নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

৩ লাখ ফেল-করা ছাত্রছাত্রীদের কোন মৌলিক অধিকার থাকতে পারে?

২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৫



পাশ করলে অভিনন্দন, ফেল করলে কি, তিরস্কার? বাবা-মা, পরিবার মনে কস্ট পেলে কিছুটা তিরস্কারের ঘটনা ঘটবে; তবে, সেটা যেন সীমাহীন না হয়, কারণ এইচএসসি লেভেলের ছাত্রছাত্রীরা যথেস্ট দায়িত্বশীল তরুণ-তরুণী, জীবনের এই স্তরে একটা ফেল জীবনের মোড় ঘুরায়ে দেবে; এটা যেমন সামাজিকভাবে পরীক্ষার্থীদের ও তাদের পরিবারের উপর প্রভাব রাখবে, তেমনি এটা আর্থিক প্রভাব রাখবে পরিবারের উপর, এবং পুরো জাতির উপর।

শতকরা ২৫ জন ফেল করলে, কলেজগুলোকে অদক্ষতার জন্য শাস্তি দেয়ার দরকার আছে; এবং মিনিস্ট্রি থেকে এদের উপর বিপুল চাপ সৃস্টি করার দরকার; এবং আগামী বছরের জন্য সমাধান দাবী করার দরকার।

যারা ফেল করেছে, তাদের প্রত্যেকের ফেল-করার কারণ নির্ণয় করে, প্রত্যেককে ব্যক্তি-পর্যায়ে সাহায্য করা খুবই প্রয়োজন, যাতে তারা সবাই আবার সফল হতে পারে, যাতে এদের একাংশ ঝরে না যায়; এজন্য সরকারকে প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করতে হবে। সাম্প্রতিক সময়ে রিটায়ার করেছেন, এমন কলেজ শিক্ষকদের মাঝ থেকে ৩০০০/৪০০০ শিক্ষককে ১/২ মাসের জন্য নিয়োগ দিয়ে, এসব ছাত্রছাত্রীরদের প্রত্যেকের এভালুয়েশন করে, একটা প্রোফাইল তৈরি করা দরকার, কোন কোন সাবজেক্টে এদের সাহায্যের দরকার, কিভাবে সেটা করা সম্ভব, এবং সেই অনুযায়ী এদের জন্য টিউটোরিয়েল শিক্ষক নিয়োগ। মন্ত্রী নাহিদকে এসব নাগরিকদের জন্য বিনিয়োগ করতে হবে।

মন্ত্রী নাহিদ যদি সচেস্ট হন, এ ধরণের বড় ফেল থেকে জাতিকে রক্ষা করতে পারেন; এইচএসসি'র ১ম বছর শেষ হলে, প্রতি কলেজকে ফেলের ঝুঁকির মাঝে থাকা ছাত্রছাত্রীদের লিস্ট উনার হাতে দেয়ার জন্য উনি আদেশ দিতে পারেন; ১ বছর সময় হাতে পেলে, এ ধরণের ছাত্রছাত্রীদের সাহায্য করা খুবই সম্ভব। ১৭/১৮ বছরের একজন নাগরিকের বড় অধিকার হলো শিক্ষা, এটার জন্য সরকারকে সব করা দরকার; এবং বাংলাদেশের মতো দেশে, এ ধরণের সাহয্যের ব্যবস্হা করা খুবই সহজ, টাকা পয়সার দিকে থেকে খুবই সস্তা; সবচয়ে বড় কথা, জাতির সবাইকে ফ্রি পড়ানোর মতো সম্পদ জাতির রিজার্ভে পড়ে আছে, ইঁদুর খাচ্ছে সেই সম্পদ; মন্ত্রী নাহিদকে চেস্টা করতে হবে।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১৭/১৮ বছরের একজন নাগরিকের বড় অধিকার হলো শিক্ষা, এটার জন্য সরকারকে সব করা দরকার; এবং বাংলাদেশের মতো দেশে, এ ধরণের সাহয্যের ব্যবস্হা করা খুবই সহজ, টাকা পয়সার দিকে থেকে খুবই সস্তা; সবচয়ে বড় কথা, জাতির সবাইকে ফ্রি পড়ানোর মতো সম্পদ জাতির রিজার্ভে পড়ে আছে, ইঁদুর খাচ্ছে সেই সম্পদ; মন্ত্রী নাহিদকে চেস্টা করতে হবে।
আপনার সাথে একমত চাঁদ ভাই ।
যারা একদম পুওর মার্ক পেয়ে ফেল করেছে , তাদের কোন দিকে আগ্রহ , সে দিক বিবেচনা করে ডাইভারট করা উচিত ।

২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:




ব্যক্তিগতভাবে কথা বলে, এদের এভালুয়েট করা দরকার, সমস্যা কোথায় বুঝা দরকার; তারপর সাহায্য করা।

২| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আমার তো মনে হয় পুরো শিক্ষা ব্যাবস্হা টাই ছাত্র ছাত্রীদের জন্য সমস্যা!

২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:



শিক্ষা ব্যবস্হায় আমুল পরিবর্তনের জন্য একাডেমিক মানুষের দরকার; নাহিদ সাহেবের সেই গুণ নেই; বিএনপি'র আমলে ড: ওসমানকে ভার দেয়া হয়েছিল, উনি কিছুই করেননি।

ঐগুলো করতে হলে হাজার বিষয় নিয়ে কাজ করতে হবে, সেই রকম কেহ এখনো আসেননি।

৩| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১০

বিলুনী বলেছেন: কভু দংশীনে যাকে বুঝিবে সে কিসে । তাই ফেল করা কাওকে এ পদে বসিয়ে দিলে সে অন্তত তাদের নীজ অভিজ্ঞতার আলোকে ফেল হওয়ার হাত হতে উত্তরনের একটা রাস্তা বের করতে পারত !!! অধ্যাপক মোজাফ্ফর আহমেদ, ভাইস চ্যানসেলর অালী আহসান( নামটা ভুল ও হতে পারে, সঠিক মনে করতে পারছিনা এ মহুর্তে , তবে মনে পড়ে তিনি একজন ভাইস চেনসেলর ছিলেন ) ড: ওসমানের মত অনেক শিক্ষিত শিক্ষামন্ত্রীইত দেখা হল । অন্য শিক্ষিতরাও যে এমন হবেন না তা কে বলতে পারে ।

২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


"অধ্যাপক মোজাফ্ফর আহমেদ, ভাইস চ্যানসেলর অালী আহসান( নামটা ভুল ও হতে পারে, সঠিক মনে করতে পারছিনা এ মহুর্তে , তবে মনে পড়ে তিনি একজন ভাইস চেনসেলর ছিলেন ) ড: ওসমানের মত অনেক শিক্ষিত শিক্ষামন্ত্রীইত দেখা হল । "

-এরা দেশে 'শ্রেণী' ধরে রাখার পক্ষে, এরা উচ্চ মানসিকতার মানুষ ছিলেন না; আসলে, এরা জাতিে কাছে অপরাধী।
আমাদেরকে হয়তো গুণী কোন বিদেশীকে নিয়ে আসতে হবে, যারা মানুষকে ভালোবাসেন।

৪| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো ডাক্তারদের মত ভালো শিক্ষকরাও মনে হয় গ্রামে যেতে চায় না...

২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:



মানুষ শিক্ষিত হতে চায়, এটা অধিকার, এই অধিকার কেড়ে নিয়েছে তাজুদ্দিন, জিয়া, এরশাদ, খালেদা জিয়া ও শেখ হাসিনা; এরা অপরাধী।

৫| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৬

এ কে এম রেজাউল করিম বলেছেন:
পোষ্টটি পড়লাম, ভালো লাগল। দেশের মানুষদের সচেতন করতে বিশেষ অবদানে আসবে মনে করি।
কিন্তু বিভিন্ন ব্লগারদের পোষ্টে চাঁদগাজী -র শয়তান মনের মন্তব্যগুল পড়লে সবসময়
মনে তার প্রতি খারাব ধারনা বিরাজ করে।

আশাকরি সামু কতৃপক্ষ এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন।

২০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:

চেস্টা করছি, চেস্টা করছি; মন্ত্রী নাহিদ সাহেব সামুতে ব্লগিং করলে, আমার উপদেশ শুনলে উনার চিন্তাশক্তি বেড়ে যেতো।

আমি চাই যে, ব্লগারেরা আমার পোস্টে ২/১টা কমেন্ট করুক, যা ইচ্ছা তাই লিখুক, আমার মাথা ব্যথা নেই!

গতকাল যেই কয়েকজন আমাকে এটা সেটা ডেকেছেন, উনাদের ব্লগিং ধারণা বড় নয়; আপনি অকারণে আমার নামে অভিযোগ করছেন; অভিযোগ করে করে, আমাকে একা সামুতে ৫/৬ ব্যান খাওয়ায়ে ছেড়েছেন, এটা একটা কাজ হলো?

৬| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৬

চিন্তিত নিরন্তর বলেছেন: আমাদের দূর্ভাগ্য যে এত্তগুলো ফেল করা ছেলের মধ্যে একটা বড় অংশই মাদক ও অপরাধ জগতে চলে যাবে।

২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:



আজকেই তাদের জন্য ইনভেস্ট করা দরকার; এবং আমাদের সম্পদ আছে, যাতে ওদের প্রাপ্য অংশ আছে।

৭| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৮

শেয়াল বলেছেন:
ফেল যারা মারছে তাগো বংগোপসাগরে মাছ ধরতে ছেড়ে দেওয়া উছিত !

২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:



বংগোপসাগর দখল করে রেখেছে কয়েকজন মিলে, জয়েন্ট ভেনচার করে, বিলিয়ন ডলারের মাছ, চিংড়ি ধরে বিদেশিদের বড়ভাগ দিয়ে নিজেরা শতশত মিলিয়ন ডলার আয় করছে; ওটার কাছেও যেতে দেবে না।

৮| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ২:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: বিশ্ব উন্নয়ন ইনডিকেটর (World Development Indicator (WDI) ) উপাত্ত অনুযায়ী বাংলাদেশে শিক্ষা বাজেট জিডিপির শতকরা ১.৯ ভাগ মাত্র । জিডিপির তুলনায় শিক্ষা বাজেটে বিশ্বের ১৬১ টি দেশের মধ্যে ১৫৫ তম স্থানে রয়েছে বাংলাদেশ ( ৪.৬ শতাংশ ভুটান, আফগানিস্তান ৫.৬ শতাংশ, নেপাল ৪.১ শতাংশ, ভারত ৩.৯ শতাংশ, এবং পাকিস্তান ২.৫ শতাংশ) অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে এই পরিসংখ্যান আরো অনেক বেশী। প্রকৃতপক্ষে গত ১৫ বছর ধরে শিক্ষাখাতে জিডিপির মধ্য হতে ব্যয় প্রায় শতকরা ২ ভাগই রয়ে গেছে । দুঃখের বিষয়, শিক্ষার জন্য বাজেট বরাদ্দ আগামী দুই অর্থবছরে ( ২০১৭ এবং ২০১৮ ) জিডিপির হিসাবে আরও কমতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। প্রবল জনমত গঠন ব্যতিত এ অবস্থার উন্নতির তেমন আর কোন লক্ষন নেই ।

২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের সরকারের লোকেরা আদম ব্যবসা করে ধনী হয়েছে, সেটা চালু রাখছে।

৯| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভবিষ্যৎ পঙ্গু করে রাখছে।

২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:




প্রতিদিন নতুন সমস্যা যোগ হচ্ছে জাতীর চলার পথে

১০| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৩

মোঃ খুরশীদ আলম বলেছেন: আলহামদুল্লিলাহ, আপনার প্রত্যেকটি পরামর্শ অত্যন্ত বিবেচনাযোগ্য। জানিনা পরামর্শগুলো দায়িত্বশীলদের কানে পৌছাবে কিনা। তবে আমিও একটু যোগ করতে চাই , তা হলো, শিক্ষার্থী-ওস্তাদদের মধ্যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক ও নৈতিক চরিত্র উৎকর্ষের প্রতি মনোযোগ দিতে হবে। বাকিগুলো সবই গ্রহণযোগ্য বলে মনে করি।

২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:




এই ধরণের কোন কিছু সরকার করবে না, এগুলো ব্লগারদের কিছু ধারণা দেয়ার চেস্টা

১১| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৯

গেম চেঞ্জার বলেছেন: খুবই দুঃখজনক!

২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:




ফেল করা ৩ লাখের অনেক পাওনা আছে জাতির কাছে, জাতির সম্পদও আছে; দরকার শুধু নাহিদ সাহেবের পদক্ষেপ

১২| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৪

বিদ্রোহী সিপাহী বলেছেন: শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের জন্য একাডেমিক মানুষের দরকার, এই মানুষ কোথায় পাব?
শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য স্বাধীনতা পরবর্তী সকল সরকারই দায়ী।
ব্লগারদের ধারণা দেয়ার চেষ্টার জন্য আপনাকে সাধুবাদ

২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:



বিদেশ থেকে একাডেমিক লোক আনা কিছুই না, টাকা আছে! কমপক্ষে সরকারী ইউনিভার্সিটিগুলোর জন্য বিদেশী ভিসি খুবই প্রয়োজন।

১৩| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৪

মোঃ রবিউল্লাহ বলেছেন: মানব সমাজ পরিবর্তনে শিক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্য। শিক্ষাক্ষেত্রে সব চেয়ে বেশি বাজেট প্রনয়ন করা উচিৎ। যারা ফেল করছে তাদের উৎসাহ প্রদান করা এবং তারা যেন ভবিষৎ এ ভাল করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা দরকার। দেশের কোটি কোটি টাকা রিজার্ভে না রেখে এগুলো দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। তাছাড়া দেশের প্রত্যক্ষ অঞ্চলে বিভিন্ন ধরনের শিল্পকারখানা গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে কর্মসংস্থানের সুযোগ পায়।

২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:



রিজার্ভ প্রয়োজনের চেয়ে বেশী রাখছে; ফ্রি পড়ালেখার জন্য আন্দোলন করার জন্য তৈরি হোন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.