নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

তেলের দাম কম, বাংলাদেশের গরীব মানুষদের মাথার উপর কালো মেঘ

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৫



ইরাকে সরকারী চাকুরেরদের বার্ষিক বেতন ভাতা ৯০ বিলিয়ন ডলারের উপর, কিন্তু তেলের থেকে আয় ৯০ বিলিয়ন ডলারের নীচে; এত যুদ্ধ ও ভয়ংকর অবস্হার মাঝেও ইরাকে বাংগালীরা কাজ করে দেশে পরিবারের জন্য টাকা পাঠাতে চেস্টা করছে; এসব বাংগালীরা নিজের বাড়ী ভিটা বেচে, স্ত্রীর বাবাকে চাপ দিয়ে, বা কড়া সুদে টাকা নিয়ে ইরাকে গেছে।

সৌদী বলছে, তাদের বাজেট ডেফিসিট দেখা দিয়েছে; যদিও বাদশাহ পরিবার ১০৪ ট্রিলিয়ন ডলারেরও বেশী সম্পদের মালিক; এদের পালিত বাজপাখীও এয়ার কন্ডিসানে থাকে, এবং সেগুলোর পরিচর্যায় বাংগালীরা আছে।

বিশ্বে আরবদের মত দুস্ট ও কর্মবিমুখ কোন প্রাণী নেই; এতে বাংলাদেশ সরকার ও বাংলাদেশের ক্রীতদাস ব্যাপারীরা স্বর্গ খুজে পেয়েছে। বাংলাদেশের দুস্ট ব্যুরোক্রেটরা ৪৫ বছরে নিজের লোকদের জন্য স্বদেশে চাকুরী সৃস্টি করেনি, কিন্তু প্রবাসী চাকুরীর মন্ত্রনালয় খুলেছে; আর খুলেছে 'প্রাইভেট বিশ্ব বিদ্যালয়', যাতে গ্রামের বাচ্ছারা আর ইউনিভার্সিটিতে ভর্তি হতে না পারে, ক্রীতদাসের প্রোডাকশান ঠিক থাকে; আরবে চাকুরীরত বাবা ডিগ্রীতে পড়া ছেলের জন্য ভিসা কিনছে।

আরবের রাস্তায় আজ বিনা ভিসায় মানবেতর জীবন যাপন করছে হাজার হাজার বাংগালী, তারা ফিরে আসতে পারছে না, যে টাকা খরচ করে গেছে, তা ফেরত পাবার আশায় চুরি করে কাজ করার চেস্টা করছে; তেলের দাম কমে যাওয়ায় তাও সম্ভব হবে না।

আমাদের সরকার এ বিষয় নিয়ে ভাবে না, ব্যুরোক্রেটরা এটাকে নিজেদের দায়িত্ব হিসেবে নেয়নি; ফলে, গ্রাম বাংলার মানুষের ভাগ্য উঠানামা করছে তেলের দামের সাথে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৫

কালনী নদী বলেছেন: তেলেন দাম কমার সাথে এটার সম্পর্কটা আরেকটু বোঝিয়ে বললে ভাল হত।

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:



আরবদেশ সমুহ প্রয়োজনের চেয়ে অনেক বেশী কর্মচারী রাখে এখন; টাকা কম থাকলে হাতে কর্মচারীর সংখ্যা কমায়ে দেবে।

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৭

গোধুলী রঙ বলেছেন: এই দেশের গরীব মানুষের মাথার উপর সাদা মেঘ কবে ছিলো। তেলের দাম আরেকটূ কমলেই মধ্যপ্রাচ্যের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, কারন ওরা বানাইছে খানিক হোটেল আর বিজনেস মল আর বিলাসবহুল ঘরবাড়ী, দিন শেষে এইগুলাই হবে ওদের জন্য লায়াবিলিটি, কারন একমাত্র সৃষ্টিশীল জ্ঞ্যানই হলো দিনশেষে এসেট, যা এরা কখনো করতে পারে নি।

এদের এই অবস্থা হলে, বাংলাদেশের প্রায় কোটিখানেক প্রবাসীর কি অবস্থা হবে সেটা ভবিষ্যত বলে দেবে তবে পুরো দেশের অর্থনীতির উপর যে শনি ভর করবে তা নিশ্চিত। কারন আমরাও সৃষ্টিশীল দূরে থাক, কোন জ্ঞ্যানই তৈরী করতে পারিনি।

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:


" কারন আমরাও সৃষ্টিশীল দূরে থাক, কোন জ্ঞ্যানই তৈরী করতে পারিনি। "

-বিল গেইট সৃস্টিশীল হয়ে 'উইনডোজ' বানায়েছিল; বাংগালী সৃস্টিশীল হয়ে স্টক-মার্কেট লুট করেছে

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: চিন্তার বিষয়... :(

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:



চিন্তা শুধু গরীবদের পরিবারেরা করছে; ক্ষমতার চোর ডাকাতেরা করছে না।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০২

গেম চেঞ্জার বলেছেন: বিশ্বে আরবদের মত দুস্ট ও কর্মবিমুখ কোন প্রাণী নেই!

=p~ =p~

হাঃ হাঃ হাঃ

যাইহোক, আরবদের ওখানে চুটিয়ে ব্যাবসা করা যেতে পারে, ভারতীয়রা তা করছে।

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


ভারতীয়রা পড়ালেখা করে, নিজদের সেই স্হানে নিয়েছে; বাংলাদেশ চেস্টা করছে মানুষ যেন পড়ালেখা করতে না পারে, প্রাইভেট ইউনিভার্সিটি সেই কারণে সৃস্টি করা হয়েছে।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২২

বিজন রয় বলেছেন: এবার দেখবো মজা।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:



আপনি নিজেই তো মজাতে পরিণত হচ্ছেন, মনে হয়!

৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০০

তৌফিক মাসুদ বলেছেন: শুনেছি বিদেশে এম্বাসেডর পরিবারই চাকুরী করে বেশি রোজগারের চেষ্টা করে। তারা রাস্তা পরে থাকা দেশী দের খবর নেবে কিভাবে।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা, খালেদা জিয়া, সাইফুর রহমান, মুহিত মানুষকে পাম্প পট্টি মেরে বিদেশে বিক্রয় করে, নাম দিয়েছে এ্যাম্বেসেডর; ওরা ভিটা বিক্রি করে, কড়া সুদে টাকা নিয়ে যায়; গিয়ে আটকা পরে, চিকিৎসা মিকিৎসা কিছুই নেই; ওরা ওখানে থাকটে ওদের বউয়ের বাচ্ছাও হয়।

দেশে চাকুরী সৃস্টি না করে, এরা আলম গ্রুপ, কর্ণের ফারুক গ্রুপ, বসুন্ধরা গ্রুপ বানায়েছে; নাস্তা করে সোনার গাঁয়, ইদ করে প্যারিসে।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৫

এহসান সাবির বলেছেন: বেশ চিন্তার বিষয়।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


আমাদের জন্য বড় ধরণের বিপদ সামনে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.