নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কামাল পাশা ছিল ইউরোপে বিশ্বাসী, এরিদোগান এশিয়া মুখী

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৭



১ম বিশ্বযুদ্ধে অটোম্যান সাম্রাজ্যের পতন ঘটে; এর ফলে, সাম্রাজ্য তো চলে গেছে, সাথে সাথে তুর্কি জাতির নিজস্ব বাসভুমিও কলোনী হয়ে যাচ্ছিল, কামাল পাশা সঠিক সিদ্ধান্ত নিলেন, বাড়তি সাম্রাজ্য গেছে যাক, থাকার মাটি রক্ষা করে জাতির জন্য একটা রিপাবলিক গঠন করতে হবে; কারণ, সাম্রাজ্য নামের গন্ধ পেলে, উহা অটোম্যনাদের, আর অটোম্যানদের জায়গার মালিক মিত্রশক্তি।

তুর্কিদের মাতৃভুমি প্রতিস্ঠা হলো; তুরস্ক ২ মহাদেশে প্রলম্বিত, এবং প্রায় পুরোটাই এশিয়াতে, সামান্য অংশই ইউরোপে; কিন্তু কামাল ইউরোপীয় মনোভাবের মানুষ ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর, এশিয়া অংশের লোকেরা তুরস্ককে এশিয়ান দেশ ও এশিয়ান ট্রেডিশনে ভাবছিলেন; কিন্তু কামাল এশিয়াকে পেছনে-পড়া মহাদেশ হিসেবে গণ্য করতেন; ফলে দেশের বড় অংশের সাথে সাংস্কৃতিক গরমিল ধরা পড়লো; কামাল জাতিকে ইউরোপীয় সংসকৃতির দেশে পরিণত করেছিলেন।

রাজতন্ত্রের মানুষকে ইউরোপীয়-মনা রিপাবলিকে আনা সহজ ছিলো না; ক্রমেই তুরস্ক মাথা থেকে রাজতন্ত্র মুছে ফেলে প্রভুত উন্নতি সাধন করেছে; আজকে তারা ইউরোপীয়ান দেশ সমুহের মাঝে ভালো অবস্হানে আছে।

আনাতোলিয়ার ভেঁড়ার মালিকেরা ইস্তাম্বুলের বিল্ডিংসমুহকে গীর্জা ভাবতো, তারা ইস্তাম্বুল পছন্দ করতো না, কামাল ইস্তাম্বুলে আস্হা রেখেছিলেন। আবার, কামালের সময়, আরবদের তেলের পয়সা ছিলো না; কামাল তাঁবু ইত্যাদিকে সভ্যতার কেন্দ্র ভাবতেন না; ফলে, নতুন সৃস্টি-করা নিজের দেশে কামালকে বেশ গরম পানিতে থাকতে হয়েছে।

প্রায় শত বছর কেটে গেলেও অনেকের মাথা থেকে রাজার ভাব কেটে যায়নি; তারা জাতি হিসেবে একটু দাদাগিরি করতে চায়; কিন্তু ইউরোপে তাদের থেকে অনেক বড় বড় দাদা আছে; এবার তারা পেছনের দিকে তাকাচ্ছে, পেছনে এশিয়া এবং সেটা হলো আরব; তারা আরবদের খেলায় প্রতিযোগীতা করতে চাচ্ছে।

যারা কামালের সময়, তুরস্ককে এশিয়ামুখী করতে চেয়েছিল, তাদের ভুত ও সুতেরা এখন সুযোগ পাচ্ছে; তুরস্কের এশিয়ামুখীদের একজন হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট।

তুরস্ককে ইউরোপের মত উন্নত করার জন্য কাজ করে গেছেন কামাল পাশা, তুরস্ক সেভাবেই ভালো করবে; আরবদের খেলায় যুক্ত হলে, আরবদের মতো অবস্হা হবে তুরস্কেরও।

তুরস্কের কুর্দি সমস্যা অকারণে তুরস্ককে আরব সমস্যার সাথে যোগ করে দিচ্ছে; তুরস্ককে রাজনৈতিকভাবে কুর্দি সমস্যার সমাধান করা উচিত; তা'হলে তুরস্ক আরবের এক সাধারণ সমস্যা থেকে মুক্ত হবে।

মন্তব্য ৫৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

জ্বলন্ত আলো বলেছেন: কামাল পাশা ইসলাম বিরোধী ছিলেন বলে ইউরোপমুখী। আর বর্তমান প্রেসিডেন্ট হল ইসলাম পন্থি। ধন্যবাদ

১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:




কামাল পাশা সঠিক ছিলেন; এশিয়ানরা শিক্ষা, রাজনীতি, সমাজনীতি ও অর্থনীতিতে পেছনে ছিল; উনি পেছনের মানুষে বিশ্বাস করতেন না।

২| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

জেন রসি বলেছেন: ওরহান পামুকের একটা বই পড়েছিলাম। সেখানে তুরষ্কের সাধারন মানুষের কালচারাল কনফ্লিক্টটা খুব স্পষ্টভাবে ফুটে উঠেছিল। দ্বন্দ্বটা আসলে ইসলামী চেতনা আর আধুনিক ইউরোপের চেতনাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে।

১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:




তুরস্কের অনেকেই বিশ্বাস করে যে, তারা মুসলিম সাম্রজ্যের মালিক ছিল, তারা ইসলামের রক্ষক ছিল, আরবেরাও তাদের সাম্রাজ্যে বাস করতো; ফলে, তারা আবারো ইসলামের মালিক হওয়া উচিত, ইসলামের কত্তৃত্ব তাদের হাতে আসা উচিত; সুখে থাকলে ভুতে কিলায়।

কামাল আরবদের দৈন্যতা দেখেছিলেন; তখ তেলের পয়সা ছিলো না; কামাল দেখেছিলেন বেদুইন; তিনি তাঁবু ফাঁবু পছন্দ করতেন না; তিনি জানতেন যে, ইউরোপ আজীবন মানজুষের জন্য ভালো জীবনের সন্ধান করে।

৩| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

জুলহাস খান বলেছেন: কামাল পাশা ঠিক ছিলো কি বেঠিক ছিলো সেটা বলছিনা। তারচেয়েও বড় কথা হলো সে বেশি বাড়াবাড়ি করেছে। আর সে কারণে তার ইউরোপীয় আদর্শের অকাল মৃত্যু হয়েছে।

১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:



১ম বিশ্ব যুদ্ধের পর, রাজাদের সাম্রাজ্য থেকে নতুন রিপাবলিক সৃস্টি করে, সেটাকে কিভাবে একজন জেনারেল রক্ষা করেছেন, সেটা ভেবে দেখবেন।

বৃটিশ থেকে অটোম্যানদের যায়গা রক্ষা করা সোজা ব্যাপার ছিলো না।

১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:




ইউরোপীয় কালচার ও রাজনীতিকে বাদ দিলে তারা সর্বাধিক সিরিয়া বা মিশর হবে; অন্য কিছু নেই সেখানে।

৪| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

গেম চেঞ্জার বলেছেন: ওয়েল ওয়েল ওয়েল

১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:




উপরেরটা ভেঁড়ার ছামড়া?

৫| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১২

গেম চেঞ্জার বলেছেন: উপরের কোনটা?

১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:




আপনি কি ভেবেছিলেন যে, আমি ভেঁরার ছামড়া পরে বসে আছি?

৬| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

জুলহাস খান বলেছেন: ইউরোপকে অনুসরন করতে গিয়ে নিজের সংস্কৃতিকে ভুলে যাওয়া ভালো রাষ্ট্রনায়কের প্রমাণ নয়। শাশুড়িকে সম্মান করতে গিয়ে মাকে অসম্মানের শামিল। মিশর আর সিরিয়া দিয়ে পশ্চিমারাই লাভে আছে। তুরস্ককে দিয়ে এমন লাভ করতে চাইবে তারা এমনটাই স্বাভাবিক। আর কালকের এই ব্যর্থ অভ্যুন্থান তুরস্কের সেনাবাহিনীর একার না আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার।

১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:



কামাল ইুরোপকে অনুসরণ করেননি, তিনি ইউরো-এশিয়ান; তিনি ইউরোপের বুদ্ধিচর্চা ও শিক্ষায় বিশ্বাসী ছিলেন, তিনি যে তুর্কী সেটাও তিনি ভুলেননি।

৭| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

বিদ্যুৎ চমক বলেছেন: তুরষ্ক জাতিকে আপনার কথা অনুযায়ী ইসলামপন্থী এবং এশিয়াপন্থী নেতা এরদুগায়ানেরই নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নিজ দেশকে রক্ষা করতে পেরেছে শত্রুদের কাছ থেকে, তাই তারই জয় হয়েছে এবং ষড়যন্ত্রকারীরা পরাজিত।

১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:




রাজনীতি একটা সায়েন্স, ওখানে ধর্মের কোন স্হান নেই; সেটাই ইউরোপীয়ান বিশ্বাস। দুর্ভাগ্যক্রমে, ক্যু তুরস্কের রাজনীতির অংশ হয়ে আছে

৮| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

মাহিরাহি বলেছেন: তুরস্কের ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রবৃদ্ধির হার ছিল গড়ে ৭ দশমিক ৪ শতাংশ।

Turkey's exports were $143.5 billion in 2011 and reached $163 billion in 2012

Turkey has a sizeable automotive industry, which produced over a million motor vehicles in 2012, ranking as the 17th largest producer in the world

Turkish brands like Beko and Vestel are among the largest producers of consumer electronics and home appliances in Europe, and invest a substantial amount of funds for research and development in new technologies related to these fields



In 2015, Aziz Sancar, a Turkish professor at the University of North Carolina, won the Nobel Chemistry Prize along with Tomas Lindahl and Paul Modrich, for their work on how cells repair damaged DNA.

https://en.wikipedia.org/wiki/Turkey#Economyতুরস্কের ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রবৃদ্ধির হার ছিল গড়ে ৭ দশমিক ৪ শতাংশ।

Turkey's exports were $143.5 billion in 2011 and reached $163 billion in 2012

Turkey has a sizeable automotive industry, which produced over a million motor vehicles in 2012, ranking as the 17th largest producer in the world

Turkish brands like Beko and Vestel are among the largest producers of consumer electronics and home appliances in Europe, and invest a substantial amount of funds for research and development in new technologies related to these fields


22 international airports.[225] As of 2015, Istanbul Atatürk Airport is the 11th busiest airport in the world,

according to Airports Council International.[226] The new (third) international airport of Istanbul is planned to be the largest airport in the world,

Turkish Airlines, flag carrier of Turkey since 1933, was selected by Skytrax as Europe's best airline for five consecutive years in 2011, 2012, 2013, 2014 and 2015


In 2015, Aziz Sancar, a Turkish professor at the University of North Carolina, won the Nobel Chemistry Prize along with Tomas Lindahl and Paul Modrich, for their work on how cells repair damaged DNA.

https://en.wikipedia.org/wiki/Turkey#Economy



১৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:




তুরস্ক ভালো ছিল, ভালো করছে; অকারণে, আরবদের এলাকায় মাথা ঘামাচ্ছে সিরিয়া মিরিয়া নিয়ে।

৯| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

অব্যয় ০১ বলেছেন: কামাল আতাতুর্ক তুরস্ককে অনেক এগিয়ে নিয়ে গিয়েছিলেন তাঁর যুগে।

১৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:



তুরস্ককে ইুরোপিয়ানদের সাথে থাকতে হবে; মিলিটারী সমাধান নয়; তবে, এরোদেগান আরব রাজনীতিতে ঢুকে এশিয়ার দাদা হতে গিয়ে আরব হয়ে যাবে।

১০| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:২০

মহা সমন্বয় বলেছেন: কামাল পাশার তুরুস্কে আজকে যুদ্ধ হয়ে গেল। view this link

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:



পাশা একট ভয়ানক সময়ে রাজতন্ত্র হেরে যাওয়ার পর, বুদ্ধ করে রিপাবলিক গঠন করে, তুর্কীদের দেশকে রক্ষা করেছিলেন।

১১| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:২২

গেম চেঞ্জার বলেছেন: আপনাকে না

১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:



ওকে

১২| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নীতি কোন সমস্যা না। ওপেন মাইন্ডেড সমাজকে হঠাৎ রক্ষণশীল করাটাই এরোদগানের দোষ...

১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:




সঠিক, তুরস্ককে রক্ষণীলতার দিকে টানতে গিয়ে সমস্যার সৃস্টি করছে।

১৩| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৬

মাহিরাহি বলেছেন: বিচার মানি তালগাছ আমার বলেছেন: নীতি কোন সমস্যা না। ওপেন মাইন্ডেড সমাজকে হঠাৎ রক্ষণশীল করাটাই এরোদগানের দোষ...

এইটা আপনার বিচার,

কিন্তু তুরস্কের জনগনের বিচারে নির্বাচিত হয়েছিল এরদোগান সরকার, আর সেটাই জনগনকে সন্তুষ্ট করা উন্নতির জন্যই।

সবকিছুই নিজের বিচারে চালালে ত পৃথিবীর বিপর্যয় অনিবার্য।

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:




তুরস্কের কুর্দি সমস্যা তুরস্ককে আরবদের পর্যায়ে নিয়ে যাচ্ছে; তুরস্ককে কুর্দি সমস্যার সমাধান করতে হবে রাজনৈতিকভাবে।

১৪| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৯

এডওয়ার্ড মায়া বলেছেন: তুরস্কের এহেন পরিস্ততিতে -
বাংলাদেশ কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন ??

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:



তুরস্কের সাথে বাংলাদেশের মিল খুবই কম; তুরস্ক হলো ইউরোপের কম উন্নত দেশ, বাংলাদেশ এশিয়ার কম উন্নত দেশ।

ক্ষমতায় যাওয়ার পর, বাংলাদেশের সরকারগুলো স্বাধীন, মানুষের সাথে কোন সম্পর্ক নেই; তুরস্কে সেই অবস্হা হলে গতকালই ছিল প্রেসিডেন্টের শেষদিন।

রাজনৈতিকদলের লোকেরা বাংলাদেশের সীমিত সম্পদ ও ব্যবসা বাণিজ্য দখল করে, বাংলাদেশকে ভয়ানক পেছেন নিয়ে গেছে

১৫| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩০

এডওয়ার্ড মায়া বলেছেন: আপনার সুন্দর এবং যুক্তিসঙ্গত মূল্যায়নে ধন্যবাদ ।
বাস্তব বলেছেন /

রাজনৈতিকদলের লোকেরা বাংলাদেশের সীমিত সম্পদ ও ব্যবসা বাণিজ্য দখল করে, বাংলাদেশকে ভয়ানক পেছেন নিয়ে গেছে

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:



১২ লাখ একর খাস জমি থেকে কোন সাধারণ কৃষক-শ্রমিক জমি পায়নি; লাইসেন্স প্রথা চালু করে সাধারণ মানুষকে ব্যবসা বাণিজ্য থেকে দুরে রাখা হয়েছে।

১৬| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১:৫৬

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ব্যাপারটা কি আসলেই শুধুমাত্র এশিয়া নাকি একটি বিশাল ধর্মীয়-রাজনৈতিক ইতিহাস, যা তুরস্ককে আরবদের দিকে টেনে নিয়ে যাচ্ছে?

১৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:



ধর্মীয় রাজনৈতিক ইতিহাস ছিল অটোম্যানদের; তারা পরাজিত হয়ে নির্বাসনে চলে গেছে; তুর্কীরা ছিল যোদ্ধা জাতি, সেখান থেকে নাগরিক তৈরী করতে হয়েছে ২০শ শতাবদীর জন্য। আরবেরা এখন দুস্ট গ্রহ, তুরস্ক দুস্ট গ্রহের উপগ্রহ হলে কক্ষচ্যুত হবে।

১৭| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ২:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: বিকট সমস্যা Turkey v Syria's Kurds v Islamic State and there is also Iraqi kurdis। তুরস্ক কি সমস্যার সমাধান চায় না জিইয়ায়ে রাখতে চায় , বাংলাদেশের অনেক বিষয় নিয়েও বা তাদের এত চুলকানি কেন তা বুঝা যাচ্ছেন্ ।

১৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:



এরোদোগান ইউরোপ ছেড়ে এশিয়াতে দাদাগিরি করতে চাচ্ছে

১৮| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ২:৫৮

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: গাজি ভাই এই "লাইসেন্স "প্রথা ভেঙ্গে কিভাবে সাধারন মানুষকে ব্যবসা বানিজ্যের সাথে সম্পৃক্ত করা যেতে পারে?

১৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪০

চাঁদগাজী বলেছেন:




বিশাল বিশাল সমবায় গঠন করে, সেগুলোর টাকায় বড় বড় কর্পোরেশ ক্রয় করে, সহজে সাধারণ মানুষ দেশের সরকারী ব্যবসায় প্রবেশ করতে পারবে, এমন কি বর্তমান দুর্নীতিকে জয় করে; যেসব কর্পোরেশনের কাছে লাইসেন্স আছে, সেগুলোকে ক্রয় করা।

১৯| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০৬

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভাই বাংলাদেশের যে রাজনৈতিক অবস্হা,সাধারন মানুষতো এলাকায় সমবায় গঠন করতে বা পরিচালনা করতে বাধার মুখে পরে।তৃনমূল পর্যায় সমাজের হর্তা কর্তা দের কোয়ালিটি খুবই নিচু(কিছু ব্যাতিক্রম ছারা।
এক্ষেত্রে কি করা যায়?

২০| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৯

মাসূদ রানা বলেছেন: আপনার গলা ভারাক্রান্ত শোনাচ্ছে ......

পুরো লেখাটি পড়লাম । পড়ার পর সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুথ্থানের ব্যপারে আপনার কথাগুলো বালসুলভ মনে হলো । আপনি বরংচ বাংলাদেশের পলিটিকস নিয়েই লিখুন :)

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:



তুরস্ক ক্যু'এর দেশ, এই ক্যু ১ম নয়, এবং শেষ ক্যু'ও নয়; ব্যর্থ ক্যু দিয়ে শুরু হয়ে শেষে সিভিল-ওয়ারের দিকে গেলে হতবাক হওয়ার কিছু নেই।

বর্তমান প্রেসিডেন্ট রাশিয়ার যুদ্ধ-প্লেন ফেলে দেয়ার পর, যা যা বলেছে, তা তা উনাকে একটা পজিশন দিয়েছে, যা তুরস্কের জন্য ভালো নয়।

২১| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫২

ঢাকাবাসী বলেছেন: এরদোগান জনগনের দ্বারা নির্বাচিত জনপ্রিয় মানুষ ছিলেন বলেই তাঁর এক কথায় জনগন বিদ্রোহীদের বিরুদ্ধে খালি হাতে নেমে পড়ে দেশকে বাঁচিয়েছে। কয়েক ঘন্টায় ক্যু শেষ!

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:



এটাই তুরস্কের শেষ ক্যু নয়, ইতিহাস দেখলে মনে হয়, আরো ক্যু হবে; প্রেসিডেন্ট জনপ্রিয়, তাই মানুষ রাস্তায় নেমে আসাতে ক্যু পরাজিত হয়েছে, এবং সেটাই সঠিক।

কিন্তু প্রেসিডেন্ট তুরস্ককে ইউরোপীয় বলয় থেকে বের করে নিয়ে আসছে, সেটা বিপদজনক তুরস্কের জন্য

২২| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১২

জ্ঞান ক্ষুধা বলেছেন: আপনার কথা লজিক্যাল তুরস্ক এশিয়ার দাদা হতে চাচ্ছে কিন্তু আরবের ভূরাজনীতি অত্যান্ত জটিল তুরস্ক নয় সারা বিশ্ব প্রতক্ষ বা পরক্ষ ভাবে জরিয়ে পরছে আরবে। তার অনেক কারন আছে ইহুদি বা তেল বা বিভিন্ন জাতি দ্বন্দ ইত্যাদি। আর তুরস্ক ইউরোপমুখী হতে চায় কিন্তু আরবের জাতিগত সমস্যা তারা উপেক্ষা করতে পারবে না। ধর্ম বাদ না দিয়ে রক্ষনশীল হয়ে উন্নতি করা যায় ইরান তার দৃষ্টান্ত।

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



তুর্কীরা যাতে ইউরোপিয়ান কালচারে মিশতে পারে, সেটাই করে গেছে পাশা; আরবদের সাথে কোনভাবে জড়ালে, তুরস্কের মানুষ বিভক্ত হয়ে নিজেদের মাঝে গন্ডগোল সৃস্টি করবে; ঐতিহাসিকভাবে যোদ্ধা জাতি, এটার ভালো ও খারাপ দিক আছে।

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:




ইরান শিয়াবাদ প্রসারণের জন্য আরবদেশসমুহে শিয়াদের অস্ত্র দিচ্ছে; শিয়ারা অশিয়া সরকারকে মানবে না ভবিষ্যতে, বুঝতে পারছেন, ধর্মীয় বিভক্তি'তে মানুষ বিভক্ত হচ্ছে আরবদের মাঝে

২৩| ১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

জ্ঞান ক্ষুধা বলেছেন: ধর্মীয় বিভক্তি উস্কে দিচ্ছে কারা??? আরব নেতারা মূলত রাজতন্ত্রের ধারক যারা তারাই তাদের আসন নিয়ে চিন্তিত বলেই এত জটিল আরব বিশ্ব। বিভক্তি থাকবে সবদেশেই কিন্তু নেতাদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে হয় পক্ষপাতিত্ব করা উচিৎ না। আরবের সমস্যা হচ্ছে ওদের মধ্যে ঐকের অভাব। আর এই অভাবকে কাজে লাগাচ্ছে উন্নত বিশ্ব অস্ত্র ব্যবসার মাধ্যমে। (ধর্মীয় বিভক্তি'তে মানুষ বিভক্ত হচ্ছে আরবদের মাঝে ) এবং এই বিভক্তি অন্য পক্ষ করছে যারা মুলত মুসলিম না। তুরস্ক কুর্দি নিয়ে যা করছে তা ঠিক না কিন্তু এর জন্য আরববিমুখ হয়ে ইউরোপ মুখি হওয়া দরকার নাই জাতীয়তা ওদের জন্য যথেষ্ট শুধু দরকার প্রযুক্তির ব্যবহার আর সঠিক নেতৃত্ব যা রক্ষনশীল নেতা এরদোগানের আছে

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:



এরোদিগান মনে হয়, ভুল পথে নিচ্ছে জাতিকে; ক্যেমন বাংলাদেশে গর্বের সাথে জিয়ার সাথে ভুল দিকে চলে গেছে।

২৪| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫০

খায়রুল আহসান বলেছেন: নেতা জনপ্রিয় হলে তার একটা ডাকই যথেষ্ট, মানুষকে পঙ্গপালের মত রাস্তায় টেনে আনে।

১৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:



মিলিটারী ক্ষমতা নেয়া ঠিক নয়; তবে, এরোদেগানের ডাকে গমক্ষেতের আসল পংগোপালরাই নেমে এসেছিল।

২৫| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১২

ডঃ এম এ আলী বলেছেন: বিষয়টির উপর মুক্ত আলোচনা বেশ চমকপ্রদ অনেক মুল্যবান তথ্য ও দিক নির্দেশনা দিচ্ছে । বিশেষ করে মধ্যপ্রাচ্যে নতুন করে কোন মেরুকরনের একটি আভাস পাওয়া যাচ্ছে বলেই প্রতিভাত হচ্ছে ।

২০ শে জুলাই, ২০১৬ রাত ৩:১১

চাঁদগাজী বলেছেন:



ইউরোপীয়ান সুযোগ সুবিধা বাদ দিয়ে এশীয় রাজনীতিতে প্রবেশ সমস্যা শুরু বলে মনে হচ্ছে।

২৬| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১২

সুখী মানুষ বলেছেন: সুন্দর লেখা, যৌক্তিক। একমত।

২০ শে জুলাই, ২০১৬ রাত ৩:১২

চাঁদগাজী বলেছেন:




স্যরি, আপনার পোস্টে একটা পরীক্ষামুলক কমেন্ট করেছিলাম।

২৭| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:১০

আহম কামাল বলেছেন: শ্রদ্ধেয় লেখক, ১৮ নাম্বার মন্তব্য কলামের পর, যে প্রেসক্রিপশন দিলেন- তা একটি রাষ্ট্র বেবস্থায় পরিবর্তন কি করে আসে, আমার সীমিত জ্ঞানে বুঝতে পারছি না।



রাষ্ট্রীয় পরিবর্তনে সমিতি- বুঝে আসছে না।
রাষ্ট্র ব্যবস্থায় ও রাজনীতিতে যেখানে গলদ- সেখানে সমিতি দ্বারা সমাধান !!!

২০ শে জুলাই, ২০১৬ রাত ৩:১০

চাঁদগাজী বলেছেন:



সমিতিগুলোকে পাবলিক কোম্পানীতে পরিণত করা যাবে; কমপক্ষে প্রাইভেট ইনভেস্টমেন্ট কোম্পানী হিসেবে দাঁড় করানো সম্ভব।

২৮| ২০ শে জুলাই, ২০১৬ রাত ৩:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য । উত্তরের সাথে সহমত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.