নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ইসরায়েলের সংসদ নির্বাচন, বিশ্বের সবচেয়ে শুদ্ধ গণতান্ত্রিক নির্বাচন

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০২



ইসরায়েলের পার্লামেন্টের নাম, 'নেসেট' (Knesset), এতে ১২০ টি সিট আছে; এই দেশের লোক সংখ্যা এখন ৮ মিলিয়ন; মোটামুটি ৬ মিলিয়ন ইহুদী, ২ মিলিয়ন আরবী মুসলিম ও সামান্য খৃস্টান। নেসেটের সদস্যগণ ৪ বছরের জন্য নির্বাচিত হয়।

কেন এটি সবচয়ে শুদ্ধ নির্বাচন? এই দেশের ভোটারগণ কোন 'ক্যানডিডেট'কে ভোট দেন না, উনারা ভোট দেন পার্টিকে; সংগৃতিত ভোটের শতকারা যত ভাগ যেই পার্টি পায়, সেই পার্টি ভোটের সামানুপাতিক পার্লামেন্ট সদস্য নিয়োগ দেবেন; খুবই সোজা, কিন্তু ইহুদী মাথা ব্যতিত অন্য কারো মাথায় এই ভালো পদ্ধতি আসেনি।

ভোটের আগে সব পার্টিকে তাদের দলের সবচেয়ে জনপ্রিয় ক্যানডিডেটদের একটি লিস্ট জমা দিতে হয় ইলেকশন কমিটিতে, এবং ভোটারেরা সেই লিস্ট অনুসরণ করেন; লিস্টের ক্রমিক নম্বর সাজাতে হয় পার্টির অভ্যন্তরে ভোটাভুটি করে; ভোটের পর, পার্টি যেই কয়টি পদের মালিক হবে, লিস্টের প্রথম দিক থেকে নিযুক্তি দেয়া হবে।

কোন দলকে জয়ী হতে হলে, কমপক্ষে (একক বা কোয়ালিশনে) ৩.২৫% ভোট পেতে হয়, এটা ৪ সিটের সমান।

ভালো দিক হলো, এতে এলাকাভিত্তিক ভোট হয় না, পুরো দেশের মানুষদের ভোটে ভালো ব্যক্তিরা নির্বাচিত হয়; ড: কামাল হোসেনের যায়গায় হাজী সেলিম, পিন্টু বা শামীম ওসমান জয়ী হওয়ার সম্ভাবনা নেই; ভালো মানুষদের খুব ছোট পার্টি থাকলেও ভোট পাবেন; ৪৯% ভোট পেয়ে পরাজিত হবে না কোন পার্টি; কোন ভোটই বিফলে যায় না।

ইসরায়েলের বর্তমান নেসেটে দল ও তাদের সদস্য সংখ্যা:

১) লিকুদ (ডানপন্হী, নেসানেলিস্ট), ৩০
২) লেবার (বামপন্হী, জিওনিস্ট), ১৯
৩) জিওনিস্ট ইউনিয়ন ( মধপন্হী), ৫
৪) জয়েন্ট লিস্ট ( আরব গ্রুপ ), ১৩
৫) ইয়াস আতিদ ( ধর্ম নিরপেক্ষ ), ১১
৬)কুলানু ( মধপন্হী), ১০
৭) দি জুইস হোম ( ডানপন্হী), ৮
৮) শাস ( আলট্রা অর্থোডক্স) , ৭
৯) ইউনাইটেড তোরাহ জুডাইজম( আলট্রা অর্থোডক্স), ৬
১০) ইসরায়েল বাইতে ইনু ( আলট্রা অর্থোডক্স), ৬
১১) মেরেট্স ( ডানপন্হী), ৫

মন্তব্য ৭২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩১

রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে। লেখা পড়ে ভাল লাগলো।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৪

চাঁদগাজী বলেছেন:



ভালো লাগলেই ভালো, আপনাদের জন্য লিখছি; আপনাদের মতামত পেতেই লিখছি।

২| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৯

মিজানুর রহমান মিরান বলেছেন: কিন্তু ইহুদী মাথা ব্যতিত অন্য কারো
মাথায় এই ভালো পদ্ধতি আসেনি।


আহা! আমাদের দেশেও যদি এমন হত।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৬

চাঁদগাজী বলেছেন:



আপনারা চাইলে এই ধরণের নির্বাচন হবে।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: আমরা উদাহরন দেখি এবং দেইও।। কিন্তু অন্ধ।।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৭

চাঁদগাজী বলেছেন:



সময় হয়েছে পৃথিবীকে বুঝে, ভালো চিন্তাগুলোকে গ্রহন করার।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১৪

গেম চেঞ্জার বলেছেন: আচ্ছা! কেন এই পদ্ধতিকে সেরা মনে হচ্ছে? বলেন দেখি?

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:০৫

চাঁদগাজী বলেছেন:


মোটামুটি, কোন সিংগেল পার্টি ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না; ভালো সব পার্টিই কিছু পদ পাবে।

মোটামুটি প্রতিটি ভোট কাউন্ট হচ্ছে; অর্থাৎ কারো ভোট বিফলে যাচ্ছে না। অন্য ভালো গণতন্ত্রে সর্বাধিক ৪৯% ভোট পেয়েও একটা দল ক্ষমতায় যেতে পারছে না, একজন ভালো রাজনীতিবিদ নির্বাচিত হতে পারছে না।
** এলাকা ভিত্তিকভাবে কেহ নির্বাচিত হতে পারবে না; ড: কামাল নির্বাচিত হবেন; শামীম ওসমান, ফালু, হাজী সেলিম আউট
** ভালো মানুষেরা ভোট পাবেই পাবে, তারা ছোট পার্টি করলেও ভোট পাবে।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:০০

ভাবনা ২ বলেছেন: জনাব গেম চেঞ্জার মহোদয়ের প্রশ্নটি খুবই ভাল । এ বিষয়ে একটু খোঁজ নিতে গিয়ে উইকিপিডিআয় দেখা যায় যে অন্যান্য বিষয়ের মধ্যে আরো একটি উল্লেখ যোগ্য বিষয় হতে পারে যে ইসরাইল এর নির্বাচণের মাইনোরেটি ও মহিলাদের ভোট দানের সমান অধিকার আছে
Ethnic and religious minorities have full voting rights in Israel and are entitled to government benefits under various laws. Israeli Employment (Equal Opportunities) Law, 1988 prohibits discrimination in hiring, working conditions, promotion, professional training or studies, discharge or severance pay and benefits and payments provided for employees in connection with their retirement from employment, because of race, religion, nationality and land of origin, among other reasons. ( Source : ( Click This Link) িন

এছাড়া ভোটিং মেথড ও একটু ভিন্ন ধরনের যা চাদগাজী সাহেবের লিখায় কিছুটা এসেছে অ
২০১৫ সনের নির্বাচণে যারা নির্বাচিত হয়ে আসতে পারেনি তাদের অবস্থানটিউ নিম্মে টেবিল থেকে দেখা যতে পারে ।

উৎস :Source : Click This Link

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:১০

চাঁদগাজী বলেছেন:


ভালো

৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:১৪

মোহাম্মদ জামিল বলেছেন: কঠিন.......বাংলাদেশ ছাইড়া সবাই ইসরাইল এ গেসেগা.....

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:২৩

চাঁদগাজী বলেছেন:



ইসরায়েল থেকে শেখার অনেক কিছু আছে; ইহুদী সভ্যতা বিশ্বকে অনেক কইছু দিয়েছে।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:১৬

শ্রীঘর বলেছেন: অতি উত্তম শুদ্ধ গনতান্ত্রিক চর্চা।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:২৪

চাঁদগাজী বলেছেন:



শুদ্ধ নির্বাচন গণতন্ত্রের ২য় বৃত্তম পদক্ষেপ

৮| ২৩ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৪

মোঃ আমানউল্লাহ বলেছেন: সরায়েল থেকে শেখার অনেক কিছু আছে; ইহুদী সভ্যতা বিশ্বকে অনেক কইছু দিয়েছে।
একবার ভেবে দেখেছেন তো?
যে ইসলাম আমাদের পূর্নাঙ্গ জীবনব্যবস্থা সেখানে আপনি ইহুদী সভ্যতা থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন....

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০২

চাঁদগাজী বলেছেন:


আপনি ইসলামিক ভোটের উপর লেখেন; সেটা ভালো হলে, ব্লগারেরা আপনাকে ধন্যবাদ জানাবে।

ইসলামী দেশগুলোতে ভোট এসেছে খৃস্টান দেশ হতে; খৃস্টানদের থেকে ভালো ভোট করছে ইহুদীরা; ভালো ভোটের জন্য আমরা যেকোন জাতির প্রণালী ব্যবহার করবো, যেভাবে আমরা জাপানী গাড়ী, আমেরিকান ও ইহুদীদের কম্প্যুটার ব্যবহার করছি

৯| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো দিক হলো, এতে এলাকাভিত্তিক ভোট হয় না, পুরো দেশের মানুষদের ভোটে ভালো ব্যক্তিরা নির্বাচিত হয়; ড: কামাল হোসেনের যায়গায় হাজী সেলিম, পিন্টু বা শামীম ওসমান জয়ী হওয়ার সম্ভাবনা নেই; ভালো মানুষদের খুব ছোট পার্টি থাকলেও ভোট পাবেন; ৪৯% ভোট পেয়ে পরাজিত হবে না কোন পার্টি; কোন ভোটই বিফলে যায় না।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:



ইসরায়েলীরা জাতি হিসেবে ছোট, মগজ হিসেবে বড়

১০| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বিএনপি হতে মনোনয়ন প্রাপ্ত এক বাস ড্রাইভারের কাছে ড. কামাল হোসেন পরাজিত হয়েছিলেন ।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৯

চাঁদগাজী বলেছেন:



ড: কামাল মানুষ হিসেবে ভালো না, ও দরিদ্র সৃস্টির মেশিন; তবে, ড্রাইবারের কাছে হারার পেছেন ত্রুটিযুক্ত নির্বাচন ছিলো। নির্বাচনের প্রণালী সঠিক হলে, হয়তো শামীম ওসমান, মায়া, ড: হাছান, ফালু, পিন্টু, আওরংগ ও এধরণের ২/৩ শত লোক আমাদের পার্লামেন্ট ভবনে খেয়েদেয়ে হাগু করার সুযোগ পেতো না।

১১| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪২

বিজন রয় বলেছেন: এটা জেনে আমাদের লাভ?

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


আপনারও লাভ হবে; বাংগালীরা পার্লামেন্টে ভালো শিক্ষিত এমপি পাবে।

যারা গণতান্ত্রিক নির্বচনের গুরুত্ব বুঝে, যারা চিন্তা করেন যে, আমাদের পার্লামেন্টে ফালু, জয়নাল হাজারী, পিন্টু, মায়া, তারেক, আবুল হোসেনদের আসা উচিত নয়, তাদের কাজে লাগবে; তাদের লাভ হবে।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এদেশের মানুষ অাম্লীগ-বিম্পি দেখে ভোট দেয়, প্রার্থী সৎ, যোগ্য, শিক্ষিত কিনা এসব দেখে না! যেমন অামাদের এখানে তিন টার্ম ধরে অাম্লীগের একজন নির্বাচিত হয়ে অাসছেন । আম্লীগের পক্ষে কলাগাছ দাঁড় করালেও জিতবে বলে অামার ধারণা! গত টার্মের অাগের টার্মে বিম্পি থেকে একজন মনোনয়ন পেয়েছিলেন; তিনি উচ্চ শিক্ষিত ছিলেন এবং তাঁর ভাবমূর্তিও ছিলো উজ্জ্বল কিন্তু দূর্ভাগ্য তাঁর ।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


ইসরায়েলের সিস্টেমে ভোট হলে, কোন পার্টি 'ইলেকশান কমিটি'র কাছে কলাগাছের লিস্ট ( লিস্টের প্রথম দিকে) দিতে পারতো না; এবং সব পার্টি থেকে কিছু এমপি হতো; এবং সব পার্টি, তাদের ভালো ও সুযোগ্য লোকগুলোকে লিস্টের প্রথমদিকে রাখতো; ফলে, পার্টির দুস্টরা এত সহজে নির্বাচিত হতে পারতো না।

বাংলাদেশ ৪৫ বছরে যত ষড়যন্ত্রের মাঝ দিয়ে এখন যেখানে এসেছে; সেখানে ২ পার্টির যায়গা থাকা জাতির জন্য ভালো হবে না; এদের ২ পার্টির মাঝে, ১টির পতন দরকার; মনে হচ্ছে, বিএনপিই সেইটা; এটা কিছু সময়ের জন্য জাতির জন্য খারাপ হলেও, অবশেষে জাতির জন্য ভালো হবে।

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৭

প্রামানিক বলেছেন: শুদ্ধ গণতন্ত্র আমাদের দেশে এখন আমদানী করা দরকার।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৭

চাঁদগাজী বলেছেন:


আমি গণতন্ত্রের একটি বড় ধাপ, শুধু নির্বাচন নিয়ে ক্থা বলছি; গণতন্ত্রের শরীর অনেক বড়।

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১২

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব ভাল লাগল, শুভ কামনা আপনার জন্য

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


ভালো, আশাকরি আপনি গুরুত্ব বুঝেছেন।

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৩

আমি মিন্টু বলেছেন: হুম বুঝে উঠতে পারি নাই । আমার আবার মাথায় গবর ভরা কি না তাই । :(

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:



১৭ কোটীর মাঝে ১৬ কোটীর মিল আছে আপনার সাথে।

ভোটের বাক্সে পার্টির নাম থাকবে, ভোট দেবেন, "বাংগালী সমবায় পার্টি", না'হয় "নাগরিক অধিকার" পার্য়ির বাক্সে, কোন ক্যান্ডিডেটের বাক্সে নয়; অথবা বাক্স ১ টা, ব্যালটে সব পার্টির নাম থাকবে, একটাতে দাগ দেবেন।

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০২

রোষানল বলেছেন: ইসরায়েল এর পায়ে তেল মেখে লাভ নাই। যাইতে পারবেন না কারন ইসরাইল এখনো আপনার জাতীর জনকের সোনার বাংলাকে দেশ হিসেবে স্বকৃতীই দেয়নি।সেইম

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৯

চাঁদগাজী বলেছেন:



মানষ হোন; হাত দিয়ে দেখেন, লেজ এখনো বানরের সমান, নাকি একটু ছোট হয়ে আসছে?

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৩

কালের সময় বলেছেন: ভালো লিখেছেন জনাব । জেনে ভালো লাগল । =p~

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


আমাদের মানুষের জন্য ভালো ভাবনাকে প্রতিস্ঠিত করতে হবে।

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০

মিজানুর রহমান মিরান বলেছেন: আমি অন্তত চাই এধরনের নির্বাচন এদেশে হোক। কিন্তু কিভাবে?

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৭

চাঁদগাজী বলেছেন:



এ ধরণের নির্বাচন আও্য়ামী লীগ বা বিএনপি দেবে না, নিজেদের করে নিতে হবে।

১৯| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭

রানার ব্লগ বলেছেন: এর জন্য আমাদের নির্বাচন ও শাসন ব্যবস্থার পূর্ণ পরিবর্তন দরকার। দেশ এখন ৪ দলের কালো ছায়া তলে পরে আছে। যেইদিন এই ছায়াতল থেকে বের হয়ে পূর্ণ আলোয় ফিরবে তখন কিছু পরিবর্তন হলেও হতে পারে, যা আদুর ভবিষ্যতে হবে কি না সন্দিহান।

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:



৪ দলে রাজনীতিবিদ নেই মোটামুটি, এরা রাজতন্ত্রের বুদ্ধি দিয়ে প্রজাতন্ত্র চালাচ্ছে!

২০| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩২

মাহিরাহি বলেছেন: ইহুদিদের স্বর্নযুগ

যুগটি দুটি নামেই অভিহিত করা যাব। গোল্ডেন এজ অব জিউইশ কালচার ইন স্পেইন অথবা গোল্ডেন এজ অব আরব রুল ইন ইবেরিয়া। ইবেরিয়ান পেনিনসুলাটি সেসময় মুসলিমদের শাসনাধীন ছিল। এই সময়টিতে ইহুদিরা সমাজে সমাদৃত ছিল। ইহুদিরা অর্থনীতি, সংষ্ক্বতি ও ধর্মীয় জীবন যাপনে প্রভুত উন্নতি সাধিত করে।
ইহুদি সংষ্ক্বতির এই 'স্বর্ন যুগের' সময়কাল নিয়ে পন্ডিতদের মধ্যে মতপার্থক্য আছে। রাজ্যগুলোতে ইহুদি নিগৃত হতে থাকলেকারো মতে এটির শুরু ৭১১-৭১৮ সালে (মুসলমানদের ইবেরিয়া জয়ের পর) অথবা ৯১২ সালে (আব্দ আর রহমান III এর শাসনামল)।

http://www.somewhereinblog.net/blog/mahirahiblog/28800549

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:



শিক্ষিত জাতি বিশ্বে ভালো থাকে, বাকীদের জন্য পথে বের করে।

২১| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৪

মাহিরাহি বলেছেন: [link|https://en.wikipedia.org/wiki/Golden_age_of_Jewish_culture_in_Spain|https://en.wikipedia.org/wiki/Golden_age_of_Jewish_culture_in_Spain
Golden age of Jewish culture in Spain

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:



সময় করে পড়বো।

২২| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৯

চিত্রনাট্য বলেছেন: আহারে! আপনার কথা শুনে মনে হচ্ছে কেন যে এখনো বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ইসরায়েল নিয়ে আলোচনা করা হচ্ছে না! :( :( :(

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫০

চাঁদগাজী বলেছেন:



আপনার মন অনেক বড়, অনেক ভাবতে পারেন; বাংলাদেশে পরীক্ষার আগের রাতে পড়ালেখা শুরু হয়; সুতরাং, আলোচনা ওখানেই শেষ!

২৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১২

সোজোন বাদিয়া বলেছেন: এই নির্বাচন ব্যবস্থা ইহুদিদের মাথা থেকে এসেছে বা একমাত্র ইসরায়েলে আছে এটি ভুল কথা। এই ব্যবস্থাকে ইংরাজিতে 'proportional representation' বলা হয় এবং এটি ইউরোপের অনেক দেশেই আছে।

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:



ভালো, ইউরোপ থেকে আমরা শিখতে পারবো

২৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১

রাজীব বলেছেন: https://en.wikipedia.org/wiki/File:PR_types.png

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমার কম্প্যুটারে ঐ লিংকে যেতে দেয়নি, সেখানে কি আছে?

২৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৩

কালনী নদী বলেছেন: ৮. মন্তব্যে আমানউল্লাহ ভাইয়ের কথায় আপনি গণতন্ত্র ও ধর্মীয় অনুশাসনকে ঘুলিয়ে ফেলেছেন!
যাইহোক ইহুদিদের দেখতে পারি না বলে তাদের সম্পর্কে জানাটা কম ছিল, আপনার জন্য সেই শূন্যতাটা অনেকটাই মিটেছে।

আমি গডফাদারের সেই ডায়লগটা মেনে চলি, keep your friends close, enemies closer!
প্লাস লেখা হয়েছে ভাই্

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪০

চাঁদগাজী বলেছেন:



কেতাবী দ্বীন হিসেবে, ইহুদীদের নবী মুসলমানদের নবী, সেখানে একটি যোগসুত্র আছে; ওদের সাথে আরবদের সমস্যা হচ্ছে প্যালেস্টাইন নিয়ে; প্যালেস্টাইনীরা চাইলে, শান্তিপুর্ণভাবে আলাদা একটি রাস্ট্র পেতে পারে; কিন্তু তারা বারবার সুযোগ হারায়েছে ও হারাচ্ছে।

আরবেরা গণতন্ত্র অনুসরণ করে না।

২৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪০

গেম চেঞ্জার বলেছেন: এটা ভাল পদ্ধতি। কিন্তু সমস্যা হলো এইটা নিয়া বাংলাদেশে রাজনীতিতে টাকার বাণিজ্য চলবে!!!! :| :|

(বুঝতেই পারছেন)

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:



গণতন্ত্র হলো ভালো মানুষের জন্য, যারা নিজের জাতিকে বড় করতে চায়; যারা নিজের মানুষকে ট্রলারে করে মালয়েশিয়া নেয়, তাদের জন্য নয়।
বাংলাদেশের রাজনীতিতে নতুন মানুষ প্রবেশ করবেন; আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাপা থাকবে না।

২৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০২

জে.এস. সাব্বির বলেছেন: গণতন্ত্রে ভোটের পদ্ধতির মধ্যে এইটা সেরা মানতে হবে ।।কিন্তু আপনার লেখায় যতটানা ভোট প্রক্রিয়াটা হাইলাইট করেছেন তার থেকে ইসরায়েল ,ইহুদী দেরকে হাইলাইট করছেন বেশী।।

সেরা পদ্ধতিটা যার কাছ থেকেই আসুক তা অনুকরণীয় ।দ্বিমত নাই ।।কিন্তু লেখায় একটা জাতিকে যাদের সাথে রাষ্ট্রীয় ভাবে আমাদের কোনই সম্পর্ক নাই তাদেরকে এইভাবে হাইলাইট করলে একটা রঙ মেসেজ চলে আসে ।এবং এটা সরাসরিই ।...

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


ওরা শিক্ষিত, ওদের নিয়ম আমাদের থেকে ভালো; ভালো সবকিছুই অনুকরণীয়

২৮| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৩

হাফিজ বিন শামসী বলেছেন:
ভাল পদ্ধতির নির্বাচন।
তবে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নিয়ে বাংলাদেশে চালু করলে এ পদ্ধতিও বুমেরাং হয়ে যাবে।

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



স্বয়ং গণন্ত্রকে প্রায় রাজতন্ত্রে পরিণত করেছে বাংলাদেশের পার্টিগুলো; সুতরাং, ওদেরকে বাদ দিয়ে এসব ভালো কাজ করতে হবে।

২৯| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৩

বিক্রেতা বলেছেন: ইসরায়েলের সিস্টেম ভালো লাগলো, আমাদের এখানে চালু করতে পারলে খারাপ হতনা।

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা, খালেদা জিয়া ও এরশাদ, যথাক্রমে ৩৫, ৩৩ ও ৩১ বছর পার্টির সভাপতি; অল্প রাজা রাণী এতদিন রাজত্ব করতে পেরেছে!

৩০| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

বিক্রেতা বলেছেন: লেখক বলেছেন:
শেখ হাসিনা, খালেদা জিয়া ও এরশাদ, যথাক্রমে ৩৫, ৩৩ ও ৩১ বছর পার্টির সভাপতি; অল্প রাজা রাণী এতদিন রাজত্ব করতে পেরেছে!

আমি যতটুকু বুঝি, এখনো আমরা উপরোক্ত নেতাদের বিকল্প হিসেবে কাউকে চিন্তা করতে পারিনা। নতুন কেউ আসলেই তাকে বিতর্কিত করে ফেলি।

২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:



এখনো নতুন কেহ আসেনি, নতুনের মাঝে আছেন আপনি, ও আমি

৩১| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

Safin বলেছেন: ইহুদিদের মাথাগুলা ঈশ্বর প্রদত্ত . . . . সেই আইনস্টাইন থেকে আজ পর্যন্ত . .
একটা ইসরায়েলী মেয়েকে বিয়ে করে এই অভাগা বাঙ্গালী জাতিকে কিছু একটা উপহার দিতে চাই . . . . :D :D :D

২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:



ওরা বিয়ের ব্যাপারে উদার, ভালোবাসা পেলে বিয়ে করবেই।

৩২| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৩

তৌফিক মাসুদ বলেছেন: এইজন্যেই ওরা পৃথিবীর সবচেয়ে সুসংগঠিত জাতি।

নির্বাচনের এই পদ্ধতি আমার জানা ছিলনা। ধন্যবাদ আপনাকে।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


ওদের ১ কোটী ৪০ লাখের সমাজ অনেকের শত কোটী থেকেও শক্তিশালী

৩৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৪

আমিই মিসির আলী বলেছেন: বঙ্গদেশে কবে এই নীতি ফলো করা হবে! :|

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:



প্রথমে চাইতে হবে; আমরা চাওয়ার জন্য রেডি হচ্ছি

৩৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৬

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: হুদাই ইহুদি বিপক্ষে বলা আমাদের দোষ। তাহাদের কাছে শেখার শেষ নেই।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:




বাংগালীরা কিছু কল্পিত শত্রুর বিপক্ষে যুদ্ধ করে যাচ্ছেন, মনে মনে।

৩৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২০

হোসেন মালিক বলেছেন: অই মিয়া মাথায় কি ভাল জাতের গোবর দিয়ে ভর্তি করছেন? ইহুদির বাচ্চার কাছে শিক্ষা নিতে, এহ আসছে আমার গোবরগণেশ। তা এত ইহুদি প্রেম , ইসরায়েলে চলে যান না কেন? গেলে ত লাত্থি দিয়া বাইর করবে আপনাকে? যান ওদের চুমু খান।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


সভ্যতা ওদের কাছে ঋণী

৩৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৪

কচি খাঁন বলেছেন: কবি
যদি বাংলাদেশে ও হতো?

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


হবে, ফাঁকিবাঝী আর কত?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.