নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

৩ লাখ ছাত্রছাত্রী ফেল করছে এইচএসসি\'তে, এরা কারা?

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩০



এরা প্রথমত: গ্রামের ছেলেমেয়ে, গ্রামের কলেজের ছাত্রছাত্রী; খোঁজ নিয়ে দেখেন, এদের পরিবারে পড়ালেখায় এরা মোটামুটি ১ম জেনারেশন; এবং এদের অনেকের বাবা বিদেশে, কিংবা দেশে থাকলেও বাবা পড়ালেখা জানে না। গ্রামের কলেজগুলোতে দেশের সেরা গাধারা শিক্ষক হয়ে বসে থাকে; ইংরেজী পড়ায় বাংলা ভাষায়, কম্প্যুটার টেকনোলোজীর নোট দেয় বাংলায়।

উত্তর চট্টগ্রামের এক থানায় ৯টি কলেজ; ভালো আব-হাওয়ার দিনে ৫০% ছেলেমেয়ে ক্লাশে উপস্হিত থাকে; কলেজে উপস্হিত থেকেও ক্লাশে যায় না অনেকে। আমি জানতাম যে, এদের পড়ালেখা খুবই কম হচ্ছে, রেজাল্টও খারাপ হবে। এই এলাকার পুরুষেরা মোটামুটি বিদেশে থাকে।

স্কুলে যারা পাশ করে, কলেজে তাদের ফেল করা মোটামুটি অসম্ভব; তা'হলে, ১২ লাখের মাঝে ৩ লাখ ফেল করে কিভাবে? স্কুলের জীবন থেকে কলেজে প্রবেশকে সহজ করার জন্য প্রথম তিন মাস খুবই দক্ষতার সাথে ছাত্রছাত্রীদের পরিচালনা করতে হয়; কিন্তু গ্রামের কলেজগুলোতে দক্ষ শিক্ষক নেই বললেই চলে।

যেসব পরিবার থেকে এবার প্রথম কলেজে প্রবেশ করেছে ছেলেমেয়ে, ও যেসব পরিবারের বাবা বিদেশ চাকুরী করে, তাদের জন্য 'স্পেশাল এডভাইজার' দরকার; কলেজে পড়ার ও পাশ করার ব্যাপারে তাদের সাহায্য করার দরকার; ক্লাশে উপস্হিত থাকা ও পড়ালেখার মেথড সম্পর্কে এদিগকে সঠিক ধারণা দেয়ার দরকার।

এইচএসসি লেভেলে ফেল করলে জীবনের চক্র পেছনে ঘুরে যায়; ৩ লাখ ফেল করার পর, শিক্ষামন্ত্রীকে বিদেশী কোন কলেজে গিয়ে এ ব্যাপারে উপদেশ নেয়ার দরকার আছে, উনার অনেক সফলতা আছে, তবে এই সময়ে ৩ লাখ ফেল গ্রহনযোগ্য নয়; উনি শিক্ষায় পন্ডিত নন, কিন্তু পন্ডিতের চেয়ারে বসে আছেন।

মন্তব্য ৫৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

কল্লোল পথিক বলেছেন:





এরা ফেসবুক প্রজন্ম!

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:




আমার মনে হয়, যারা টেকনোলোজী জানে, পাশ তাদের জন্য সমস্যা নয়।

২| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: কিছুদিন সবাই পাস করছে,এজন্যই এখন অল্প কিছু ফেল করছে।এটা বোঝায় যে, আগে শিক্ষার মান ভাল ছিল না,এখন ভাল!

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:



মনে হয় না; আগে বেশী নম্বর দিয়ে পাশ করায়েছে; এখন হয়তো স্বাভাবিক হচ্ছে। তবে, যারা ১০ম শ্রেণী পাশ করতে পারে, এইএসসি পাশ মোটামুটি কস্টকর নয়।

৩| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এদের বেশীর ভাগ ছেলে হলে প্রবাসী হবে আর মেয়ে হলে হবে বিবাহিতা। বেশী পাশ করলেও তো ঝামেলা হয়। মান সম্মত বিশ্ববিদ্যালয়ে সিট থাকে না।

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:



শিক্ষা নিয়ে জাতিকে যেভাবে শেখ হাসিনা ও বেগম জিয়ার সরকারগুলো বন্চিত করেছে; ২ জনের যায়গা লাল ঘর হওয়া উচিত; জাতিকে এরা শত বছর পেছেন নিয়ে গেছে; ২ জনেই শিক্ষাকে পণ্য করে, মানুষের মৌলিক অধিকার হরণ করেছে।

৪| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: গ্রামের এমন অনেক শিক্ষককে চিনি যারা শুধু অদক্ষই নন, নীতিহীনও ।

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:




বেশীর ভাগ গ্রামের শিক্ষক নিজের বা পারিবারিক কাজে ব্যস্ত থাকে, সময় পেলে কলেজে আসে; এদের অনেকেই নীতিহীন

৫| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ মুল্যবান পোস্টটির জন্য । শিক্ষামন্ত্রীকে দেয়া পরামর্শটি বেশ প্রনিধানযোগ্য । দেশের কোমলমতি ছেলে মেয়েদেরকে ফেল করানোর জন্যই যেন মনে হয় বেসরকারী কলেজ কতৃপক্ষের বেজায় আগ্রহ । কলেজের শিক্ষক নির্বাচনে প্রায়শই শুনা যায় বিবিধ কারণে যোগ্য ও মেধাবীগন সুযোগ পাচ্ছেন না । এর ফল তো দেখাই যাচ্ছে । তাছাড়া মাধ্যমিক পাশ করা ছেলে মেয়েদের তো একেবারে ফেল মারার কথা না । তারা হয়ত গ্রেডিং এ খারাপ করতে পারে । দুই বছর উচ্চ মাধ্যমিক শ্রেনীতে ফেল করলে ছাত্র ছাত্রীদের শুধু যে মুল্যবান সময় নস্ট হয় তাত নয়, শিক্ষার পিছনে তাদের একটি বড় অংকের বিনিয়োগ ও ব্যর্থ হয় । ছাত্রদের ব্যর্থতার পিছনে কলেজ ব্যাবস্থাপনা কতৃপক্ষ ও শিক্ষকদের দায়টাও কম নয় । সরকার অনেক সময় ব্যর্থ কলেজগুলির জন্য অনুদানের অর্থ বন্দ করে দেয়ার হুমকি দিয়ে তাদের দায় অন্যের ঘারে চাপিয়ে দিয়ে আত্মতুস্টি পায়, কিন্তু ক্ষতিগ্রস্ত ছাত্র ছাত্রী কিংবা তাদের অভিভাবকদের মুল্যবান সময় ও আর্থিক ক্ষতির দিকটি একবারও ভাবেনা, এমন কি দু:খও প্রকাশ করেনা । তাই এখন থেকে একটি আইন পাশ করা দরকার যার মাধ্যমে ছাত্র ছাত্রীদের ফেল করার পিছনে কলেজ ব্যবস্থাপনা কতৃপক্ষ ও শিক্ষকদের দায় দায়ীত্ব নির্ণয় পুর্বক তাদের কাছ হতে ছাত্র ছাত্রীদের বিনিয়োগকৃত একটি অংশ তাদেরকে প্রত্যার্পন করা যায় যাতে করে তা দিয়ে তারা পরের বারের জন্য শিক্ষা খাতে অর্থ ব্যয় করতে পারে । অন্যদিকে ক্ষতিপুরণদানের হাত হতে নিস্কৃতি পাওয়ার জন্য কলেজ কতৃপক্ষ ও শিক্ষকগনও অধিক মাত্রায় সচেতন হবেন বলে ধারণা ।
আর একটি বিষয় অনেক দেশেই উচ্চ মাধ্যমিক পর্যায়ে যথা জি সি ই ( এ লেভেল ) এ বিভিন্ন ধরনের গ্রেড যথা A* B C D E আছে । এর ফলে বলতে গেলে কাওকে একবারে ফেল এর খাতায় নাম লিখাতে হয় না । যদিও তাদের হায়ার ইউনিভারসিটি স্টাডি কিংবা চাকরী পাওয়া নির্ভর করবে তাদের প্রাপ্ত উচ্চতর গ্রেডের উপরে । তাই শিক্ষামন্ত্রী দেশ বিদেশের এই গ্রেডিং পদ্ধতিটিকে একটু স্টাডি করে দেখতে পারেন ।

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা সময় ও সরকারী ব্যয়কে হিসেবে নেয় না।
প্রতি ছাত্রের জন্য একজন এডভাইজার থাকা দরকার, যিনি ছাত্রটির প্রগ্রেস রিপোর্ট নেবেন, ও সেই অনুযায়ী ছাত্র ও পরিবারকে সাহায্য করবেন।

শিক্ষামন্ত্রীকে উন্নত দেশের কোন কলেজে ২/১ সপ্তাহ ব্যয় করে, ওদের কার্যক্রম বুঝা উচিত।

৬| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার পোস্টের বক্তব্যের সাথে একমত। এরাই হয়ত এদের পরিবারের প্রথম জেনারেশন যারা পড়াশুনায় এসেছে কিন্তু পরিবারের খামখেয়ালির কারনে আর নিজেরা পড়ার প্রতি মনোযোগী না হওয়ার কারনে ফেল করেছে।

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:



১ম পড়ালেখা জেনারেশনের অসুবিধা হলো, পরিবারের কেহ বুঝে না ওকে কিভাবে সাহায্য করতে হবে; এজন্য একজন এডভাইজার থাকলে, ছাত্র ও পরিবারকে বুঝায়ে বলতে পারেন।

৭| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০০

গেম চেঞ্জার বলেছেন: শিক্ষা ও সংবাদকে পণ্য হিসেবে বিবেচনা করা জাতির জন্য আত্মঘাতি পদক্ষেপ!! সরকার শিক্ষাব্যবস্থাকে কল্যাণমুখী ও গঠনমুখী করতে পারেনি। এটাই জাতির মানবসম্পদকে সম্পদ না বানিয়ে আপদ-বিপদ বানিয়ে দিয়েছে।
এই ৩ লাখ জাতির ভবিষ্যৎ বিপদ!! :| :|

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:



রকারের সেক্রেটারীরা জানে যে, এই ৩ লাখের মাঝে ২/১ লাখকে আরব দেশে বিক্রয় করতে পারবে; এর থেকে বড় ও সহজ টাকা বিল গেইটসও দেখেনি; এই আদম ব্যাপারীরা ঢাকা কলেজ থেকেই ১৫ বছর আগে পাশ করেছে।

২০০০ সালে বাংলাদেশী সরকার মানবতার বিরুদ্ধে অবস্হান নিয়েছে; ইস্ট ইন্ডিয়া কোম্পানীর লোকদের সাগরেদ এরা।
এই ৩ লাখের জীবন কস্টকর হবে

৮| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৬

গেম চেঞ্জার বলেছেন: আপনার লেখা গল্পগুলো কন্টিনিউ করবেন না?

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:



লিখবো।

৯| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৯

খোলা মনের কথা বলেছেন: উনি শিক্ষায় পন্ডিত নন, কিন্তু পন্ডিতের চেয়ারে বসে আছেন। কথাটির সাথে সহমত পোষন ছাড়া বিকল্প কোন পথ নেই। ৩ লাখ ছাত্রছাত্রী যারা ফেল করেছে সবাই শুধুমাত্র গ্রাম বা শুধু মাত্র শহরের না। যদিও গ্রামের বেশি আর গ্রামে বেশি হওয়া পিছনে অনেক কারণ আছে তার অনেকটাই তুলে ধরেছেন। এগুলো তাদের অপরাধ হলেও আমাদের শিক্ষানীতি শিক্ষাকাঠামোর যথেষ্ট দূর্বলতা আছে। শিক্ষামানদন্ড ঠিক রাখতে হলে সঠিক শিক্ষাকাঠামো প্রনয়ন করা জরুরী। গরু ছেড়ে পরের ফসল নষ্ট করার পর গরুর দোষ দেওয়া মোটেই গ্রহনযোগ্য কাজ না।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:



ছেলেমেয়েরা পরিবেশের সাথে তাল মিলায়ে চলে; পড়ালেখা না হলে,অরা বুঝতে পারে না।
কলেজকে ঠিক করতে হবে, কলেজ বেশী দায়ী। মন্ত্রী নাহিদ হয়তো দক্ষ মন্ত্রী, তবে পড়ালেখার মান ও গুরুত্বে ডোডো

১০| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২৪

প্রামানিক বলেছেন: গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় টাকার বিনিময়ে যোগ্যতায় নয়। যে কারণে রেজাল্টের এই অবস্থা।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:



দেশকে গিলে ফেলেছে অজগর

১১| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৫৩

মহা সমন্বয় বলেছেন: সবাই যদি পাশ করে তাহলে ফেল করবে কে?
যারা ফেল করেছে তাদের প্রতি সমবেদনা।

১৯ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:



এই বিরাট জনসংখ্যাকে কিছু দেয়ার মত দক্ষ লোক সরকারে নেই; সঠিক মতো পড়ালেখা করিয়ে দিলে বিশ্বে স্হান করতে পারতো বাংগালীরা

১২| ১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১১

ফারহানা তাবাসসুম বলেছেন: শুধু গ্রামে নয়, আমাদের শহরগুলোতে এসে দেখুন ক্লাশ হয় না, ফার্স্ট ইয়ার এ ক্লাশ হয় মোটামুটি কিন্তু সেকেন্ড ইয়ারে কোন প্রকার ক্লাশ হয় না!!!

১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



এগুলোর জন্য লোক্যাল শিক্ষা উন্নয়ন গ্রুপ গড়ে তোলা দরকার; শিক্ষক ও ছেলেমেয়েদের উপর নজর রাকাহার জন্য।

১৩| ১৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৪

সভ্য বলেছেন: তথ্যটা জানা হলো, এ যুগেও যে ফেল করে সেটা জানতে পারলাম আপনার লেখা পড়ে। ভাল থাকবেন।

১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:




আসলে, এই ৩ লাখের একাংশ ঝরে গেলো।

১৪| ১৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৩

বাকরখানি বলেছেন: এরা মগজহীন পিগমি, শিঘ্রি হাউকাউ করে আফগানিস্তান চলে যাবে।

১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



হাজার হাজার পিগমী শিক্ষকের চাকুরী পেয়েছে ঘুষের কারণে।

১৫| ১৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৩

বাকরখানি বলেছেন: নাহিদরে আগে দেক্তাম গালি দিতেন, আজকে এত ভাল কথা, আড়ি শেষ নাকি নাহিদের সাথে ?

১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:




আমি ভেবেছিলাম উনি ব্লগ পড়েন; মনে হয়, উনি আসলে এতটুকু বড় নন।

১৬| ১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৯

চিন্তিত নিরন্তর বলেছেন: বেসরকারি কলেজ স্কুল গুলোতে বিসিএস হবার পরেও চাকুরী হয়নি এমন ছেলে মেয়েদের সরকারি অনুদানে চাকুরী দেয়া উচিত। তা না হলে টাকার বিনিময়েই শিক্ষক নিয়োগ হয়।

১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:




ব্যুরোক্রেট, প্রশাসন ও সরকার চাচ্ছে না যে, সাধারণ ও গ্রামের ছেলেমেয়া পড়ালেখা করুক; গ্রামের স্কুল ও কলেজগুলো সম্পর্কে মন্ত্রী নাহিদের ভাবনা নেই।

১৭| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

ওসেল মাহমুদ বলেছেন:
২০০০ সালে বাংলাদেশী সরকার মানবতার বিরুদ্ধে অবস্হান নিয়েছে; ইস্ট ইন্ডিয়া কোম্পানীর লোকদের সাগরেদ এরা। একমত !

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:






সরকার একটা কাজে সফল হয়েছে, বিএনপি'র লাগাম টেনে ধরেছে; আর সুযোগ ও সম্পদ সরকারী লোকদের জন্য

১৮| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ঘুড়ির সুতোয় টান দিয়েছে। তবে ক্ষতি হলো টানটা জোড়ে দেওয়া হয়েছে।
শিক্ষা বাঙালীর আদ্যোপান্ত এক বিড়ম্বনার নাম। এর কারণ আর ফল নিয়ে বিশাল কোশ্চেন মার্ক।

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:




চট্টগ্রামে একটা গান আছে, "গাউসুল আজম মাইজ ভান্ডারে স্কুল খুলেছে...
শেখ হাসিনার ও নাহিদের স্কুলে পাশ ফেল নির্ভর করে নাহিদের উপর।

১৯| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ফেল করা এই ৩ লাখ ছাত্র ছাত্রী সবাই কী গ্রামের বা মফস্বলের? কোন পরিসংখ্যান কি রয়েছে? জানা থাকলে তথ্যটি দিবেন। ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য। তবে, ঢালাও ভাবে গ্রামের ছাত্র শিক্ষক অভিভাবকদের দোষ দিলেই সমাধান হচ্ছেনা। সমাধানের জন্য আরো অনেক অনেক জায়গায় পরিবর্তন ও সংশোধন করা লাগবে। আগে সমস্যা চিহ্নিত করেন তারপর সমাধান পাওয়া যাবে।

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৪১

চাঁদগাজী বলেছেন:



গ্রাম সম্পর্কে যা বলেছি সেটা আমার পর্যবেক্ষণ থেকে; আমার কাছে কোন তথ্য নেই। গ্রামের শিক্ষকদের দায়ী করে ঝাল মিটাচ্ছি; সমাধান, সেটা অন্য ব্যাপার।

২০| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩২

উদাসী স্বপ্ন বলেছেন: আপনি কি মনে করে যারা পাশ করেছে তারাও কি খুব জেনে পাশ করেছে?

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:



ইন্টারমিডিয়েট পাশ মোটামুটি সহজ; কারণ, স্কুলে যো পড়েছে, সেটার কাছাকাছি ১২শ ক্লাশ। ফেল করে, কারণ ২ বছর রেস্টে থাকার ফলে।

২১| ২০ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:০৫

বিলুনী বলেছেন: পাশের হার তো দেখলাম গত কয়েক বছরের তুলনায় এবার বেশ ভাল । তা ছাড়া আমাদের ছাত্র ছাত্রীদের সামনে দেশের কিংবা বড় বড় রাজনৈতিক দলের শীর্ষ পদে যাওয়ার জন্য ফেলটুস ছাত্রের সমুহ সম্ভাবনা রয়েছে । এ ক্ষেত্রে খালেদা জিয়া তারেক জিয়ারা উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন । তাই ফেলটুসদেরই বাস্তব জীবনে বেশী সাফল্য পাওয়ার সম্ভাবনা , এর ফলে ফেল করে তো তাদের উল্লসিত হওয়ার কথা ।

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:



জাতির সমস্ত সুযোগ ও সম্পদ দখল করেছে খালেদা জিয়া, তারেক জিয়া ও ৫০ হাজার লোক; আজ যারা ফেল করছে, তাদের জন্য কিছুই বাকী নেই।

২২| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০৩

কাশফুল মন (আহমদ) বলেছেন: পাশের হার তো তবু মেয়ের বেশি

২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:



দেশের পড়ালেখা ও সামাজিক পরিবেশের কারণে, মেয়েরা বেশী পড়ার সময় পাচ্ছে, বেশী মনোযোগী হওয়ার সুযোগ নিচ্ছে; এটা মেয়েদের জন্য খুবই ভালো ও দরকারী।

২৩| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২৩

জুন বলেছেন: এরা হতভাগ্য

২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫১

চাঁদগাজী বলেছেন:




নাহিদ কিন্তু এদের সাহায্য করার ব্যাপারে নতুন কিছু বলেনি; ফেল করেছে, সেটা তোমার ও তোমার পরিবারের ব্যাপার!

২৪| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: গর্তে ঢুকলেন নাকি??খোজ খবর নাই।

২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ আপনাকে, সামান্য অসুস্হতা, তেমন কিছু না।

২৫| ২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৫

সনেট কিংবা বৃত্ত বলেছেন: ফেসবুক আর আডডা.....পড়াশুনার সময় কোথায়......

২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:



এইএসসি লেভেলের ছাত্রছাত্রীদের জন্য কলেজে এডভাইজার দরকার; ২০০/৩০০ জনের জন্য একজন এডভাইজার দরকার; জাতিকে সামনে নেয়ার জন্য ইনভেস্টমেন্ট দরকার।

২৬| ২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৮

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: সুস্থ হয়ে পূর্ন উদ্যমে ফিরে আসুন সেই কামনা করছি।

২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আসবো; ব্লগ থেকে দুরে থাকাই সমস্যা!

২৭| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০০

কাছের-মানুষ বলেছেন: আংশিক সহমত তবে সব দোষ যে প্রসাশনের তা নয় !
উদাহরন সরুপ বলা যায় , আমি যখন কলেজে পড়তাম তখন আমাদের সাথে অনেক ছাত্রছাত্রি ভর্তি হল কিন্তু বছর শেষ না হতেই দেখলাম এক তৃতীয় আংশ ফাকা হয়ে গেল ! কারো কারো পড়াশুনার চেয়ে প্রেম প্রিরিতেই আগ্রহ বেশী এবং পড়াশুনায় অমনযোগি এরাতো ফাষ্ট ডিভিশনে ফেল করবেই ।
প্রসাসনের দোষ আছেই সেটা অস্বীকার করার উপায় নেই । আমারতো আমাদের দেশের ম্যারাথন পরীক্ষারই বিপক্ষে , মাস খানেক ধরে চলে প্ররিক্ষা !!
দেশের বাহিরে দেখেছি এইচ এস সি প্ররিক্ষা সকাল থেকে শুরু হয়ে সন্ধায় সেষ , এক দিনেই সব প্ররিক্ষা শেষ এবং রাতেই রেজাল্ট ।

২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


"দেশের বাহিরে দেখেছি এইচ এস সি প্ররিক্ষা সকাল থেকে শুরু হয়ে সন্ধায় সেষ , এক দিনেই সব প্ররিক্ষা শেষ এবং রাতেই রেজাল্ট । "

-আমাদের দক্ষ বানরেরা সেগুলো শিখছে, কাজে লাগাতে ১০০ বছর লাগবে।
নাগরিক গড়াটাই প্রশাসনের কাজ; কিন্তু নাগরিক বলতে আমাদের প্রশাসন উনাদের পরিবারকে বুঝেন

২৮| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ২:২৯

নামহীন ব্যক্তি বলেছেন: এরা জামাত-শিবির

২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:



এরা আমাদের সাথী

২৯| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩১

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,




প্রথম মন্তব্যে কল্লোল পথিকের কথাতেই বলি -
এরা ফেসবুক প্রজন্ম!

আর সত্যিকার ভাবে এরা এক সামগ্রিক নষ্ট শিক্ষা ব্যবস্থার ভয়ানক পরিনতি ।

২১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:




ফেসবুক একটা সমস্যা হয়ে গেছে; এটার সমাধান খোজার দরকার।

শিক্ষাকে মানুষের কল্যানে ব্যভারের জন্য দেশী বিদেশী একাডেমিকদের নিয়ে একটি রিচার্চ গ্রুপ তৈরি করার দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.