নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার প্রাইমারী নির্বাচন থেকে কি কি শিখলেন?

১১ ই জুন, ২০১৬ রাত ২:০৫



আপনি যদি আমেরিকান প্রাইমারী অনুসরণ করে থাকেন, আপনি গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন সম্পর্কে অনেক কিছু শিখেছেন:

১) আমেরিকায় ২ টি বড় দল হচ্ছে: (ক) ডেমোক্রটিক (খ) রিপাবলিকান দল
২) নির্বাচনে, পার্টির প্রার্থী নির্বাচন করেন দলের সদস্যরা; তা ব্যতিত, সদস্য না হয়ে নির্বাচনে ভোট দেয়া সম্ভব; কিন্তু দলের সভাপতি, বা দলের কোন কমিটি প্রার্থী নির্বাচন করতে পারে না।
৩) বেশীর ভাগ ক্ষেত্রে নাগরিকারা নির্বাচনের খরচ চালায় অনুদান দিয়ে; নিজের খরচে চাইলেও নির্বাচন করা যায়। বড় বড় কর্পোরেশন বড় অনুদান দিয়ে প্রভাব খাটায়, এবং সেই খবর বেরিয়ে আসে।
৪) নির্বাচনে ডিবেইট বিরাট ভুমিকা পালন করে, সেখানে প্রার্থী নিজের এজেন্ডা তুলে ধরে; ব্যক্তিগত রেকর্ড বেরিয়ে আসে।
৫) পার্টি না চাইলেও, যেকোন জন প্রার্থী হতে পারে।
৬) প্রার্থী নির্বাচন বেশ লজিক্যাল ও কঠিন প্রসেস।
৭) কোন না কোনভাবে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে; একা টাকা পয়সা সাহায্য করবে না।
৮) নির্বাচন প্রসেসে বর্তমান সরকারের কোন হাত নেই; অনেক স্হানে পার্টি নিজের নির্বাচন নিজেও চালাতে পারে।
৯) নির্বাচন শেষে প্রার্থীরা আবার সুসম্পর্ক গড়ে তুলে।
১০) নির্বাচনকালীন বিভক্তি ভুলে যায় মানুষ সহজেই।

*** বাকীগুলো আপনারা যোগ করেন।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৬ রাত ২:২২

ডঃ এম এ আলী বলেছেন: আমিরিকান নির্বাচনের এই সারসংক্ষেপটা খুবই ভাল লাগল ।
ধন্যবাদ।

১১ ই জুন, ২০১৬ রাত ২:২৮

চাঁদগাজী বলেছেন:




যেহেতু বাংলাদেশে দলীয়ভাবে কেহ গণতান্ত্রিক নয়, গণতান্ত্রীক-মনা মানুষ বাংলাদেশের রাজনীতিতে নেই; ফলে, বাংলাদেশের মানুষ এখনো গণতন্ত্র থেকে উপকৃত হননি।

২| ১১ ই জুন, ২০১৬ রাত ৩:১৬

শেয়াল বলেছেন: গুড

১১ ই জুন, ২০১৬ ভোর ৬:০৩

চাঁদগাজী বলেছেন:




আমেরিকা ও ইউরোপ থেকে শিখেন।

৩| ১১ ই জুন, ২০১৬ ভোর ৪:২৮

ডঃ এম এ আলী বলেছেন: বাংলাদেশে গণতন্ত্র যতটুকু আগায় তার থেকে বেশী পিছায় বেশী গনতান্ত্রীকদের পিছন থেকে কলকাঠি নারার কারণে । অবশ্য ওদেরেইবা দোষ দিয়ে লাভ কি ? আমরা বাংলাদেশীরাও তো কম নাচিনা । তবে আমাদের পুতুল নাচের সুতাটাও ওদেরই হাতে ।

১১ ই জুন, ২০১৬ ভোর ৬:০৩

চাঁদগাজী বলেছেন:



বাংলায় গণতন্ত্র ছিল বৃটিশের সময়, ১৯২০ সাল থেকে ১৯৪৭ সাল অবধি; ফলে, পাকিস্তান ও বাংলাদেশ হওয়ার পর, মানুষ কিছু পায়ওনি, হারায়ওনি

৪| ১১ ই জুন, ২০১৬ ভোর ৬:২১

Bangladeshi Moinul বলেছেন: বাংলাদেশের "প্রধানমন্ত্রী" নির্বাচনে "গনতন্ত্র" শব্দটা সত্যিই আছে কিনা তা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। তবে "পরিবারতন্ত্র" যে খুব বড় একটা ফ্যাক্ট এতদিনে ইহাই দেখে আসছি এবং শিখেও আসছি। আসলে বাংলাদেশ যে একটা গণতান্ত্রিক দেশ, সেটা বোধহয় খুব অল্প জায়গায়ই সীমাবদ্ধ আছে। উন্নত দেশগুলো থেকে আমরা ভালো জিনিষ শিখি না, শিখি শুধু নোংরামি। ধন্যবাদ লেখককে পয়েন্ট আকারে এভাবে উপস্থাপনের জন্য।

১১ ই জুন, ২০১৬ ভোর ৬:২৯

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের জন্য ১ম সরকারই খারাপ উদাহরণ ছিল; শেখ সাহেব পার্টি প্রধান, দেশ প্রধান, ও '৭৩ এর নির্বাচনে নিজে প্রার্থী দিয়ে গণতণ্ত্র বিকাশের পথ বন্ধ করে দেন; এরপর আসে আর্মি, যাদের বিদ্যা লেফট-রাইট

৫| ১১ ই জুন, ২০১৬ ভোর ৬:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: এ কথা ঠিক সে সময় গনতন্ত্র ছিল । ফলে কোন কোন অঞ্চল নিয়ে পাকিস্তান ও ভারতের ম্যাপ হবে তা নির্ধারিত হয় । তারই একটি অংগ হিসাবে বর্তমান বাংলাদেশের ম্যাপ । এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ । মোটকথা তখনকার বৃটিশ গনতন্ত্রের একটি সুফল বা প্রাপ্তি বর্তমানের বাংলাদেশ । তাই বলা যায় পেয়েছে অনেক, কিন্তু এখন হারাতে বসেছে গনতান্ত্রিক মুল্যবোধ ও গনতান্ত্রিক প্রতিষ্ঠান সমুহ, ঐক্যের বদলে অনৈক্যই হচ্ছে বিস্তৃত ও গনতন্ত্র ক্রমেই যাচ্ছে নির্বাসনে । উত্তরণের উপায় ৭১ এর মত জাতিয় ঐক্য, প্রয়োজন একটি বলিষ্ট দেশ প্রেমিক যোগ্য ও শিক্ষিত নেতৃত্বের, জনগননের সচেতনতা ও প্রকৃত শিক্ষা । তবে আমাদের নতুন প্রজম্মের নিকট সঠিক উপলব্দি আসতেছে এটাই আশার কথা । বিভিন্ন প্রকাশনা মাধ্যম যেমন এই সামুর পাতাই ধরিনা কেন, যথেষ্ট ভুমিকা রাখছে নতুন প্রজম্ম ও অগনিত পাঠকের মনে গনতান্ত্রিক সচেতনতা সৃস্টিতে ।

১১ ই জুন, ২০১৬ বিকাল ৪:১০

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের প্রথম ও শক্তিশালী পার্টি আওয়ামী লীগকে অগণতান্ত্রিকরা দখল করে, দেশে গণতন্ত্রের গতিরোধ করা হয়েছে; বিএনপি, জাপার জন্মই অগণটান্ত্রিক পথে; জামাত মানেই জল্লাদদের পার্টি

৬| ১১ ই জুন, ২০১৬ সকাল ৯:৪২

সম্রাট৯০ বলেছেন: উপরের কথা গুলো ঠিক আছে তবে আমি আরেকটা বিষয় শিখেছি বা জেনেছি, আমেরিকানরা যু্দ্ধ নীতিতে হাফিয়ে গেছে, ডেমোক্রেট এখন সবার প্রিয় যদিও হিলারি থেকে বার্নি উপযুক্ত।

১১ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:




সঠিক বলেছেন, বার্ণি বিশ্বকে নতুন আশার আলো দেখাতে পারতো

৭| ১১ ই জুন, ২০১৬ সকাল ১০:২২

পঙ্কজনাথ সূর্য বলেছেন: অবশেষে পৃথিবী ধ্বংসে মেতে উঠেন।

১১ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৫

চাঁদগাজী বলেছেন:




আমেরিকা ও ইউরোপ পৃথিবীকে রক্ষা করবে সব সময়, পৃথিবী ধ্বংস হবে চীনাদের হাতে, ইরানের হাতে

৮| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৯

জাহিদ রুবেল বলেছেন: অনেক কিছু জানতে পারলাম,ধন্যবাদ লেখককে

১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:



ভালো, আমেরিকা ও ইউরোপের নির্বানগুলো অনুসরণ করেন, আমাদের জাতিকে সাহায্য করতে হবে একদিন।

৯| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৪

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: স্যান্ডার্সের উপর পীরের সম্পূর্ণ আশীর্বাদ ছিলনা মনে হয়। তাই তার প্রেসিডেন্ট হওয়া হইলো না =p~

১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা যে রকম গণতণ্ত্র বুঝে না, সোস্যালিজম শব্দটা তেমনি আমেরিকানদের জন্য ভীতিকর।

বিদেশী কবিতার অনুবাদ করে, নিজের নামে চালচ্ছেন, দেখলাম।

১০| ১১ ই জুন, ২০১৬ রাত ৯:৫৬

ঢাকাবাসী বলেছেন: গনতন্ত্র বস্তুটি অনেক আগেই এখান থেকে চলে গেছে। রাজনৈতিক পার্টিগুলোতে গনতন্ত্রের ছিটেফোটাও নেই, দেশে হবে কোত্থেকে? 'এদেশের জনগন' আর 'গনতন্ত্র' বলে বলে একেকজন মুখের ফেনা তুলে ফেলেন যা দেখে ট্রাম্পরা স্যান্ডার্সরা অট্টহাসি দেন!

১১ ই জুন, ২০১৬ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:



শিক্ষিত মানুষের জন্য দেশের রাজনীতিতে প্রবেশের জন্য পার্টিই নেই; বড় ৪টি দল ষড়যন্ত্রকে রাজনীতি হিসেবে চালু করে রেখেছে। শিক্ষিতদের জন্য নিজদেরকে পার্টি করতে হবে।

১১| ১১ ই জুন, ২০১৬ রাত ১০:৩৬

প্রণব দেবনাথ বলেছেন: জানলাম কিছু ধন্যবাদ।

১১ ই জুন, ২০১৬ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:




আমাদের সরকারগুলো কোনদিন গণতণ্ত্র প্রাকটিস করে দেখেনি

১২| ১১ ই জুন, ২০১৬ রাত ১০:৪৮

গেম চেঞ্জার বলেছেন: আমেরিকার নির্বাচন থেকে কিসসুই শেখা হয়নাই। খালি উলুমফুলুম হইসে একটু। বাংলাদেশে এটা শেখার মতো মানসিক অবস্থা রাজনৈতিক নেতানেতৃদের কারোরই হয়নাই। হুদাই!!

বিদেশী কবিতার অনুবাদ করে, নিজের নামে চালচ্ছেন, দেখলাম।

বলেন কী? কোন কবিতা উনি নকল করসেন?? B:-)

১২ ই জুন, ২০১৬ রাত ১২:০১

চাঁদগাজী বলেছেন:




"কবিতাঃ আনন্দভ্রম", এই কবিতাটা কোন বিদেশী কবিতার অনুবাদ করেছেন উনি, মনে হয়!

বাংলাদেশ যারা চালাচ্ছেন, তাদের মেধা গড়ে সাধারণ বাংগালীর চেয়ে কম।

১৩| ১২ ই জুন, ২০১৬ রাত ২:৪২

গেম চেঞ্জার বলেছেন: মনে হয় আর নিশ্চিত বলা দুই ব্যাপার। যদি প্রমাণ না থাকে তাহলে এইভাবে সুবিজ্ঞ কখনোই বলেন না। কারণ সেটা বিশৃংখলা উৎপাদন করে।

১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:




"মনে হয়" শব্দটা ব্যবহার করা হয়, সাথে কিছুটা "বিনয়" যোগ করার জন্য!

১৪| ১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

কালনী নদী বলেছেন: আমেরিকাতে ডিবি লটারি লাগানো আর দোযখের টিকেট কাঠা সমান কথা।
আপনি আমেরিকা থেকে বের হয়ে আসেন। আমার মনে হয় যে মাধ্যম থেকে আপনি এসব খবর সরবরাহ করচেন তারা ইহুদি সাপুর্টার- আপনার উচিত নতুন কোন উতস থেকে খবর সংগ্রহ করা।
ভালো থাক চাঁদ তোমার গায়ে যে কলঙ্কের চাপ!!!

১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:




আমেরিকান মিডিয়ার মালিকগুলোর বেশীর ভাগই ইহুদী; সাংবাদিক ইত্যাদিরা গুণীলোক। সবচেয় বড় কথা, ইহুদীরা গড়ে অন্য যেকোন ধর্মের লোকের থেকে ভালো। ইসরায়েল নিয়ে যে সমস্যা, সেটার আসল ইতিহাস বাংগালীরা বুঝে না, সেজন্য তারা এককভাবে ইহুদীদের খারাপ মনে করে।

১৫| ১২ ই জুন, ২০১৬ রাত ১০:১২

কালনী নদী বলেছেন: আপনি কি ইহুদি হওয়ার ইচ্ছা পোষণ করছেন?

১৬| ১৭ ই জুন, ২০১৬ সকাল ১০:২৫

শুপ্ত বলেছেন: আমাদের দেশের নিয়ম রীতি আর বিদেশীদের নিয়ম রীতি সম্পূর্নটাই ভিন্ন। আমাদের কবে থেকে যে শুভ বুদ্ধির উদয় হবে তা একমাত্র উপর ওয়ালাই জানে। আপনাকে অনেক ধন্যবাদ একটা বাস্তবতা তুলে ধরার জন্য।

১৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:




বাংগালীদের সামনে নিজেদের রাজনৈতিক উদাহরণ নেই

১৭| ২০ শে জুন, ২০১৬ রাত ১২:১৫

মহা সমন্বয় বলেছেন: শুধু আমেরিকা নিয়ে পড়ে থাকলে হবে? :`> বৃটেনের দিকে একটু নজড় দেন। ওরা কি আসলেই ইরোপিয়ান ইউনিয়নে থাকবে? নাকি বের হয়ে যাবে? থাকলে বা বের হলেই বা লাভ ক্ষতি কি? এ ব্যাপারে একটু জানতে চাই?
ধন্যবাদ। :)

১৮| ২৩ শে জুন, ২০১৬ দুপুর ২:২০

খায়রুল আহসান বলেছেন: এখানে যেসব পয়েন্টের উল্লেখ করেছেন, ভালোই করেছেন। বাকীগুলো অন্যদের যোগ করার কথা থাকলেও, কেউই এ যাবত তা করেনি। লেখাটা ভালো লেগেছে, দ্বিতীয় 'লাইক'।

২৪ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:



আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.