![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আজকের সিরিয়া হলো মাতৃভুমির উপর আস্হা হারানোর এক বিরাট উদাহরণ; সিরিয়ার কিছু মানুষ বাকীদের এমন অবস্হায় নিয়ে গিয়েছিল যে, বাকীদের কাছে নিজের দেশ, নিজের ঘর, প্রতিবেশী, বন্ধু-বান্ধবের কোন মুল্য ছিলো না; তারা প্রথম সুযোগেই নিজের দেশ ফেলে পালিয়ে গেছে; দেশের হয়ে যুদ্ধ করার মতো কোন কারণ তাদের ছিলো না।
সিরিয়া প্রাচীন সভ্যতার দেশ, মাটি ও মানুষ একাকার হয়েছিল;বুড়ো আসাদ ও উনার ছেলের ক্রমাগত ভুল ও অন্যায়ের ফলে, দেশের বিরাট অংশ হতাশ হয়ে গিয়েছিল; তারা আসাদের পক্ষে, বা বিপক্ষে অবস্হান নেয়নি; পালিয়ে বাঁচার পথ নিয়েছে। এমন কোন কারণ ছিলো না যে, বুড়ো আসাদকে প্রায় ৩০ বছর ক্ষমতায় থাকতে হলো, এমন কোন কারণ ছিলো না যে, বাশার আসাদকে ক্ষমতায় আনার দরকার ছিলো।
আসাদেরা সব দোষ ইসরেয়েলের উপর চাপায়ে দিয়ে নিজেদের অন্যায় ও অদক্ষতাকে ঢেকে রেখে চলতো; কিন্তু কতদিন? ইসরায়েল একটা ফ্যাক্টর, তবে সেটা সমাধানযোগ্য; এবং বুড়ো আসাদ সেই সমস্যায় অকারণে জড়ায়েছিল, শেষে সমাধানও করেছিল; ভুল করে গেছে ছেলেকে ক্ষমতায় যাবার পথ করে দিয়ে।
সিরিয়ায় আজ ৪ দিন যুদ্ধ-বিরতি চলছে; কিন্তু শুনলে হাসবেন যে, যুদ্ধ বিরতি হয়েছে মুলত রাশিয়ার সাথে বাশার বিরোধীদের, পরোক্ষভাবে রাশিয়া ও আমেরিকার মাঝে; সরকার ও মানুষের ভুমিকা গৌণ।
আফ্রিকার অনেক দেশে মানুষ নিজের মাতৃভুমির উপর আস্হা হারায়ে ফেলেছে; ওরা সুযোগ পেলে পালিয়ে যাচ্চে যে কোন দিকে; ওখানে এক দেশ থেকে আরক দেশে গিয়ে শান্তি খোঁজা মরীচিকার মতো।
বাংলাদেশেও ক্রমে দেশের প্রতি মমতা কমে আসছে মানুষের; মমতা কমে আসে প্রথমে ভুমিহীনদের কাছে, যারা স্বদেশে ভাড়াটিয়া; এটা ভয়ংকর খারাপ ফ্যাক্টর। বাংলাদেশের গলাকাটা অর্থনীতি দরিদ্রদের প্রতি মিনিটে ভুমিহীন করছে; বসুন্ধরা থেকে শুরু করে, গ্রামের টাউট অবধি মানুষের ভুমি জোর করে, বা নাম মাত্র দামে দখল করছে। আরেক বড় ফ্যাক্টর হলো, শেষ ভিটা বিক্রি করে বিদেশে পালিয়ে গিয়ে বড় হওয়ার দুরাশা।
আপাতত, আমাদের প্রশাসন এই ব্যবস্হাকে লাভজনক পজিশন হিসেবে নিয়েছে, সরকার বা প্রশাসন দুস্টদের পক্ষেই আছে; এবং অর্থনীতিকে এমনভাবে কন্ট্রোল করছে, তাতে কে সব হারিয়ে ভুমিহীন হচ্ছে, সরকারের মাথা ব্যথা নেই। সিরিয়নরা হাজার বছর শহরে বাস করে আসছিলো, শহরের বাহিরে মরুতে ওদের কিছু ছিলো না; যেদিন ওরা ঘরহারা হয়েছে, দেশ বলতে তাদের জন্য তেমন কিছু বাকী নেই।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৭
চাঁদগাজী বলেছেন:
ভুমিহীন হয়ে জন্মালে, মাতৃভুমির জন্য টান থাকে না।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শিক্ষিত ও ধনী শ্রেণীর বড় একটা অংশ অলরেডি বাইরে সেটেল্ড হয়ে গিয়েছে। আরো অনেকেই সেই পথেই এগুচ্ছে। এক দিক দিয়ে ভালো, দেশের উপর চাপ কমবে...
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১২
চাঁদগাজী বলেছেন:
ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা মেডিক্যাল, বুয়েটে প্রায় বিনা খরচে পড়ে, দেশের টাকা নিয়ে বিদেশে চলে গেলে থাকছে কারা পেছনে?
ধনী বলতে একজনও বিদেশে যায়নি, অসৎ ব্যবসায়ীরা টাকা নিয়ে গেছে; বসুন্ধরা, জহুরুল ইসলাম গ্রুপ, চুরি করে ডলার নিয়ে আমেরিকা ও বৃটেনে রিয়েল স্টেট ব্যবসা শুরু করেছে।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩১
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আমার মনে হয় দেশে ভূমি হীন দের সংখ্যাটা খুব বেশি নয়।সরকার ইচ্ছে করলেই এদের পূনর্বাসনের ব্যাবস্হা করতে পারে।তবে সরকারের সেই সদইচ্ছার অভাব রয়েছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৪
চাঁদগাজী বলেছেন:
সরকার রিজার্ভের উপর বসে আছে, গরীবেরা ভিটা বেচে আজীবন বিদেশ গেলো; কে দেশকে ভালোবাসবে?
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৩
মো:সাব্বির হোসাইন বলেছেন: বাশার আসেদ এর ক্ষমতায় থাকা আর না থাকা নিয়ে অনেক নাটক সংঘটিত হয়েছিল।
আর আপনি ঠিকি বলেছেন, মাতৃভূমির উপর অনেক দেশের মানুষের আস্থা নেই।আস্থা আস্তে আস্তে হারিয়ে ফেলছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৩
চাঁদগাজী বলেছেন:
অনেক দেশেই, কিছু মানুষকে সরকারগুলো আর গণনার মাঝে নিচ্ছে না; তারা সকল প্রকার সুযোগ থেকে বন্চিত হচ্ছে; ওরা জাতির সাথে তাল মিলয়ে চলার ক্ষমতা হারাচ্ছে; ফলে, তারা নিজের ভুমি, নিজের সরকার বলে গর্বিত হতে পারছে না।
২০১২ সালে, আমেরিকান ইলেকশানের এক ঘরোয়া মিটিং এ রমনি বলেছিল যে, ৪৬% দরিদ্রদের নিয়ে সে মাথা ঘামাবার কারণ দেখছে না।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: ঠিক বলেছেন।
এতো লেখালেখি করেন তাই একটু খেয়ে নিন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৫
চাঁদগাজী বলেছেন:
ভালো কথা মনে করায়ে দিয়েছেন, যাই এক কাপ চা বানিয়ে নিই; অনেকক্ষণ ভাবছিলাম, অলস হয়ে গেছি
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০২
তামান্না তাবাসসুম বলেছেন: সময়োপযোগী লিখা। সহমত।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৩
চাঁদগাজী বলেছেন:
সরকার ও জাতির একাংশ সব সুযোগ দখল করে, আরেক অংশকে দুর্বল করে রাখছে; এতে জাতীর অন্তর্বন্ধন থাকবে না।
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৪
চিন্তিত নিরন্তর বলেছেন: দেশের বাড়িওয়ালারা এক একটা জোঁক। এরা মূলধন বিনিয়োগ করে মুনাফা নিচ্ছে ইচ্ছে মত। কোন সরকারই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫১
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে গালাকাটা ক্যাপিটেলিজম চালাচ্ছে সরকারগুলো; ক্যাপিটেলিজমে সরকার ও ধনীরা এক পক্ষ, দরিদ্ররা ওদের হয়ে কাজ করে 'লাভ'টা ওদের হাতে দেবে।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৩
ভ্রমরের ডানা বলেছেন:
গাজী ভাই,
সিরিয়া কি এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়াভূমি হচ্ছে নাকি?
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৪৬
চাঁদগাজী বলেছেন:
তৃতীয় মহাযুদ্ধের আশংকা কেটে গেছে; বিশবের সবচেয়ে দুর্নীতির সরকার হচ্ছে চীন ও রাশিয়ায়; ওরা এত সম্পদের মালিক যে, যুদ্ধে যাবেনা কখনো।
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩৫
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ গুরুত্বপুর্ণ লিখাটির জন্য । বক্তব্যের সাথে সহমত । মাতৃভুমির প্রতি মানুষের আম্থা হারানোর প্রবনতা দিন দিন বেড়েই চলেছে বৈশ্বিকভাবে । এর জন্য কারো কোন মাথাব্যথা নেই বললেই চলে । সমাজ ও রাস্ট্র বিজ্ঞানীদের জন্য এ বিষয়ে অনেক
কিছু ভাবনার বিষয় আছে ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৪৮
চাঁদগাজী বলেছেন:
সমাজ ও রাস্ট্র বিজ্ঞানী যারা বিশ্বকে আরো মানবিক করার কথা বলছেন, তারা সবাই ইউরোপিয়ান; তাই এশিয়া, আফ্রিকার নির্যাতিত মানুষ ইউরোপের দিকে রওয়ানা হয়েছে
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৭
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, যতার্থ বলেছেন । একটা উপাই বেড় করেন কি করা যায় এখন ?
১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৮
একটি পেন্সিল বলেছেন: এই লেখাটা পরে পড়ব। তার আগে বলি, আজ চাঁদগাজীর করা দুটি মমন্তব্য আমার খুব পছন্দ হয়েছে।
১। বিখ্যাত কোন বিজ্ঞানী সৃস্টিকর্তা আছে বা নেই নিয়ে মাথা ঘামায়নি, প্রমাণ করার জন্য চেস্টাও করেননি; উনারা লজিক্যালী প্রকৃতিকে ব্যাখ্যা করেছেন, বস্তুর ধর্মে বুঝে মানুষের কল্যানে টেকনোলোজীর উন্নয়ন করেছেন; মানুষের চারি পাশ ও নভোমন্ডল সম্পর্কে লজিক্যাল ধারণা দিচ্ছেন।
কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে ধর্মীয়দের ব্যাখ্যার গরমিল হচ্ছে, এতে ধর্মীয় ব্যাখ্যা টিকছে না।
২। ১৭ কটি মানুষের মধ্যে এরকম ১৭ লাখ ইডিয়ট থাকাও আমাদের জন্য কোন সমস্যা না।
আসলেই তাই।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, আমি কিছু ভালো কমেন্ট করছি! নাকি ভুল হয়ে যাচ্ছে?
১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০
একটি পেন্সিল বলেছেন: ভাল। যুক্তিযুক্ত।
১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৩
একটি পেন্সিল বলেছেন: আমাদের দেশে এমন কিছু কি ঘটতে পারে যাতে আমরা দেশের প্রতি আশা হারিয়ে ফেলতে পারি? নাকি এমন কিছু ঘটেছে। আমিতো তেমন কিছু দেখছিনা, অনেক দুর্নিতীর মধ্য দিয়ে একটু একটু হলেও দেশ উন্নতির দিকে যাচ্ছে। নাকি?
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৩
চাঁদগাজী বলেছেন:
আসলে, সোমালিয়ারও উন্নতি হচ্ছে; আমাদের যে উন্নতি হচ্ছে, সেটার সঠিক ভাগ দেশের সাধারণ মানুষ পাচ্ছে না। ফালু ও ১ জন টোকাই'র গড় উন্নতি বছরে ২ হাজার ডলারের মত।
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৫
ডঃ এম এ আলী বলেছেন: স্বল্প মেয়াদী জরুরী ভিত্তিতে মাতৃভুমী ত্যাগী লোকদের মঙ্গল ও তাদের নীঝ ভুমীর প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য নিম্মের কিছু ব্যাবস্থা বিবেচনা করা যেতে পারে ।
১) সমগ্র ইউরোপ জুরে স্ট্যাডার্ড এসিলাম প্রক্রিয়া অনুসরণ করা
২) দেশান্তরের সংখ্যা নিয়ন্ত্রনের জন্য এখনই সমন্বিত উদ্যোগ নেয়া
৩) সিরিয়ায় যুদ্ধ এখনই বন্ধ করা ।
৪) সিরিয়ানদেরকে তুরস্কে কাজ করার অধিকার দেয়া
৫) উপসাগরীয় দেশ গুলিকে বেশী মাত্রায় সিরিয় শরনার্থী গ্রহন করা।
৬) বিশ্বব্যপী মাফিয়া চক্রের চোরা কারবার বন্ধের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ
৭) লিবিয় যুদ্ধের স্থায়ি অবসান
৮) ইরিত্রিয়া ও আফগানিস্থানে সম্প্রসারণ এ আধিপত্যবাদিদা বন্ধ করা
৯) পশ্চিম অআফ্রিকায় উন্নয়ন সহযোগীতা বৃদ্ধি করা
১০) পুর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মানুষের দেশান্তর রোধ করা
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
আফ্রিকা ও আরবদেশগুলোতে মানুসের অধিকার বলতে তেমন কিছু নেই। ইউরোপ চেস্টা করছে আফ্রিকাকে সাহায্য করতে, কিন্তু ওরা নিজেরা কোন দায়িত্ব নেয় না।
আরবদের দায়িত্ব আল্লাহ ব্যতিত কোন আরব নেবে না।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
আফ্রিকা ও আরবদেশগুলোতে মানুষের অধিকার বলতে তেমন কিছু নেই। ইউরোপ চেস্টা করছে আফ্রিকাকে সাহায্য করতে, কিন্তু ওরা নিজেরা কোন দায়িত্ব নেয় না।
আরবদের দায়িত্ব আল্লাহ ব্যতিত কোন আরব নেবে না।
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০০
ভ্রমরের ডানা বলেছেন:
মুল্য < মূল্য
যাচ্চে < যাচ্ছে
দুস্টদের < দুষ্টদের
ভুমিহীন < ভূমিহীন
আরো অনেক বানানে ভুল। গাজী ভাই আপনি দুর্দান্ত লেখেন কিন্তু বানানে এত ভুল হলে চলবে বলুন?
আপনার লেখা পড়ে বেশ ভাল লাগে, ভাবনা গুলো দারুন কিন্তু বানান?????
ঠিক করে ফেলুন।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪৭
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, এখন থেকে চেস্টা শুরু করবো।
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৪
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লিখেছেন আপনার লেখাগুলো গুরুত্বপূন্য অন্যরকম।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪৩
চাঁদগাজী বলেছেন:
চেস্টা করছি সমসাময়িক ব্যাপারগুলোকে বুঝতে।
১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩
ডঃ এম এ আলী বলেছেন: আপনি ঠিকই বলেছেন আরবদের দায়িত্ব আল্লাহ ব্যতিত কোন আরব নেবে না।, সে জন্যইতো যুগে যুগে যত নবী রাসুল আসছেন সকলকেই আল্লা মরুভুমির দেশ আরব মুল্লুকে পাঠিয়েছেন !!!
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪৪
চাঁদগাজী বলেছেন:
আরবেরা মিথ্যুক।
১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৪৫
সোনা মানিক বলেছেন: সবে মাত্র লেখা শুরু করেছি, আপনার মত লেখার চেষ্ট করব।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৫
চাঁদগাজী বলেছেন:
আশাকরি আমার থেকে ভালো করবেন, আমরা ডাইনোসর যুগের ভাবনার মানুষ।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৯
প্রামানিক বলেছেন: বাংলাদেশের গলাকাটা অর্থনীতি দরিদ্রদের প্রতি মিনিটে ভুমিহীন করছে; বসুন্ধরা থেকে শুরু করে, গ্রামের টাউট অবধি মানুষের ভুমি জোর করে, বা নাম মাত্র দামে ভুমি দখল করছে। আরেক বড় ফ্যাক্টর হলো, শেষ ভিটা বিক্রি করে বিদেশে পালিয়ে গিয়ে বড় হওয়ার দুরাশা।
ঠিক কথাই বলেছেন। ধন্যবাদ গাজী ভাই।