নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

"সাঁড়াসী আভিযান"এর ঘোষণার পরও, পুলিশের হাতে কোন কোন বেকুব ধরা পড়েছে?

১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩২



পুলিশের "সাঁড়াসী আভিযান"এর ঘোষণার পর, যারা যারা পুলিশের হাতে ধরা পড়ছে, তারা যদি আসলেই সন্ত্রাসী হয়, তারপরও তাদেরকে "জাতীয় বেকুব" ঘোষনা করে, ২/১ মাসের আই'কিউ ট্রেনিং দিয়ে ছেড়ে দেয়া হোক; এসব সন্ত্রাসীরা সাধরণ মানুষ থেকে গড়ে কম বুদ্ধিমান, সেজন্য এরা ধরা পড়েছে; এ রকম কম-বুদ্ধিমান সন্ত্রাসী ধরলে, কমপকক্ষে ২/৩ কোটীকে ধরতে হবে।

আমার মনে হয়, ১৭ কোটী সাধারণ মানুষ ও সন্ত্রাসীদের মনে একটা প্রশ্ন আছে, "সাঁড়াসী আভিযান"এর আগে ঘোষণা কেন দেয়া হয়; আসামী গ্রেফতারের আগে, হত্যাকান্ডের "ভিডিও ফুটেজ" কেন মিডিয়ায় আসে; আসমাী ধরা পড়ার আগে কোন কোন এলাকায় আসামীকে খোঁজা হচ্ছে, কতটা দল মাঠে নেমেছে ইত্যাদির ঘোষনা কেন দেয়া হয়?

এসপি বাবুল আক্তারের স্ত্রী নিহত হওয়ার পর, সরকার "সাঁড়াসী আভিযান"এর ঘোষণা দিয়েছেন; যারা সব সময় ভয়ে আছেন, তারা এই ধরণের "সাঁড়াসী আভিযান" দেখে কিছুটা সাহস পাবেন, কিছুদিন নিজকে নিরাপদ ভাববেন। এবারের "সাঁড়াসী আভিযান"এর শেষ হওয়ার পর, উনারা মনে মনে আরেকজন অফিসারের বউ'এর মৃত্যুর জন্য অপেক্ষা করবেন, হয়তো।

হত্যাকান্ডের পর, হত্যাকারীদের নিশ্চয় কিছু সময় ভালো 'হাইড আউট"এ লুকিয়ে রাখার ব্যবস্হা আছে; দেশে কিছু কিছু অন্চল আছে, যেখানে পুলিশের উপস্হিতি কম; তা'ছাড়া আছে কিছু দুর্গম এলাকা; তা'ছাড়া চট্টগ্রাম থেকে সহজেই বার্মা ও ত্রিপুরায় চলে যাওয়া যায়; ফলে, এসব ঘোষিত "সাঁড়াসী আভিযান" কোন ফলাফল আনবে না। কিন্তু আমাদের পুলিশ এই ধরণের "সাঁড়াসী আভিযান"কে ঈদের মত ভালোবাসে; রোজার ঈদের আগে এই অভিযানটির খুবই দরকার ছিলো, পুলিশদের বড় বস বুদ্ধিমান লোক।

মন্তব্য -২ টি রেটিং +৬/-০

মন্তব্য (-২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

বিজন রয় বলেছেন: পুলিশের যা কাজ তাই-ই তো করবে। খুব ভাল কাজের উদাহরণ তাদের কম।

১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:



১৭ কোটীর মাঝে ৩/৪ কোটী কোন না কোন অপরাধের সাথে যুক্ত; এদেশে এখন ৩ লাখ ভালো পুলিশের দরকার; বর্তমান বাহিনীকে রিটায়ার করার দরকার।

২| ১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১১

বিজন রয় বলেছেন: মানুষ ভাল না হলে ১০ লাখ পুলিশ দিয়েও কিছু হবে না।

আপনি কেমন আছেন?

১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:



আমি ভালো আছি।

মুল মানুষ ভালো হয়ে গেলে, পুলিশের তেমন দরকার হবে না; সুইডেনে পুলিশের সংখ্যা কম।

৩| ১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১১

অশ্রুকারিগর বলেছেন: মিডিয়াতে ঘোষণা দিলে কি টেররিস্টরা ভয় পেয়ে ঘরে খিল এটে বসে থাকবে !

১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:




ঘোষনা দিলে সব সন্ত্রাসী কিছুটা ব্যবস্হা নেয়।

৪| ১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১১

বিজন রয় বলেছেন: যুক্তরাষ্ট্রে আচ সন্ত্রাসী হামলা হয়েছে, তার কি খবর?

১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:




পুলিশ এখনো জানে না কারা এই হত্যাকান্ড চালায়েছে; মনে হয়, রেসকিউ অপারেশনে বেশী মরেছে।

১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:



মিডিয়া বলছে 'টেরোরিজম'।

৫| ১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: লিশের হাতে ধরা পড়ছে, তারা যদি আসলেই সন্ত্রাসী হয়, তারপরও তদেরকে "জাতীয় বেকুব" ঘোষনা করে, ২/১ মাসের আই'কিউ ট্রেনিং দিয়ে ছেড়ে দেয়া হোক; এসব সন্ত্রাসীরা সাধরণ মানুষ থেকে গড়ে কম বুদ্ধিমান, সেজন্য এরা ধরা পড়েছে; এ রকম কমবুদ্ধিমান সন্ত্রাসী ধরলে, কমপকক্ষে ২/৩ কোটীকে ধরতে হবে।" মাথামুণ্ড ঠিক আছে নাকি? সন্ত্রাসীদের ছেড়ে দেবে?
আমি ভাবছি নিরীহ মানুষও ভোগান্তির শিকার হয় কি না!

১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:



অভিযানের ঘোষনা দেয়ার পর, কোন সন্ত্রাসী ধরা পড়ার সম্ভাবনা আছে? পুলিশের কাছে লিস্ট আছে, কাদের ধরা হবে, পুলিশ জানে।

৬| ১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

অশ্রুকারিগর বলেছেন: সাধু সাহেব, ঈদের মৌসুম আসছে বুঝেন না ??

৭| ১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

বিজন রয় বলেছেন: ব্লগে উৎপাত কি একটু কমেছে গত কয়েকদিনে?

একটাকে বেশ সময় দেখা যায়।
পোস্ট দেয়, কিন্তু কোন মন্তব্য পায় না।

১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:




উৎপাতের দল হতাশ ও জব্ধ হয়ে গেছেন; এরা অনেকদিন থেকেই ব্লগে আছেন, ব্লগিং থেকে গন্ডগোল বেশী করেন; এরা মশামাছির মত বিরক্তিকর।

৮| ১২ ই জুন, ২০১৬ রাত ৮:৪৬

মুক্তি মুন্না বলেছেন: এত মানুষ খুন গুম হলো বিগত বছরগুলোতে কিন্তু কিছুই করতে পারলনা (ফুলিশ), কিন্ত তাদের ভাবীকে মারতেই সালারা সজাগ হইছে, বলিকি এই জগাখিছুড়ীপনা শাসন ব্যবস্থ্ার জন্য দায়ী কে??

১২ ই জুন, ২০১৬ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:



দায়ী ৪৫ বছরের সরকারগুলো

৯| ১২ ই জুন, ২০১৬ রাত ১১:১২

কালনী নদী বলেছেন: আমাদের পুলিশ এই ধরণের "সাঁড়াসী আভিযান"কে ঈদের মত ভালোবাসে; রোজার ঈদের আগে এই অভিযানটির খুবই দরকার ছিলো, পুলিশদের বড় বস বুদ্ধিমান লোক। ভালো বলেছেন, আপনি আসলেই জ্ঞানি মানুষ সেটার পরিচয় দিলেন তবে ইহুদিদের কাছ থেকে দূরে থাকেন।
লেখাতে ++++++

১৩ ই জুন, ২০১৬ ভোর ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:




আমেরিকা বা পশ্চিমে কাজ করলে, মানুষ সাধারণত: কোন না কোনভাবে ইহুদীদের সাথে পরিচিত হয়।

১০| ১৩ ই জুন, ২০১৬ রাত ১২:৩৯

শাশ্বত স্বপন বলেছেন: আমাদের পুলিশ এই ধরণের "সাঁড়াসী আভিযান"কে ঈদের মত ভালোবাসে; রোজার ঈদের আগে এই অভিযানটির খুবই দরকার ছিলো, পুলিশদের বড় বস বুদ্ধিমান লোক।

১১| ১৩ ই জুন, ২০১৬ রাত ১:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুলিশের উপকারই হচ্ছে এক দিকে....হায়রে পুলিশ! কবে যে অপবাদ ঘুঁচবে তোমাদের...

১৩ ই জুন, ২০১৬ ভোর ৪:৪১

চাঁদগাজী বলেছেন:




এই অপবাদ ঘুছবে না; ঘুচাতে হলে, এদের বাদ দিতে হবে।

১২| ১৩ ই জুন, ২০১৬ রাত ২:৩৮

গেম চেঞ্জার বলেছেন: বেকুব শব্দটার অধিক ব্যবহার আপনার পোস্টে পাওয়া যায়। শব্দটা আমার হাসির উদ্রেক না করে ছাড়ে না। =p~

১৩ ই জুন, ২০১৬ ভোর ৪:৪০

চাঁদগাজী বলেছেন:




বাংলাদেশের জনসংখ্যার একাংশ বেকুব; তবে, এদের বিরাট অংশ ভিকটিম, এদের বরকুব বানানো হয়েছে।

১৩| ১৩ ই জুন, ২০১৬ সকাল ৭:২৫

রাফা বলেছেন: পুলিশ নামের কলংক বাংলাদেশের এই বাহিনি।চিন্তভাবনা অতি নিম্নস্তরের/এই পুলিশ দিয়ে আর যাই হোক সাধারণ মানুষের উপকারের চাইতে অপকার বেশি হবে এটার গ্যারান্টি দেওয়া যায়।তবে অপরাধিরা পয়সার বিনিময়ে নিরাপদে অপরাধ করতে পারবে এটা নিশ্চিত।

ঘোষণা দিয়ে সাড়াসি অভিযান এটা জনগণর সাথে একরকম কৌতুক করা আর কি।মানুষের ট্যাক্সের টাকায় বেতন নিতেছে সেটা হালাল করার একটা ভাওতাবাজি এই অভিযান .

১৩ ই জুন, ২০১৬ সকাল ৯:৪১

চাঁদগাজী বলেছেন:




দেশে যদি শেখ হাসিনা বিরোধী কিছু ঘটে, পুলিশ সুযোগ বুঝে সাইড বদল করবে।

১৪| ১৩ ই জুন, ২০১৬ সকাল ৮:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: পুলিশের এই সারাসি অভিযানের যৌক্তিকতা , তাদের অভিযানের সফলতা ব্যর্থতা , অভিযানে আটক লোকজনের মধ্যে কতজন অপরাধী ও কতজন নিরিহ , ভুক্তভোগী ও উপকারভোগী এতদ সংক্রান্ত একটি তৃতীয় পক্ষীয় রিরপেক্ষ মুল্যায়ন পরিচালনা ও তা জনসমক্ষে প্রচারের ব্যবস্থা থাকা উচিত, নিদেন পক্ষে সংবাদ মাধ্যম এ বিষয়ে নিয়মিত অনুসন্ধাণী দৃস্টিকোন হতে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করলে হয়ত বা পুলিশের স্বেচ্ছাচারীতা কিছু অংশে নিয়ন্ত্রিত থাকতে পারে । তবে একটি বড় প্রশ্ন থেকেই যায় , সারা বছর পুলিশ করেটা কি? সারা বছর নিয়মিত কাজ আর নীজ দায়িত্বটা সঠিকভাবে পালন করলে তো আর বিশষ অভিযানের নামে জনগণের মধ্যে অহেতুক আতংকের সৃষ্টি করতে হয়না ।

১৩ ই জুন, ২০১৬ সকাল ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:



জনসংখ্যার বিস্ফোরণ, প্রশাসনের দুর্নীতি দেশে অপরাধের পরিমাণ বাড়িয়ে দিয়েছে; জনসংখ্যার অনুপাতে দেশে ২/৩ লাখ পুলিশের দরকার। সরকারীদলের মানুষের অপরাধ ঠেকাতে পারছে না পুলিশ; ফলে, বাকী অপরাধীরা পুলিশকে ভয় করছে না।

১৫| ১৪ ই জুন, ২০১৬ ভোর ৬:২৪

ডঃ এম এ আলী বলেছেন: অপরাধিরা পুলিশকে ভয় না পেলেও সাধারণ নিরিহ মানুষ পুলিশকে জমের মত ভয় পায় । অমার মনে পরে অনেকদিন আগের কথা বাংলা সাহিত্যের এক ভাবুক প্রকৃতির অধ্যাপকের সাথে রাস্তায় হাটছিলাম । হঠাৎ রাস্তায় পুলিশ দেখে তিনি আমাকে হাতে ধরে টেনে নিয়ে রাস্তার পাশে গিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়লেন । আমাকে বললেন ওদেরকে আগে যেতে দাও ওদের হাতে লাঠি আছে । বলা তো যায়না ----- । এই হলো পুলিশের প্রতি নিরিহ লোকদের দৃস্টিভঙ্গী।

১৪ ই জুন, ২০১৬ সকাল ৯:৪০

চাঁদগাজী বলেছেন:




বাংগালী লাঠি পেলেই মানুষ পিটায়।

১৬| ১৫ ই জুন, ২০১৬ রাত ১২:৫৫

গরল বলেছেন: খাদ্যে আয়োডিন এর অভাব, এমনকি লবণেও আয়োডিন নাি, সব ভাউতাবাজী। তাই পুলিশেরও আই কিউ কম বলে ঘোষণা দিয়ে সাড়াষী অভিজান।

১৫ ই জুন, ২০১৬ রাত ২:৩৬

চাঁদগাজী বলেছেন:





ঘোষনা দেয়ার পর, যেসব সন্ত্রাসী ধরা পড়ছে, ওদের আইকিউ কম; এজন্য ওদের ট্রেনিং দিতে হবে।

১৭| ১৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৯

পাহাড়ী গাংচিল বলেছেন:
আমার প্রিয় বই:
আপনি ব্লগার হতে পারবেন না- লিখেছেন কিংবদন্তি ব্লগার চাঁদগাজী

এই বই পৈড়া আমি জান্তে পার্সি,

১। আমার মগজ নাই !:#P
২। বাংলা ব্লগোস্ফিয়ার থিক্কা আমি হতাশ হয়া হারায় যামুগা :((
৩। আমি ভুল জায়গায় ডিসটাপ দেই :>
৪। আমি হাউকাউ করি |-)
৫। আমি এখন জানি, কেম্নে ব্লগার হৈতে হয় সেইটাও আমি শিক্তে পারুম্না :((



লেখকের কাছে আমি কৃতজ্ঞ, হেতে আমার জেপনটা পাল্টায়া দিসে। আমি এখন প্রুফরিডারের চাক্রি খুজ্তাসি B-))

১৮| ১৬ ই জুন, ২০১৬ রাত ৯:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগনীতিমালা অনুযায়ী, মানুষের স্বাধীন মত প্রকাশকে আমরা সমর্থন করি, যতক্ষণ না তা রাষ্টীয় আইন বা অন্যের ব্যাক্তি স্বাধীনতা লঙ্ঘন করে। আমরা মনে করি, বাকস্বাধীনতা যেমন আমাদের অধিকার তেমনি বাক দায়িত্বশীলতা বজায় রাখাও আমাদের দায়িত্ব। যদি কেউ এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তাঁর বাক স্বাধীনতার সুবিধাটি স্থায়িত্ব প্রশ্নের মুখে পড়ে।
সাম্প্রতিক সময়ে আপনার বেশ কিছু মন্তব্য, প্রতিউত্তর এবং পোস্টে ব্যবহৃত ভাষা আমাদের দৃষ্টি আকর্ষন করেছে। বিভিন্ন পোস্টে আলোচনা, সমালোচনা ইত্যাদি করার ক্ষেত্রে ইতিপূর্বে আমরা আরো দায়িত্বশীল হতে অনুরোধ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনার কাছ থেকে আমরা কার্যকর কোন পদক্ষেপ বা দৃশ্যমান কোন সংশোধন দেখতে পাই নি।

ব্লগনীতিমালার লিখিত ধারাগুলো অনুযায়ী যদি কোন ব্লগার,

২খ. যেকোন ধরণের মন্তব্য, যার মর্মার্থ আমাদের কাছে গঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে ,

৩ক. যে কোন ধরণের পোস্ট যা দেশের প্রচলিত আইন ভঙ্গ করে বা দেশের ক্ষতি করতে পারে এমন কোন তথ্য প্রদান করে। দেশের আইনের সাথে পোস্ট কিংবা ছবির কন্টেন্ট সঙ্গতিপূর্ণ না হলে।

৩খ. যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে।

৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে


তাহলে সেই ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে।

অতএব, সুস্থ এবং দায়িত্বশীল ব্লগীয় আচরন বজায় রাখার ব্যাপারে আমরা আপনার সহযোগিত আশা করছি। ইতিপূর্বে আপনাকে আমরা এই কথাগুলো মেইল আকারে পাঠিয়েছিলাম, আপনি কোন জবাব দেন নি। আমরা আপনার ব্লগীয় আচরনে কোন দৃশ্যমান পরিবর্তন না খুঁজে পাই, তাহলে নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহন করা হবে।

১৬ ই জুন, ২০১৬ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:




আমি চেস্টা করবো।

১৯| ২০ শে জুন, ২০১৬ রাত ১২:০৩

মহা সমন্বয় বলেছেন: রোজার ঈদের আগে এই অভিযানটির খুবই দরকার ছিলো, পুলিশদের বড় বস বুদ্ধিমান লোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.