নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্প কি নিজেই নিজকে পরাজিত করবে? ভাইস প্রেসিডেন্টের সাথেও অমত

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৮:২৫



ট্রাম্প যেসব ইস্যুর জন্ম দিচ্ছে, তা কারো মাথায় কখনো সহজে আসার কথা নয়; সে তার নিজের নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট পদ প্রার্থী পেন্সকে ফেলে উল্টো দিকে রওয়ানা হয়েছে: ট্রাম্প রিপাবলিকান পার্টির স্পীকার রায়ানকে প্রাইমারী ভোটে সমর্থ না দেয়ার কথা ঘোষণা করেছে; এদিকে তার ভাইস প্রেসিডেন্ট পেন্স স্পীকার রায়ানকে পুর্ণ সমর্থন দিয়েছে। নিয়মানুসারে, নিজদলের সবচেয়ে বড় ক্ষমতাসীন ব্যক্তি হলো স্পীকার, সেই স্পীকারকে ভোটে সমর্থন না দিয়ে, নিজে কিভাবে প্রেসিডেনসিয়াল ভোটে জিতবে?

শুধু স্পীকার হলে এক কথা, ট্রাম্প সাথে ঘোষনা করেছে যে, সিনেটর ম্যাককেইনকেও সমর্থন দেবে না; এই সিনেটর সবচেয়ে ক্ষমতাশালী সিনেটর; ২০০৮ সালে এই সিনেটর ওবামার সাথে প্রেসিডেন্ট পদে হেরেছে; ট্রাম্পকে রিপাবলিকানরা কিভাবে ভোট দেবে কে জানে? অবশ্য, ম্যাককেইনের বেলায় একটু চাপের দরকার আছে, ইহা ক্ষত্রিয়, সারাক্ষণ যুদ্ধ লাগাতে চায়।

গত ৫ দিনে ট্রাম্প ৫ টি ইস্যুর জন্ম দিয়েছে, এই ইস্যুগুলো তাকে পরাজিত করার জন্য যথস্ট; এর মাঝে, শুধু একটা ইস্যু ডেমোক্রেটরা বুদ্ধি করে সাজায়েছে, এবং কৌশলে ট্রাম্পকে তাতে টেনে এনেছে; ডেমোক্রেটিক কনভেনশনে, এক পাকিস্তানী পিতা বক্তৃতা করেছেন, যার ছেলে আমেরিকান সেনা বাহিনীতে ক্যাপটেন ছিলেন, এবং মিডল-ইস্ট যুদ্ধে প্রাণ হারায়েছেন; বক্তৃতার সময় নিহত সৈনিকের পিতা ট্রাম্পকে মুসলিম বিরোধী হিসেবে আক্রমণ করে; কনভেনশন শেষ হওয়ার পর, ট্রাম্প সৈনিকের পিতাকে ট্রাম্প-স্টাইলে প্রতি-আক্রমণ করে; এতটুকু স্বাভাবিক ছিলো; কিন্তু সে মৃত সৈনিককের অবদানকে অবজ্ঞা করে বক্তব্য দেয়; আমেরিকা কখনো মৃত সৈনিকদের নিয়ে কারো অবজ্ঞা সহ্য করে না; ট্রাম্প ভুল স্বীকার করে সরে যেতে পারতো; কিন্ত আজ অবধি সে সেই ইস্যুতে পেছনে সরছে না, এতে সৈনিকের পিতা হঠাৎ করে আমেরিকান মিডিয়ার সো-কেইজে পরিণত হয়েছে। ডেমোরা জনাতো যে, পাকিস্তানী মুসলিম যদি ট্রাম্পকে আক্রমণ করে, তাতে ট্রাম্প আগাগোড়া জড়িয়ে পড়বে; কাজ হয়েছে!

রাশিয়ান ইস্যু আরো ভয়ংকর, আমেরিকার কোন দুধের শিশুও অফিসিয়েলী রাশিয়াকে ও পুতিনকে বন্ধু ডাকবে না; কিন্তু ট্রাম্প সেটাই করেছে। আমেরিকান পলিসি হলো, রাশিয়া ন্যাটোর বিপক্ষের শক্তি, সেই হিসেবে রাশিয়া মোটামুটি শত্রু; ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছে যে, পুলিন খুবই জ্ঞানী মানুষ, পুতিন কখনো ইউক্রেনের কোন ক্ষতি করবে না; এবং ইউক্রেনের প্রতি পুতিনের নীতিতে কোন ভুল নেই; আমেরিকা হতবাক।

সাথে আছে আরো ট্যাক্স ইস্যু; ইনভেস্টর ওয়ারেন বাফেট হিলারী ক্লিনটনের সভায় বক্তব্য রেখেছে ও ট্যাক্সের ব্যাপারে ট্রাম্পকে আক্রমণ করেছে; এখনো ট্রাম্পের রিয়েকশন জানা যায়নি; তবে, ভয়ংকর কিছু ট্রাম্পের মুখ থেকে বেরিয়ে আসতে পারে যে কোন সময়, যা ট্রাম্পের বিপক্ষে যাবে। যদিও ওয়ারেণ বাফেট রিসেশনের সময় আমেরিকায় চাকুরী সৃস্টির জন্য কোনদিন কিছুই করেনি, উল্টো চীনে চাকুরী সৃস্টি করেছে, তবুও তার প্রতি মানুষের একটা টান আছে।

সব মিলিয়ে মনে হচ্ছে, হিলারীর পক্ষ থেকে কিছু করার দরকার নেই, ট্রাম্প নিজেই নিজকে পরাজিত করবে; এই ৫ ইস্যুতে ট্রাম্প জরীপে ১০ পয়েন্ট পেছনে চলে গেছে!

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৮:৫২

জুন বলেছেন: এত হার্ভাড, ইয়েলে পড়া, এত ব্যারিষ্টার, ল ইয়ার, এত পন্ডিত এত মেধাবী লোকজনের দেশে এমন দুজন প্রার্থী দেখে সত্যি হতাশ হোলাম চাঁদগাজী।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৯:১১

চাঁদগাজী বলেছেন:




একটা বুনো হাতী, ২য়টা গাধী

২| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৩

নতুন বলেছেন: হেলারীকে বিজয়ী করতেই ট্রাম্প জোকারকে পাশে এনেছে পেছনের কতা`ব্যাক্তিরা।

যাতে জনগন হেলারীকেই বেছে নেয়।

০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:



ভালো।
১৭ জন সিনেটর ও গভর্ণরও কি কর্তাদের কথায় পরাজিত হলো? টেড ক্রুজের মতো সিনেটর তো খোদার কথা শুনে না। আর বুশেরা?

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৬

তিক্তভাষী বলেছেন: ট্রাম্পের বৈশিষ্টের সাথে আপনার বেশ মিল আছে! :D

০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:



আপনি ইমান হারায়ে ফেলতেছেন; আমি হিলারীর কার্যকলাপ খেয়াল রেখেছিলাম, উহা গাধী। আমেরিকানদের মাঝে এবার বার্ণি ছিল ভালো প্রার্থী, আমি তাকে পছন্দ কেছিলাম।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:৫০

নতুন বলেছেন: Click This Link

Rothschilds পরিবার হেলারীর পেছনে...

নিবাচনের জন্য টাকা তুলতে $100,000 টাকা দিয়ে হেলারীর সাথে ডিনার করতে পারবে এমন ২টা ডিনারে আয়োজন করেছে কিছুদিনের মাঝে। অনেক প্রভাবশালীরাই আছে হেলারীর সাথে।

০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:


$100,000 ডলার দিয়ে যারা ডিনার করে, ও যারা ঘন্টায় $৯ ডলার আয় করে, তাদের মাঝে কারা হিলারীর কাছের লোক? কাদের জন্য হিলারী কাজ করবে?

হিলারী ৩০ মিনিট বক্তৃতা দিয়ে, গোল্ডম্যান সাক্স থেকে পেয়েছে সাড়ে ৪ মিলিয়ন ডলার পকেটে, নির্বাচনের জন্য নয়।

শেখ হাসিনার সাথে চা খায় কর্ণেল ফারুক আর সালমান রহমান; যারা ভোট দেয় তারা দুবাই গিয়ে বার্থরুম পরিস্কার করে।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৯

সাহসী সন্তান বলেছেন: ট্রাম্প আদৌযে জিততে পারবে, সেটা আমি নিজে কখনো ভাবি নাই! শুধু উল্টা-পাল্টা বক্তব্যই নয়, বরং ওর আরো কিছু কাজ কারবার বেশ বিরক্তিকর! অবশ্য সর্বশেষ ফলাফল জানার জন্য আমাদেরকে সেই নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে!

তবে আমেরিকার নির্বাচনে যেহেতু কারচুপির কোন অপশন নাই, সেহেতু এদিক থেকে ট্রাম্পযে অনেক খানি পিছিয়ে আছে সেটা অস্বিকার করা যায় না!

০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প কারো আদেশ উপদেশ শুনে না, এটা বিপদজনক।

১ম ডিবেইটে বুঝা যাবে; তবে, ১০ পয়েন্ট পেছনে পড়ে যাওয়া ভয়ংকর।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ২:১৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ট্রাম্প একজন মানসিক রুগি

০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:




মানসিক রোগী এট বড় ব্যবসা চালাটে পারলে, ১৭ জন সিনেটর ও গভর্ণরকে পরাজিত করতে পারলে, সবাই মানসিক রোগী হতে চাইবে।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৪

নতুন বলেছেন: শেখ হাসিনার সাথে চা খায় কর্ণেল ফারুক আর সালমান রহমান; যারা ভোট দেয় তারা দুবাই গিয়ে বার্থরুম পরিস্কার করে।

হাসিনা জনগনের ভোটে নিবাচিত হইলো কবে?

আর আমেরিকার জনগনের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নিবাচিত হয় না। :)

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা কমপক্ষে ২ বার মানুষের ভোট পেয়েছে; মানুষ উৎসাহের সাথে ভোট দিয়েছেন।
আমেরিকান প্রেসিডেন্ট সরাসরি ভোটে নির্বাচিত হয়, কিন্তু ক্যাপিটেলিজমকে প্রাধান্য দেয়াতে মানুষ কস্ট পাচ্ছে।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ওই দেশের জনগণ যেমন ক্র্যাইজি তার শাসক পদপ্রার্থীরাও তেমন ক্র্যাইজি!

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:




হয়তো ইউরোপ এখন সবার চেয়ে বুদ্ধিমান; তাদের পরই আমেরিকানদের বুদ্ধিমত্তার অবস্হান হওয়ার কথা; ওরা ক্রেজী নয়।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

চিন্তিত নিরন্তর বলেছেন: আমার মনে হয় এই পাগলটাই জিতবে।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:



১ম ডিবেইটে বুঝা যাবে; আপাতত সে নিজের পায়ে কুড়াল মারছে

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তবে রাজনীতিবিদরা তো অনেকদিন দেশ চালালো। ব্যবসায়ী কীভাবে চালায় সেটারও দেখার দরকার আছে...

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান রাজনীতিবিদরা ক্যাপিটেলের কাছে বিক্রয় হয়ে গেছে; ব্যবসায়ীরা রাজনীতিবিদদের কিনছে; কেনাকাটার ঝামেলা বাদ দিয়ে ওরাই চালায়ে দেখুক; সর্বোপরি হিলারী প্রমাণিত অদক্ষ।

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: গায়ে লেগেছে নাকি মশাই? আমি অত্যন্ত দুঃখিত! ;) B-)

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:




রাজনৈতিক পোস্টে কিছু বলার পর দু:খিত হওয়ার দরকার নেই, একটু গায়ে লাগতে পারে, মাথায় লাগতে পারে; ওসব কিছু না।

১২| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ২:১৪

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: গাজী ভাই আমার একটি পোষ্টে আপনার মন্তব্য আশা করছিলাম"ক্ষমতা বদলের দরকার কি?"

আপনারা মন্তব্য করলে লেখার প্রেরণা পাই।খারাপ হলে খারাপ বলবেন।শোনার জন্য তৈরি আছি।

১৩| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৩

নতুন বলেছেন: শেখ হাসিনা কমপক্ষে ২ বার মানুষের ভোট পেয়েছে; মানুষ উৎসাহের সাথে ভোট দিয়েছেন।
আমেরিকান প্রেসিডেন্ট সরাসরি ভোটে নির্বাচিত হয়, কিন্তু ক্যাপিটেলিজমকে প্রাধান্য দেয়াতে মানুষ কস্ট পাচ্ছে।


হাসিনা গতবারে জনগনের ভোটের অপেক্ষা করেন না। মনে হয় আগামী নিবাচনেও জনগনকে কস্টকরে ভোট কেন্দ্রে যেতে দেবে না। আয়ামীলীগ...

জনগনের কস্ট তাদের ভালো লাগে না। :)

ভাই আমেরিকার নাগরিকেরা সরাসরি ট্রাম্প বা হেলারীকে ভোট দিয়ে নিবাচিত করবে না। ;) এটা ওদের সিসটেমে নাই।

ওদের একটা বিটক্যেলে সিসটেম আছে।

০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:




বিএনপি-জামাতকে থামানোর দরকার ছিলো রাজনীতি দিয়ে ও মানুষকে ভালোবেসে; আওয়ামী লীগ তা করেছে জোর দিয়ে ও মানুষের সুযোগ কেড়ে নিয়ে।

১৪| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১১

নতুন বলেছেন:
বিএনপি-জামাতকে থামানোর দরকার ছিলো রাজনীতি দিয়ে ও মানুষকে ভালোবেসে; আওয়ামী লীগ তা করেছে জোর দিয়ে ও মানুষের সুযোগ কেড়ে নিয়ে।


ঠিক আছে... কিন্তু এখন হাসিনার উচিত জনগনকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। এবং আয়ামীলীগ ও ছাত্রলীগকে নিয়ন্ত্রন করা।

এখনো সুজোগ আছে মানুষের জন্য কাজ করে মানুষের মনজয় করার। সেটা না নিয়ে বড় ভুল করছেন হাসিনা।

তার উচিত শুধু নেতাদের কথা না শুনে... বাইরের দিকে নিজেই একটু শুনে/দেখে সিদ্ধান্ত নেওয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.