নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্যালেস্টাইন: প্রতিশোধ-পরায়নতার আড়ালে ঢাকা পড়ে গেছে স্বাধীনতা

০৯ ই জুন, ২০১৬ রাত ৮:৩১



গত বুধবার ২ জন প্যালেস্টাইনী তেল-আভিভের সেরোনা বাজারে গুলি করে ৪ জন ইহুদীকে হত্যা করেছে ও ৫ জনকে আহত করেছে; আক্রমণের সময় প্যালেস্টাইনীগণ ইহুদীদের ছদ্মবেশ পরিধান করেছিল; একজন আক্রমণকারী আহত হয়েছে।

এ বছর, প্যালেস্টাইনীদের আক্রমণে ৩২ জন ইহুদী ও ২ জন আমেরিকান প্রাণ হারায়েছে; একই সময়ে, ইসরায়েলী পুলিশের গুলিতে ১৯৬ প্যালেস্টাইনী প্রাণ হারায়েছে। নিহত ইহুদী পরিবারের লোকেরা সরকারের কাছে আবেদন করেছে, ওয়েস্ট ব্যাংক দখল করে নেয়ার জন্য; অপরদিকে লেবাননের এক ইমাম নিহত প্যালেস্টাইনীদের শহীদ ঘোষণা করেছে।

ইসরায়েলী পুলিশ প্যালেস্টাইনী শ্রমিক ও উপসনাকারীদের ইসরায়েলে প্রবেশ বন্ধ করে দিয়েছে; এতে ৫০ হাজারের বেশী শ্রমিক আয় থেকে বন্চিত হবে।

এই ধরণের হত্যাকান্ডের পেছনে কি কাজ করছে? স্বাধীনতা প্রাপ্তি, না প্রতিহিংসাপরায়নতা? যুদ্ধ করে, বা ইহুদীদের হত্যা করে প্যালেস্টাইনের স্বাধীনতা পাওয়া আর সম্ভব নয়; ইসরায়েল ভয়ংকর শক্তিশালী দেশ। সর্বশেষ যুদ্ধ হয়েছিল ৩ জন ইহুদী বাচ্ছাকে হত্যা করাকে কেন্দ্র করে; তাতে প্রাণ হারায়েছে ২৩০০ প্যালেস্টাইনী, আহত হয়েছে ৩০০০, ৫০ বিলিয়ন ডলারের ঘরবাড়ী বিনস্ট হয়েছে।

প্যালেস্টাইনের স্বাধীনতা পাবার কোন উপায় আছে কিনা? মনে হয়, একটা উপায়, নিরস্ত্রীকরণ, সব প্যালেস্টাইনীকে নিরস্ত্রীকরণ।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৬ রাত ৮:৪২

কল্লোল পথিক বলেছেন:




পিতৃ ভূমি হারানোর কি যন্ত্রনা,
তা শুধু প্যালেস্টানীরা জানে।

০৯ ই জুন, ২০১৬ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:



প্যালেস্টাইন কখনো স্বাধীন ছিল না। গত ৫০০ বছর ছিল ওসমানিয়া সাম্রাজ্য, তারপর বৃটিশ কলোনী

২| ০৯ ই জুন, ২০১৬ রাত ৮:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ইসরায়েল এর সাথে শক্তির খেলা দেখাতে গিয়ে নিজেদেরই ক্ষতি করছে ফিলিস্তিন । পারস্পরিক সমঝোতাই কি সমস্যার সমাধান আনতে পারে না?

০৯ ই জুন, ২০১৬ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:




সমঝোতার চুক্তি হয়েছে ১৯৯৩ সালে, অসলোতে; ৩টি ব্যাপারে প্যালেস্টাইনীরা ও ইহুদীরা অনড় (১) রিফিউজীদের আগের বাড়ীতে ফিরে যাওয়া (২) হত্যাকান্ড বন্ধ (৩) জেরুযালেম হবে স্বাধীন নগরী

৩| ০৯ ই জুন, ২০১৬ রাত ৯:১৩

শেয়াল বলেছেন: ঈহুদীরা খারাপ

০৯ ই জুন, ২০১৬ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:




ইহুদীরা নবীজীকে মদিনায় আশ্রয় দিয়েছিলেন; খারাপ হবে কেন? নিউইয়র্কে অনেক বাংগালী ইহুদীদের সাথে কাজ করে।

৪| ০৯ ই জুন, ২০১৬ রাত ৯:২১

কালনী নদী বলেছেন: সব প্যালেস্টাইনীকে নিরস্ত্রীকরণ। এইটার সাথে আমি সহমত না, চাঁদজী!!!
শেয়ালের সাথে এখানে আমিও একমত ইহুদিরা খারাপ। তারপরেও হাতের পাঁচ আঙ্গুল সমান না।
আপনার সংবাদ উপস্থাপনের নীরপেক্ষতা লক্ষনীয় তারপরেও আরেকটু সতর্ক হতে হবে এসব সেনসিটিভ বিষয়গুলার প্রতি।
সর্বশেষ যুদ্ধ হয়েছিল ৩ জন ইহুদী বাচ্ছাকে হত্যা করাকে কেন্দ্র করে; তাতে প্রাণ হারায়েছে ২৩০০ প্যালেস্টাইনী, আহত হয়েছে ৩০০০, ৫০ বিলিয়ন ডলারের ঘরবাড়ী বিনস্ট হয়েছে। এখানে পেলেস্টাইনদের ক্ষতিটাই বেশী হচ্ছে দেখা যাচ্ছে।

০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:



অস্ত্র থাকে রাস্ট্রের অনুমোদিত বাহিনীর কাছে; প্যালেস্টাইনে যে চাচ্ছে সে অস্ত্র পাচ্ছে লেবানন, সিরিয়া ও ইরান থেকে; মনে ক্ষভ ও হাতে অস্ত্র; ভয়ংকর।

গত যুদ্ধ হয়েছিল গাজায়; গাজা ২২ মাইল লম্বা ও ৫ মাইল প্রশস্ত, সেখানে বাস করে ২ মিলিয়ন মানুষ; সেখান থেকে কিভাবে রকেট আক্রমণ করা সম্ভব, যে রকেট কোথায় যাচ্ছে কেহ জানে না।

অস্ত্রই সমস্যা

৫| ০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৪৪

মহা সমন্বয় বলেছেন: ইহুদী/ইসরাইল নিয়ে আর বিস্তারিত জানতে চাই। ইদানিং ইহুদি/ইসরাইল নিয়ে বেশ কিছু গুজব শুনছি..
ইসরাইল নাকি পুরো বিশ্বা নিয়ন্ত্রণ করে? বাংলাদেশের রাজনৈতিক,অর্থনৈতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নাকি ইসরাইলের হাত থাকে.. ইত্যাদি ইত্যাদি.. আরও বিভিন্ন গুজব শুনতে পাই।

০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


১ কোটী ৪০ লাখ ইহুদী বিশ্বের ৭২৫ কোটীকে নিয়ন্রন করে? ওরা কি সুপারম্যান?

ওরা পড়ালেখা করছে মুসা নবীর আমল থেক, তারা শিক্ষিত ও পরস্পরকে সাহায্য করে; ওদের মাঝে বিল গেইট নেই, সাথে সাথে বস্তিবাসীও নেই।

৬| ০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৪৪

মোস্তফা ভাই বলেছেন: ইসরায়েলের কারণে আরবে এখনও সন্ত্রাসীরা ভয়ে দিন কাটায়। আমি চাই ইসরায়েল বল প্রয়োগ করে ফিলিস্তিনি মূর্খ দের দমন করুক।

০৯ ই জুন, ২০১৬ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:





ইসরায়েলের উচিত নিজেদের তত্বাবধানে প্যালেস্টাইনকে স্বাধীনতা দেয়া; ১০ বছর সাহায্য করা।

৭| ০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৪৫

কালনী নদী বলেছেন: চ৭াদ জ্বি ৭১ হাতে অস্ত্র তুলে না নিলে আজকে হয়তো আপনি আমি আর বাংলাতে লিখতে হত না!!!!
যুদ্ধে আরেক দেশ দূর্বলকে সহায়তা করবে এটাই স্বাভাবিক। আমার মনে হয় পেলেস্তানিদেরকে নিজেদের স্কধিনতা ফিরিয়ে আনতে অস্ত্রের কোন বিকল্প নেই।

০৯ ই জুন, ২০১৬ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:




'৭১ সালে অস্ত্র হাতে নিয়ে আমরা ৯ মাসে স্বাধীন হয়েছি; োরা ১২টি রাস্ট্র পরাজিত হয়েছে, ৬৭ বছর যুদ্ধ করছে, আর কত?

আপনি ভুল করছেন; ইয়াসির আরাফাত যখন অস্ত্র দিয়ে পারেনি, আর কেহ পারবে না।

৮| ০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৪৫

কালনী নদী বলেছেন: চাঁদ-জ্বি!!!****

৯| ০৯ ই জুন, ২০১৬ রাত ১০:১৪

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: আরবদের স্বভাব ভালো না এটা ঠিক। কিন্তু প্রতিশোধ পরায়নতার অনেক কারণও আছে।

এইটা পড়লে যদি কিছু ব্যাপার ব্লগ গরুর মাথায় ঢুকে

০৯ ই জুন, ২০১৬ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:




বড় কারণের জন্য ছোট কারণ তয়াগ করতে হয়; ৬৭ বছর রিফিউজি থাকার কোন কারণ থাকতে পারে না।

১০| ১০ ই জুন, ২০১৬ রাত ১২:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্যালেস্টাইনীদের নিজেদের মধ্যেই ঐক্য নাই। হামাস আর আল ফাতাহ নিজেরা নিজেরা ঝগড়া করে মারা যায়। হামাস যখন ক্ষমতায় এলো ভোটের মাধ্যমে তখন আল ফাতাহ'র সাথেই বেশী দ্বন্দ্ব হয় তাদের। তারা(প্যালেস্টাইন) সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে কনভিন্স করতে ব্যর্থ হয়েছে। দুর্বল হয়ে মার না খেয়ে সবাই মিলে একটা স্বাধীন দেশ হিসেবে থাকলেই তো হলো। জেরুজালেমের অধিকার তথা নিজ ভূমি(কিছু অংশ) বিসর্জন দেয়া বড় কথা নাকি জীবন বাঁচানো বড় কথা....

১০ ই জুন, ২০১৬ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:




সবই ঠিক বলেছেন।
আরবদের আবার এক করতে নতুন নবী লাগবে।

১১| ১০ ই জুন, ২০১৬ ভোর ৫:১৪

ডঃ এম এ আলী বলেছেন: আলোচনার বিষয়বস্তুটি খুবই সময়োপযোগী । অনেক কিছুই এ বিষয়ে বলার আছে ।
Silent Genocide by Israel in Palestine শীর্ষক আমার লিখিত একটি প্রবন্ধের পর্যালোচনা থেকে এ বিষয় সংক্রান্ত প্রাসংগিক কিছু অংশ নীচে তুলে ধরা হল ।
এখানে পর্যালোচনা অংশে বিভিন্ন পন্ডিত লোকদের বক্তব্যই পর্যালোচনা করা হয়েছে মাত্র । তবে পন্ডিতদের মধ্যেও দ্বিধাবিভক্তি আছে। এ বিষয়ে আলোচনার জন্য বিস্তারিত পরিসর প্রয়োজন , এ মন্তব্য লিখার ঘরে এমন জটিল একটি বিষয় নিয়ে কথা বলার সুযোগ একেবাএই সীমিত । যাহোক যতসামান্য তুলে ধরা হল :

In the ‘The Plight of the Palestinians: a Long History of Destruction; where Cook ( 2010) compiled a collection of voices regarding genocide in Gaza from around the world that establishes in both theoretical and graphic terms the slow, methodical genocide taking place in Palestine beginning in the 1940s, These voices decry in startling, vivid, and forceful language the calculated atrocities taking place, the inhumane conditions inflicted on the people, and the silence that exists despite the crimes, nothing short of state-sponsored genocide against the Palestinians. According to Israeli historian Ilan Pappe, Israel has conducted state-sponsored genocide against the Palestinians for decades and intensively in Gaza.
Lendman.s work on Israel's Slow-Motion Genocide in Occupied Palestine showed how Palestinian are being regularly targeted by incursions and attacks on the ground and from the air. Being willfully harassed, ethnically cleansed, arrested, incarcerated, tortured, and slaughtered .Having no rights on their own land in owncountry for over many .Vilified for being Muslims are called terrorists, Jihadists, crazed Arabs, and fundamentalist extremists. Victimized by a slow-motion genocide to destroy them .
Reinhart (2003) states that the most obvious way is the one that somehow no one happens to think about: the only way to end an occupation is to get out of the Occupied Territories. In fact, this can be done immediately, within a month or two. The majority of Israeli settlers are concentrated in relatively small settlement blocks. Despite controlling the land, Israel hasn't actually managed to settle large areas of the West Bank. The majority of these settlers are willing - even begging - to get out and back into Israel, with compensation for what they invested.

According to David Pryce-Jones “ Israeli politicians and soldiers, one and all, are so many murderers. Forests have been planted only to cover up the past, Houses are monstrous villas and palaces for rich American Jews". Everything Israeli is ugly, everything Palestinian is beautiful. For evidence of Israeli monstrosity, he relies on quotations from his own previous works or from Palestinian polemicists, and above all on the oral testimonies of Palestinian refugees. Over half a century of military and ideological conflict has passed since their exodus, but David declares his faith that whatever they now say is true.

In Israeli occupied Palestine: there a steady genocide relying on almost all genocidal inventions . The progression of land transfer from Palestinians to Israelis provide steady genocidal evidence .In 1946 large area were under Palestinian, in 1949-1967 about 80% occupied by Israel, in 2007 only less than 5% belongs to the Palestinian and in 2010 virtually nothing left for the Palestinian. Israel constructed a wall and started Jewish settlement on a hill top in the West bank with a bit of the security wall in the foreground.. Buildings are constructed far from the 1967 Boarder of Israel, The wall surrounds Palestinian homes and villages , leaving Palestinian families land and water sources on the other side, Accessible only to Israelis. Israelis and Palestinians living in the West bank generally use different roads , In fact , modern roads are preserved for Jewish people while older roads often unusable roads are left for Muslims and Christians. A Palestinian farmer watches as his livelihood is understood to make way for the wall being built through his groves .Palestinians are forbidden from carrying weapons while settlers regularly target Palestinian villages carrying modern weapons.

References
Cook, W. A. (2010), ‘Introduction’, in Cook, ed., The Plight of the Palestinians: A Long History of Destruction, NY: Palgrave [this is part of the Introduction]
Ilan Pappe (2007) Ethnic Cleansing of Palestine( 2007)Lournal of genocide research 9:4 pp675-709
Lendman, S. (2008), Israel's Slow-Motion Genocide in Occupied Palestine (a different version of this article is included in Cook’s edited book).
Reinhart, T. and Elmer, J. (2003), A Slow, Steady Genocide (this interview with Tania Reinhart is also included in Cook’s edited book).
Tanya Reinhart (2003), “A Slow, Steady Genocide” interviewed by Jon Elmer, ZNet, Sept. 11, 2003..

১০ ই জুন, ২০১৬ ভোর ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:



সমাধান কি? প্যালেস্টাইনের পক্ষে ১৯৪৮ সালে কোন ভুল করা হয়েছিল আপনার জানা মতে?

১২| ১০ ই জুন, ২০১৬ সকাল ৭:২৬

ডঃ এম এ আলী বলেছেন: আপনার মত এত সুন্দর করে এক কথায় বলার মত ক্ষমতা আমার নেই । আমার সকল কথাই একটু লম্বাচুরা হয়ে যায় ।
১৯৪৮ এর ফলাফলের বিষয় আপনি সম্যক অবগত আছেন তা আপনার লিখা ও মন্তব্যের ধরণে বুঝা যায় । বিষয়টি সেনসিটিভ এক কথায় বলার সময় এখনো আসেনি । তবে নীচে কিছু লিখা তুলে দেয়া হল আশা করি উত্তরটা পেয়ে যাবেন ।
Mandatory Palestine the land of Israel was a geopolitical entity under British administration, carved out of Ottoman Southern Syria after World War 1 . British civil administration in Palestine operated from 1920 until 1948. During its existence it was known simply as Palestine, but, in retrospect, as distinguishers, a variety of other names and descriptors have been used to refer to it, including Mandatory or Mandate Palestine, the British Mandate of Palestine and British Palestine.
The United Nations Partition Plan for Palestine was a proposal by the United nations, which recommended a partition of Mandatory Palestine at the end of the British Mandate ,

এর ফল হল নিম্মরূপ : মানে যুদ্ধ
1948 Arab – Israeli war led to the establishment of the 1949 cease-fire agreement, with partition of the former Mandatory Palestine between the newborn state of Israel with a Jewish majority, the West Bank annexed by the Jordanian Kingdom and the Arab All –palestine Government in the Gaza Strip under the military occupation of Egypt. সেখান থেকেই বড় যুদ্ধের শুরু


অথচ Mandatory Palestine সে এলাকার অর্থনৈতিক ও শিক্ষা ক্ষেত্রে কি অবদান রেখেছিল তা নীচে দেখা যায় :

Regarding economy
On the scale of the UN Human development Index determined for around 1939, of 36 countries, Palestinian Jews were placed 15th, Palestinian Arabs 30th, Egypt 33rd and Turkey 35th. The Jews in Palestine were mainly urban, 76.2% in 1942, while the Arabs were mainly rural, 68.3% in 1942 . Overall, Khalidi concludes that Palestinian Arab society, while overmatched by the Yishuv, was as advanced as any other Arab society in the region and considerably more than severa



Regarding education:
Under the British Mandate, the country developed economically and culturally. In 1919 the Jewish community founded a centralised Hebrew school system, and the following year established the Assembly of Representative, the Jewish National Council and the Histadrut labour federation. The Technicon Universityy was founded in 1924, and the Hebrew University of Jerusalem in 1925.Literacy rates in 1932 were 86% for the Jews compared to 22% for the Palestinian Arabs, but Arab literacy rates steadily increased thereafter. Palestinian Arabs compared favorably in this respect to residents of Egypt and Turkey, but unfavourably to the Lebanese ,

সমাধান :
খোলামনে পক্ষের বিপক্ষের সকল য়ুক্তি তর্ককে পারস্পারিক সম্মানের সহিত বিবেচনায় নিয়ে ধর্মীয় গোড়ামীর দেয়াল ভেঙগে প্রকৃত মানবতার দৃস্টিভংগীতে আলাপ আলোচনার মাধ্যমেই উপযুক্ত সমাধান আসতে পারে। এ জন্য প্রয়োজন জনমত গঠন। মুসলমানদের এক অংশ যুদ্ধের জন্য জনমত গঠনে ব্যস্ত শান্তির জন্য ততটা নয়। শুধু নীজেরটা দেখলে হবেনা অন্যেরটাও দেখতে হবে খোলা মন নিয়ে , আসরাফুল মখলুকাত; সকলেই আল্লার বান্দা কথাটা সকলকে মনে রাখতে হবে ।
যুদ্ধ কোন সমাধান কোন ভাবেই কোন কালেই দিতে পারবে বলে মনে হয়না ।

১০ ই জুন, ২০১৬ সকাল ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:



১৯৪৮ সালের ১৪ই মে প্যালেস্টাইনীদের পক্ষে থেকে কেহ উপস্হিত থেকে প্যালেস্টাইনের পক্ষে স্বাক্ষর করেনি; ফলে, ২য় দেশ প্যালেস্টাইন হয়নি; মুসলমানেরা বয়কট করেছিল; সেটা ছিল ভুল; আরো বড় ভুল ছিল যুদ্ধে যাওয়া।

এখন, ৬৭ বছর পর, যুদ্ধ না করার চুক্তি করে, ৩য় কোন দেশের কাছে অস্ত্র জমা দিলে, প্যালেস্টাইন হবে; বেশীরভাগ আরবেরা প্যালেস্টাইন নিয়ে মাথা ঘামায় না; ইরান প্যালেস্টাইন চায়, সাথে সাথে ইসরায়েলকে ধ্বংস করতে চায়, যা ইউরোপ ও আমেরিকার নীতির বাহিরে।

১৩| ১০ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৭

সোজোন বাদিয়া বলেছেন: "এই ধরণের হত্যাকান্ডের পেছনে কি কাজ করছে? স্বাধীনতা প্রাপ্তি, না প্রতিহিংসাপরায়নতা? যুদ্ধ করে, বা ইহুদীদের হত্যা করে প্যালেস্টাইনের স্বাধীনতা পাওয়া আর সম্ভব নয়; ইসরায়েল ভয়ংকর শক্তিশালী দেশ।"
- যা কাজ করছে তা উপলব্ধি করা তো কঠিন কিছু মনে হয় না - হতাশা, এমন বাঁচা অর্থহীন - এই বোধ। হিংস্র শ্বাপদেরা যখন অক্ষম তৃণভোজীদের দাঁতে কামড়ে ধরে, তখন তাদের দিক থেকে ছটফট করে লাভ হয় না, দাঁতটা আরো গেড়ে বসে, রক্তক্ষরণ আরো বাড়ে। কিন্তু তবুও তারা ছটফট করে। প্রকৃতির অন্তিম নিয়ম। - বুঝতে চেষ্টা করুন। তাহলে আরও বুঝতে পারবেন আইএসের উত্থানের কারণ। কেন পাশ্চাত্যের আয়েসী জীবনের নিশ্চয়তা উপেক্ষা করে শিক্ষিত তরুণ-তরুণীরা সিরিয়া যায়, কূপমণ্ডুক প্রগৈতিহাসিক জঙ্গিদের অধীনে যুদ্ধ করে জীবন দিতে। এমনকি বাংলাদেশেও কেন এখন সেন্সলেস, মাইন্ডলেস খুন-খারাপি বেড়েই চলেছে।

আপনার যুক্তি ঠিকই আছে। তবে, স্বৈরাচার যখন খুবই শক্তিশালী হয়ে যায়, তখন নির্যতীতদের আসলেও কোনো সেন্স থাকে না। তাদেরকে যুক্তি দিয়ে বোঝানো যায় না।

বিষয়টা জটিল। ভুল বোঝাবুঝির ঝুঁকি নিয়েও বলালাম, কারণ অতি গুরুত্বপূর্ণ।

১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:



আরবেরা একগুঁয়ে ও প্রতিশোধ পরায়ন; ১৯৪৮ সালে, তাদিগকে ২ দেশ মেনে মেয়ার দরকার ছিলো; তারা ভাবছিলো যুদ্ধ করে দখল করবে; যুদ্ধ তারা হেরে গেছে; তারপর ৬৭ বছর যুদ্ধ করেছে; এখন যতটুকু পায়, তা নিয়ে স্বাধীন দেশ গঠন করা উচিত।

১৪| ১০ ই জুন, ২০১৬ দুপুর ২:০৩

বিজন রয় বলেছেন: বাংলাদেশ নিয়ে কিছু লিখুন।

১০ ই জুন, ২০১৬ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:




বাংলাদেশকে বুঝার জন্য, ব্লগারদের কিছু বিষয়ে সঠিক ধারণা গড়ে উঠা দরকার, সেই জন্য আমেরিকা ও প্যালেস্টাইনের উপর জোর দিচ্ছি।

১৫| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪০

প্রামানিক বলেছেন: সব দেশেই শান্তি আসুক এই কামনা করি।

১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:




মানুষ শিক্ষিত হয়ে উঠছে, শান্তি আশা করা যায় সামনের দিন গুলোতে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.