নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

অচেনা

২৬ শে জুন, ২০১৬ রাত ৮:২৪



লিফট থেকে নেমে মিসেল নার্সিং স্টেশনের ঘড়ির দিকে তাকালো, সন্ধ্যা ৯টার কাছাকাছি, নার্সিং স্টেশনে কেহ নেই; সে নার্স, ক্যান্সার বিভাগে এসেছে মাস ছ'য়েক হলো; ভিজিটরেরা চলে গেছে, ভিজিটর রুমে টিভি চলছে; নতুন রোগী এনড্রু টিভি দেখছে একা; মিশেল এনড্রুকে হ্যালো বলে, নার্সিং স্টেশনে খাবারের ব্যাগটা রেখে রোগীদের রুমের দিকে গেলো, কোন ইমারজেন্সী আছে কিনা দেখার জন্য। এই সময় ২ জন না্র্স থাকার কথা; দেখলো, একরুমে ন্যান্সী রোগীকে খাওয়ায়ে দিচ্ছে; আরেক রোগীর গা মুছিয়ে দিচ্ছে সুজান অন্য রুমে। সে নার্সিং রুমে ঢূকলো কাপড় বদলায়ে তৈরি হতে।

কাপড় বদলানো সময়, সামনের আয়নায় এনড্রু'র প্রতিবিম্ব দেখলো মিশেল; এনড্রু পেছন থেকে তাকে দেখছে; সে পেছনে না তাকিয়ে কাপড় বদলালো; এনড্রু সরে গেছে; সে বেরিয়ে আসলো; এনড্রু নিজের রুমে চলে গেছে। মিশেল, নার্সিং লগে সাইন করে, রোগীদের রিপোর্টে চোখ বুলিয়ে নিলো ২ মিনিটে।

ছোট শহরের এই ছোট হাসপাতালে ক্যান্সার রোগীদের জন্য মাত্র ১২টা সিট, এখন৭ জন রোগী। এনড্রু এসেছে ৪ দিন হলো; তার ব্রেনে ক্যান্সার টিউমার; ৬ মাস আগে একবার সার্জারী করে সরানো হয়েছিল; আবার ফিরে এসেছে; সার্জারি হবে তিন দিন পর, শক্তিশালী ব্যাথার ঔষধ দিয়ে রাখা হয়েছে; সে অনেকটা ঘোরের মাঝে থাকে।

ন্যান্সীর ডিউটি শেষ, চলে গেলো রাত সাড়ে ৯ টায়; মিশেল রোগীদের দেখার জন্য বের হলো; সবার রুম ঘুরে, শেষে এনড্রু'র রুমে এলো; রুমের ভেতরে লাইট নেভানো, বাইরের আলোয় সব দেখা যায়, এনড্রু শুয়ে আছে, ঘুমায়নি। মিশেল কাছে গিয়ে দাঁড়ালো, এনড্রু উঠে বসলো।
-এনড্রু কেমন আছো, ব্যাথা আছে?
-সামান্য, সুজান ওষধ দিয়েছে ঘন্টা খানেক আগে!
-ভালো, তোমার ভিজিটরদের মাঝে কোন মেয়ে দেখলাম না, তোমার গার্লফ্রেন্ড আছে?
না, গার্লফ্রেন্ড নেই; আমরা ধর্মীয় পরিবারের; ক্লাশের একটা মেয়ের সাথে পরিচয় আছে; ক্যান্সার শুনে সে ভয় পেয়েছে।
-স্বাভাবিক। তুমি কোন মেয়ের সাথে ঘুমায়েছিলে কখনো?
-না, মা বলেছে পাপ হবে। এনড্রু বেড থেকে উঠে দাঁড়ালো, জানালার কাছে গিয়ে দাঁড়ালো, মিশলকে প্রশ্ন করলো,
-মিশেল, আমি বাঁচবো?
-এটা কি একটা প্রশ্ন হলো? তুমি শত বছর বাঁচবে; সার্জারীটা হয়ে গেলে তুমি মুক্ত।

এনড্রু দু'হাত বাড়িয়ে মিশেলকে বুকে টেনে নেয়ার জন্য সামনে এলো, কাছে এসে থেমে গেলো। মিশেল বললো,
-এনড্রু, যদি কোন মেয়ে তোমাকে দেখতে আসে, তুমি খুশী হবে?
-আমাকে দেখতে আসার মতো কোন মেয়ে তো নেই; কেহ এলে অনেক খুশী হবো, মনে হয়।
-কাল রাতে একটা মেয়ে আসবে তোমাকে দেখতে, কাউকে বলো না; মেয়েটাকে তোমার সাথে রাতে এখানে থাকার জন্য অনুরোধ করিও; আমি সুজানকে বলে যাবো; কালকে আমার ছুটি।

এনড্রুর কাছে দিনটা অনেক লম্বা মনে হলো; সন্ধ্যায় মা-বাবা আসলো, খাবার এনেছে; কিন্তু এনড্রু মনে মনে কোন এক অজানা ভিজিটরের জন্য উৎগ্রীব। মা বললো,
-এনড্রু, তোার খারাপ লাগছে?
-না, আমি আজকে অনেক ভালো।

আটটার মাঝে সব ভিজিটর চলে গেলো, এনড্রু অজানা কোন ভিজিটরের জন্য টিভি রুমে বসে রলো। সাড়ে ৮ টার দিকে সুজান টিভি রুমে ঢুকলো, বললো,
-এনড্রু, তোমাকে দেখার জন্য একটা মেয়ে এসেছে, নাম জেনি, সে তোমার রুমে গেছে।

এনড্রু জীবনে এতো সুন্দর কোন মেয়ের সাথে কথাও বলেনি, সে কিছুটা অপ্রস্তুত; মেয়েটা এনড্রুকে বুকে টেনে নিলো; তারপর বললো,
-এনড্রু, তুমি শীগ্রই ভালো হয়ে যাবে, তুমি খুবই সুন্দর।

মেয়েটি একটি ব্যাগ থেকে ছোট একটা চীজ-কেকে ও ২ কাপ চা বের করে টেবিলে রাখলো।
-তুমি কি করে জানো, আমি চীজ-কেক পছন্দ করি?
-মিশেল বলেছে।

মেয়েটি নিজেই রুমের দরজা বন্ধ করে দিলো, জানালা দিয়ে আলো এসেছে; ২জনে বসে চায়ের সাথে চীজ-কেক খেলো; মেয়েটি নিজের জীবনের গল্প করলো, শেষে বললো,
-রাতে আমি তোমার সাথে থাকবো, তুমি যেন নিজকে একা না ভাবো।
-তোমাকে সারারাত থাকতে দিবে?
-মিশেল সেই ব্যবস্হা করেছে।



মন্তব্য ৫৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৬ রাত ৮:৩৩

গেম চেঞ্জার বলেছেন: এইখানেও দুর্নীতি হইলো? ;)

(এটা ভালো লেগেছে :) )

২৬ শে জুন, ২০১৬ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:




রাজনৈতিক কথা বেশী বলা হচ্ছে, ব্লগারেরা একটু নিশ্বাস নিক।

২| ২৬ শে জুন, ২০১৬ রাত ৮:৩৬

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: জেনি কি মানসিক শান্তি সৃষ্টির জন্য এসেছে ? জেনির উপস্থিতি কি চিকিৎসা বিজ্ঞান অনুমোদন করে ?

২৬ শে জুন, ২০১৬ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:




বিজ্ঞান হলো, প্রমাণিত জ্ঞানের সমস্টি; আজকের সবকিছুই মানুষের জ্ঞানের অবদান

৩| ২৬ শে জুন, ২০১৬ রাত ৮:৪১

শায়মা বলেছেন: এইটা কি গল্প ভাইয়ু??? :)

২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:






সামাজিক

৪| ২৬ শে জুন, ২০১৬ রাত ৮:৫২

ঘটক কাজী সাহেব বলেছেন: জীবন হয়তোবা এমনই ; ক্যান্সারের রুগীরা এমনিতেই বেশী দিন বাঁচেনা, বা বাঁচতে চাইলেও পারেনা। তখন কারো কারো জীবনের শেষ সময় গুলি পার করে বিছানায় শুয়ে একটি বইয়ে নানান লেখকের লেখা গুলি পড়ে; কত কিছুইনা ওই পোড়া চোখ দেখে যায়, ভালো-মন্দ, মায়া-মমতা, আবার হিংসা-অহংকার, দলা-দলি, মারা-মারি, তবু রুগি নিশ্চুপ, কারন জীবন প্রদীপ যার মাত্র কয়েক দিনের, সে পারেনা কিছু বলতে, পারেনা প্রতিবাদ জানাতে; জীবন চলে যাচ্ছে কারো কারো এক হাজার বছর পারে__''
ভালো থাকুন কবি গাজী ভাই সব সময়।

২৬ শে জুন, ২০১৬ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:




এটা আমেরিকার ভার্জিনিয়ায় ঘটিত ঘটনা অবলম্বনে; অসুশ্হ মানুষগুলোর জীবনের শেষদিন গুলোতে যাঁরা পাশে থাকেন, তাঁরা বড় মনের মানুষ।

৫| ২৬ শে জুন, ২০১৬ রাত ৯:১০

আরণ্যক রাখাল বলেছেন: ভাল্লাগছে।
এমন লেখা মাঝে মাঝে ছাড়ুন

২৬ শে জুন, ২০১৬ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:




মাঝে মাঝে রাজনীতি থেকে ছুটি দিতে চাই।

৬| ২৬ শে জুন, ২০১৬ রাত ৯:১০

ঘটক কাজী সাহেব বলেছেন: অসুশ্হ মানুষগুলোর জীবনের শেষদিন গুলোতে যাঁরা পাশে থাকেন, তাঁরা বড় মনের মানুষ।

সত্যি তাই, এই যে আপনারা উপহার দিচ্ছেন আমাকে অনেক বই। আপনারা সত্যি অনেক বড় মানুষ।
আর যে অসুস্থ মানুষটার পাশে বই ছাড়া থেকেও থাকেনা কোন জন, কোন স্বজন, এমন কি... তারা কেমন মানুষ গাজী ভাই;

২৬ শে জুন, ২০১৬ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:




শিশুকে সবাই আদর করতে চায়, অনেকে বয়স্ক রোগীর কাছে যেতে চাহে না, এটা মানব জীবনের একটা দু:খ

৭| ২৬ শে জুন, ২০১৬ রাত ৯:২২

ঢাকাবাসী বলেছেন: এরকম মাঝে মাঝে রাজনীতি থেকে বিশ্রাম নিয়ে গল্প লিখলে ভালই লাগে। ছোট্ট গল্প, ভাল লাগল।

২৬ শে জুন, ২০১৬ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:




ওকে, সেটাই ভালো।

৮| ২৬ শে জুন, ২০১৬ রাত ১০:১১

আব্দুল্লাহ তুহিন বলেছেন: চাঁদগাজি ভাউ... খুব ভাল্লাগছে!!
শুভেচ্ছা জানবেন।

২৬ শে জুন, ২০১৬ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:




অনেক রাজনৈতিক ব্লগার কবি হয়ে গেছে, বাঘ ঘাস খাচ্ছে; আমি গল্প লেখার চেস্টা করছি

৯| ২৬ শে জুন, ২০১৬ রাত ১০:২৫

কাশফুল মন (আহমদ) বলেছেন: সুন্দর হয়ছে

২৬ শে জুন, ২০১৬ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:




শেষ কি গণতন্ত্রের ডেফিনেশন ভুলে যাবো!

১০| ২৬ শে জুন, ২০১৬ রাত ১০:৩১

মহসিন ৩১ বলেছেন: গালিভারস ট্রাভেলের গল্পের মত একটা বিদেশি কিন্তু ছোট শহর; তার নিখুঁত চিত্র ; বড়দের শহরে ওই রোগীকে বিদেশে পাঠানোর জন্য চাঁদা উঠাতে লেগে যেত অনেকেই । (লোক)

২৬ শে জুন, ২০১৬ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:




পশ্চিমের মানুষ চিকিৎসা ও সহানুভুতি পাচ্ছে দরকার মতো।

১১| ২৭ শে জুন, ২০১৬ রাত ১:৩৮

কালনী নদী বলেছেন: you are also good for writing story! i enjoyed but after reading i feel emptiness!

২৭ শে জুন, ২০১৬ রাত ১:৫৪

চাঁদগাজী বলেছেন:





এটা গল্প নয়, ভার্জিনিয়ায় এই ঘটনায় নার্সের বিরুদ্ধে মামলা হয়েছিল; এটা আমেরিকান সংস্কৃতি ও জীবনের অংশ।

১২| ২৭ শে জুন, ২০১৬ রাত ২:৪২

কালনী নদী বলেছেন: she was innocent!

২৭ শে জুন, ২০১৬ ভোর ৪:১০

চাঁদগাজী বলেছেন:




আপনি জানতেন সেই বিচারের কথা?

১৩| ২৭ শে জুন, ২০১৬ ভোর ৪:১৩

কালনী নদী বলেছেন: No but she helped that boy.

২৭ শে জুন, ২০১৬ ভোর ৪:২৫

চাঁদগাজী বলেছেন:




এটা নিয়ে মামলা হয়েছিল; নার্সকে নির্দোষ বলা হয়েছিল।

১৪| ২৭ শে জুন, ২০১৬ ভোর ৪:১৬

রুদ্র জাহেদ বলেছেন: ভাল্লাগছে ব্যাপারটা।কিছুটা সিনেমাটিক?

২৭ শে জুন, ২০১৬ ভোর ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



বিভিন্ন সংস্কৃতিতে জীবনকে বিভিন্নভাবে নেয়া হয়।

১৫| ২৭ শে জুন, ২০১৬ ভোর ৪:২৯

কালনী নদী বলেছেন: thank you for result and also sorry for the boy in the story!

that was an fair judgement .

২৭ শে জুন, ২০১৬ ভোর ৪:৪১

চাঁদগাজী বলেছেন:




আমেরিকাদের সংস্কৃতি, ভাবনা ইতয়াদি আমাদের সাথে হয়তো কোনদিন মিলবেনা।

১৬| ২৭ শে জুন, ২০১৬ ভোর ৪:৪৮

কালনী নদী বলেছেন: yes brother, they are so much gentle.

২৭ শে জুন, ২০১৬ ভোর ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:




আমামদের ট্রেডিসন ও সংস্কৃতির সাথে মিল নেই; সব জাতির নিজস্ব স_বকিয়তা আছে।

১৭| ২৭ শে জুন, ২০১৬ ভোর ৪:৫৬

কালনী নদী বলেছেন: sorry for english type . bro i apologize for that i must buy as soon as possible. a new keyboard ;)

২৭ শে জুন, ২০১৬ ভোর ৫:১৫

চাঁদগাজী বলেছেন:




ভাষা নিয়ে আমার কোন অসুবিধা নেই।

১৮| ২৭ শে জুন, ২০১৬ ভোর ৫:২২

কালনী নদী বলেছেন: it's embarrassing to talking in English here . .. but sometime i had to do that! for the situation.
thank you for accept my apologize sir :)

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:




ইউ আর ওয়েলকাম

১৯| ২৭ শে জুন, ২০১৬ ভোর ৬:৩৩

আলভী রহমান শোভন বলেছেন: আহ ! চাঁদগাজী ভাইয়ু অবশেষে ভিন্ন স্বাদের লেখা লিখল। ;)

ভালো লেগেছে। :)

২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:১১

চাঁদগাজী বলেছেন:




আমারও নিজকে হালকা মনে হচ্ছে

২০| ২৭ শে জুন, ২০১৬ সকাল ১১:৪১

কল্লোল পথিক বলেছেন:



বাহ!দারুন গল্প লিখেছেন ভাইয়া।

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:




তাই, আমি ভাবছিলাম যে, আমি রাজনৈতিক পোস্ট থেকে একটু দুরে থাকার চেস্টা করছি

২১| ২৭ শে জুন, ২০১৬ সকাল ১১:৫১

এন.সি.ডি সেণ্টার ডট কম বলেছেন: বিজ্ঞান মানুষেরেজীবনকে সুন্দর করে ।

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:



চির-সতয়

২২| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:১১

ভ্রমরের ডানা বলেছেন: দেশীয় নাম হৈলে বহুত মজা হইত।

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩১

চাঁদগাজী বলেছেন:




আমেরিকায় এ ঘটনায় একটা মামলা হয়েছিল।

২৩| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ২:০১

রানার ব্লগ বলেছেন: চাঁদে পূর্ণিমা এলো তবে।

দরজা বন্দো হওয়ার পরের গল্প টাকে মিস করছি। B-)

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৮

চাঁদগাজী বলেছেন:




অনুমেয়, আমেরিকান জীবন বিচিত্র

২৪| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ২:২৭

বিজন রয় বলেছেন: আপনাকে অনেক আগেই বলেছি রাজনীতি বাদ দিয়ে সাহিত্য নিয়ে লিখুন।

একটু নিঃশ্বাস নিন।

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৬

চাঁদগাজী বলেছেন:




আমি সাহিত্য নিয়ে লিখলে মানুষ হাসবে

২৫| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৮

বিজন রয় বলেছেন: হাসবে না আপনি লিখুন।
আপনার ভিতরে একজন দূরদর্শী মানুষ আছে।

২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:




সব সময় দুরেই ভালো দেখি

২৬| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫২

আর. এন. রাজু বলেছেন: সুন্দর।

২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:




দায়িত্ব বাড়িয়ে দিচ্ছেন?

২৭| ২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

আর. এন. রাজু বলেছেন: বুঝলাম না, চাদঁগাজী

২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:




আপনি যদি পোস্টকে 'সুন্দর' বলেন; আগামীতে আমাকে চেস্টা করতে হবে কমপক্ষে বর্তমান স্টান্ডার্ড বজায় রাখতে, যা মোটামুটি একটা দায়িত্ব হয়ে যাবে।

২৮| ২৭ শে জুন, ২০১৬ রাত ৮:০১

আর. এন. রাজু বলেছেন: হ্যা অবশ্যই

২৯| ২৭ শে জুন, ২০১৬ রাত ১০:৪১

পুলক ঢালী বলেছেন: গল্পের আকারে বাস্তব ঘটনার বর্ননা ভাল লেগেছে। যদিও উপস্থাপনায় সামান্য খাপছাড়া ভাব আছে। তবে আপনি চাইলেই যে লিখতে পারেন সেটা বোঝা গেল। ঐ দেশের সেবিকা সত্যিকারের সেবিকা । শুনেছিলাম একজন রোগী তাপহীনতায় ভুগছিলেন তাকে উত্তপ্ত করার জন্য দুজন সিস্টার ঐ রোগীকে জড়িয়ে ধরে গরম করার চেষ্টা করেছিলেন । ওদের ভাবনা চিন্তা এবং পদ্ধতি খুবই মানবিক যেটা আমাদের দেশে কল্পনায়ও আনা সম্ভব নয়।

২৭ শে জুন, ২০১৬ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:




আমি রাজনৈতিক পোস্ট লেখার চেস্টা করি; এটা হলো, একটু ব্রেক নেয়া। এ ঘটনা আমেরিকার কোর্টে গিয়েছিল, নার্সকে রিজাইন করতে হয়েছিল; কিন্তু কোর্ট তাকে নির্দোষ হিসেবে খালাস করে দিয়েছিল।

৩০| ২৯ শে জুন, ২০১৬ রাত ১২:০১

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: মিশেল বা ন্যান্সী কেউ চাকরি হারায়নি বা শাস্তি পায়নি ? তাদের চাকুরি বহাল ছিল ? এনড্রুর জীবনে একরাতের জন্য জেনির থাকাটা কি হিসাবে মূল্যায়ন করেছে বিচারক ?

২৯ শে জুন, ২০১৬ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:




মিশেল চাকুরী থেকে রিজাইন করেছিল আগেই; ন্যান্সি বিচারের মুখোমুখী হয়নি; মামলায় মিশেল নির্দোষ প্রমাণিত হয়েছিল; বেশীর ভাগ আমেরিকানরা মিশেলের পক্ষে ছিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.