![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
কৃষকের অনুপস্হিতে ভেঁড়া শিকারে আসে নেকড়ে; একটা মাত্র নেকড়ে দেখে হাজার হাজার ভেঁড়া দিশেহারা হয়ে দৌড়াতে থাকে; নেকড়ে সুযোগ মতো দুর্বল একটাকে হত্যা করে; এবং বারবার ফিরে আসে; কৃষক যদি সময় মতো এসে যায়, নেকড়ের জীবন শেষ। কিন্তু বাজারে ভেঁড়ার দাম কম হলে, কৃষক ২/১ টা ভেঁড়ার জন্য রাতের ঘুম বাদ দিবে না।
১৭ কোটী বাংগালী আজ ভেঁড়ার মতো আচরণ করছে; গত ২ বছরে, ২০ জনের কাছাকাছি মানুষ কিছু সন্ত্রাসীর হাতে প্রাণ হারায়েছেন। মানুষ পুলিশকে চেনেন; পুলিশগুলো কোন না বাংগালীর ছেলে, কারো না কারো বাবা, কারো না কারো ভাই, বোন, স্বামী, স্ত্রী; এরা বাহিরের কেহ নন, সবার সাথে উনাদের মিল আছে, উনারা বাংগালী; উনাদের স্বভাব, কার্য-পদ্ধতি, দক্ষতা সবার কাছে পরিস্কার; তাই, মানুষ কিছুটা হতাশ।
মানুষের মুল্য বাংলাদেশে এত কম যে, সরকার খুব একটা মাথা ঘামাতে চাচ্ছে না; কারণ, কারো মৃত্যুর জন্য সরকারকে ক্ষতিপুরণ দিতে হয় না; দিলে এত কম দিতে হয় যে, বাজারের ভেঁড়ার মুল্য থেকেও উহা কম, তাও আবার মানুষের টাকায় ক্ষতিপুরণ; অবশ্য আমাদের সরকারগুলো মানুষের টাকা, মানুষের সরকার এসব কথার দাম কোনদিন দেয়নি।
আরেকটা ব্যাপার হলো, সরকার মানুষকে ভয়ের মাঝে রাখতে চাচ্ছে বলে মনে হচ্ছে; মানুষ ভয়ে থাকলে, সরকারকে অনেক ব্যাপারে মাথা ঘামাতে হয় না।
১৭ ই জুন, ২০১৬ রাত ৯:৪০
চাঁদগাজী বলেছেন:
মানুষ এক নেকড়ের ভয়ে দিশেহারা হয়ে গেছে; নোয়াখালীর লোকদের সাহায্য নিতে হবে।
২| ১৭ ই জুন, ২০১৬ রাত ৯:৪৪
ডঃ এম এ আলী বলেছেন: পোষ্টি সময় উপযোগী । তবে মানুষ এখন সচেতন হয়ে উঠছে
জঙ্গিবাদ গুপ্তহত্যা প্রতিরোধে জেগে ওঠো বাংলাদেশ’। ‘জঙ্গিবাদি গুপ্ত ঘাতকদের প্রতিহত কর ছাত্র জনতা’-এমন আহ্বান জানিয়ে গুপ্ত হত্যার প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও মানববন্ধন করেছে প্রতিগতিশীল বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগি সংগঠন। শুক্রবার সকালে শাহবাগে এ কর্মসূচী পালিত হয়। এতে বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা অংশ নেন।
১৭ ই জুন, ২০১৬ রাত ১০:৩০
চাঁদগাজী বলেছেন:
সরকার "ভীতিকর" পরিস্হিতির সুযোগ নিচ্ছে; সরকার মানুষকে ব্যস্ত ও বিভক্ত রাখতে চায়।
৩| ১৭ ই জুন, ২০১৬ রাত ১১:৩৬
কালনী নদী বলেছেন: অনেক পুরানো প্রবচন: জোর যার মুল্লুক তার! সেটাই দেখে আসছি ছোটকাল থেকেই।
ভালো লিখেছেন ভাই।
১৭ ই জুন, ২০১৬ রাত ১১:৫১
চাঁদগাজী বলেছেন:
জোর যার মুলুক তার হচ্ছে রাজতন্ত্রে; আমাদের বর্তমান সমস্যা সেটা নয়, আমাদের সমস্যা হচ্ছে, আমাদের জনতাই ভীতু হয়ে গেছে; তাদের ভেঁড়ার স্বভাবকে সরকার কাজে লাগাচ্ছে; কারণ, সরকার নিজেই ভয়ানক অবস্হার মাঝ দিয়ে যাচ্ছে।
সরকার চাচ্ছে, কিছু সময় মানুষ ভীতু হয়েই কাটাক।
৪| ১৭ ই জুন, ২০১৬ রাত ১১:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ১৭ কোটির মধ্যে আপনিও তো পড়েন!
১৮ ই জুন, ২০১৬ রাত ১২:১৬
চাঁদগাজী বলেছেন:
অবশ্যই; আমি ভয়ে নেই, সেটার নমুনা দেখটে পেয়েছেন, হয়তো।
৫| ১৮ ই জুন, ২০১৬ রাত ১২:১০
কালনী নদী বলেছেন: যেমন চলছে তেম চললে কাদের লাভ??? যারা সুবিধাভোগি!!!
সব কিছুর পর শিক্ষার একটা ব্যাপার আছে।
ধন্যবাদ আপনার প্রতিউত্তরের জন্য। ভালো থাকেন।
১৮ ই জুন, ২০১৬ রাত ১২:১৯
চাঁদগাজী বলেছেন:
শিক্ষার ব্যাপারটাইসবচেয়ে বড়; ১৯৭২ সালে, প্রতিটি নাগরিকের শিক্ষার ব্যবস্হা করার দরকার ছিলো; সেদিনের সরকারের সেটি ছিলো বড় ভুল।
আজ এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার অনেক মানুষ বাকীদের শিক্ষা থেকে বন্চিত করার জন্য প্রচন্ডভাবে কাজ করে যাচ্ছে।
৬| ১৮ ই জুন, ২০১৬ রাত ৩:০৪
মাসূদ রানা বলেছেন: হুম, চিন্তার কথা ।
১৮ ই জুন, ২০১৬ ভোর ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী ও বিএনপি-জামাত এমন এক স্হানে এসেছে যে, মানুষের কথা ভাবার কথা ভাবছে না আওয়ামী লীগ সরকার; তারা চাচ্ছে, যেকোন প্রকারে বিএনপি'কে ক্ষমতার বাইরে রেখে '৭৫ এর দৈত্যকে বিদায় করতে।
৭| ১৮ ই জুন, ২০১৬ ভোর ৪:২৭
সচেতনহ্যাপী বলেছেন: মানুষ ভয়ে থাকলে, সরকারকে অনেক ব্যাপারে মাথা ঘামাতে হয় না। সহমত।।
তবে শিক্ষিত হলেই যে মন-মানসিকতার পরিবর্তন হবে, এটা আমি মনে করি না।। মোড়ল দেশগুলির দিকে তাকিয়ে দেখুন, বর্নবৈষম্য, বিভিন্ন স্থানে নির্বিচারে মানুষ হত্যা, গায়িকা, এম পি কেহই বাদ যাচ্ছে না।। কারা করছে এসব?? অশিক্ষিতরা অবশ্য নয়।। তাহলে কথায় কথায় এদের কথা তুলেন কেন?? আপনার কথা জানি না, কিন্তু আমার মা ছিলেন অশিক্ষিত।। আজ তার নয় ছেলেমেয়ে সহ নাতি-নাতনীদের মাঝে এমবিএ,বিবিএ সহ মাষ্টার্সদের ছড়াছড়ি।।
আর ভুলে যাবেন না,এই অশিক্ষিতদের রেমিট্যান্সের কথাও যা কিন্তু প্রকারান্তরে আমাদের ভিত গড়তে সাহায্য করছে।।
প্রায় সোয়া তিনবছর ধরে আপনার সাথে আছি।। দেখেছি অনেক।। আজ আপনার লেখায় মন্তব্যও করা যায় না, অশ্লীল আর কুরুচিপুরন মন্তব্যের কারনে।। মন্তব্য এবং উত্তরের ব্যাপারে সতর্ক হলে কিন্তু এটা হতো না।। শুভান্যুধায়ী হিসাবে অনেক আগে একবার বলেছিলাম, আজ আবারও বলছি।। আর অহংবোধটা ছাড়ুন।। সন্মান করুন, পাবেনও তাই।। ভুল হলে ক্ষমাপ্রার্থী।।
১৮ ই জুন, ২০১৬ ভোর ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
শিক্ষিত বলতে আমি পিএইচডি বুঝাচ্ছি না; আমি বুঝাচ্ছি যেন আগামী ১০ বছরে ৩১ লাখ কিশোরীকে 'চাকরাণী' না হতে হয়; সমাজ যেন বুঝতে পারে যে, এই ৩১ লাখ যেন সুখী মা হতে পারে; কিন্তু এখন ঢাকা ইুনিভার্সিটির শিক্ষকও মনে করেন যে, দরিদ্রের মেয়ের তো 'চাকরাণী' হওয়ার কথা, এবং হলেও মেয়েটি খেয়ে পড়ে বাঁচতে পারবে; আমি চেস্টা করবো এই ৩১ লাখ যেন পড়ে কেরানী হতে পারে, শিক্ষক হতে পারে, ডাক্তার হতে পারে।
মন্তব্য আমি ঠিক মতো করছি; আমি ব্লগে আসি না "আপুনী, আর ভাইয়্যু ডাকতে, আমি আসি দেখতে কে কি লিখেছে, কতটুকু সেটা বুঝে!
আমি যাদের লেখায় মন্তব্য করেছি, তারা খুশী হয়েছেন; যারা ফ্লাডিং করছে, ওদের লেখা পড়ে আমি সময় নস্ট করি না।
৮| ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৫
বিদ্রোহী সিপাহী বলেছেন: সত্যি কথা বলতে কি চাঁদগাজী ভাই, এদেশের শিক্ষা পদ্ধতিটাই তো ভুল, তাই কেউ পড়াশোনা করলেই শিক্ষিত হতে পারবে না। এর জন্য পারিবারিক শিক্ষাটাই আসল। তবে সরকার যদি জনবান্ধব হতো তাহলে সুশিক্ষা পাওয়ার পথ সুগম হতো। আর ৩১ লাখ কিশোরী, চাকরানী, সুখী মা..... অনেক বড় চাপ নয়
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৬ রাত ৯:২৫
কল্লোল পথিক বলেছেন:
যতার্থই বলেছেন,
বর্তমান দেশের অবস্থা পুরোটাই এই রকম।