নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

এটা পুলিশ বাহিনী নয়, এটা বর্তমান এনার্খীর একটা বড় কারণ

২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০২



বহুবার বলা হয়েছে যে, বর্তমান পুলিশ বাহিনী দেশের আইন শৃংখলা অধপতনের বিরাট কারণ; বর্তমান বাহিনী দেশের আইন কানুন রক্ষা না করে, উহাকে নিয়ন্ত্রিত উপায়ে খারাপের দিকে নিয়ে যাচ্ছে ক্রমাগতভাবে। মনে হচ্ছে, এসপি বাবুলের স্ত্রী হত্যার ঘটনা প্রবাহ জাতিকে বিস্মিত ও সন্দেহ-প্রবন করবে, ও সাথে সাথে নিজেদের অসহায়ত্বের বিষয়টি প্রমাণ করবে।

স্ত্রী হত্যাকান্ডে কোন নাগরিকের বক্তব্য গ্রহন করার জন্য, বা জিজ্ঞাসাবাদ করার জন্য রাত ১২টা বাজে পুলিশ এসে নিয়ে যায়? এসপি বাবুল পুলিশের লোক, স্ত্রী হত্যাকান্ডে উনার সাথে যদি গোয়েন্দারা বা পুলিশের টিম কথা বলতে চায়, উনাকে কি রাত ১২টায় তুলে নেয়ার কথা, নাকি উনাকে অফিসিয়েলী ওখানে যাবার জন্য নির্দেশ দেয়ার কথা? এগুলো কি প্রফেশালদের কর্ম প্রণালী?

৯০ হাজার সদস্যের এই বাহিনী যেভাবে দেশের আইন-কানুন রক্ষা করছে, এটা গ্রহনযোগ্য নয়, বরং এটা জাতিকে সমুহ এনার্খির দিকে নিয়ে এসেছে।

বেগম খালেদা জিয়া 'র‌্যাব' গঠন করে, পুলিশকে মিথ্যা বলার সুযোগ করে দিয়েছেন। এর আগে যে পুলিশ সৎ ছিল তা নয়; তবে, 'বন্দুক যুদ্ধের' কাহিনী পুলিশকে পুরোপুরি অপরাধের জগতে প্রবেশের লাইসেন্স দিয়ে দেয়। বন্ধুক যুদ্ধের কাহিনী জাতিকে 'মিথ্যায় বিশ্বাসী জাতিতে' পরিণত করে।

বেগম জিয়ার বন্দুকযুদ্ধকে স্বাভাবিকভাবে বন্ধ করার কথা ছিল শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে; কিন্তু এখানে ব্যতিক্রম পাওয়া গেছে, এখানে ২ জনের মাঝে মিল আছে।

বন্দুক যুদ্ধ দেশের মিলিটারীরও ক্ষতি করেছে; আসলে বন্দুক যুদ্ধ দেশকে মগের মুল্লুকে পরিণত করেছে। দেশের শিক্ষিত মানুষেরা বন্দুকযুদ্ধ বন্ধ করতে সরকারের উপর চাপ সৃস্টি করেনি; কারণ, তাদের শিক্ষা এই প্রক্রিয়ার সুদুর প্রসারী ভয়ংকর ফলাফল অনুমান করতে সাহায্য করেনি।

জাতিকে বুঝতে হবে যে, দেশের আইন কানুন রক্ষা করার নামে, নিজেদের পয়সা খরচ করে এই রকম ভয়ংকর লোকদের পুলিশ বাহিনীতে রাখা ঠিক হবে না।

স্বরাস্ত্র মন্ত্রনালয় থেকে শুরু করে, প্রতিটি পুলিশ সদস্যকে এভালুয়েট করার দরকার; এদের বিরাট অংশ আইন শৃংখলা রক্ষা করার মতো অবস্হানে নেই।

দেশে কমপক্ষে ৩ লাখ পুলিশের দরকার; একটা সম্পুর্ণ নতুন বাহিনী গঠন করে, বর্তমান বাহিনীকে রিটায়ার করার দরকার।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

মোশারফ মামুন বলেছেন: দেশে কমপক্ষে ৩ লাখ পুলিশের দরকার আমার কাছে মনে হয় সংখ্যাটা অত না বাড়িয়ে মান বাড়ালেই বেশি ভাল হবে।

২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:



পুলিশ প্রফেশানেল হিসেবে প্রতিটি সদস্য মান সম্পন্ন হওয়া উচিত; দেশে অপরাধের পরিমাণ, অপরাধের ধরণ দেখে সংখ্যা নির্ণয় করা দরকার। সর্বপরি, দেশে চাকুরী সংস্হানের দরকার।

২| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল বলেছেন, তবে পুলিশের সবাইতো এখন রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত, সুতরাং এখানে আর কোন সূত্র খাটবে না।

২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:




আমাদের রাজনীতিকে এমন যায়গায় নিয়ে এসেছে বিএনপি-জামাত ও আওয়ামী লীগ, দলের প্রভাব সাধারণ ব্যাপার; এগুলো জামাতী কৌশল, দুখের বিষয় আওয়ামীরাও জামাত থেকে শিখছে।

৩| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

ডঃ এম এ আলী বলেছেন: জামাতের অস্র জামাতের জন্য বুমেরাং হয়েছে , আওয়ামীদের উচিত এটাও অনুভবে ও শিক্ষায় নেয়া ।

২৫ শে জুন, ২০১৬ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:




আওয়ামীরা শিক্ষা নিয়েছে সেই রকম উদাহরণ নেই; স্বাধীনতার পক্ষের দল হয়েও ক্ষমতায় আসতে পারেনি দীর্ঘদিন, এটা তাদের জন্য ভাবনার বিষয় হতে পারতো; কিন্তু তারা শিখেনি।

৪| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

কালনী নদী বলেছেন: বর্তমানে অনেক সুবিধাবাদির কাছে এই লেখার কোন মান না থাকলেও বিষয়টা সবারই বোধগম্য।

২৫ শে জুন, ২০১৬ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:




আজকের সুবিধাবাদি আগামীকালের আব্বাস, কিংবা মেয়র খোকা

৫| ২৫ শে জুন, ২০১৬ রাত ৮:১২

কল্লোল পথিক বলেছেন:



যতার্থই বলেছেন,
শত ভাগ সহমত।

২৫ শে জুন, ২০১৬ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:




পুলিশ ও প্রশাসনকে একদিন বুঝতে হবে যে, ওরা মানুষের নিযুক্ত বিশ্বস্ত ও সন্মানিত কর্মচারী।

৬| ২৫ শে জুন, ২০১৬ রাত ৮:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বর্তমান পুলিশকে লাইনে আনা কোন ব্যপার না যদি মন্ত্রী, এম পি, স্থানীয় প্রভাবশালীমুক্ত রাখা যায়....টপ টু বটম সবাইতো খারাপ। খালি একা পুলিশকে খারাপ বলে লাভ কী?

২৫ শে জুন, ২০১৬ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:




পুলিশ দেশের আইন শৃংখলা রক্ষার দায়িত্বে; এটা অন্য সবকিছু থেকে আলাদা

৭| ২৫ শে জুন, ২০১৬ রাত ৯:১৫

বেরসিক কথক বলেছেন: Totally meaningless !
You Mr. Gaji is a agent of A' league.

২৫ শে জুন, ২০১৬ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:




আপনি কি লীগের হয়ে এ্যাপোয়েন্টমেন্ট লেটার দিলেন?

৮| ২৬ শে জুন, ২০১৬ রাত ১২:৫৭

ভাবনা ২ বলেছেন: একটা কাজ যদি পুলিশ করে তাহলে সব লেঠা চুকে যায় । পুলিশের কাছে সকলেরই কু কর্মের কু চিন্তার , কুভাবনার , কার সাথে কার সাপ বেজীর সম্পর্ক , কার সাথে কার দহরম মহরম , কারা রাতের অাধারে একসাথে বসে খানাপিনা বসন বাসনা করে তার বিস্তারিত খবর আছে । খবর গুলির ছিটে ফোটাও যদি তারা দেশের সংবাদ কর্মীর কাছে বিশেষ করে যার যার বিরোধী পক্ষের সংবাদ মাধ্যমের কাছে তাহলে দেশের মানুষ তা জেনে যেত আগেভাগেই । জনতাই তখন তা প্রতিরোধ করত যে যেভাবে পারে ।
অপরাধিদের বিশ্বাসের ভিত টা নষ্ট হয়ে যেত । তারা ভয় পেত অপরাধ করতে ।

২৬ শে জুন, ২০১৬ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:




থিওরেটিক্যালী হয়তো সম্ভব।

২৬ শে জুন, ২০১৬ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:




পুলিশ সবই জানে, সেগুলোকে কাজে লাগায়ে আয় করে।

৯| ২৬ শে জুন, ২০১৬ রাত ১:৪২

সচেতনহ্যাপী বলেছেন: পানির রং যে পাত্রে রখা হয়......।।

২৬ শে জুন, ২০১৬ রাত ২:০৯

চাঁদগাজী বলেছেন:




সেই ধর্মটা বদলানোর উপায় হলো শিক্ষিত জাতি গড়ে তোলা; শেখ সাহেব যদি চাইতেন ১৯৭২ সালের জানুয়ারী মাসে ৫ বছর থেকে ১৫ বছরের সবাইকে স্কুলে নিতে পারতেন।

১০| ২৬ শে জুন, ২০১৬ সকাল ৯:১৩

ডঃ এম এ আলী বলেছেন: বাংলায় একটা প্রবাদ আছে, বাঘে ধরলে আঠার ঘা , পুলিশে ধরলে চত্রিশ ঘা ,
এখন যদি এর সাথে লাগিয়ে দেয়া হয় 'পাবলিকে পুলিশ ধরলে বাহাত্তুর ঘা'
তাহলে যদি কিছু বোধদয় হয় ।
আমার পোস্টে করা করা মন্তব্যের প্রতিউত্তরটা মনে হয়
অবলোকিত হয়নি ।

২৬ শে জুন, ২০১৬ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:



এখন বাংলার মানুষ পুলিশের ভয়ে অসুখী জীবন যাপান করছে।

১১| ২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

খোলা মনের কথা বলেছেন: পুলিশ জনগনের বন্ধু এটা এখন একটা রুপকথা মাত্র। পুলিশের থেকে বড় শত্রু এখন দেশে নেই। আমিও সবসময় আতংকে থাকি না জানি কখন ডাল মামলা, বাবা মামলা, গাজা মামলায় ফেঁসে যায়।

এক দিক দিয়ে ভাল হয়েছে, এক সময় জুজুর ভয় ছিল খুব এখন সেটা কেঁটে গেছে ;) ;) ;)

২৬ শে জুন, ২০১৬ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:




এটা কোনভাবেই আর পুলিশ বাহিনী নেই, এরা দৈত্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.