নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব ভয়ানক ভংগুর অবস্হায়, এ সময়ে কোন যুদ্ধ বিগ্রহ বিশ্বের সহ্যের বাহিরে

০৫ ই মে, ২০১৬ সকাল ৭:০৩



মানব সভ্যতার ইতিহাসে, পৃথিবীতে সবচেয়ে বেশী মানুষ বাস করছে আজ, সোয়া ৭ বিলিয়ন; এবং পৃথিবীতে প্রচুর মানুষ প্রয়োজনের বেশী ভোগ করছে; ফলে, বর্তমান সময়ে প্রচুর মানুষের জীবনের মান নীচুতে অবস্হান করছে; সাথে সাথে আগামী দিনের মানুষের অনেক সম্পদ আজকে অকারণ বিলাসিতায় নিশেষ হচ্ছে।

আজকে এশিয়া, আফ্রিকা ও দ: আমেরিকায় বেশীর ভাগ দেশে মানুষ ও সরকারের মাঝে সুসম্পর্ক নেই, কোন বাঁধন নেই; অনেক দেশের মানুষ তাদের সরকার ও একটা বিশেষ শ্রেণী কর্ত্তৃক পরিত্যক্ত হয়েছে।

একটা উদাহরণ, সিরিয়া; সিরিয়ার মানুষ সারা ইউরোপে ছড়ায়ে পড়েছে, এরা সিরিয়া বিরোধী নয়, এরা যুদ্ধ থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে গেছে মাত্র; সিরিয়ার সরকার ত্রি-মুখী যুদ্ধ করছে নিজে টিকে থাকার জন্য; তারা জানে যে, তাদের মানুষ পালায়ে গেছে, তারা জানে কোথায় গেছে; কিন্তু সিরিয়ার সরকার বিদেশী সরকারগুলোকে কোনভাবে অনুরোধ উপরোধ করছে না, তাদের মানুষগুলোকে সাময়িকভাবে সাহায্য করতে; সাধারণ মানুষ নিয়ে কোন মাথা ব্যথা দেখায়নি সরকার; মানুষ নিজের চেস্টায় অন্যদের সাহায্যে বাঁচতে চেস্টা করছে।

আফগানিস্তানের সরকারের সাথে মানুষের কোন বাঁধন নেই; একই অবস্হা লিবিয়া, ইরাক, ইয়েমেনে। এমন কি পাকিস্তান, বাংলাদেশ, চীন, ফিলিপাইন তদের দরিদ্র অংশের খোঁজ রাখে না।

সিরিয়ার সরকার যেভাবে নিজের সাধারণ মানুষকে বাঁচানোর কোন চেস্টা না করে, শুধু নিজেদের ছোট একটা গ্রুপকে নিয়ে টিকে থাকার চেস্টা করছে, একই অবস্হা ঘটবে পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মিশরে।

এই মহুর্তে ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়া ব্যতিত সারা পৃথিবীতে সরকারগুলো ও সাধারণ মানুষের ভেতর শক্ত বাঁধন নেই; এখন যদি নেপোলিয়ন বা হিটলারের মতো কেহ উদয় হয়, বিশ্ব পুরোপুরি দুর্যোগের মাঝে পড়ে যাবে।

রানসফেল্ড, ডিক চেইনী ও বুশ ভয়ানক অবস্হার সৃস্টি করে গেছে; আশা ছিল ওবামা পৃথিবীতে শান্তি ফিরায়ে আনতে পারবে; কিন্ত তা ঘটেনি; ঠিক এই সময়ে, আমেরিকা প্রথমবার খুবই কম-রাজনৈতিক-দক্ষ ক্যানডিডেট নিয়ে নির্বাচন করতে যাচ্ছে।



মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৬ সকাল ৮:২৪

গোধুলী রঙ বলেছেন: মানুষের পরস্পর বাধন তৈরী হয়, এটাই মানুষের এবং প্রানীজগতের অল্প কিছু প্রানীর বিশেষ বৈশিষ্ট্য। এই ব্যাপারটাকে বলে "এম্প্যাথি" বা সহমর্মিতা। এটা মানুষের ব্রেইনে অটোমেটিক ডেভেলপড হয় যখন ব্রেইন বিশ্রামে/আইডেল মোডে থাকে। কিন্তু আধুনিক মানুষের সেই সময়টা কই, চাকরী-সংসার-পার্টি-সিওসি-ফেসবুক, এইতো এখনকার লেখাপড়া জানা মানুষের জীবন। যে শ্রেনীর প্রয়োজন ছিলো, নিজে শিক্ষিত হয়ে আশেপাশের মানুষের সেবা করা সেই শ্রেনী আজ এইভাবে টাইম পাস করছে, আর যারা পৈত্রিকসূত্রে মিলিওনিয়ার/বিলিওনিয়ার তারা আছে নারী আর প্রমোদতোরী নিয়ে। মানুষে-মানুষে বন্ধন দিনে দিনে আলগা হয়ে যাচ্ছে দুনিয়াব্যাপি, এই জন্যই তো, একজন আরেকজনকে চাপাতি দিয়া কুপাইতেছে তো একদেশের সেনা আরেক দেশকে মাটির সাথে মিশিয়ে দিতে কুন্ঠাবোধ করে না। বিশ্বের মেজরিটি গরীব মানুষের কাছে এই অবস্থা যুদ্ধের চেয়ে কম কি!!

০৫ ই মে, ২০১৬ সকাল ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষকে গড়ে ১০/১২/১৪ ঘন্টা কাজ করতে বাধ্য করছে সামান্য বাংলাদেশের সরকার নামক বানরগুলো; ফলে, মানুষ নিশ্বাস নিতে পারছে না।

এশিয়া আফ্রিকার বেশীর ভাগ দেশের সরকারগুলো মানুষের সাথে ভোটের সময় ব্যতিত কথাই বলছে না।

২| ০৫ ই মে, ২০১৬ সকাল ৯:১২

মোস্তফা ভাই বলেছেন: এখন শুরু হয়ে গেছে "survival of the fittest" এর খেলা।

০৫ ই মে, ২০১৬ সকাল ১০:২৫

চাঁদগাজী বলেছেন:



বহু জাতি ক্রমে যাযাবর হয়ে যাবে

৩| ০৫ ই মে, ২০১৬ সকাল ৯:১৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । সময়ের দাবীতে এটি একটি অতি মুল্যবান দুরদৃস্টি সম্পন্ন রাজনৈতিক নিবন্ধ । সত্যিকার অর্থেই পৃথিবীটা একটি বড় ধরণের বিপর্যের মধ্যে পরতে যাচ্ছে । নিবন্ধটি পাঠে আমার তো মনে হচ্ছে আমেরিকা বিশ্বজুরে বিশাল মাপের অস্থিতিশীলতা ঢেকে আনবে অথবা বিশ্ববাসিকে নিয়ে Backward or De-evolution এর দিকে হাটবে যেমনটি নীচের চিত্রে দেখা যায় ।
Backward or De-evolution

০৫ ই মে, ২০১৬ সকাল ১০:২৭

চাঁদগাজী বলেছেন:




আমেরিকায় কিছু মানুষ মানসিক রোগের শিকারে পরিণত হচ্ছে বেশী কাজ করে; ওরা আবার ক্ষমতার আশেপাশে থাকতে চায়।

৪| ০৫ ই মে, ২০১৬ সকাল ১০:৩৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপ্নার প্রতিটি পোষ্ট পড়ি অফলাইনে এসে। ব্লগিং বিষয়ক হতাশা ও বর্তমান বাস্তবতায় ব্লগে আসিনা। কেন জানি মনে হয়, বনের মোষ তাড়িয়ে লাভ কি। এই পোস্টে কমেন্ট না করে পার্লামনা।
আপনার বর্নিত এই যে পরিস্থিতি তার থেকে আমাদের জিবদ্বশায় মুক্তি নেই মনে হয়। হতাশা বাড়ছেই। হতাশার পরিমান বাড়লে মানুষের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়।

০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:



জীবন একবারই; সুতরাং, সাধ্যানুসারে আমাদের পৃথিবীকে আমাদের মতো করার জন্য চেস্টা চালিয়ে যেতে হবে। বিশ্ব বিভিন্ন সাইকেলের মাঝ দিয়ে গিয়েছে, এবারের এই সাইকেলটা বেশী কস্টকর; কারণ, মানুষের বুঝার ক্ষমতা এখন সর্বকালের শিখরে।

৫| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৯

দেবজ্যোতিকাজল বলেছেন: যুদ্ধ হিংসা মানুষের জন্য না

০৫ ই মে, ২০১৬ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


সেটা মহাপুরুষদের বাণী; আপনিও কি মহাপুরুষ?

৬| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৮

মুসাফির নামা বলেছেন: আজকের লেখাটা সত্যি বাস্তব অনুভূতি থেকে লেখছেন।এত সমস্যা জিয়ে রেখে বিশ্বে শান্তি আসতে পারেনা। অবশ্য লাইক আজকের লেখায়।

০৫ ই মে, ২০১৬ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:



আমাদিগকে নিজের অবস্হান নির্ণয় করতে হবে বারবার।

৭| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

মুসাফির নামা বলেছেন: যে অবস্থা বুশ সৃষ্টি করেছে,ওবামা হত সেখান থেকে বের হবার কিছুটা চেষ্টা করেছে,তবে আমেরিকায় প্রেসিডেন্টই সব নয় বরং ভারসাম্য আনতে গিয়ে সৃষ্টি করেছে দায়িত্ব জ্ঞানহীন দায়েশকে।বাস্তব অবস্থা আরো জটিল,লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে বোম ফেলে,সে সব পরিবারের কেউ না কেউ বেচেঁ আছে নিশ্চয়ই। আর রাশিয়া নিচ্ছে এখান থেকে ফায়দা, ইরান নিজেকে টিকিয়ে রাখতে সুন্নি দেশগুলোতে বিদ্রোহকে উসকিয়ে দিচ্ছে। ধর্ম কোন সমস্যাই না,তবে এটাকে সবাই ব্যবহার করছে যার যার মত ব্যাখ্যা দিয়ে।

০৫ ই মে, ২০১৬ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:



ওবামা যেহেতু সক্ষম হয়নি, ভবিষ্যত অনিশ্চিত।

আমরাও নিজের সরকারের উপর ভরসা করতে পারছি না; তেমনি এশিয়া ও আফ্রিকার বেশীর ভাগ মানুষ সরকার থেকে বিচ্চিন্ন; ফলে, বিশাল পরিমাণ মানুষ কোন প্রকার 'রক্ষা বলয়ের' মাঝে নেই।

৮| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

তৌফিক মাসুদ বলেছেন: ওরা বাচতে আমাদের মারবে এটাই ওদের পলিসি। ওদের এক কুকুরের খরচ আমাদের পরিবারের মাসিক খরচের চেয়েও বেশি। তাও আমরাই খারাপ ওরা ভাল।

শুভকামনা আপনাকে।

০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:



বিশ্ব একটি ভয়ানক সাইকেলে প্রবেশ করেছে; এটার থেকে বেরিয়ে আসার জন্য বিশ্ব ব্যাপী ফ্রী পড়ালেখা হয়তো সমাধান।

৯| ০৫ ই মে, ২০১৬ রাত ১০:৪৯

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: বিশ্ব ভারাক্রান্ত মানব স্রিস্ট ক্রমাগত সামরিক এবং পরিবেশ গত বিপর্যয়ে। বিশ্বেরই আজ সার্ভিসিং দরকার, সে বড়ই ক্লান্ত, মানবের কাছে পরাজিত।

০৫ ই মে, ২০১৬ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:


আপনি সঠিকভাবে বলেছেন, মানুষের একটা অংশ আমাদের বাসস্হান, আমাদের গ্রহকেই আহত করে ফেলেছে; আমাদের গ্রহকে এদের হাত থেকে রক্ষার জন্য নতুন ভাবনার দরকার।

১০| ০৫ ই মে, ২০১৬ রাত ১০:৫২

চিক্কুর বলেছেন: কে জানে ,আমাদের সামনে কি অপেক্ষা করছে?

০৫ ই মে, ২০১৬ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:


ঘুরেফিরে আমরা ভালো দিকে যাবো; কারণ, মানুষ সব সময় ভালো কিছু করটে চায়।

১১| ০৫ ই মে, ২০১৬ রাত ১১:১১

মুছাফির বলেছেন: জীবনটা আমাদের; তাই শাসকের চিন্তা নেই। তারা ভোগ করে যাবে। আমরা ভুক্তভোগী হয়ে যাবো।

০৫ ই মে, ২০১৬ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:



যেহেতু রাজতন্ত্র আর নেই, আমাদেরকে চেস্টা করতে হবে, শাসন ক্ষমতাকে নিজেদের অধীনে রাখার।

১২| ০৬ ই মে, ২০১৬ রাত ১২:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমেরিকার সাথে যারা বেয়াদবি করতো তারা সবাই এখন আর নেই। সাদ্দাম, গাদ্দাফি,ওসামা। এখনো টিকে আছে কিম জং উন। মুসলিম না হওয়াতে কিম জং রে গুনাতেও রাখে না আমেরিকা। বাকী থাকলো ইরান। ইরানই শুধুমাত্র আমেরিকার জিগির দোস্ত ইসরাইলের জন্য হুমকিস্বরূপ। তবে ইরানে গণতন্ত্র থাকাতে আমেরিকা চাইলেই কোন যুদ্ধ বাধাতে পারবে না। ট্রাম্প ক্ষমতায় এলে মুসলিমদের মধ্যে যদি hate crime শুরু হয় তাহলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে...

০৬ ই মে, ২০১৬ রাত ১২:১৯

চাঁদগাজী বলেছেন:



সৌদীরা ভয়ে ইরাকের পতন ঘটায়েছে বুশ, চেইনী , রামসফেল্ডের সাহায্য নিয়ে; সৌদীরা এখন ইরানের ভয়ে ঘুমাতে পারছে না; ইরানের উচিত নিজকে সংযত করা, গায়ে পরে নিজের ধ্বংশ ডেকে না আনা; সৌদীরা মরিয়া হয়ে ইরানকে শেষ করাবে।

১৩| ০৬ ই মে, ২০১৬ রাত ১২:৩৫

রাফা বলেছেন: আমরা আমাদের রাষ্ট্র ব্যাবস্থায় চেক এন্ড ব্যালেন্সের কথা বলি।অথচ বৈশ্যিক বিচারে সেটা আরো বেশি প্রযোজ্য।সেটাই নষ্ট হয়ে গেছে।এখন অন্যায় ও অনৈতিকতার বিরুদ্ধে কথা বলার কেউ নেই।সমগ্র পৃথিবীটাই পরিচালিত হোচ্ছে ক্ষমতা ও অর্থের দন্ডে ।আর সেই অসম প্রতিযোগিতার নামে চলছে অনৈতিক কার্যকলাপ।এখন আর দেশ ও জাতি নিতী নৈতিকতা দিয়ে পরিচালিত হয়না।ভবিষ্যত পৃথিবীকে আরো ভয়ংকর অবস্থা মোকাবেলা করতে হবে।
সেই যুদ্ধে থাকবেনা কোন শত্রুমিত্র।সবাই শুধু নিজেকে নিয়েই ব্যাস্ত থাকার কুফল মাত্র পেতে শুরু করেছি।

ধন্যবাদ,চাদগাঁজী।

০৬ ই মে, ২০১৬ সকাল ৭:০৩

চাঁদগাজী বলেছেন:



এশিয়া ও আফ্রিকা রক্তে ভেসে যাবে, নিজেরাই রক্ত ঝরাবে, যদি না শিক্ষিতরা সাহস করে রাজনীতিতে না নামে।

১৪| ০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৪১

মিজানুর রহমান মিরান বলেছেন: গাজী ভাই দিমিত্র এটা কেডা? ব্যাপার কি বুঝলাম না!
লেখায় নো কমেন্টস!

১৫| ১২ ই মে, ২০১৬ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন: মানব সভ্যতার ইতিহাসে, পৃথিবীতে সবচেয়ে বেশী মানুষ বাস করছে আজ, সোয়া ৭ বিলিয়ন; এবং পৃথিবীতে প্রচুর মানুষ প্রয়োজনের বেশী ভোগ করছে; ফলে, বর্তমান সময়ে প্রচুর মানুষের জীবনের মান নীচুতে অবস্হান করছে; সাথে সাথে আগামী দিনের মানুষের অনেক সম্পদ আজকে অকারণ বিলাসিতায় নিশেষ হচ্ছে।

আজকে এশিয়া, আফ্রিকা ও দ: আমেরিকায় বেশীর ভাগ দেশে মানুষ ও সরকারের মাঝে সুসম্পর্ক নেই, কোন বাঁধন নেই; অনেক দেশের মানুষ তাদের সরকার ও একটা বিশেষ শ্রেণী কর্ত্তৃক পরিত্যক্ত হয়েছে।

একটা উদাহরণ, সিরিয়া; সিরিয়ার মানুষ সারা ইউরোপে ছড়ায়ে পড়েছে, এরা সিরিয়া বিরোধী নয়, এরা যুদ্ধ থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে গেছে মাত্র; সিরিয়ার সরকার ত্রি-মুখী যুদ্ধ করছে নিজে টিকে থাকার জন্য; তারা জানে যে, তাদের মানুষ পালায়ে গেছে, তারা জানে কোথায় গেছে; কিন্তু সিরিয়ার সরকার বিদেশী সরকারগুলোকে কোনভাবে অনুরোধ উপরোধ করছে না, তাদের মানুষগুলোকে সাময়িকভাবে সাহায্য করতে; সাধারণ মানুষ নিয়ে কোন মাথা ব্যথা দেখায়নি সরকার; মানুষ নিজের চেস্টায় অন্যদের সাহায্যে বাঁচতে চেস্টা করছে।

আফগানিস্তানের সরকারের সাথে মানুষের কোন বাঁধন নেই; একই অবস্হা লিবিয়া, ইরাক, ইয়েমেনে। এমন কি পাকিস্তান, বাংলাদেশ, চীন, ফিলিপাইন তদের দরিদ্র অংশের খোঁজ রাখে না।

সিরিয়ার সরকার যেভাবে নিজের সাধারণ মানুষকে বাঁচানোর কোন চেস্টা না করে, শুধু নিজেদের ছোট একটা গ্রুপকে নিয়ে টিকে থাকার চেস্টা করছে, একই অবস্হা ঘটবে পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মিশরে।

এই মহুর্তে ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়া ব্যতিত সারা পৃথিবীতে সরকারগুলো ও সাধারণ মানুষের ভেতর শক্ত বাঁধন নেই; এখন যদি নেপোলিয়ন বা হিটলারের মতো কেহ উদয় হয়, বিশ্ব পুরোপুরি দুর্যোগের মাঝে পড়ে যাবে।

রানসফেল্ড, ডিক চেইনী ও বুশ ভয়ানক অবস্হার সৃস্টি করে গেছে; আশা ছিল ওবামা পৃথিবীতে শান্তি ফিরায়ে আনতে পারবে; কিন্ত তা ঘটেনি; ঠিক এই সময়ে, আমেরিকা প্রথমবার খুবই কম-রাজনৈতিক-দক্ষ ক্যানডিডেট নিয়ে নির্বাচন করতে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.