নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

৬ ঘন্টা পরে শুরু হচ্ছে বিশ্বের বৃহত্তম ডিবেইট, হিলারী-ট্রাম্প ডিবেইট

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৭



প্রাচীন গ্রীসের অনুকরণে আধুনিক আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচনে ডিবেইটকে বিরাট স্হান দিয়েছে; ভোটারেরা প্রার্থীকে সামনা সামনি তুলনা করার সুযোগ পাচ্ছে; ডিবেইটে জয়ী হলে যে প্রেসিডেন্ট হবেন, তার নিশ্চয়তা নেই; তবে, ডিবেইটে পরাজিত হলে, পরাজিত হওয়ার সম্ভাবনা বাড়ে।

আধুনিক লজিক্যাল ডেবেইটের জন্মস্হান গ্রীস, এবং উহার নিয়মিত বাসস্হান বাংলাদেশ; সক্রেটিস ও উনার ছাত্ররা মিলে সেই সময়কার সার্বিক বিষয়ে আলোচনা করতেন, বিতর্ক করতেন; সক্রেটিস সেই সময়কার সেরা ডিবেইটার ছিলেন। আমাদেরও ছিলেন, কয়েকজন তর্ক-বাগীশ, নাকি তালগাছ-বাগীস!

আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের আগে ক্যান্ডিডেটেরা দেশের রাজনৈতিক এজন্ডাগুলোর উপর নিজের অবস্হান, সেগুলো কার্যকরীর রোড-ম্যাপ নিয়ে আলাপ করেন, দেশের বিবিধ পলিসির উপর বিতর্ক করেন, নিজের অবস্হান পরিস্কার করে; মানুষ ক্যান্ডিডেটদের সামনা সামনি দেখেন, প্রশ্ন করার সুযোগও পান সামান্য কয়েকজন।

এবারের আমেরিকান নির্বাচনটা একটু আলাদা, ২ জন দুর্বল ক্যান্ডিডেটের প্রতিযোগীতা হচ্ছে, যেখানে ১ জন আবার প্রফেশানেল রাজনীতিবিদ নন। তবুও আমেরিকান নিয়মানুসারে সবকিছু এগুচ্ছে; সেই অনুসারে আজকে, ২৬ শে সেপ্টেম্বর, নিউইয়র্ক সময় রাত ৯ টায় অনুস্ঠিত হচ্ছে ১ম ডিবেইট।

আমেরিকার ইতিহাসে, এবাের ডিবেইটি সবচেয়ে বেশী আমেরিকান দেখবেন, ১২ কোটী মানুষ দেখবেন বলে ধারণা করা হচ্ছে। প্রাইমারীতে ডোনাল্ড ট্রাম্পের ডিবেইটের স্টাইল ছিলো মানুষের ধারণার বাহিরে; তিনি মোটামুটি অরাজনৈতিক ভাষায় ডিবেট করেও প্রতিপক্ষদের কুপোকাৎ করেন; এবং সেটাই মানুষকে ডিবেইটে আকর্ষণ করছে।

হিলারী ক্লিনটন ৩ দিন অনেক প্রশিক্ষণ নিচ্ছেন; উনার আগের ইতিহাস ডিবেইটার হিসেবে ভালো নয়, এবারের প্রাইমারীতে প্রায় প্রতি ডিবেইটে উনি বার্ণি সেন্ডার্সের কাছে পরাজিত হয়েছে। এদিকে ট্রাম্প মোটামুটি প্রস্তুতি নিচ্ছে না, তিনি বলে বেড়াচ্ছেন যে, ডিবেইট হলো 'কমনসেন্সের' ব্যাপার, সাথে ব্যক্তিগত বিশ্বাসই যথেস্ট। অবশ্য, প্রাইমারীর ডিবেইটে ট্রাম্প নাম-করা সিনেটর ও গভর্ণরদের তুলা-ধুনো করে বাতাসে উড়ায়ে দিয়েছে অরাজনৈতিক ভাষায়।

**** আমি সন্দেহ করছি যে, হিলারী ডিবেইটের চাপে অসুস্হ হয়ে যেতে পারে।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৬

জাহাজী বলেছেন: হিলারী পারবে না শিওর!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:





আমি ভাবছি, অসুস্হ হয়ে যায় নাকি!

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যত গর্জে তত নাও বর্ষাতে পারে। দেখা যাক...

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:





আজ, মানুষ বেশী ইমোশানেল হয়ে গেছে এ ব্যাপারে

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৬

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: মন টা ভাল নাই ভাই।একটা গভঃজবের এপ্লিকেশন করছিলাম।চিঠি পাই নাই।আমি ১০০% শিওর আমার এপ্লিকেশনে কোন ভূল হয় নাই।বন্ধুরা অনেকেই পাইছে।হয়ত কালো কোন অধ্যায় সেখানে থাবা বসিয়েছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:





বাংলাদেশে, নাকি আমেরিকায়?

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৬

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: বাংলাদেশে ভাই।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৪

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে মানুষ কি করে সরকারী চাকুরী পায়, সেটা আমার মাথায় ঢুকে না; সরকারে এমন সব ডাইনোসর চাকুরী করে, আমার কাছে মনে হয়, ওগুলো মৃত মানুষ; ওরা কি করে, কাউকে চাকুরী দেবে? আমার মাথায় ঢোকে না।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৮

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: হাসতে হাসতে আমি গড়াইয়া খাট থেইকা পইড়া যামু গাজী ভাই......

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৫

চাঁদগাজী বলেছেন:



কেন? কি বললাম?

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

দ্যা ফয়েজ ভাই বলেছেন: দেখা যাক,কি হয়।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৭

চাঁদগাজী বলেছেন:





আপেক্ষা করছি, দেখা যাক।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আমার চৌদ্দগুষ্ঠিতে একটা কিট -পতঙ্গও আমেরিকা থাকে না

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৯

চাঁদগাজী বলেছেন:




অনেক বাংগালী অনেক কস্টে আছেন আমেরিকায়; অনেক ট্র্যাজেডী ঘটে গেছে; আমেরিকা মানে সবাই যে সুখী তা মোটেই নয়।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৮

আদর্শ সৈনিক বলেছেন: আপনি কি মানুষকে পেইন দিতে ব্লগে আসেন। মাথা ভর্তি গোবর নিয়া ২ লাইন ব্লগ লিখলে কি ব্লগার হওয়া যায়? লেখালিখি বাদ দেন, নিজে বাচুন অন্যদের রেহাই দেন।
আর পারলে আপনি নিজে একটু শিক্ষিত হওয়ার চেষ্টা করেন। পাথরের যুগের মানুষ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:





ব্লগার হওয়ার চেস্টা করছি; "পাথরের যুগের মানুষ", এটা আমার বাক্য কিন্তু!

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৫

আদর্শ সৈনিক বলেছেন: বাক্য কি কিনে নিছেন? ওই বাক্য আপনার থেকেই শিখেছি। এখন জিং জিং খেলা শুরু করব।
আর আপনার নাস্তিক হওয়ার কাহিনী বলেন। ইউএসএ তে ঘুরতে যেয়ে কি দেখে নাস্তিক হইলেন?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:


ওকে, বুঝলাম।

আপনার সমস্যার সমাধান আপনাকে খুঁজতে হবে; মানুষকে আস্তিক, নাস্তিক ভাগ করতে পারেন সক্রেটিস, আইনস্টাইন, বারট্রান্ড রাসেল, হকিং'এর মতো লোকেরা; এই ধরণের কাজের জন্য মগজের দরকার হয়; আপনার জন্য বেশী ভারী কাজ হয়ে যাচ্ছে!

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৬

তিক্তভাষী বলেছেন: গার্বেজ! ডিবেটে ট্রাম্পকে তুলোধোনা করেছে হিলারী।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:



হিলারী জয়ী হয়েছে, ট্রাম্প ট্যাক্স নিয়ে মানসিক চাপে ছিল মনে হচ্ছে।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ আমার ব্লগে গিয়ে লিখাটি দেখে মন্তব্য করার জন্য । সেখানে অমার পোস্ট এর উপরে করা মন্তব্যের উত্তর ডাউনলোডে কিছু টেকনিক্যল সমস্যা দেখা দেয়ায় ও অস্বাভাবিক বিলম্ব হতে থাকায় সেটা রিপোস্ট করা হয়েছে , এটা আপনার সদয় অবগতির জন্য ।
শুভেচ্ছা রইল

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:



আবার পড়তে হয়।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

চাঁদাগাজীর এজাম্পশন উনার ভাবনার মতোই একপেশে;) পরাজিত ;)

উনার ধারনার গালে চপেটাঘাত করে হিলারী জয়ী হয়েছে....:)

হিলারী্ও মনে হয় বিএনপি করে নয় রাজাকার হবে নাকি!! :P না মাথায় কিছু নাই!!!
অবশ্য এই মতামত দিতেও তো আবার খূঁজতে হবে সক্রেটিস, আইনস্টাইন, বারট্রান্ড রাসেল, হকিং'এর মতো লোক!! নইলে উনি আবার খানা খান না;)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:



আমার প্রেডিকশানে ভয়ানক ভুল হয়েছে।

আমার ধারণা ছিল, ট্রাম্প ইমিগ্রেশন, কল-কারখানা বিদেশে চলে যাওয়া, যুদ্ধ, লিবিয়ায় ডিপ্লোমেটের মৃত্যু, ক্লিনটনদের ক্লিনটন ফাউনডেশন থেকে মিলিয়ন ডলারের বেতন নেয়া, যেগুলো ছিলো ট্রাম্পের মুল বক্তব্য, সেগুলো সে তুলে ধরবে।

কিন্তু তা ঘটেনি; হিলারী তার মুখস্হ করা কথা বলে, বেগম জিয়ার মত পপুলার হয়ে গেলেন।

তবে, ভোটের উপর প্রভাব এখনো পরেনি।

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৮

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা

প্রেডিকশনে হেরে গেলেন ভাই। :) :)

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:


হেরে গেছি, কিছু করার নেই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.