নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলােদেশে কিছু সিরিয়ান রিফিউজী নেয়া উচিত

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪



ব্লগে সিরিয়ান রিফিউজী বাংলাদেশে আনার জন্য কোনরূপ পোস্ট দেয়া হয়নি, মনে হয়; পোস্ট দিলে সরকার, এনজিও বা এতিমখানাগুলো কালকে কোন সিরিয়ান রিফিউজী নিয়ে আসবে না; আসলে কোনদিনই আনবে না; কিন্তু রিফিউজীদের পক্ষে একটা পোস্ট তো আসতে পারতো!

সিরিয়ানদের এই বিপদে সবচেয়ে মানবিক সাহায্য দিচ্ছে ইউরোপের দেশগুলো। যদিও তুরস্কে অনেক রিফিউজী অবস্হান করছে, রিফিউজীরা অভিযোগ করছে যে, তুরস্ক তাদের প্রতি নির্দয় ব্যবহার করছে, ও ধরে ধরে জোর করে, সীমান্তের ওপারে ঠেলে দিচ্ছে।

ইউরোপের পরে, যে দেশটিতে সিরিয়ানরা একটু শান্তির যায়গা পেয়েছে, সেটা হলো 'লেবানন'; লেবাননে এখন ১৫ লাখ সিরিয়ান রিফিউজী অবস্হান করছে; লেবাননে আরো আছে ৫ লাখ প্যালেস্টাইনী রিফিউজী; সব মিলে ২০ লাখ; আর লেবাননের নিজের লোক সংখ্যা ৪০ লাখ; লেবানন আবার আধা খৃস্টান, আধা মুসলিম দেশ।

তা'হলে, প্রতি ১০০ জন লেবানীজের মাথায় পড়ছে ৫০ জন রিফিউজী; এবার ঠেলা বুঝেন। আরও সমস্যা আছে, ১৫ লাখের মাঝে বাচ্ছা ও মায়েদের সংখ্যা বেশী; কারণ কি? কারণ হলো, যাদের গায়ে শক্তি আছে, তারা ইউরোপ যাবার জন্য গ্রীক ও তুরস্কে প্রবেশ করেছে; বাচ্ছাদের মায়ের সাথে লেবানন পাঠায়েছে। লেবাননের নিজের আছে ২৫০ হাজার ছাত্রছাত্রী; আর রিফিউজীদের স্কুল ও কলেজমুখো ছেলেমেয়ে হচ্ছে, ৪ লাখ ৫০ হাজার; ভালো, এবার এদের পড়ান!

বাংলাদেশে সাময়িকভাবে, কিছু বাচ্ছা হলেও নেয়ার দরকার, ২/১ হাজার ছেলেমেয়েকে এনে ২/১ বছর পড়ালে খারাপ হতো না; ২/১ বছরের মাঝে যুদ্ধ থেমে যাবে। ২ হাজারের বেশী বাংগালী সিরীয় রিফিউজীদের সাথে মিশে ইউরোপে ঢুকে পড়েছে; এটা হলো ঢাকার আদম ব্যাপারীদের দক্ষতার চিহ্ন; সেই দিক থেকে কমপক্ষে ২ হাজার রিফিউজী হলেও নেয়া বাংলাদেশের দায়িত্ব।

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩১

দ্যা আরিফ বলেছেন: দেশের পরিপার্শিক অবস্থার কথাটাও বিবেচনায় রাখা দরকার।লেবানন কিংবা তুরস্কের মত অবস্থানে আমরা কি আছি?আপনি অনেক পরিসংখ্যান দিয়েছেন,সাথে রেফারেন্সটা দিলে মনে হয় আরো অনেক বেশি ভালো হত।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:




রেফারেন্স দিয়ে কি করবেন, পিএইচডি করতেছেন? রেফারেন্স ব্যতিত পড়েন, নিজের উপর অকারণে বোঝা চাপায়ে দিয়েন না।

২| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩

কল্লোল পথিক বলেছেন: গাজী ভাই আপনার চিন্তার সাথে সহমত পোষণ করছি।
কিন্তু আমাদের ইসলামিক দল গুলোর কথা বলছেন!
ওরা হচ্ছে ধান্ধাবাজ।
ওদের গুরু সৌদি যদি নাখোশ হয়!

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:



ইসলামী দলগুলো কাউকে আনতে পারবে না; কিন্তু সরকারকে অনুরোধ করতে পারতো

৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৪

সচেতনহ্যাপী বলেছেন: কেন?? সিরিয়ার ব্যাপারে আমাদের কিছু করার আছে কি?? বাস্তবেই?? যারা দায়ী, তারাই প্রায়শ্চিত্য করবে, তাই না?? মিশর,
লিবিয়া,সিরিয়া,তিউনেশিয়াসহ তথাকথিত "আরব স্প্রীং"য়ের জন্য যারা দায়ী, তারাই করুক এর সমাধান।।
যেখানে আমাদের সন্তানরাই পড়ার সুযোগ পাচ্ছে না, সেখানে!!

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা আরবদের সাহায্য পেয়ে আসছে আজীবন; তদুপরি, এরার সিরিয়ানদের সাথে কিছু বাংগালী সিরিয়ান সেজে ইউরোপে গেছে।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৬

কালনী নদী বলেছেন: সহমত আছি ভাই, প্লাস দিয়ে রেখেছি।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৫৪

চাঁদগাজী বলেছেন:



বাংলদেশের সরকার অন্যদের সাহায্যের কথা এখনও ভাবছে না

৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৫৭

কালনী নদী বলেছেন: আমাদের কথাই ভাবেন না! আর অন্যদের নিয়ে চিন্তা করবেন, তাদের হয়ে আমাদের নিজে তেকে দায়িত্বশীল হওয়া উচিত।
যেমনটি আপনি!

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:০০

চাঁদগাজী বলেছেন:




ব্লগারেরাও মনে হচ্ছে, ধরে নিয়েছে যে, আমাদের আপাতত, বিশ্বের অন্যদের জন্য করার তেমন কিছু নেই; আমরা শুধু সাহায্য চাওয়ার দলে!

৬| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:০২

কালনী নদী বলেছেন: সেটাই সবাইকে ব্যতিক্রমি চিন্তা করার উদ্যোগ গ্রহণ করতে হবে। একই নীয়মে আর কত?

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা কোন কিছু নিয়ে ভাবছে না, গড্ডলিকা প্রবাহে চেসে চলেছে।


৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সিরিয় তো দূরের কথা, বরং আটকে পড়া পাকিস্তানী(যারা এখনো পাকিস্তান যেতে ইচ্ছুক) আর রোহিঙ্গাদের যত দ্রুত বাংলাদেশ থেকে পুশ ব্যাক করা যায় ততই দেশের জন্য মঙ্গল। আগে নিজে বাঁচি...

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:



বিহারীরা বিশ্বের সবচেয়ে হতভাগ্য ও খারাপ মানুষ; ভারতে মার খেয়ে এলো বাংলায়; বাংলাদেশে বাংগালীদের মারলো; তারপর সব হারালো; সরকারের উচিত ছিলো, লুকায়ে সাহায্য করে তাদের করাচী পৌঁচায়ে দেয়া; শালার সব মগজহীন বাংলাদেশ চালানো সব সময়।

৮| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৬

গেম চেঞ্জার বলেছেন: সামর্থ্য থাকলেও সম্ভব না।

২৫ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:১০

চাঁদগাজী বলেছেন:



কেন, ১৭ কোটীর দেশ কি ১/২ হাজার বাচ্ছাকে ২/১ বছর পড়াতে পারবে না?

প্রাইম মিনিস্টার বললে, ১ টা বাচ্ছা নেবে কর্ণেল ফারুক, ১টা বেগম খালেদা জিয়া, ১টা ওবায়দুল কাদের, ১টা আলম গ্রুপ, ১টা সালমান রহমান, ১টা আমি, ১ টা জয়, ১ টা প্রেসিডেন্ট, ১ টা বসুন্ধরা গ্রুপ; আর কতজন বাকী?

৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:১২

ডঃ এম এ আলী বলেছেন: খুব গুরুত্বপুর্ণ একটি বিষয়ে আলোচনার সুত্রপাত করার জন্য ধন্যবাদ । মানবিক কারণে বাংলাদেশকে সিরিয়ান রিফিউজি গ্রহন করা একান্ত জরুরী । বাংলাদেশ যদি বিপুল পরিমান রোহিংগা শরনার্থী প্রতিপালন করতে পারে তাহলে হাজার হয়েক সিরিয়ান শরনার্থীকে অাশ্রয় দেয়া খুব আ বেশী কঠীন বলে মনে হয়না । তবে সমস্যা অন্য জায়গায় হতে পারে যা জনাব গেম চেঞ্জার এর কথাতেও ফুটে উঠেছে ।
আরিফ সাহেবের চাহিদা অনুয়ায়ী নিম্মের তালিকাটি উনাকে দেয়া যেতে পারে যেখানে সিরিয়ান রিফিউজির উপরে শ খানেক রেফারেন্স আছে :

Serian Refugees
An estimated 9 million Syrians have fled their homes since the outbreak of civil war in March 2011, taking refuge in neighbouring countries or within Syria itself. According to the United Nations High Commissioner for Refugees (UNHCR), over 3 million have fled to Syria's immediate neighbours Turkey, Lebanon, Jordan and Iraq. 6.5 million are internally displaced within Syria. Meanwhile, under 150,000 Syrians have declared asylum in the European Union, while member states have pledged to resettle a further 33,000 Syrians. The vast majority of these resettlement spots – 28,500 or 85% – are pledged by Germany.

In Lebanon
Over 1.1 million Syrian refugees are in Syria, according to the United Nations. Only a very small proportion live in camps, with the vast majority dispersed in communities throughout the country.
Syrian refugees now make up over a quarter of Lebanon’s population.


List of references on serian refugees

. Click This Link 2. http://www.arabnews.com/featured/news/805236. 3. Click This Link. 4. Click This Link. 5. Click This Link. 6. Click This Link. However, some of the Syrian diplomatic representations functioned for a while longer. The Middle East Monitor explains that “Most of the countries that are hostile to the Syrian government want to close their embassies, but were confronted with the status quo whereby the Syrian state retains its international legitimacy and makes it impossible for them to do so, being the only body authorised to issue passports and official documents for its nationals.” Indeed, the Syrian embassies in Riyadh and Kuwait, for instance, only ceased activities in March 2014. Click This Link. 7. Click This Link Click This Link. 8. Click This Link. Yet, as of mid-2015, SNC’s concerns for security still hampered the new embassy from issuing and renewing passports, the most pressing need of Syrian expatriates. Click This Link. 9. On GCC states’ contribution to UNHCR, see for instance K. Young, Refugee Crisis and Economic Migration: Regional Economic Interdependence and the Arab Gulf States Washington: The Arab Gulf States Institute in Washington (AGSIW), 2015, p. 6. See also L. Al-Khatteeb, “The Gulf States Should Do More for Syrian Refugees,” Markaz, Brookings, September 30, 2015, http://www.brookings.edu/blogs/markaz/ posts/2015/09/30-gulf-states-syrian-refugees-alkhateeb. 10. http://www.arabnews.com/columns/news/804116. 11. Click This Link. 12. Adeeb Chichakli, Ambassador of the Syrian National Coalition in the Gulf States http://aawsat.com/home/ article/449411. 13. http://www.arabnews.com/news/470216. 14. This figure is difficult to assess, given the fact that the Saudi statistics on education are neither disaggregated by nationality, nor by country of citizenship and the aggregated figures of enrolment in public education for the years prior to 2011 (2007-2010) do not display a regular upward pattern. However, a very broad estimation of the “surplus” of school students in 2014 due to the enrolment of Syrian pupils can be obtained the following way: 1) calculate the 2007-2010 average rate of growth of school population; 2) apply it to the enrolment figures for the years 2011 to 2014; and 3) subtract the figure obtained (6,682,730) from the actual enrolment figure for 2014 (6,798,442). The figure of the “surplus” obtained is 115,712 students. Not
withstanding the reservations noted previously regarding the consistency of data, this method may support the claim by Saudi authorities of an incorporation of about 100,000 extra students into the country’s public education system (primary, intermediate and secondary) (Source: Chapter “Education Statistics,” Statistical Yearbooks 2007 to 2014, CDSI). 15. Click This Link. The data concern all residents, Syrians and foreign nationals. 16. The family structure of refugees in Jordan and Turkey, for instance, comprises slightly smaller numbers of individuals in the age group 60 and above (around 3 per cent) than in Syria in 2010 (6.4 percent). However, the age composition of Syrian refugees in Jordan and Turkey is similar to that of residents in Syria before the war. 17. http://english.al-akhbar.com/node/15788. 18. According to Al-Akhbar newspaper in an article dated May 2013http://english.al-akhbar.com/node/15788. Yet, the Saudi authorities denied the statements Click This Link. 19. Yemenis were among the most affected by deportations from Saudi Arabia: above 200,000 in 2013, and the deportations have continued throughout 2014, according to the General Directorate of Passports http:// Click This Link. However, a parallel movement of entries or re-entries seems to have taken place. As of late September 2015, Saudi Arabia has stopped deporting Yemenis and the country engaged in a campaign to grant undocumented Yemenis who had been in Saudi Arabia before April 9 a six-month renewable visa enabling them to work and live legally in Saudi Arabia. As of late September 2015, 460,000 Yemenis have been “regularised,” which accounts for the high number of re-entries by Yemenis. 20. http://www.refworld.org/pdfid/5135c0902.pdf. 21. http://www.arabnews.com/news/470216. 22. Click This Link. 23. http://www.arabnews.com/featured/news/805236. 24. http://www.alhayat.com/Articles/3237964/ 25. http://admissions.kau.edu.sa/SYR_1435/. 26. Click This Link. 27. Click This Link. 28. Click This Link. 29. Click This Link Click This Link and Click This Link. 30. According to the Immigration and nationality firm Fragomen: Click This Link. 31. Click This Link.
Kuwait held an amnesty for migrants in irregular situations from March 1 to June 30, 2011 (N. Shah, “Recent Amnesty Programmes for Irregular Migrants in Kuwait and Saudi Arabia: Some Successes and Failures,” Explanatory Note No. 9/2014, GLMM, 2014): in this time they could fix their status. Crackdowns on remaining migrants in irregular situation were conducted after the expiry of the grace period. The Ministry of Social Affairs and Labour stated mid-2013 that over 67,000 migrants (from all nationalities) had been stripped of their residencies in 2012, due to overstays and deportations. From April to July 2013, an additional 2,000 migrants had been deported from Kuwait due to traffic violations. Some Syrians may have been among the migrants who left at that time. 33. Yet, some Syrian nationals are under threat of deportation under the charge of “disruptions of public order” (street fights) Click This Link. 34. Click This Link. 35. Click This Link. 36. Click This Link. 37. Click This Link. Already in 2012-early 2013, parents, children, spouses were allowed in the UAE; Brothers and sisters were allowed with some difficulties. In the case of extended family members, it was simply not easy. http://english.alakhbar.com/node/15788. 38. Click This Link. 39. http://english.al-akhbar.com/node/15788. 40. Click This Link. 41. Click This Link. 42. Click This Link. 43. Click This Link. 44. Click This Link. 45. Click This Link. 46. Click This Link. 47. Click This Link. 48. Syrian dependents do not appear in published records that only display the most numerous nationalities. Syrians’ emergence in the ranking actually signals an increase in their numbers. 49. Click This Link. 50. They do not appear in official statistics, which only account for the most numerous national communities. 51. Click This Link. 52. Click This Link
Françoise De Bel-Air
Gulf Labour Markets and Migration18
53. Another, more general argument would be “the fundamental incompatibility of the Gulf political-economic model with the category of refugee”(Click This Link.) This refers to the socio-political challenge of reconciling the reception of large numbers of “refugees”, i.e., under State supervision, with the kafala “sponsorship” system, which precisely delegates to citizens the management of foreign populations. As such, the institution of sponsorship is the backbone of the social contract in the Gulf States (on kafala and demographics, see for instance pp. 154-157 in Fargues and De Bel-Air, “Migration to the Gulf States: the Political Economy of Exceptionalism”, in: D. Acosta Arcarao and A. Wiesbrock, A Global Migration: Old Assumptions, New Dynamics (Santa Barbara: ABC-CLIO), Vol. 3, 139-166.

২৫ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৮

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আপনি ডাটা যোগাড় করেছেন; আমি ছোট পোস্ট লিখি।

রোহিংগাদের কেহ নেয় না; মাত্র ১ কোটী ১০ লাখ; মুসলিম দেশগুলো ভাগ করে নিয়ে গেলে হতো।

১০| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৫

মিজানুর রহমান মিরান বলেছেন: বাংলাদেশে এদের রাখবে কোথায়! নিজের দেশে আমরা নিজেরাই তো অনিরাপদ! সেখানে কেন শুধু শুধু ওদের আরও সমস্যার ভিতর ফেলবো!

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৯

চাঁদগাজী বলেছেন:


আসলে, কোন সিরিয়ান বাংলাদেশে আসতে চাইবে না

১১| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৬

দেবজ্যোতিকাজল বলেছেন: মানবিক দিক থেকে ঠিক আছে ...... রাষ্ট্রীয় পরিকাঠাম দিক থেকে চিন্তার ব্যপার

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:



মানসিক দিক থেকে বাংগালীরা এসব নিয়ে চিন্তা করার অবস্হানে যায়নি।

১২| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৮

বিদ্রোহী চাষী বলেছেন: অনেক মনগড়া তথ্য দেন। এটা ঠিক না।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৭

চাঁদগাজী বলেছেন:


আপনার 'সিপিইউ'এর প্রসেসিং পাওয়ার নেই, মনে হয়; মাংসের দোকানে গিয়ে বদলায়ে নিয়েন।

১৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৩

অতঃপর হৃদয় বলেছেন: রাষ্ট তো আর আমাদের কথায় চলে না। জনগণ কি চায় না চায় রাষ্ট্রের সরকার সেদিকে নজর দেয় না। আপনি যেমন টা লিখেছেন সরকার এটা দেখলেও কোন কাজ করবে বলে মনে হয় না।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৪

চাঁদগাজী বলেছেন:


সরকার বর্তমানে ব্লগে কয়েকজনকে রেখেছে, তারা আগডুম বাগডুম লেখে ও কেহ সরকার বিরোধী লিখলে কোথায় যেন নালিশ করে; শেখ হাসিনার সরকার যে অবস্হায় আছে, এসব ব্যাপারে মাথা ঘামানোর অবস্হা নেই, মনে হয়।

১৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩০

দিশেহারা আমি বলেছেন: আপনি নিজেই তো রিফিউজী
ভেবে দেখেছেন কি ?

আমিও ..

২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:



আমি নিজকে রিফিউজী ভাবিনি কোনদিন।

১৫| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৭:৫৯

বাব উল হাবিব বলেছেন: বাংলাদেশে কিছু সিরিয়ান রিফিউজী নেয়া উচিৎ- সুন্দর চিন্তাধারা! আসলেও তো!

০৪ ঠা মে, ২০১৬ সকাল ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


আজীবন মানুষ থেকে সাহায্য পেয়েছে জাতি, এখন সময় হয়েছে সাহায্য করার।

১৬| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৮:১৬

বাব উল হাবিব বলেছেন: রাইট! সেদিন খুব দূরে নয়...!

০৪ ঠা মে, ২০১৬ সকাল ৮:২৪

চাঁদগাজী বলেছেন:



আমাদের সরকারের কারো মাথায় এগুলো আসবে না; আসলে সেদিন অনেক দুরে।

১৭| ২৭ শে মে, ২০১৬ রাত ৩:১৮

ভ্রমরের ডানা বলেছেন: কত কিছুই করা উচিত। কিন্তু কে করবে?

১৮| ২৯ শে মে, ২০১৬ বিকাল ৩:২৭

টুথব্রাশ বলেছেন:
গুগলে ‘নুসরাত ফারিয়ার পাদ’ লিখে সার্চ করা হয়েছে ৩ কোটি বার !

বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা কলকাতার নুসরাত ফারিয়া ২০১৫ সালের অক্টোবরের দিকে হ‍ুট করেই পরিণত হয়েছিলেন সর্বাধিক আলোচিত ইস্যুতে। তারই সুত্র ধরে এবার গুগল টপ কিওয়ার্ড হিসেবে স্থান পেলো নুসরাত ফারিয়ার নাম। গত অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৩ কোটি ৯৬ লক্ষের অধিক সময় ‘নুসরাত ফারিয়া পাদ’ লিখে গুগলে সার্চ করা হয়েছে। যার মধ্যে বাংলাদেশ থেকে সার্চ করেছে ১ কোটি ৫০ লাখ, ইন্ডিয়া থেকে ১ কোটি ৩০ লাখ এবং ইউরোপ কান্ট্রিগুলে‍া থেকে মোটমাট ১ কোটি ২৬ লাখ মানুষ !


‘শ্যুটিংয়ের সময় পাদ দিলেন নুসরাত ফারিয়া’ – এই শিরোনামে একটি নিউজ গতবছর অনলাইনে ভাইরাল হবার পর নুসরাত ফারিয়ার রাতারাতি হয়ে যান ফেমাস সুপারস্টার। এখনো অনেককেই তার পোস্টে ছবির নিচে ‘পুত পুত’ লিখে কমেন্ট করতে দেখা যায়। ব্যাপারটি বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন নুসরাত ফারিয়া। তিনি বলেন, আমি আনন্দিত। একজন অভিনেত্রী যে শুধু অভিনয় করেই মানুষকে বিনোদন দিবে, তা কিন্তু নয়। একটু ভিন্নভাবেও বিনোদন দেয়া যায়। আমি দর্শকদের বিনোদিত করতে পেরে আনন্দিত।

১৯| ১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

চন্দ্রভুক বলেছেন: পৃথিবীর প্রতিটি মানুষ যদি আপনার মত করে ভাবতো তবে পৃথিবীতে আর কোন শরণার্থী খুঁজে পাওয়া যেত না । ব্লগে পোস্ট করা আর অপরের সন্তানকে নিজের কাছে এনে পালন করা এর মাঝে অনেক তফাৎ । এই বাংলাদেশে অনেক পথ শিশু আছে যারা সিরিয়ান শরণার্থীদের চেয়েও মানবেতর জীবন যাপন করছে । তাদের জন্য একটু লিখবেন সামুতে।
আপনার মত করে ভাবতে শিখুক সবাই ।
নতুন হিসেবে আপনার লেখা গুলো অনেকতা উপভোগ করছি ।

১১ ই জুন, ২০১৬ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



পথশিশুরা আমাদের জাতীয় দায়িত্ব, তাদের নিয়ে লিখবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.