নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় ২ বিখ্যাত ব্যক্তির প্রভাব বাংলাদেশে

১১ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৮



ভারতীয় ২ জন মানুষ বাংলাদেশে বেশ জনপ্রিয়, একজন হলেন ভারতের প্রয়াত প্রেসিডেন্ট ড: আবদুল কালাম(১৯৩১-২০১৫), অন্যজন ডা: জাকির নায়েক; একজনের জীবন ও কর্ম লজিক, জ্ঞান, বিজ্ঞানে; অন্যজনের ভাবনা ও কর্মকান্ড লজিক থেকেও অনেক বড়, অনকে প্রশস্ত, নিরাকার, মাপেরও বাহিরে।

ড: আবদুল কালামকে নামে অনেকে চিনলেও, এবং তিনি বাংলাদেশে জনপ্রিয় হলেও, বেশীর ভাগ মানুষ উনার জীবন ও শিক্ষাকে অনুসরণ করার অবস্হানে নেই; সম্ভবত, অনেকে উনার আসল অবদান বুঝার মতো অবস্হানেও নেই, উনার অবদান মানব সভ্যতার জন্য, উনার লক্ষ্য ছিল আকাশ, মহাশুন্য; আপনারা জানেন আকাশে কে থাকেন! যদিও ভারতের প্রতিরক্ষার জন্য তিনি রকেট বিজ্ঞানেও কাজ করেছেন, মুলত: তিনি মহাশুন্য অভিযানের উপর রিসার্চ করেছেন; এই মহাবিশ্বে মানব জাতিকে বাঁচিয়ে রাখতে হলে হলে, একদিন উপারের দিকে উঠতে হবে।

ডা: জাকির নায়েকের প্রচেস্টা হলো উল্টোদিকে, নীচের দিকে; সবাইকে তো একদিন মাটির নীচে যেতে হবে; ওখানে গেলে কি করে ভালো থাকা যায়, ভালো ঘরে বসবাস করা যায়, ভয়ংকর শাস্তি থেকে বাঁচার উপায়, ইত্যাদি নিয়ে উনার রিসার্চ। সব মানুষ মৃত্যুর পর, ভালোভাবে বাঁচতে চায়, এবং ডা: জাকির নায়িক চেস্টা করছেন আপনি মৃত্যুর পর, বেঁচে উঠলে যেন ভালো করতে পারেন; বিনা চেস্টায় ভালো কিছু পাওয়া যায় না; এবং ভালো কিছু পাওয়ার উপায় সবাই জানে না, বলে দিলেও সহজে পদক্ষেপগুলো অনুসরণ করতে পারে না; ডা: জাকির নায়েক এগুলোকে স হজ করেছেন রিসার্চের মাধ্যমে।

ড: আবদুল কালাম ইহলোক ত্যাগ করেছেন, উনি নিজের রিসার্চ কর্ম প্রকাশ করেছেন, বই লিখে গেছেন, একটার নাম বোধ হয়, "উইংস অব ফায়ার"; আরো কয়েকটা আছে; আপনি সেগুলো পড়তে পারেন।

ডা: জাকির নায়েক ১৭ কোটী বাংগালীর কাছে খুবই পরিচিত; সম্প্রতি সবচেয়ে আলোচিত ব্যক্তি; উনি বইপত্র কিছু লিখেছেন কিনা আমি জানি না, তবে উনার ভিডিও প্রায় বাংগালীর ঘরে আছে; আপনার কাছে না থাকলে সংগ্রহ করতে পারেন, নীচের দিকে তো একদিন যেতে হবে সবাইকে; উপরের দিকে হয়তো খুবই সীমিত সংখ্যক মানুষই যাবেন। আপনার কোন দিকে যাওয়ার সম্ভাবনা, সেই অনুযায়ী বই পড়তে পারেন; বই পড়তে কিন্তু পড়ালেখা জানটে হয়; বা আরো সহজ পদ্ধতি হলো, ভিডিও দেখতে পারেন।

**** কমেন্ট করার ক্ষমতা ফিরে পেয়েছি, ধন্যবাদ সামুকে; বোবার মত ছিলাম অনেকদিন****
[**** আমি কমেন্ট-ব্যানে আছি, আপনাদের লেখায় কমেন্ট করতে পারছি না, স্যরি!]

মন্তব্য ৯৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৯

গাজী বুরহান বলেছেন: উপরের দিকে হয়তো খুবই সীমিত সংখ্যক মানুষই যাবেন।

সীমিত সংখ্যক কারা জানতে মুন চাচ্ছে, একটা উদাহরণ চাই।

১১ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:





আমি সিউর নই, তবে আইনস্টাইন উপরের দিকে গেছেন হয়তো; নীচের দিকে উনি গিয়ে থাকলে এতদিনে ঐ দিকটা কিছুটা বদলে যাওয়ার কথা।

২| ১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:০২

নাসরীন খান বলেছেন: জাকির নায়েকের টিভি চ্য্যানেলটি বন্ধ হয়েছে কিন্তু প্রশ্ন হল স্কলাস্টিকা আর নরথ সাউথ ইউনিভারসিটিও কি বন্ধ হয়ে যাবে?

১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:



ড: জাকির নায়েকের টিভি চ্যানেল বন্ধ হওয়ার পরও আপনি বাংলাদেশে আছেন? ওখানে তো গজব পড়বে, তাতে আপনিও তো অক্কা পেতে পারেন!

কারা এসব করছে?

৩| ১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৮

জেন রসি বলেছেন: উপরের দিকে হয়তো খুবই সীমিত সংখ্যক মানুষই যাবেন। আপনার কোন দিকে যাওয়ার সম্ভাবনা, সেই অনুযায়ী বই পড়তে পারেন, বা আরো সহজ পদ্ধতি হলো, ভিডিও দেখতে পারেন

হাহাহাহাহাহাহাহাহা

গুড সেন্স অব হিউমার! ;)

আপনার এই পোস্টে লাইক দিলাম। :)

১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:




লাইক তো পেলাম, ভালো; দেখা পাবো কোন দিকে গেলে? উপরের দিকে, না নীচের দিকে গেলে?

৪| ১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:২১

গন্ডোলার মাঝি বলেছেন: আপনার কোন দিকে দিকে যাওয়ার ইচ্ছা ?উপরে না নিচে?আমার তো দুইটাই কারন কালাম সাহেবের টা শুধু উপরের জন্য।জাকির নায়েকের টা দুইটাই। :D

১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:



আমি মাঝ বরাবর রওয়ানা হবো; বারট্রান্ড রাসেল বলেছেন মাঝামাঝি চললে ভালো।

৫| ১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুবাইয়ে পাশাপাশি মসজিদও আছে বার-ও আছে। আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে কোনটাতে যাবেন। নো জোরাজুরি...

১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:



বুদ্ধিমত্তা খাটিয়ে সিদ্ধান্ত নিতে হবে; দেখি, কোন আর্টিফিসিয়েলী ইনটেলিজেন্ট কোন সফটও্যার ইত্যাদি সাহায্য করতে পারে কিনা!

৬| ১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৫

ইফতেখার ভূইয়া বলেছেন: দু'জনের প্রতিই আমার বিনম্র শ্রদ্ধা আছে। কালাম স্যারের প্রতি একটা টান অনুভব করি, খুব সম্ভবত তিনি অনেক বড় মাপের দেশপ্রেমিক ছিলেন, সেজন্য। স্যারের চলে যাবার পর, তাকে শ্রদ্ধা জানিয়ে একটা লিখা লিখেছিলাম। এই তো গতবছরেরই কথা। দেখতে দেখতে এক বছর হয়ে এলো! লিখার জন্য ধন্যবাদ।

১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:



ড: কালামের উপর আপনার লেখা পড়লাম; কোথায় লিখেছিলেন? আমি কমেন্ট করেছি, সাবমিট করেছি, কোথায় গিয়েছে জানি না।
ভালো, মনে হয় আপনার ছবিও দেখলাম সেখানে!

৭| ১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪০

শেয়াল বলেছেন: আবুল কালাম সাহেব বহুত জ্ঞানী মানুষ।

১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:




আধুনিক ভারতের জন্য ও মানবতার জন্য উনার অবদান অনেক বড়।

৮| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫০

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: ড: কালামের উপর আপনার লেখা পড়লাম; কোথায় লিখেছিলেন? আমি কমেন্ট করেছি, সাবমিট করেছি, কোথায় গিয়েছে জানি না। ভালো, মনে হয় আপনার ছবিও দেখলাম সেখানে!

লিখাটা আমার ব্যক্তিগত সাইটেই দেয়া হয়েছে, খুব সম্ভববত আপনি খেয়াল করেন নি। না, আপনার কমেন্ট পাইনি, কারণ খুব সম্ভবত আপনি ওখানে কারেন্ট ইয়ার বক্স-এ ইংরেজীতে "২০১৬" লিখেন নি। ওটা আমার বানানো ক্যাপচা সিস্টেম স্প্যাম বন্ধ করার জন্য। জ্বী, ওটা আমারই ছবি। :-B

১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:




আচ্ছা, আমি ২০১৬ দিয়েছিলাম, ইমেইল দিইনি; সাইটে লোকজন কেমন আসে? সাইট কি শুধু ইংরেজীতে লেখা যায়?

৯| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: আচ্ছা, আমি ২০১৬ দিয়েছিলাম, ইমেইল দিইনি; সাইটে লোকজন কেমন আসে? সাইট কি শুধু ইংরেজীতে লেখা যায়?

আসছে মোটামুটি। এলেক্সা লিঙ্ক দিচ্ছি। ওটা মূলত ইংরেজীতেই আছে। বাংলার জন্য নিজে কাস্টম সি.এম.এস বানানোর কাজে হাত দিয়েছি। ওটা দিয়েই বাংলার জন্য নতুন একটা সাইটে লিখা শুরু করবো আশা করছি।

১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:




আচ্ছা, ইনটারেস্টিং

১০| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৭

কালনী নদী বলেছেন: আপনি মনে হয় মুক্তিযোদ্ধা। একটি কমেন্টে বলেছেন কালনী ও সোজোন এসে কমেন্ট করতো।
আপনার সাথে আমার বন্ধুত্ব কাট তবে সর্বাঙ্গিন মঙ্গল কামনা রইল আগাইয়া যান।

১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:




মনে কস্ট নেবেন না; পোস্ট করা হয় ব্লগারদের মন্তব্যের জন্য; আপনাদের বেলায় কি একটা ভুমিকা লেখা হয়েছিল ছিল, মনে হয়; আমি বোধ হয়, বুঝাতে চেয়েছিলাম যে, কালনী নদী ও সোজানও কমেন্ট করতো আমার পোস্টে নিজের থেকেই, আমার তো কাউকে জানার দরকার নেই।

১১| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৬

কালনী নদী বলেছেন: আপনার বাচ্চার বয়েসি হব আমি, মুক্তিযুদ্ধের সময় আমার বাবা মারা বিয়ে করেন। তাইলে কেমনে আমি স্বধীনতা বিরুধি হব। যাই হোক ভাই আপাতত কয়েকদিনের জন্য আমরা একটু দূরে দূরে থাকি। আপনিও আমার ব্যবহারে রাগ করবেন না। দয়াকরে।

১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:




ওকে, আমি কোন ব্যাপারে, কোন কিছু বলিনি।

১২| ১২ ই জুলাই, ২০১৬ রাত ২:২৩

গরল বলেছেন: জাকির নায়েক যে কত বড় ভন্ড বা অজ্ঞ তা ভিডিওটা দেখলেই বুঝবেন। বিজ্ঞান বিশেষ করে বিবর্তন নিয়ে ৫ মিনিটের বক্ত্যব্যে ২৫টিরও বেশি ভূল বলেছেন যা তার জ্ঞানের পরিধী সম্বন্ধে আন্দাজ করার জন্য যথেষ্ট।
Naik - 25 mistakes in 5 minutes

১২ ই জুলাই, ২০১৬ রাত ২:৪৯

চাঁদগাজী বলেছেন:




তা'হলে, আমাদের ১৭ কোটীর কি অবস্হা?

১৩| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ৮:২৫

ডঃ এম এ আলী বলেছেন: যতার্থই মিলিয়েছেন । একজন বিকশিত হয়েছেন উর্ধমুখী ভাবধারায় আর একজনকে পয়দা করা হয়েছে ডাক ডোল পিটিয়ে প্রচার যন্ত্র হাতে ধরিয়ে দিয়ে নিম্মমুখী ভাবধারায় । যাকে যে উদ্দেশ্যে পয়দা করা হয় তাকে আর দৃশ্যপটে রাখা হবে কিনা তা তার পয়দা কারীরাই ভাল জানে । ইতিহাস বলে হঠাৎ গজিয়ে উঠা নায়কেরা একটা অদৃশ্য সুতার টানেই ঠোট মিলায় । লাটাইটা যার হাতে তিনি সুতা কেটে দিলে এমনিতেই তা কোন দুরে উড়ে যায় তা কেও টের পায়না । তাই বলা চলে এ চ্যাপটার শেষ, এখন দেখেন নতুন কোন মহা নায়ক পয়দা করা হয় কিনা । সৃজনকারীরা তো এমনিতেই বসে থাকবেনা , পরের ঘুটিটা ছাড়বে। কারন ধরা খাওয়া গুটি সবসমই একটা ডেড ইস্যু।

১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫০

চাঁদগাজী বলেছেন:



জাকির নায়েক সাহেব বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মুসলিমদের অগ্রগতিকে থামিয়ে দিয়েছেন।

১৪| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩০

বিজন রয় বলেছেন: আপনার সেন্স অফ হিউমার চোখে পড়ার মতো। আপনার এই ব্যাপারটিকে আমি সবসময় ইনজয় করি।

বেস্ট আপ লাক।
ভাল থাকুন।

১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:




এগুলো সিরিয়াস ব্যাপার, ১০০ মিলিয়ন মানুষ জড়িত; সন্মানের সাথে চাকা পেছনে ঘুরছে।

১৫| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪১

অপু দ্যা গ্রেট বলেছেন:

জাকির নায়েক কে নিয়ে কিছু বলব না কারণ তার কিছু ফ্যাক্ট এ ভুল আছে । আর সেগুলো অবশ্যই চোখে পড়ার মত ।

আর স্যার তো সেই ছিলেন এনাকে দেখার খুব ইচ্ছে ছিল ।

১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:




আবদুল কালাম আমাদের মানুষের জন্য প্রেরণা হবেন, যদি আমাদের মানুষ উনাকে জানতে চান, যদি পড়তে পারেন।

১৬| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্যক্তিগতভাবে আমার কাছে আপনার সেন্স অব হিউমার চমৎকার লাগে। সঠিক হিউমার করতে পারা ব্লগারদের একটা গুন।

তবে যে হিউমার অন্যদের বুঝে আসবে না, সেই হিউমার না করার উত্তম। অনেক ক্ষেত্রে আপনি যে সকল শব্দ ব্যবহার করে হিউমার করেন, সেই সকল শব্দ অনেকের কাছে আপত্তিকর এবং ভদ্রোচিত নয় বলেই মনে করেন। তাই হুট করে যে কারো সাথে আমাদের অযাচিত হিউমার না করাই ভালো।

১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:




সবকিছু তো ব্লগারদের মাঝেই সীমাবদ্ধ থাকছে, সবকিছু শোনার জন্য প্রস্তুত থাকলে ব্লগারদের ভাবনার জগত প্রসস্ত হবে; তারপর, না'হয় উনারা নিজের ভাবনাকে ধরে রাখলেন!

১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:




ধন্যবাদ, কমেন্ট করতে পারছি

১৭| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৩

মেটাফেজ বলেছেন: ভালবাসা মোরে ভিখারী করেছে, তোমারে করেছে রাণী.. ;)

১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:




ভেবেচিন্তে উত্তর খুঁজে পাইনি!

১৮| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫০

দেশী পোলা বলেছেন: কেমন চলছে?

১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:




আমি ভালো, আপনিও আশাকরি ভালো আছেন; সময় করে খোঁজ খবর নেবেন।

১৯| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৮

মেটাফেজ বলেছেন: ভাই, আমার কমেন্টের রিপ্লাই দিলেন না? :(( :((:((:((:((

১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:




আমার মনে হয়, আজ ১৫ বছর পর, সবাই সবকিছু বুঝেন; এটাও ঠিক যে, বাংগালীরা নিজের কথাকে উপরে রাখেন, সব সময়, যুক্তি হলো কথার কথা!

১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:




নিশ্চয়ই খেয়াল করেছেন যে, ব্লগে টিকে থাকাই আমার জন্য বিরাট ব্যাপার; ফলে, চেস্টা করছি, মাঝামাঝি থাকার।

২০| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৮

প্রামানিক বলেছেন: কথা মন্দ বলেন নাই।

১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:




অনেক খুশী হলাম আপনাকে আগের মতো স্পিরিটে দেখে।

২১| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

মানসী বলেছেন: আপনার লেখাগুলো আমার বেশ ভালো লাগে। আপনার উপস্থাপন কৌশল কিংবা যুক্তির পারম্পার্য এবং সর্বোপরি দেশের প্রতি একটি গভীর বেদনাজড়িত ভালোবাসা । অধিকাংশ ক্ষেত্রেই প্রায় সকলেই আপনাকে উল্টোটাই বোঝে। এমন একটা ক্যাচাল আরম্ভ হয় সেখানে আপনার বক্তব্যের পরিবর্তে অন্যদিকে বিষয়টা ঘুরে যায় ।

আমি রাজনৈতিক বিষয়ের ব্লগে খুব একটা মন্তব্য করি না | আপনার প্রতিটা লেখাই আমি পড়ি ৷ কিন্তু মন্তব্য করা হয়ে ওঠে না ৷কিন্তু এবারের লেখায় মন্তব্য না করে পারলাম না। আমাদের গ্রহনযোগ্যতার উপরেই নির্ভর করে আমরা দুজনের মধ্যে কাকে বেছে নেব ৷

শুভেচ্ছা ।

১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:




দেশ ও জাতি আমাদের; আমরা খুবই সামান্য সংখ্যক বাংগালী ব্লগে নিজেদের মাঝে মতামত বিনিময়ের সুযোগ পাচ্ছি; প্রতিটি বিষয়ে ভালো করার চেস্টা করতে হচ্ছে আমাদেরকে।

২২| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত সহজ সিদ্ধান্ত নয়।

১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:




সঠিক বলেছেন

২৩| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

মেটাফেজ বলেছেন: আপনার প্রিয় ব্লগার কালনী ছাগুরে জিগাইছিলাম তার এত গোলাম আজম প্রেমের কারণ কি? দেখেন কিরকম হুমকি আর গালি দিসে আমারে :(

এদেরই আরেকটু উগ্রবাদী চেহারারগুলা পুলাপানদের ধৈড়া জঙ্গী বানায়। দেখেন কিমুন হুমকি দিসে আমারে-

১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:




বাংলা ব্লগিং'এর শুরু থেকে াজ অবধি এই সমস্যা চলে আসছে; যতদিন বাংলা ব্লগ আছে, এটা চলতে থাকবে

২৪| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:০০

মেটাফেজ বলেছেন: আপনি একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার ৪৫বছর পরেও যারা এখনও গোলাম আজমরে সম্মান জানায় এদের বিরুদ্ধে আপনার সোচ্চার হওয়া উচিত, এগুলারে আপনার ধারেকাছে ঘেষতে দেওয়াও উচিত না। খিয়াল কৈরা দেইখেন, এরা সবসময় ইমোশনাল গেইম খেইলাই সাধারণ মানুষের মগজ ধোলাই করে।

১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:




অনেক ক্ষেত্রে আমাকে কিছুটা ব্যালেন্স করতে হচ্ছে; দেখেছেন তো আমাদের অবস্হা কখনো ভালো ছিলো না।

২৫| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৩

মেটাফেজ বলেছেন: ১৯ নাম্বারের রিপ্লাইটা ভাল বলসেন, লাইক মার্লাম :)

১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


চেস্টা করছি

২৬| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৬

কল্লোল পথিক বলেছেন:






আমি মাঝামাঝি চলছি!

১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:




সময়ে সময়ে, আমার বক্তব্য, মন্তব্য নিয়ে চাপের মাঝে পড়তে হয়েছে!

২৭| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৮

গেম চেঞ্জার বলেছেন: কমেন্ট বান থেকে ছুটসেন। সিন্নি বিলাবেন না? ;) ;)

১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:




আসলে এত বেশী ভালো লাগছে যে, ২/৪ জনকে লান্চে নেয়া যেতো; কিন্ত মাঝখানে অনেক দুরত্ব! সময় আসবে।

২৮| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫১

শায়মা বলেছেন: চাঁদগাজীভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


জেইল থেকে মুক্তি হইসে!!!!!!!!!!!!!!!!


কেমন আছো !!!!!!!!!!!


তোমার অনুভুতি বলো!!!!!!!!! :) :) :)

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৮

চাঁদগাজী বলেছেন:



ব্লগে সবার সাথে আমার পরিচয় কমেন্টের মাধ্যমে; আমাকে সব সময় ব্যান করা হয় কমেন্টের জন্য; মুশকিল হলো, আমি টের পাই না, কোন কমেন্টা বিপদ আনবে।

আমি ব্যান হলে ওকে, কমেন্ট-ব্যান খেলে ভালো লাগে না।

২৯| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫২

শায়মা বলেছেন: ভাইয়া আমিও কি সেই লাঞ্চের দু/চারজনের একজন???

এত কম লাঞ্চে নিলে কেমনে হবে???? B:-)

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:




চিটাগাং এর ভাষায় বিনয়ের সাথে বলা হয় ২/৪; আসলে বুঝায় 'সবাই'কে। সময় আসবে, আপনি চীফ গেস্ট।

৩০| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১১:০০

গেম চেঞ্জার বলেছেন: আমাকে ২/৪ এর ভেতরে রেখেছেন কি-না জানতে ইচ্ছে হচ্ছে....... :) ;)

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:




১ নম্বরে

৩১| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: লেখার চেয়ে মন্তব্যে মজা বেশি

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১:১৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরা সব সময় ইনটারেস্টিং ও গুনী বাংগালী।

৩২| ১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৩৩

আহম কামাল বলেছেন: পৃথিবীর এক অংশকে নিচের দিকে যেতে হবে বরাবরের মতোই।
তবে, উপরের দিকে উঠার মতো শক্তি ও যোগ্যতা- কোনোটাই আমার নেই।


তাই, অন্যদের মতো আমিও নীচের দিকেই যাবো। তবে, উপরের দিকে উঠার বিন্দু মাত্র সম্ভাবনাই আমার নেই।
মনোযোগের সহিত সকল মন্তব্যগুলো পড়লাম- বেশ উপভোগ করলাম। আমার প্রাপ্তি- এতোতুকুই।

১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:



মানব জাতি সব সময় উপরের দিকে উঠছে, কেহ কেহ আমাদেরকে নীচের দিকে টানছে।

৩৩| ১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: পোস্ট এর লিখা আগেই পড়েছি ,নতুন করে মন্তব্যগুলি পাঠে ভাল লাগল ।

১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:




আমার পোস্টগুলো আলোচনার জন্য ভুমিকা মাত্র, ক্ষীণ, হালকা, শীর্ণ, জীর্ণ

৩৪| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০০

ইমরান আশফাক বলেছেন: ভারত সরকার ডা: জাকির হোসেনকে নিষিদ্ধ করছেন জংগীবাদকে উৎসাহিত করার জন্য। কিন্তু ধর্ষনের জন্য যুবসমাজ (এমনকি বৃদ্ধরাও) উৎসাহিত হয় এমন বিভিন্ন বিনোদনমুলক প্রতিস্ঠানগুলি বন্দ্ধ করে না কেনো?

১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:



ভারত বড় দেশ, আমাদের কোন কন্ট্রোল থাকবে না ভারতের উপর।

৩৫| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৭

জুন বলেছেন: প্রয়াত ভারত রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম আজাদের বাড়ি রামেশ্বরম ঘুরে এসেছি বেশ কয়েক বছর আগে। মেইন ল্যন্ডের সাথে সেতু আর রেলপথে সংযুক্ত ছোট্ট দ্বীপটির চারিপাশে নীল সমুদ্র, উদার আকাশ আর উত্তাল বাতাস। সেই অপরূপ পরিবেশ মানুষের মনকে আরো উদার, আরো মহান করে তোলে তারই উদাহরন এপিজে।

১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:




ভারত ও বাংলার মানুষের জন্য খুবই বড় আদর্শ চরিত্র।

৩৬| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৪

শায়মা বলেছেন: ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৪ ০
লেখক বলেছেন:




চিটাগাং এর ভাষায় বিনয়ের সাথে বলা হয় ২/৪; আসলে বুঝায় 'সবাই'কে। সময় আসবে, আপনি চীফ গেস্ট।


আমি চীফ গেস্ট!!!!!!!!!!:)

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!! :) :) :)


তোমার বাড়ি চিটাগাং। বর্তমান নিবাস আর ঠিঁকুজি বলো তোমার বাড়িতেই হাজির হয়ে যাই না হয় দলবল নিয়ে।:)

১৪ ই জুলাই, ২০১৬ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:




আমি কাজ উপলক্ষে এখন বাহিরে; শীতে আসবো; আমরা ঠিকই কথাবার্টা বলবো, খাওয়া দাওয়া থাকবে সাথে।

৩৭| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩১

ঠ্যঠা মফিজ বলেছেন: খুবই ভালো উপস্থাপন । ধন্যবাদ গাঁজী ভাই । আপনার পোস্টে সব সময় ভালো ভালো কিছু জ্ঞান অর্জনের অংশ বিশেষ থাকে ।

১৪ ই জুলাই, ২০১৬ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:





আমি সমকালীন বিষয়ে নিজের মতামতকে পরখ করে দেখার চেস্টা করি।

৩৮| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৪

গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন:

১ নম্বরে


আমাকে ১ নম্বরে নিলেন আবার শায়মাপুকে চিফ গেস্ট!!!!!!!!!! ক্যাম্নে কী!!!!!!!!!!!!!!

১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:



চীফদের দায়িত্ব আছে, সবার দেখাশোনা করতে হয়।

লান্চ ডিনারে এলে খেতে হয়, কথা কম বলতে হয়।

৩৯| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৯

শায়মা বলেছেন: গেমু দূরে যাও।

তুমি লাস্ট থেকে এক নম্বর মনে হয় !!!!!!!!! :)

আমি চিফ গেস্ট!!!!!!!!!!!!!!!!!!!!! :) :) :)

১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:



সব সময়ের জন্য

৪০| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৮

গেম চেঞ্জার বলেছেন: তাহলে সবার আগের টেবিলে বসে পেট পূজো ছাড়া আমার আর কিছু করার নাই! :P

শুনে প্রীত হলাম। :-B

১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:




চিটাগাং'এর লোক মেজবান খায়, তারপর রেস্ট নেয়; নোয়াখালীর লোক দাওয়াত খেয়ে কাজে যায়।

৪১| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৬

শায়মা বলেছেন: ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৫ ০
লেখক বলেছেন:



চীফদের দায়িত্ব আছে, সবার দেখাশোনা করতে হয়।

লান্চ ডিনারে এলে খেতে হয়, কথা কম বলতে হয়।



হায় হায় তার মানে আমাকে আবার চিফ গেস্ট থেকে চীফ শেফ বা বেয়ারা টেয়ারা বানায় দিবা নাকি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :(

১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:




দেখাশোনা মানে পাবলিক রিলেশান, সোসিয়েলাইজেশন

৪২| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৩

সাহসী সন্তান বলেছেন: আমি অবসর সময়ে মাঝে-মাঝে আপনার ব্লগে আসি একটু বিনোদন লাভের জন্য! কারণ আপনার অসাধারন হিউমার সমৃদ্ধ মন্তব্যের প্রতিউত্তর গুলো দেখলে সত্যিই খুব ভাল লাগে! আপনি খুব ঠান্ডা মাথায় মন্তব্যের প্রতিউত্তর করতে পারেন। খুব অল্প কথার উত্তর কিন্তু তার মধ্যে ভাবনার খোরাক থাকে প্রচুর পরিমাণে! ;)

যত রকমের ঘটনা বা দূর্ঘটনাই ঘটুক না কেন, আমি ব্লগে আপনাকে কখনোই অশ্লিল শব্দ ব্যবহার করতে দেখি নাই! সত্যি বলতে আপনাকে আমার ভাল লাগার অন্যতম কারণ হলো সেটাই! তাছাড়া আপনি কোন পোস্টে যাই মন্তব্য করেন না কেন, সেটা হোক ভাল অথবা খারাপ; অনেকেই সেই মন্তব্য গুলোর প্রকৃত অর্থ বুঝতে পারে না, যে কারণে তারা আপনার উপরে ক্ষিপ্ত হয়! যদিও এটাতে বেশ খারাপ লাগে, তবে মজা পাই তাদের নির্বুদ্ধিতা দেখে! ;)

যাহোক অনেক কথা বলে ফেললাম বোধ হয়! কিছু মনে নিয়েন না!
এনি ওয়ে, পোস্টটা ভাল ছিল! তাই একটা লাইকও দিলাম! :)

১৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:




আমিও আপনার পাঠক, কোথায়ও না কোথায় মিল আছে।
বাংলা ব্লগে যাঁরা লেখার সুযোগ পাচ্ছেন, তাঁরা কবি শামসুর রহমান থেকেও ভাগ্যবান; প্রথম দিকে, শামসুর রহমান সাহেব নিজের লেখা প্রকাশ করতে গিয়ে অনেক কস্ট সহ্য করেছিলেন।

৪৩| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৫

গেম চেঞ্জার বলেছেন: আপনার অবগতির স্বার্থে জানিয়ে রাখি........ আমি আপনার একজন ফ্যান!!!!!!

১৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৪

চাঁদগাজী বলেছেন:




আমি সেটা অনুভব করেছি।

৪৪| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৬

কলাবাগান১ বলেছেন: জুনো যখন জুপিটারের কক্ষপথের থেকে ছবি তুলে পৃথিবীতে পাঠাচ্ছে, সেই ছবি কে জাকির নায়েকের অনুসারীরা মনে করে যে হলিউডের শুটিং করা ছবি.....They do not find this kind of achievements as worthy. They are more interested whether you say khoda hafez or allah hafez

১৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:




জাতির সার্টিফিকেট পাওয়া একাংশ রয়ে গেছে পাথরের/তাম্র যুগে; এটা জাতির জন্য ভয়ংকর বোঝা

৪৫| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৭

গেম চেঞ্জার বলেছেন: আরো জানিয়ে রাখি.... শায়মাপু + আমরা সমমনা অনেকেই আপনার ফ্যান!!!!!!!!

১৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:




আমি জানি, আমরা একই দিকে যাচ্ছি

৪৬| ১৭ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৫১

বিদ্যুৎ চমক বলেছেন: ড: আবদুল কালাম শেষ পর্যন্ত ডা: জাকির নায়িকের দেখানো নিচের পথেই গেছে, হায়রে বাস্তবতা মানুষ চায় সব সময় উপরের দিকে যেতে চায় কিন্তু শেষ পর্যন্ত তাকে নিচের দিকেই যেতে হয়।

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:




প্রকৃতিতে সবকিছুর শেষ আছে; সামান্য কিছু মানুষের শেষ নেই; তার মাঝে একজন ডা: জাকির নায়িক, উনার মৃত্যুর পর, কবর দেয়ার পরপরই উনার নতুন কর্মকান্ড শুরু হবে।

৪৭| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩২

শেয়াল বলেছেন: বাব্বা বাব্বা বাব্বা

পিরিতি ভালুই চলে ডেখতাসি :-P

৪৮| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩২

শেয়াল বলেছেন: বাব্বা বাব্বা বাব্বা

পিরিতি ভালুই চলে ডেখতাসি :-P

৪৯| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১:১৯

গরল বলেছেন: আরজ আলী মাতুব্বরের একটা উক্তি আছে: উন্নতির শিখরে অগ্রজেরা যখন চাদে মানুষ পাঠাচ্ছে, মঙ্গলে অভিযানের প্রস্তুতি নিচ্ছে কিছু মানুষ তখন তর্কে লিপ্ত পশ্চাৎদেশ হইতে বায়ু নির্গত হইলে ভগবানের অর্চণা বৈধ না অবৈধ তা নিয়ে। এটাই হচ্ছে ড: আবুল কালাম আযাদ ও জাকির নায়েকের মধ্যে পার্থক্য।

০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:



জাকির নায়েকেরা এমন কিছু বলেন, যাতে অশিক্ষিত ও কম-শিক্ষিতদের মন-রক্ষা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.