৬| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১:১৩
সচেতনহ্যাপী বলেছেন: ভুলে গেছি শ্রেনী,বৈষম্য আরও কত কি........প্রতিশ্রুতির কথা।। লাভের মধ্যে ফাষ্টফুডের রমরমা আর মুদ্রার তারল্য।।
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১:২৩
চাঁদগাজী বলেছেন:
শ্রেণী বৈষম্য কথাটা শুধুমাত্র লেনিনের মুখে সঠিক ছিল; কারণ, উনার ভাবনা ও কাজ সঠিক ছিল।
শিক্ষা, চাকুরী, বাসস্হান ও চিকিৎসা, বিনা শ্রেণীতে সমানভাবে প্রয়োজ্য।
৭| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৩:০৮
ফেরদৌসা রুহী বলেছেন: আপনার নারী দিবসের ভাবনা চমৎকার
কিন্তু বাস্তবায়ন করার লোক নাই।
আজ যারা শুধু মাত্র লেখার জন্যই লিখছে, দেখা যাবে তাদের মধ্যেও অনেকে নারীই নির্যাতনের স্বীকার।
যেসব পুরুষ আজ নারী দিবসে বক্তৃতা দিয়েছে, দেখা যাবে তাদের অনেকেই ঘরে বউ পেটায়।
০৯ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
মাথা নেই, তাই কার্যকর করছে না; গরুর মতো জীবন যাপান করতে চায়।
১০% শিক্ষিত বাংগালী হয়তো স্ত্রীকে সন্মান করেন; আমাদের মেয়েরা ভয়ংকরভাবে অসহায়,
৮| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩৩
কালনী নদী বলেছেন: আসল ব্যাপারগুলো আস্তে আস্তে উঠে আসতেছে।
০৯ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
৪৫ বছরে প্রায় ২ কোটী মেয়ে জীবন দেখেনি।
৯| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৭:২০
কালনী নদী বলেছেন: ৪৫ বছরে প্রায় ২ কোটী মেয়ে জীবন দেখেনি। ঠিক বোঝতে পারি নি ভাইয়া, একটু বোঝিয়ে বললে ভালো হত।
সমাযের এই অংশটা (বারবনিতা) কে নিয়ে সবাই উদাসিন! এমনকি অনেক নারীও আছেন তাদেরকে ঘৃণা করেন।
আমাদের এই সমাযটা ভোগে বিশ্বাসী ত্যাগে নয়, চিন্তা করে দেখেন পুলিশও এসব বোনদের কাছ থেকে সপ্তাহ নেয়।
এদের দুঃখ বোঝাত দূরের ব্যাপার কারণটাই নির্নয় করতে গেলে খটকা লাগবে। সমাযের মানুষ খুব ভাল করে ছিঃ ছিঃ ছিটাবে।
আমার মনে হয় আমাদের সবাইকে এক হয়ে প্রয়োজনে মাসিক টাকার একটা অংশ বরাদ্ধ করে এসব নিঃস্ব বোন ও পথশিশু একজনের পাশে হলেও দাড়াতে। গরীবের উপর দোষ দেওয়া আর যুদ্ধে যাওয়া সৈনিককে গালি দেওয়া সমান কথা।
অবশ্যই একজন বারবনিতা ভালো পুরুষকে বিয়ে তা করতে পারবে এবং তা সামাজিকভাবে! তাকে সে সুযোগ করে দিতে হবে।
আর সেজন্য আমাদেরকেও লিখতে হবে, মুখোশদারি এই ভদ্র সমাযের আসল চেহারা উন্মোচন করতে সত্যের প্রকাশ অন্যতম।(আমার মতে ভাইয়া)
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৫
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হয়, আপনি এই ২টি সমস্যা বুঝতে পারছেন; এগুলো নিয়ে কথা বলেন।
১০| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১১
এ কে এম রেজাউল করিম বলেছেন:
আমাদের যেসব নারীরা ভালো আছেন, তাদের জন্য শুভ কামনা রলো; যেসব নারীরা শিক্ষিত হয়েছেন; যারা ইউনিভার্সিটিতে পড়ছেন, যারা ভালো চাকুরী করছেন, ব্যবসা করছেন, তারা চাকরাণী ব্যতিত জীবন যাপনে অভ্যস্ত হোন, ও যেসব হতভাগী দেহ প্রদানে বাধ্য হচ্ছে, তাদেরকে রক্ষা করার কথা ভাবুন।
সহমত!!!!
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৬
চাঁদগাজী বলেছেন:
আমাদের একাংশকে পেছনে ফেলে, তাদের সবকিছু নিজেরা দখল করে চলেছি, এটা অপরাধ।
১১| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার চিন্তা!!
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৪
চাঁদগাজী বলেছেন:
আমাদের নতুন জেনারেশন যদি এই ২টি সমস্যার সমাধান না খুঁজে, আমরা হয়তো নিজেদের বদলাতে পারবো না, এভাবে একটা অসুখী সমাজ হয়ে থেকে যাবো।
১২| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৯
অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই।
আপনার পোস্ট আর কিছু না পারুক আমাদের কারও কারও মাঝে অন্তত চিন্তার বীজ বপন করুক।
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৭
চাঁদগাজী বলেছেন:
নতুন জেনারেশনকে আমার থেকে বেশী বুঝতে হবে, না হয় আমরা আগের যায়গায় থেকে যচ্ছি
১৩| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৭
মিজানুর রহমান মিরান বলেছেন: আমাদের কোনো সরকারই এদের জন্য ভালো কিছু করতে পারবে বলে মনে হয় না। দরকার, আমাদের মত সাধারণ মানুষরা যাতে একটু সচেতন হই। আমরাই পারবো নিজ নিজ অবস্থান থেকে একটু সচেতনতা, সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে, এসব রোধ করা।
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৮
চাঁদগাজী বলেছেন:
সাধারণ মানুষকে করতে হবে, সরকারে কোন চিন্তাশীল লোক আছে কিনা, আমি জানি না।
১৪| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫২
কাবিল বলেছেন: সরকারের পক্ষ থেকে উদ্দেগ না নিলে সাধারণ মানুষের পক্ষে অনেকটাই কঠিন। সকার পথ তৈরি করে দেবে তারপর সাধারণ মানুষ সেই ভা বে চলবে।
আপনার সুচিন্তাশীল সবার মাঝেই ছড়িয়ে যাক।
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৩
চাঁদগাজী বলেছেন:
আমাদের সরকার রাজার মতো, যেটা উনাদের ভাবনায় আসে, সেটা নিয়ে মেতে থাকে; আমাদর ভাবনাকে কার্যকরী করার জন্য সরকার।
যাক, কিভাবে সম্ভব তা সবাই মিলে ঠিক করতে হবে; এভাবে লাখ লাখ মেয়েকে চাকরাণী বানানো, পতিতা বানানোর জন্য পুরো জাতি অপরাধী।
১৫| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
জুন বলেছেন: চাকর চাকরানী বাক্যটি খুবই শ্রুতি কটু চাঁদগাজী। আর কি লিখেছেন পড়ি নি।
০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
চাঁদগাজী বলেছেন:
আমাদের ভাষা কিছুটা দরিদ্র
১৬| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৬
আমিই মিসির আলী বলেছেন: ভাবনাটা অনেক সুন্দর।
ভালো লাগলো।
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৯
চাঁদগাজী বলেছেন:
আমার ভাবনা সুন্দর, প্রয়োগের ভার আপনাদের উপর।
১৭| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৪
তার আর পর নেই… বলেছেন: দুটো কথার জন্যই একটা কাজ, মহিলাদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করা। যেটা এখন পোশাক শিল্প গুলোর মাধ্যমে হচ্ছে।
পতিতা শ্রেণীর জন্য এটি সহজ নয়, এরা ফিরে আসলেও ভদ্র সমাজ তাদের আবার ফিরিয়ে নিবে সেখানে।
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪১
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে ভদ্র বলে কেহ থাকলে, লাখ লাখ মেয়ে পতিতা হবার কথা নয়।
১৮| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বড়ই চিন্তাযুক্ত হইলাম।
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৮
চাঁদগাজী বলেছেন:
আমি সেটাই চাচ্ছি
১৯| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০০
গেম চেঞ্জার বলেছেন: এই দুটি পেশার মানুষদের সামাজিক অবস্থান ভিন্ন। তাদের জন্য পুনর্বাসন না করে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে।
৩১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩১
চাঁদগাজী বলেছেন:
ঠিক আছে, নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্হা করা গেলে, ওরা জীবনের স্বাদ পাবে।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৪
প্রামানিক বলেছেন: চমৎকার ভাবনা। ধন্যবাদ