নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

নববর্ষের খাদ্য তালিকায় পান্তা যোগ করলো কোন বেকুব?

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯



বেকুবেরা ভয়ংকর ইমোশানেল হয়; ওরা যা করবে, তা সব সময় সভ্যতার চাকাকে পেছনের দিকে ঘুরাবে; নববর্ষে সবাই ভালো খেয়ে, ভালো পরে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে দিনটিকে উপভোগ করে; ভালো খাওয়ার তালিকায় পান্তা? ধুর বেকুব, এখনকার ফার্মের মুরগীও পান্তা খেতে চাইবে না সহজে; কোন বেকুব এটাকে যোগ করে দিয়েছে? ঝাটাপেটা কর সেই বেকুবকে! এটা নববর্ষ, ১৯৪৩ সানের দুর্ভিক্ষের স্মরণে কিছু করা হচ্ছে না।

বিশ্ব বদলাচ্ছে, মানুষের খাবার তালিকা বদলাচ্ছে, স্বাস্হ্য সন্মত, রুচীকর খাদ্য আসছে তালিকায়; পান্তা, ফুছকা, চালভাজী, খুঁদ ভাজী নিশ্চয় ক্রমে খাদ্য তালিকার বাইরে চলে গেছে; এগুলো কোন অনুস্ঠানের জন্য, উৎসবের খাবার হতে পারে না!

নববর্ষে, পরিবারের সামর্থানুযায়ী , পরিবারের পছন্দ অনুযায়ী খাবেন; ওখানে আবার কার তালিকা? ভাতের মাঝে গরম ভাত সবাই পছন্দ করেন; মনে হয়, শুধু বিড়াল গরম ভাত খেতে পারে না; ভাতের সাথে মাছ, মাংস, তরকারী সবাই খায়। মাছ মাংস ও তরকারী থেকে শত রকম খাদ্য তৈরি হয়, যা মানুষ উৎসবের সময় খেয়ে থাকেন। ভাতের বদলে পোলাও ইত্যাদি যোগ হতে পারে।

যাক, পারলে বেকুবের-করা নববর্ষের তালিকা থেকে পান্তাকে বাদ দেন, না হয় বেকুবের সাগরেদ বেকুব হন, হবুচন্দ্র হতে মগজের দরকার হয় না।

মন্তব্য ৪৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যারা খায় তারাও জানে এটা বেকুবি কাজ। কিন্তু কী করবে? কালো টাকা মানুষের কাছে এত বেশী হয়ে গিয়েছে যে...

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:


কালো টাকার লোকেরা পহেলা বৈশাখ করে কমপক্ষে এখন দুবাই বা ব্যাংককে; অনেককে প্যারিসে

২| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০২

যোগী বলেছেন:
অন্য খাবার আমরা অন্য উৎসবে খাব নববর্ষে ট্রেডিশনাল খাবার খাব। আমি বেকুবের সগরেদ বেকুব থাকতে চাই।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:



চাকা পেছনে ঘুরছে!

৩| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯

রাজসোহান বলেছেন: পান্তা ভাতে কি সমস্যা? খাইতেতো ভালোই লাগে /:)

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:



কোন সমস্যা নেই; আপনে খান; পরে দেখবেন, পেসাব বেশী করছেন; বিছানা নস্ট হবে।

৪| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৬

রাজসোহান বলেছেন: আজাইড়া ফাও কথা। নিয়মিত খাই, আপনার বিছানা নষ্ট হয় তাই মনে করেন বাদ বাকীদেরও একই অবস্থা /:)

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:



অবশ্যই, আমার বিছানা ভিজলে আপনার বিছানাও ভিজবে; আপনি কি ইংরেজ নাকি যে, আমার থেকে আপনি আলাদা?

৫| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৫

কালনী নদী বলেছেন: হাহাহাহা , রাজসোহান ভাইর মতন পান্তা আমিও প্রায়ই খাই, তবে আর খাব না . ..
জটিল একখান থত্ব দিছেন, সরাসরি প্রিয়তে , ভাইয়ু।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:



পান্তা খেলে, সামান্য এলকোহল খাওয়া হয়ে যায়; রাজসোহান সাহেব মনে হয়, একটু ফারমেন্টেশন করে খান; তাই লেগে গেছেন কোমর বেঁধে

৬| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬

কালনী নদী বলেছেন: হাহাহাহাহা আমার জানা ছিল না,,, শোনেছি চোয়াইর মদ এভাবেই বানানো হয়, খাবার অনেক ইচ্ছা ছিল!
বেয়াদবি মাফ করবেন বড় ভাই।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৮

চাঁদগাজী বলেছেন:



জীবনে একবার টেস্ট করা দরকার, না হয় জানাই হবে না কি নিয়ে মানুষ এত লিখছে; কেন মিলিয়ন মিলিয়ন টন মদ মানুষ খেয়ে ফেলছে!

৭| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১২

ইমরান আশফাক বলেছেন: পান্তার সাথে ইলিশ মাছ মোটেও পছন্দ করি না কারন ইলিশের কাটাকুটা পান্তার মধ্যে হারিয়ে যায় (গলায় কাটা ফোটার ভয় থাকে)। আর বাংলার ট্রাডিশনাল ফুড বলতে শুধু পান্তা ইলিশকেই বুঝায়? পোলাউ-কোর্মা, রুটি-পরাটা, সিংগারা-মিষ্টি, ফলের জুস, বাদাম-ঝালমুড়ি এমনকি ফাস্টফুডও এইরকম অনেক কিছুই আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। তা একদিনের জন্য তথাকথিত বাংগালী সাজনেওয়ালারা স্বীকার করুক আর নাই বা করুক।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:



পান্তা এখন অখাদ্য, অপ্রয়োজনীয়।
বাংলার শত মাছের মাঝে একটা হলো ইলিশ; এখন পাওয়া যায় না, তাই আগ্রহ বেশী; না হয়, আগে গরীবেরা ইলিশ খেতো

৮| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: বৈশাখে পান্তা খেলেই কি পশ্চাদপদ জনগোষ্ঠী হয়ে গেলো? এটাকে ঐতিহ্য হিসেবেও তো দেখা যেতে পারে ।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:



ঐতিজ্য হলো ভালো সংস্কৃতি, ভালো শিক্ষা, ভালো জীবন, ভদ্র পোশাক, ভালো খাবার, ভালো ব্যবহার, ভালো উৎসব, ভালো জাতি

৯| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৫

সচেতনহ্যাপী বলেছেন: পান্তা-ইলিশ সাথে মাটির সানকি।। এটাতো এখন চরম ব্যাবসা।। একবেলা খেয়ে, ফটোসেশন করে বাসায় সেই গরম ভাত/পোলাও বা মাংশ মুরগী!!
আর যারা বাইরে খেতে চান না, তারা ইলিশের সাথে রকমারী খাবারও তৈরী করে থাকেন।।
প্রশ্ন সানকি আর পান্তা হয়তো খুজলে আজো গ্রামে পাওয়া যাবে।। কিন্তু ইলিশ নৈবঃ নৈবঃ চঃ।।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৫৪

চাঁদগাজী বলেছেন:


কোব বেকুব কি করে গেছে, সবাই এখন বেকুব সাজতে লেগে গেছে; নববর্ষ, নাকি বেকুবী-দিবস উদযাপন?

১০| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৯

প্রামানিক বলেছেন: ঐ বেকুবরা মনে হয় গরীব আছিল ভাল কিছু খাইতে না পাইরা পান্তাই মজা কইরা খাইছে।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৫৫

চাঁদগাজী বলেছেন:



এখনো ৪০% মানুষ গরীব; তাই বলে, উৎসবের দিন ভালোমন্দ না করে, পঁচা পান্তা নিয়ে উৎসব?

১১| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৩

হাসান মাহমুদ তানভীর বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১২| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৬

হাসান মাহমুদ তানভীর বলেছেন: সিঁদল শুটকীর ভর্তা সাথে থাকলে কিন্তু ভালোই লাগে। B-)

১২ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩০

চাঁদগাজী বলেছেন:



সবকিছুই খাবার, কেহ উৎসবে এইসব বিদঘুটে বস্তু পছন্দ করে না; উৎসবের খাবার আলাদা

১৩| ১২ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:০৯

প্রীতম বলেছেন: নববর্ষের দিন ভালো কাপড় পরে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বউ ছেলে মেয়েদেরকে নিয়ে একটা ভালো দিন কাটাতে যা যা করা লাগে তাই করি।
কিন্তু পান্তা ইলিশ?
উহু, অবশ্যই না।
এক, ইলিশ মাছ এমনিতেই দাম বেশি আর এই দিনেতো আগুন। আর পান্তাতো প্রায়ই খাওয়া পরে। উচ্চবিত্তদের বাদ দিলে অন্যরা প্রায়শই এটা খায়।
দুই, যেটা পাইনা তা হলো দেশিও পিউর বাসমতি চাউল দিয়ে খিচুড়ি সাথে রাজ হাসের গোস্ত।
অইতিহ্য যদি বানাতেই হয় তবে শ্রেষ্ঠটাই বানানো উচিত।
বাচ্চা কাচ্চাদেরকে ভাজি ভুজি না শিখিয়ে উন্নতকে অনুসরন করাটা শিখানোই ভালো।
তবে কেউ যদি এমন সুন্দর একটা দিনে পান্তা ভাতে হাত চুবিয়ে রেখে মজা পায় তাতে আমার কোন সমস্যা কিংবা আপত্তি নেই। সবার রুচিতো এক না।
নিজের মতো করে আপনি আপনার মত প্রকাশ করেছেন এবং পেরেছেন এটাই হোক আমাদের পহেলা বৈশাখের ট্রাডিশন, ধন্যবাদ।

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১০

চাঁদগাজী বলেছেন:


ভালো ভাবনা

১৪| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪৮

ওসেল মাহমুদ বলেছেন: একমত প্রীতমের সাথে ! লেখক কে ও ধন্যবাদ !

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১২

চাঁদগাজী বলেছেন:



সামর্থের মাঝে, সুন্দর, ট্রেডিশানেল ও মানানসই খাবার খেতে হয় উৎসবে

১৫| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৭

খায়রুল আহসান বলেছেন: ২০-২৫ বছর আগেও ইলিশ দিয়ে মেহমানদারী করলে সেই মেহমানদারীকে যথাযথ মনে করা হতোনা। ইলিশ ছিল মধ্যবিত্তের মেনু, রুই কাতল আর নদীর পাঙ্গাস উচ্চবিত্তদের। সেখান থেকে ইলিশ কোথায় উঠেছে, আর চাষের পাঙ্গাস কোথায় নেমেছে!
পান্তা আপামর জনসাধারণের পছন্দের খাবার কখনোই ছিলনা। আগেকার দিনে তো ফ্রীজ ছিলনা। রাতের বেঁচে যাওয়া ভাত, বিশেষ করে গরমের দিনে, সকাল হতে হতে নষ্ট হয়ে যাবে বলে সুগৃহিণীরা সাশ্রয়ের লক্ষ্যে রাতে ভাতে পানি ঢেলে রাখতেন। সকালে সেই পান্তা ভাত কাঁচা লঙ্কা, খাঁটি সরষের তেলের দু'চার ফোঁটা, পেঁয়াজ, শুঁটকি ইত্যাদি মেখে সবাই মিলে খেয়ে নিতেন। গরীব কৃষকদেরও সকালে নাশ্তার পর্ব বলে কিছু ছিলনা। জ্বালানী সাশ্রয়ের লক্ষ্যে তারা দু'বেলা, কেউ কেউ একবেলা রেঁধেই সারা দিনের খাবারের ব্যাবস্থা করে রাখতেন। ভাত সংরক্ষনের বিকল্প ব্যাবস্থা হিসেবেই পান্তার প্রচলন হয়েছিলো, আলাদা কোন মজাদার স্বাদের জন্য নয়।

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৬

চাঁদগাজী বলেছেন:



কোন এক বেকুব সেই পান্তাকেই আমাদের উৎসবের খাবারের মেনুতে এনেছে; আমাদের মহিলারা এত প্রকার মুখ-রোচক, স্বাস্হ্যকর রান্না করেন প্রতিদিন, তার খবর নেই; যা মানুষ খেতে চায় না, খেল নিজকে গরীব গরীব মনে হয়, সেটা নাকি উৎসবের খাবার, ধুর!

১৬| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৩

মনস্বিনী বলেছেন: গত বছরও পান্তা ইলিশের বিপক্ষে এত কথা শুনি নাই। বাঙ্গালির বোধোদয় হচ্ছে।

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



পান্তা খান, পেয়াঁজু খান, লইট্যা শুটকী খান; তবে, উৎসবে একটু ভালো কিছু খান

১৭| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১১

আরণ্যক রাখাল বলেছেন: বেকুবই B-)
খায়রুল আহসানের কমেন্টে +

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:




বাংগালীরা বেকুব সাজতে ভালোবাসে; নাকি আসলে পুরো বেকুব?

১৮| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫১

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:



আপনারা কখন মানুষ হবেন? ক্যাচাল ছাড়েন

১৯| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন: বস্ আপনার কাছে পান্তা ইলিশ নিয়ে লেখা আশা করছিলাম, পেয়ে গেলাম ধন্যবাদ চাঁদগাজী ভাই, পান্তা ইলিশ আর রমনা বটমুল কিছুই বলার নাই বস্ ।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:



উৎসবে, সামর্থানুযায়ী ভালো খাও, শান্তিতে থাক; পান্তা মান্তা ক্যাচাল

২০| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭

পথে-ঘাটে বলেছেন: খুবই হেংলা-পাতলা ছিলাম। মা বলল পান্তা খেলে স্বাস্থ ভাল হয়। ব্যাস পান্তা খাওয়া শুরু করে দিলাম। অবশ্য স্বাস্থের কোন উন্নতি হয়নি।
কোন দিন পহেলা বৈশাখে পান্তা-ইলিশ না খেলেও এবার খাওয়ার প্লান ছিল। কিন্তু যে দেশে থাকি পান্তা তৈরি করা গেলেও ইলিশ পাওয়া যাবে না এটা নিশ্চিত।
উপায়ান্তর না দেখে বাঙ্গালী বন্ধুদের সাথে বারবিকিউ পার্টি করার প্লান করলাম।

তবে বছরে একবার পান্তা খাওয়ার বিষয়টা আমার কাছে গরিব কে উপহাস করা মনে হয়।

২১| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭

মিজানুর রহমান মিরান বলেছেন: উৎসব ছাড়া অন্য সময় কিন্তু পান্তা খায়! :D

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:



পান্তা নিয়ে তো সমস্যা নেই; সমস্যা উহাকে কেন উটসবের মেনুতে আনছে?

২২| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৩

রাইসুল ইসলাম রাণা বলেছেন: দুইদিন পর পান্তা খাইতে খাইতে পেছনে দিয়া ঝোল বাড়াব আর অগোরে কি ঢং

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১২

চাঁদগাজী বলেছেন:


নতুন বছরের ুৎসবে ভালো কইছু খান; পান্তা পরে।

২৩| ২৮ শে মে, ২০১৬ রাত ৯:৪২

দ্য ইনভেডার বলেছেন:

২৪| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, পান্তা ইলিশ আর পহেলা বৈশাখ নিয়ে কথা বলার সাহস আমার নাই, আপনি করেছেন আপনাকে এক লক্ষ স্যাল্যুট, তবে এটুকু বলতে চাই প্রয়াত বিজ্ঞানের ছাত্র হিসেবে - পান্তা ভাত মানুষের শরীরের জন্য স্বাস্থ্যসম্মত নয়, কেউ যদি হাতী মামু হতে চান পান্তা ভাত খান প্রতিদিন প্রতিবেলা - আপনি হাতী মামু হতে মাত্র ৬০-৯০ দিন লাগবে আর শরীরে হবে বাত ব্যাথা ও নানা উপস্বর্গ বাকীটা ফ্রিতে বলতে চাচ্ছি না দয়া করে ডাক্তার এর কাছে ৮০০-১,০০০ টাকা ভিজিট দিয়ে জেনে নিন । ধন্যবাদ চাঁদগাজী ভাই আপনার সাহস আছে ভাই আপনার প্রোফাইল ছবি ট্রাক্টর আপনি ভাই মানুষটা ও ট্রাক্টর । পহেলা বৈশাখে পান্তা ভাত দিয়ে সারা বাংলা সয়লাব হয়ে বন্যা হয়ে যাক - ভাই দরকার কি বলার ? নেশা খাবি খাহ - মারা যাবি যাহ !!!

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:



জাতির উৎসাহের দিনে সুন্দর ও আকর্ষণীয় খাদ্য থাকতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.