নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্পের লিলিপুট ভ্রমণ

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০০



কেনেডিয়ানরা আমেরিকা আসে প্লেইনে, গাড়ীতে, ট্রেইনে; মেক্সিকানরা আসে দেয়াল টপকায়ে, মাটির নীচ দিয়ে গর্ত করে, ট্রাকের কনটেইনারে লুকায়ে, পায়ে হেঁটে; ভোটের আগে যদি একজন আমেরিকান ক্যান্ডিডেট প্রতিবেশী দেশে যেতে চায় কোনটাতে যাওয়া উচিত?

কানাডিয়ানরা 'নাপতা ভিসা' নিয়ে আমেরিকায় কাজ করতে আসে, কানাডা থেকে বেশী বেতন পায়, আমেরিকানদের ১ম ২০% এর মতো বেতনের চাকুরী করে কানাডিয়ানরা; ওয়ার্ক-পারমিটহীন অনেক মেক্সিকান ঘন্টায় ২ ডলারও পায়, যেখানে ওয়ার্ক-পারমিটহীন বাংগালীরা ঘন্টায় ৯ ডলারের কমে কাজ করে না।

অফিসিয়েলী, আমেরিকায় বর্তমানে ১১ মিলিয়ন মেক্সিকান ওয়ার্ক-পারমিটহীন অবস্হায় আছে; এদের বিরাট অংশ নিজের নাম ইত্যাদি লিখতে পারে; এরা দেখতে অনেকটা রেড-ইন্ডিয়ানদের কাছাকাছি লোকেল মেক্সিকান, রেড-ইন্ডিয়ান ও ইউরোপিয়ান স্পেনিশদের মিক্সডও প্রচুর; এরা খুব একটা লম্বা নয়, একটু মোটা, মোটামুটি সরল, হাতে টাকা থাকলে বিয়ার খায়, টাকা না থাকলে ফুটবল খেলে; কিন্তু ৫% এর মতো ক্রিমিনাল আছে। এদের অনেকেই দেশে স্ত্রী সন্তান রেখে টাকা আয় করতে আসে; ৬০% এর বেশী অবিবাহিত।

মেক্সিকোর সরকার ও রাজনৈতিক পার্টিগুলো চালায় ইউরোপীয়ান স্পেনিশদের বংশধরেরা, এরা বিশ্বের সেরা ক্রিমিন্যাল মানুষ: সম্পদ, সরকার, ক্ষমতা, ব্যবসা, শিক্ষা সবই এদের দখলে; এরা লম্বা, দেখতে অনেকটা ও পুরো ফর্সা; এরাই দরিদ্রদের মোটামুটি আমেরিকা পাঠায়ে দেয়।

এই দেশ ভ্রমণে গেছে ট্রাম্প; বুদ্ধিমান আমেরিকানরা উত্তর দিকে যায়, দক্ষিণ দিকে নয়; যাক, ট্রাম্প গিয়েছিল সৌজন্য ভাব দেখাতে; কারণ, সে আগে এই দরিদ্র ১১ মিলিয়নকে ফেরত পাঠাবে বলে, পুরো স্পেনিশদের সাপোর্ট হারায়ে ফেলেছে; এখন স্পেনিশরা আমেরিকানদের মাঝে ২য় বড় সম্প্রদায়, সাদাদের পরেই, আফ্রিকান আমেরিকানরা ৩য় স্হানে।

দুস্ট স্পেনিশদের দেশে গিয়ে ট্রাম্প বিপদে পড়েছে, মেক্সিকোর প্রেসিডেন্টের সাথে নাকি সে বর্ডারে দেয়াল বানানো নিয়ে কথা বলেছে; মেক্সিকোর প্রেসিডেন্ট তা অস্বীকার করছে সোজাসুজি এখন, ওরা হিলারীর সাপোর্টার; এটা ট্রাম্পের জন্য বেশ খারাপ অবস্হা। এই সপ্তাহে হিলারীও চাপে আছে; নেশান-ওয়াইজ জরীপে ট্রাম্প ভালো করেছে, হিলারী থেকে গড়ে ২ পয়েন্ট পেছনে এখনো; তবে, ১৫ পয়েন্ট থেকে কভার করে এখানে এসেছে; ২৬ শে সেপ্টেম্বরের মাঝে যদি হিলারীকে জরীপে পেছনে ফেলতে পারে, হিলারী শেষ!

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩২

পবন সরকার বলেছেন: দেখা যাক কি হয়

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:




সবাই ভয়ে কাঁপছে; কেহ ট্রাম্পকে ভয় পাচ্ছে, সে যুদ্ধ দিয়ে যুদ্ধ বন্ধ করার চেস্টা করবে; কেহ আছে হিলারীর ভয়ে, সে যুদ্ধ বন্ধ করবে না।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: এইতো প্রায় যোগ বিয়োগের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে । দেখা যাক কি হয়।
ধন্যবাদ আমিরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আপডেট দেয়ার জন্য ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:




বিশ্বের ভাগ্য ঝুলছে ২ যুদ্ধ-প্রিয় লোকের মাঝখানে

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: মার্কিন যুক্তরাস্ট্রতো সবসময় লেগেই অআছে কোন না কোন যুদ্ধের সাথে, এটা আর নতুন কি , যুদ্ধের কলা কৌশলের অভাব হয়না কোন না কোন প্রকারে একটা না একটা যুদ্ধে জড়াবেই ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:


বুশ ও হিলারীরা হচ্ছে অস্ত্র কারখানার মালিক ও মিলিটারী কন্ট্রাক্টরদের কেনা পার্টনার, এরা যুদ্ধকে ব্যবসা হিসেবে নিয়েছে; ওবামার সময়েও যুদ্ধ হয়েছে, তার চেস্টা ছিল বন্ধ করা, এটাই পার্থক্য

ট্রাম্পও যুদ্ধ বন্ধের পক্ষে, তবে সে বিশ্বাস করেছে যে, বড় যুদ্ধের মাধ্যমে ছোটদের যুদ্ধের অবসান ঘটাতে হবে; অন্য সমস্যা হলো, সে কি করবে, সেটা নিয়ে কেহ পরিস্কার নয়।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ট্রাম্প এর একটা দিক ভালো লাগে। তিনি ভোট পাওয়ার জন্য মিঁও মিঁও সুরে কথা বলে না। যদিও এরকম জাঁদরেল বিশ্বের জন্য ক্ষতিকরও হতে পারে। তিনি নির্বাচন হলে বলতেই পারেন বিশ্বের অশান্তির জন্য তিনি 'লাইসেন্স টু ডমিনেট' পেয়েছেন...

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১২

চাঁদগাজী বলেছেন:



সে মুলা ঝুলায়ে ভোট চাচ্ছে না; আবার, তার মাথায় কখন কি আসে সেটা কারো কাছে পরিস্কার নয়; মনে হয়, হিলারী থেকে ভালো হবে।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৯

সচেতনহ্যাপী বলেছেন: একটা ব্যাপার খেয়াল করেছেন কি?? শুধু আমাদের দেশেই না, আমেরিকার ইতিহাসেও পারিবারিক উত্তরাধীকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।। তবে ট্রাম্পের বক্তব্যে লুকোচুরি নেই।। আছে শুধুই রাজনীতি।।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:



প্রেসিডেন্ট ক্লিনটন মহা ভুল করছেন স্ত্রীকে এই সুযোগ করে দিয়ে; এই মহিলা আমেরিকা ও বিশ্ব পরিস্হিতির জন্য অদক্ষ।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২০

ডঃ এম এ আলী বলেছেন: আজকের নিউ ইয়র্ক টাইমস এ দেখলাম আগামী কাল শনিবার ডেট্রয়েটে ব্যাক চার্চের বিশপের সাথে ট্রাম্পের নির্ধারিত সাক্ষাতকার পর্বের জন্য ১২ টি প্রশ্ন ফাস হয়ে গেছে । বিষয়টি বেশ কৌতুহল উদ্দিপক । নীচে সংবাদটি দেখা যেতে পারে । এ বিষয়টি নিয়ে কালকের লিখায় যদি একটু আপডেট থাকে জনালে খুশী হব ।
Leaked Script Shows What Advisers Want Donald Trump to Say at Black Church
— Donald J. Trump’s visit to a black church in Detroit on Saturday will be a major moment for a candidate with a history of offending the sensibilities of black Americans. Bishop Jackson is scheduled to interview Donald J. Trump on Saturday. His team is leaving nothing to chance.

Instead of speaking to the congregation at Great Faith Ministries International, Mr. Trump will be interviewed by its pastor in a session that will be closed to the public and news media, with questions submitted in advance. And instead of letting Mr. Trump be his freewheeling self, his campaign has prepared lengthy answers for the submitted questions, consulting black Republicans to make sure he says the right things.
An eight-page draft script obtained by The New York Times shows 12 questions that Bishop Wayne T. Jackson, the church’s pastor, intends to ask Mr. Trump during the taped question-and-answer session, as well as the responses Mr. Trump is being advised to give.

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:




আমি কাজে ব্যস্ত ছিলাম, আপনার থেকেই প্রথম শুনলাম; ডিটেইলস বুঝার চেস্টা করবো।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১২

চিন্তিত নিরন্তর বলেছেন: লাভ নাই, এরা সবাই যুদ্ধবাজ। যেই আসুক শান্তি নাই।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:




হিলারী সম্পর্কে জানা আছে, ট্রাম্প সম্পর্কে জানা নেই।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: হিলারীর জনপ্রিয়তা সত্যি্‌ই কমছে বলে দেখা যায়
গত দুই সপ্তাহ যাবত এটা ক্রমাবনতির দিকেই যাচ্ছে
এমনটা চলতে থাকলে ক্লিনটনের জন্য সমস্যাই হবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


এখন জরীপে ২ জন সমান, ইহা হিলারীর জন্য খারাপ অবস্হা; কারণ, ট্রাম্প পেছন থেকে সামনে আসছে।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪২

প্রণব দেবনাথ বলেছেন: আপনার মত যদি সব দেশে একটা করে বাঙালি ব্লগার থাকতো তাহলে তাহলে গোটা বিশ্বের রাজনীতির খবরগুলো পেতম...কতো ভালো হতো বলুন তো । :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:



লন্ডনে ৬ লাখ, কানাডায় ২ লাখ, অস্ট্রেলিয়ায় ৫০ হাজার আছেন; ব্লগিং শিখছেন হয়তো, একদিন বেরিয়ে আসবেন।

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩৪

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: এবার কোন প্রার্থী আমার পছন্দ হয় নাই।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:



একটা ভয়ংকর, আরেকটা অপদার্থ

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১০

গেম চেঞ্জার বলেছেন: বারিক্যার চাইতে পুতিন্যাই ভালা!!
-বাণীতে ট্রাম্প বাবা
http://www.bbc.com/bengali/news-37304626

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প ওবামার উপরে ক্ষেপেছে; বিশ্ব গত ৮ বছরে ওবামাই সেরা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.