নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে কি পরিমাণ বিদেশী কাজ করে, কি পরিমাণ প্র্যাজুয়েট বেকার?

১০ ই মার্চ, ২০১৬ রাত ১:০৮



বাংলাদেশে যেখানে সেখানে বিদেশীরা কাজ করছে দেখছি, এরা কিসে এত দক্ষ যে, আমাদের নিজের লোকদের চাকুরী না দিয়ে এদের আসতে দেয়া হচ্ছে? মালটি-ন্যাশনাল কোম্পানীগুলো কি পরিমাণ বিদেশীকে আমাদের দেশে আনার পারমিশন পায়? নাকি ওদের ইচ্ছা মতো লোক নিয়ে আসে, দেখার কেহ নেই?

আমাদের কি পরিমান গ্র্যাজুয়েট (দুই বছর/ চার বছরের ব্যাচেলর ও মাস্টার্স) বেকার? এদিকে প্রায় ছাত্রই আজকাল পার্ট-টাইম চাকুরী করছে বলে, এবং ভালোই আয় করছে বলে থাকে; ছাত্ররা যদি পার্ট-টাইম চাকুরী পায়, গ্রাজুয়েটেরা পাচ্ছেনা কেন? আজকাল, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া ছাড়া, পশ্চিমের বেশীর ভাগ লোকই ২/৪ বছরের বেশী একই চাকুরীতে থাকতে পারছে না; অনেকটা পার্ট-টাইম চাকুরীর মতো অবস্হা।

কোন কোন সেক্টরে, গ্রাজুয়েটেরা নিজদের জন্য 'সেলফ-এ্যামপ্লয়মেন্ট' সৃস্টি করতে পারবে বলে মনে করেন? কোন ধরণের ট্রেনিং দিলে, গ্র্যাজুয়েটরা বিদেশে চাকুরী পেতে পারে?

উপরের প্রশ্ন গুলোর কোন উত্তর জানা থাকলে, একটু ফিডব্যাক করুন।

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩০

বিজন রয় বলেছেন: একটু ফিডব্যাক করুন।

কবিতা লিখুন ফিডব্যাক দিব।

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমি বাংগালীদের মাঝে একজন বড় আকারের কবিতা-পাঠক; এবং প্রমাণ করতে পারবো।

২| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৬

নতুন বাঙ্গাল বলেছেন: পত্রিকার রিপোর্ট অনুযায়ী প্রায় ৪ লাখ বিদেশী বাংলাদেশে বিভিন্ন সেক্টরে কাজ করছে, যাদের অধিকাংশেরই বৈধ 'ওয়ার্ক পারমিট' নাই, তারা কোন ট্যাক্স দেয়না। গার্মেন্টস সেক্টরে বিশেষ করে বায়িং হাউজ গুলেতে ভারতীয়রা চুটিয়ে চাকরী/ব্যাবসা করছে। পাকিরাও এদেশে খুচরা ব্যাবসা থেকে তৈরী পোষাক, তৈজসপত্রের পাইকারী ব্যাবসার সাথে জড়িত। আর ইদানিং আফ্রিকানরা আসতেছে প্রচুর বাট এরা নকল ডলার, মাদক, প্রতারনা ও এমনকি চুরি ছিনতাইয়ের সাথে জড়িত।
ছাত্র, শিক্ষিত বেকাররা এখন ফ্রিল্যান্সিং এর দিকে ঝুকছে। তাছাড়া অনেকেই ফুটপাতে সন্ধ্যা বেলায় গার্মেন্টস এর লটের কাপড় ব্যাবসা, কিংবা টুকি টাকি গ্রুপ ইন্ভেস্টমেনট এ কিছু পয়সা কামাইয়ের চেস্টা করে। এছাড়া তরুন কর্মজীবি, শিক্ষিত বেকারদের একটা অংশ পরিবার সহ পশ্চিমে ইমিগ্রান্ট হওয়ার চেস্টা করছে (আমিও ভাবছি সেটাই করবো, ভাল লাগেনা পদে পদে এত অনিয়ম, হয়রানি)।

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


বুঝলাম।
সংখ্যার দিক থেকে কি পরিমাণ গ্র্যাজুয়ট এর চাকুরী নেই?

৩| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১১

মিজানুর রহমান মিরান বলেছেন: কঠিন প্রশ্ন!

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


চেস্টা করেন, একটা উত্তর খোঁজার।

৪| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৪

নাজমুস সাকিব রহমান বলেছেন: হুজুগে বলে একটা কথা আছে। এ ব্যাপারটা আমার রক্তে ঢুকে গেছে বলেই, আমরা আমাদের দেশে জব পাইনা।

১১ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:


মানুষের চাহিদা ও দক্ষতানুযায়ী চাকুরী কি সবার জন্য আছে?

৫| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৯

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: How exactly a post like this gets selected in the "Nirbachito" section ? Seriously Modu, woke up! At least a post needs to be a real post, not a 2 liner

১১ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:


আমি জানতাম না যে, ইহা নির্বাচিত পোস্টে আছে।

তবে, আমার ধারনা, এখানে জাতির একটি মহা প্রয়োজনীয় বিষয়ের দিকে ইংগিত করা হয়েছে।

৬| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৩:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: কোন ফিডব্যাক দিতে পারবো না।। শুধু এটুকুই বলতে পারি,আর কছুর মত এটাও চুক্তিতে দিতে বাধ্য হচ্ছি।। পুজি খাটাবো তমার ঘরে,লাভ আসবে আমার ঘরে।।

৭| ১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৫

নতুন বাঙ্গাল বলেছেন: উত্তর -১ : সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে দেশে শিক্ষিত বেকারের সংখা বর্তমানে ২৬ লাখ এবং মোট গ্রাডুয়েটদের ৪৭ % বেকার।

উত্তর -২ : এদেশে সেল্ফ ইম্পলোয়মেন্টের সুযোগ নেই বললেই চলে। কারন সল্প পুজির যে ব্যাবসা আছে, তা ৪/৫ বছর প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার পর বাবা মা বা ঐ গ্রাডুয়েট কেউই আগ্রহী নয়। আর মাঝারি পুজি তাদের নাই, এছাড়া ব্যাবসা বা কিছু করে খাওয়ার পরিবেশ ও সিমীত।

উত্তর -৩ : ট্রেনিং ফেনিং লাগবে না, খালি ভিসা দেন লোকের অভাব নাই। শ্রমিক শ্রেনীর জন্য ট্রনিং সেন্টারের অভাব নাই। শিক্ষিত শ্রেনীও যে যার মত করে বিভিন্ন কোর্স করে দক্ষতা বাড়িয়ে মাইগ্রশেনের চেস্টায় আছে।ঘটনা হল আমেরিকা দেখা দেখি এখন অস্ট্রেলিয়া কড়াকড়ি করছে, ইউরোপ নিজেই বিপদে আছে। সো আপনি পাঠাবেন কোথায় , অন্য দেশগুলির অবস্থা যা তাড় চেয়ে বাংলাদেশ এ ভাল থাকা যায়।

৮| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৭

তৌফিক মাসুদ বলেছেন: কোনই নিয়ম নীতি নেই। আমাদের এলাকায় ভারতীয় সিমেন্ট ফ্যাক্টরি Ultratec আছে। সেখানে শ্রমিক ছাড়া কোন বাংলাদেশী নেই। এমন অনেক উধাহরন পাওয়া যাবে। কত বিদেশি আমাদের চাইতে দশ গুন বেতনে চাকুরী করছে এর পরিসংখ্যান আমাদের নেই। এখানে দেশী প্রতিষ্ঠান গুলোর সচেতনতার প্রয়োজন।

৯| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০১

সোহানী বলেছেন: কয়েক বছর আগে অফিসে সফ্ট্ওয়ার কিনবো বলে টেন্ডার দিয়েছিলাম। ১৪ টা কোম্পানী কোটশোন দিয়েছিল বাট একজন ও দেশী ছিল না সব ভারতীয়। আর বায়িং হাউজ সহ অন্যান্য মাল্টি ন্যাশানালেতো লাখে লাখে.... পিয়ন/লেবার ছাড়া সব ভারতীয়। কি করবো খোদ সরকারেরই মাথা ব্যাথা নেই যেখানে সেখানে আমরা চুনোপুটিরা চিল্লায়ে কি করুম!!!!!!!!!!!!

১০| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০৭

কলাবাগান১ বলেছেন: বাংলাদেশী কোম্পানীকে কেউ মানা করেছিল কোটেশান জমা না দিতে??? @সোহানী

১১| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৩

কামের কথা কন!! বলেছেন: @চাঁদগাজী ভাই নিঃসন্দেহে এটা খুবেই ভাল উদ্দ্যগ হবে, একটা উদাহরণ দিতে পারি, ফিলিপাইন স্কিল আয়া ট্রেইন করে কানাডা তে পাটায়। একটু খোঁজ নিলেই বিস্তারিত জানতে পারবেন।
ম্যানপাওয়ার আমাদের এসেট না হয়ে বোঝা হয়েছে।

এটা শুধু ৩ডি জব গুলোর জন্য বলছি, কিছুই না যে সব দেশে ((লেভেল ১) কাজের লোক নাই, সেই সব দেশে গিয়ে আগে কথা বলতে হবে কি কি রেজুলেশন মেইন্টেইন করলে ওরা আমাদের কাছে লোক নিবে। এর পর ওদের রেজুলেশন অনুযায়ী ঐ গ্রেড এর ম্যানপাওয়ার গুলো ট্রেইন আপ করে, কন্ট্রাক্ট সাইন করে লোকবল এক্সপোর্ট করা।
তবে রেজুলেশন, কন্ট্রাক্ট, ম্যান পাওয়ার ট্রেইন এগুলো আরও বিস্তারিত ভাবে প্লানিং করতে হবে। আমি শুধু একটু আইডিয়া দিলাম।

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৭

চাঁদগাজী বলেছেন:


দরকারী তথ্য দিয়েছেন আপনি; এ ব্যাপারে কিছু লিখুন।

১২| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৯

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: আপনার জন্য Click This Link

১৩| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২০

নতুন বাঙ্গাল বলেছেন: কি হারায়ে গেলেন নাকি ? খবর নাই এক সপ্তাহ ধরে।

১৪| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০০

আমিই মিসির আলী বলেছেন: জানা নাই!
কোন উত্তর জানা নাই।

১৫| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪১

বিজন রয় বলেছেন: আপনি কোথায় চাঁদগাজী ভাই??

কদিন ধরে ব্লগে দেখছি না!! নতুন পোস্ট নিয়ে হাজির হোন।

১৬| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: কোথায়?? ভাল আছেন তো??

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২০

চাঁদগাজী বলেছেন:


অসুস্হ ছিলাম; এখন ভালো।
আপনি কেমন আছেন?

১৭| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৭:০৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Where are you?!

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


অসুস্হ ছিলাম।
আপনি কেমন আছেন? পড়ালেখার খবর কি?

১৮| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৩:৫৬

সায়েল বলেছেন: ১১ মার্চ থেকেই নিঁখুজ। কি? কোন সমস্যা?

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২১

চাঁদগাজী বলেছেন:



খোঁজ রাখার জন্য ধন্যবাদ; অসুস্হ ছিলাম, এখন ভালো; আশাকরি, আপনি ভালো আছেন।

১৯| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: চিন্তায় ছিলাম মারা গেলেন নাকি!

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৪

চাঁদগাজী বলেছেন:


ভালো আছি, খোঁজ খবর রাখার জন্য ধন্যবাদ।

২০| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৩

সায়েল বলেছেন: হুঁ, আমি ভাল আছি।

২১| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৫

রানার ব্লগ বলেছেন: নির্মম সত্য শুনুন , কোন কোম্পানির সাথে বিদেশি যুক্ত না থাকলে তার জন্য ব্যাংক লোণ পাওায়া দুষ্কর হয়ে যায়।

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে দেশে সবই অন্যায়ের উপর ভিত্তি করে চলাছে।

২২| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেকদিন আপনাকে দেখি নি। আশা করি সুস্থ হয়েছেন।

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৬

চাঁদগাজী বলেছেন:


অনেক ধন্যবাদ, খেয়াল রাখার জনয়; কিছু সময় অসুস্হ ছিলাম, এখন ভালো।

২৩| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫

বিজন রয় বলেছেন: আগেই খোঁজ নিয়েছিলাম।

আজ আপনাকে ব্লগে দেখছি।

ভাল থাকুন।

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫০

চাঁদগাজী বলেছেন:


আপনার মন্তব্য ছোখে পড়েছিল; খোঁজ রাকাহর জন্য ধন্যবাদ।

২৪| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: আমিও এই ভয়টাই করছিলাম।। আজ মন্তব্য দেখে বুঝলাম ফিরে এসেছেন।। ভাল এবং সুস্থ থাকুন এই কামনায়।।

০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


ভালো আছি; আপনিও ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.