নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশে মনে হয়, ব্লগিং সাময়িকভাবে কমে আসবে

২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩১


ইউরোপ ব্যতিত, বিশ্বের বিরাট এলাকায় সরকারগুলো, সরকারের সাথে যুক্ত ব্যক্তিরা, ব্যবসায়ী, ও এক ধরণের বুদ্ধিজীবিরা নতুন শিক্ষিত লোকদের ভয় পাচ্ছে অনেকদিন থেকেই; কিন্তু কম্প্যুটিং'এর প্রসার ঘটার পর, অনেকেই খুবই চিন্তিত হয়ে পড়েছে; অনেক দেশের উঁচু শ্রেণী চাচ্ছে যে, বাকীরা টেকনিক্যাল পড়ালেখা করে একটা ক্যারিয়ার গঠন করে, ভালো আয় করে, ভালো থাকুক; সায়েন্স, ইকোনোমিকস, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সাহিত্য, সমাজবিদ্যার মত সাবজেক্টগুলো যেন বেশী পড়ানো না হয়।

এশিয়ায় একমাত্র জাপান ছাড়া অন্য কেহ রিসার্চে টাকা পয়সা খরচ করতে চাচ্ছে না; বেশীর ভাগ কলকারখানার মালিকেরা চাচ্ছে দরকারী রিচার্চ তাদের নিজেদের কন্ট্রোলে রাখতে। যদিও ভারতীয় প্রায় স্কুল আমেরিকার অনেক রিচার্চ কাজ করতো, সম্প্রতি আমেরিকা এই ব্যাপারে নিরুৎসাহিত করার শুরু করেছে।

আমেরিকা ক্রমেই শিক্ষার ফি বাড়িয়ে দিচ্ছে; আমেরিকার স্কুলে এখন চীনা, রাশিয়ান, ভারতীয় ও দক্ষিণ আমেরিকার ছাত্রটা মাস্টার্স ও পিএইচডি করছে। এবারের প্রাইমারীতে এক প্রেসিডেনসিয়াল প্রার্থী ফ্রি পড়ানোর প্রস্তাব আনায়, তাকে পরাজিত করতে ধনীরা ভয়ংকর টাকা খরচ করেছে।

আমাদের দেশে একটি শ্রেণী গড়ে উঠেছে, এরা চেস্টা চালিয়ে যাচ্ছে শিক্ষাকে ছাত্র-বান্ধব করে তুলতে; পরীক্ষার আগের রাতে পড়ে যাতে পাশ করা যয়।

ব্লগিং আমাদের দেশের কিছু মানুষকে ভয়ংকরভাবে ভয় লাগিয়ে দিয়েছে; তারা বুঝতে পেরেছে যে, ব্লগাররা ক্রমাগতভাবে সবকিছুর উপর সর্বাধুনিক ধারণা লাভ করছে, এবং তাদের ধারণাকে রিফাইন করছে ক্রমাগতভাবে; আজকে যদিও খেলাচ্ছলে অণু কবিতা লিখছে, ছোট গল্প লিখতে গিয়ে রচনা লিখে ফেলছে, ছোটখাট অংকের পাযল লিখছে, ভুল রাজনৈতিক ডেফিনেশন দিচ্ছে, কিন্তু এই চারাগাছগুলো শীঘ্রই বড় বড় বৃক্ষে পরিণত হবে; এটা কিছু মানুষের জন্য ভয়ংকর ভীতির কারণ হয়ে গেছে।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৪

কালনী নদী বলেছেন: ভাই শিরোনাম এক বিষয় আরেক, ব্যাপারটা সাংকেতিক বটে ;)
বোঝলে বোঝপাতা . . . আর না বোঝলে?
. . . তেঁজপাতা! হাহাহা।
লেখাটা আসলেই জটিল হয়েছে ভাই।

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০০

চাঁদগাজী বলেছেন:


আনুমানিক ধারণা মাত্র

২| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: ভয়ের কোন কারণ নেই এগিয়ে যান । আমাদের নতুন প্রজম্মের অসাধারণ মেধাবীদের কাছে কোন কিছুই অপ্রতিরুদ্ধ নয় । সকল বাধাকে অতিক্রম করে তারা বীর বিক্রমে এগিয়ে যাবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি ।
ঘন্টা কয়েক আগে বল্গ ও ব্লগারের নাম নিয়ে পাওয়া একটা পোষ্ট দেখে ছিলাম । পড়েও ছিলাম , অন্য কাজের ফাকে ফাকে ঐ পোষ্টের উপর লিখা মন্তব্যটা জায়গামত পোষ্ট করতে গিয়ে সেটাকে আর দেখছিনা । এটা কি সে পোষটটিরই এডিট ভারসান ? যাহোক ঐ পোষ্টটিতে ভাল প্রস্তাবনা ছিল ।
ধন্যবাদ আরো একটি ভাল লিখা উপহার দেয়ার জন্য । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৩

চাঁদগাজী বলেছেন:



আমাদের দেশ বেশ পরিবর্তনের মাঝ দিয়ে যাচ্ছে; মানুষ সব সময়, যোগ বিয়োগ করে, সভ্যতাকে সামনে নিয়ে যায়; কিন্তু সাময়িকভাবে কিছু সময়ের জন্য এক জায়গায় থেমে থাকাও সম্ভব।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৯

নতুন গেম বলেছেন: খুব ভালো একটি বিষয় তুলে ধরেছেন ।

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৫

চাঁদগাজী বলেছেন:



আসলেই?

৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪১

কালনী নদী বলেছেন: বিষয়টা বিপদজনকও বটে, কেউনা আবার বিপ্লবী টাহর করে!

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০২

চাঁদগাজী বলেছেন:




অসুবিধা নেই,গত ৪৫ বছরে, বাংলাদেশ পড়ালেখায় যতদুর পেছনে পড়েছে, বৈপ্লবিক পদক্ষেপ ব্যতিত বিশ্বকে ধরতে পারবে না।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৭

বিজন রয় বলেছেন: আপনি কি বৃদ্ধ বয়স উপভোগ করছেন?

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৮

চাঁদগাজী বলেছেন:


জ্বি

৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৮

স্টিভ অস্টিন বলেছেন: there were two disturbing groups at the beginning of 2013. one was lead by mahmudur rahman the big thief and the other were some very irritating atheists who used slang on religion without any regions, just to disturb people. mahmudur rahman claimed that all the bloggers are atheists just to save his gay jamati war criminal partners. that's the starting of negative profile of bloggers in Bangladesh. all the blogs were very rich till then, everyone you are seeing now they just get informed from facebook that there are some blog, that's why they writing rubbish like they used to write in facebook.

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৯

চাঁদগাজী বলেছেন:




মাহমুদুর রহমানেরা জন্ম নেয় পৃথিকে পেছনে টানার জন্য

৭| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২১

কালনী নদী বলেছেন: ভাই stone cold steve austin আমি আপনার অন্ধ ফেন তবে কেন জানি আপনার লেখার প্লটটা ইরানি ছবি জিনের কাহিনী সংক্ষেপের সাথে অনেকটাই যায়। আমি সেটা এখানে তুলে দড়ছি-
Plot outline
In the beginning, three were created.

Man made of clay.

Angels made of light.

And a third made of fire.

For centuries, stories of angels and men have captured the imagination and been etched into history crossing all boundaries of culture, religion and time. These two races have dominated the landscape of modern mythology, shrouding the evidence that a third was ever created.

This third race, born of smokeless fire, was named the jinn.

Modern man has all but forgotten this third race ever existed.

It is time for him to remember.

i just seeing a very little similarity between your comment and that article. (thats it nothing else' enjoy bro!)

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩

চাঁদগাজী বলেছেন:



মনে হচ্ছে, স্টিভ অস্টিন আর ফিরে আসেনি পোস্টে!

৮| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩১

মিজানুর রহমান মিরান বলেছেন: আজকে যদিও খেলাচ্ছলে অণু কবিতা লিখছে, ছোট গল্প
লিখতে গিয়ে রচনা লিখে ফেলছে, ছোটখাট অংকের পাযল লিখছে, ভুল
রাজনৈতিক ডেফিনেশন দিচ্ছে, কিন্তু এই চারাগাছগুলো শীঘ্রই বড় বড় বৃক্ষে পরিণত হবে; এটা কিছু মানুষের জন্য ভয়ংকর ভীতির কারণ হয়ে গেছে।


কথা কিন্তু সত্য।

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:



সত্যি হওয়ার সম্ভাবনা বেশী।

১৯৭২ সাল থেকে দেশের মানুষকে পড়তে দিলে, দেশ আজ ব্রাজিল বা মালয়েশিয়া থেকে ভালো করতো।

৯| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৬

আজমান আন্দালিব বলেছেন: রিচার্চ!?
রিসার্চ।

১০| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৫

কায়েশ খান বলেছেন: চিন্তার খোরাক বটে!

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:




সরকারের মাঝে কিছু ডাইনোসর আছে, ওরা নতুন কিছু বুঝে না

১১| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক দেশের উঁচু শ্রেণী চাচ্ছে যে, বাকীরা টেকনিক্যাল পড়ালেখা করে একটা ক্যারিয়ার গঠন করে, ভালো আয় করে, ভালো থাকুক; সায়েন্স, ইকোনোমিকস, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সাহিত্য, সমাজবিদ্যার মত সাবজেক্টগুলো যেন বেশী পড়ানো না হয়।"

ব্লগিং আমাদের দেশের কিছু মানুষকে ভয়ংকরভাবে ভয় লাগিয়ে দিয়েছে; তারা বুঝতে পেরেছে যে, ব্লগাররা ক্রমাগতভাবে সবকিছুর উপর সর্বাধুনিক ধারণা লাভ করছে, এবং তাদের ধারণাকে রিফাইন করছে ক্রমাগতভাবে; আজকে যদিও খেলাচ্ছলে অণু কবিতা লিখছে, ছোট গল্প লিখতে গিয়ে রচনা লিখে ফেলছে, ছোটখাট অংকের পাযল লিখছে, ভুল রাজনৈতিক ডেফিনেশন দিচ্ছে, কিন্তু এই চারাগাছগুলো শীঘ্রই বড় বড় বৃক্ষে পরিণত হবে; এটা কিছু মানুষের জন্য ভয়ংকর ভীতির কারণ হয়ে গেছে।"

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:




আপনি কি চাচ্ছেন যে, আমি আমার লেখা কয়েকটি লাইন আবার পড়ি?

১২| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

গেম চেঞ্জার বলেছেন: ধারণা বাস্তবিক! ধনীরা সমাজের গতিপথ পর্যবেক্ষণ করছে।

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:




ওরা সব সময় করে আসছিল, এখন জঘন্য অবস্হা; যখন ৩য় বিশ্বের মানুষ বাড়ছে হুহু করে।

বার্নি সেন্ডারস পড়ালেখা ফ্রি করে দিতে বলাতে, হলিউডের কয়েকজন মিলে ১ ঘন্টায় হিলারী ক্লিনটনের জন্য ১৫ মিলিয়ন ডোনেশন করেছে; এগুলো ভয়ংকর।

১৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: কথাগুলো ভালো লেগেছে ।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:




ওকে

১৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫

যুগল শব্দ বলেছেন:
ভাবনার বিষয় বটে ! ++

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:



শিক্ষিত হিসেবে অনেক দায়িত্ব নিতে হবে

১৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৭

প্রামানিক বলেছেন: চিন্তার বিষয় বটে। ধন্যবাদ

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:



কয়েকটা ব্লগে গরু ছাগলও নেই।

১৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১২

অতঃপর হৃদয় বলেছেন: কমবে না আর যদিও কমে আমরা ব্লগিং ছাড়বো না। তবে গুরুত্ব পূর্ণ কথার জন্য ধন্যবাদ

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:



২০০৯ সাল থেকে ২০১৩ সাল অবধি যেই পরিমাণ তরুণদের মাঝে ব্লগিং নিয়ে উৎসাহ দেখা গিয়েছিল; এখন সেটার পরিমাণ খুবই কম; যদিও এই সময়ের মাঝে তরুণদের হাতে এসেছে অনেক কম্প্যুটার।

তদুপরি, ব্লগে লেখার প্যাটার্ণ বদলে যাচ্ছে; ক্রমেই অনেকে প্রয়োজনীয় বিষয়ে লিখছেন না।

১৭| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০

মুসাফির নামা বলেছেন: সেক্ষেত্রে আপনাকে নিয়েই ভয়, যেভাবে একের পর এক প্রস্তাব দিচ্ছেন।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:



আমি কোন প্রস্তাব দিচ্ছি না; আমি নতুন জেনারেশনের মনে আসার মত কিছু ভাবনাকে মতামতের জন্য তুলে ধরছি পোস্টে।

১৮| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩০

অগ্নি সারথি বলেছেন: চারাগাছগুলো শীঘ্রই বড় বড় বৃক্ষে পরিণত হবে; এটা কিছু মানুষের জন্য ভয়ংকর ভীতির কারণ হয়ে গেছে। সহমত।
ডিজিটালাইজেশনের যুগে একসময় অনলাইন লেখালেখি গুলোই হবে স্টোর হাউজ অফ নলেজ। জ্ঞান এখানেই উতপাদন হবে, এখানেই এর চর্চা হবে এবং এখান থেকেই ডেসিমিনেট হবে। কাজেই এর নিয়ন্ত্রনটা জরুরী।

পোস্টে ভালোলাগা।

২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:



আমাদের সরকারের পেছনে-পড়া ও সমাজে পেছনে-পড়া মানুষেরা ব্লগের বিপক্ষে চলে গেছে।

১৯| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ব্লগ হয়তো তেমে যাবেনা তার অন্যএকটা রুপ হয়তো দেখব যেমনটি আমরা আগে ব্লগ দেখিনাই।

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


থামবে না, নতুন উৎসাহীর সংখ্যা কমবে।

২০| ০৪ ঠা মে, ২০১৬ রাত ২:২৯

আনোয়ারুল করিম বলেছেন: মূল কথা বলতে গিয়ে বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে 'রূপক' দিয়ে ভালোই করেছেন। আসলে মূল কথা হলো-- ব্লগিংয়ে বাংলাদেশের মানুষের ওপর ভীতি কার্যকরভাবেই ছড়িয়ে দিয়েছে ওরা...

০৪ ঠা মে, ২০১৬ ভোর ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


আপাতত: ওরা সাকসেসফুল।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.