![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
ইসলামী ছাত্র সংঘের ৫ জন ছাত্র রাজনীতিবিদের ফাঁসী আপনারা দেখলেন, আসলে ২৫ হাজারের বেশী ইসলামী ছাত্র সংঘের রাজনীতিবিদ, রাজাকার ও আল-বদরের ফাঁসী হওয়ার সম্ভাবনা ছিলো।
১৯৭১ সালে, এরা মোটামুটি ২২ থেকে ৩০ বছরের যুবক, ছাত্র রাজনীতিবিদ; শুধু ছাত্র নয়, সাথে সাথে রাজনীতিবিদ! পাকিস্তান থেকে বাংলাদেশ (পুর্ব পাকিস্তান) আলাদা হচ্ছে বড় বড় কতগুলো রাজনৈতিক পরিবর্তনের মাঝ দিয়ে, ৬ দফা, মার্শাল'ল, ভোট, অসহযোগ আন্দোলনের মতো ভারী ভারী রাজনৈতিক পদক্ষেপের মধ্য দিয়ে; এই পিগমীরা এগুলো কি বুঝতো? এরা নাকি রাজনীতিবিদ, ছাত্র রাজনীতিবিদ!
এক দিকে বাংগালী জাতি ও ভারতের ইন্দিরা গান্ধী, আরেক দিকে পাকি সরকার ও পাকি সেনা বাহিনী, এর মাঝখানে এলো "ইসলামী ছাত্র সংঘের" ছাত্র রাজনীতিবিদরা; পাকিস্তানী সেনা বাহিনী এই ধরণের বিকলাংগ মগজের বিশ্বাসঘাতকদেরই খুঁজতে ছিল; কাজ হয়ে গেলো, হত্যা করে মুক্তিকামি মানুষ কমাও, ধর্ষন করে ত্রাসের সৃস্টি করো। এই ছাত্র রাজনীতিবিদরা কি বুঝতে পেরেছিল যে, তারা স্বজাতির রক্তে বাংলা ভাসাচ্ছে, ডোডোদের মাথা ছিল, মগজ ছিলো না।
পাকিস্তানী ও বাংগালী জাতির শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি ছিল ভিন্নমুখী; তাদের এক সাথে থাকা সম্ভব ছিলো না, আলাদা হওয়া ছিল সময়ের ব্যাপার; সেটা বুঝার ক্ষমতা ইসলামী ছাত্র সংঘের ছাত্রদের কি থাকা সম্ভব, তাদের মাথায় কি এত মগজ ছিলো? কখনো ছিলো না; আসলে, কোন না কোনভাবে বিকলাংগ বুদ্ধির তরুণেরাই ইসলামী ছাত্র সংঘে যোগ দিতো। এটা ছাত্র রাজনীতির একটা উদাহরণ; আরও কয়েক হাজার আছে!
আগামী পর্বে, ছাত্রলীগের পিতার কথা লিখবো; উনার জীবন মৃত্যু সবকিছুতে ছাত্র রাজনীতিবিদরা ছিলো।
০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৪
চাঁদগাজী বলেছেন:
কোথায়, কিভাবে হওয়া সম্ভব; কারা এতে অংশ নেয়ার দরকার আছে বলে মনে করেন?
শেখ সাহেব কি দুস্ট ব্যাধি বাংগালীকে দিয়ে গেলেন কে জানে? এরা মানব সভ্যতার কলংক, হালাকু খানের সৈন্য বাহিনী থেকেও ভয়ংকর, ডোডো পাখী থেকেও ইডিয়ট!
২| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩৪
ডঃ এম এ আলী বলেছেন: এরশাদ কাকু এই অালোচনার কনভেনার হতে পারেন তিনি নাকি ছাত্র রাজনীতির বিপক্ষ ধারীদের একজন । অবশ্য এ বিষয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাই আছে ।
০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫১
চাঁদগাজী বলেছেন:
দেশ কলোনী থেকে বের হওয়ার পর, পুরো দেশ মোটামুটি নিরক্ষর ছিল; যারা সামান্য পড়ালেখা জানতো, তারা সব দখল করছিলো; ছাত্ররা পড়ালেখা জানার কারণে কিছু কিছু বুঝতো; কিন্তু উহা রাজনীতি করার মতো কইছু ছিলো না।
আজকের ছাত্র রাজনীতি মানে মাফিয়া; এদের পরাজিত করা, অনেকটা পাকিদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো দরকারী হয়ে পরেছে।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫৯
ভ্রান্ত বিলাস বলেছেন: ইসলামী ছাত্র সংঘের রুজি রুটি হালাল হইতো ভারত বিদ্বেষ দিয়া। এহনও হ্য়। মুজিব মরার পর থেইকা যারাই ক্ষমতায় ছিলো তারাই এই ইস্যু দিয়া রাজনীতি করছে। খাওন নাই, কাপড় নাই, কষা হইছে সবই ভারতের দোষ। ৭৫ পরবর্তি রাজনৈতিক পত্রিকা দেখলেই হ্য়।
"আমার চিন্তা ভাবনা পাথরের যুগের বইলা অভিযোগ আছে!"
০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:০৯
চাঁদগাজী বলেছেন:
পেট আছে সবার, কেহ আয় করে খেতে জানে, কেহ পরগাছা; কিন্তু ছাত্ররা রাজনীতিনিদ নয়, এটা বুঝতে ডোডোদের সময় লাগছে ১০০ বছর।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৬
ভ্রান্ত বিলাস বলেছেন: "কিন্তু ছাত্ররা রাজনীতিনিদ নয়" - খাঁটি কথা। ছাত্ররা হ্য় রাজনীতির হাতিয়ার। এরা আদর্শবাদি। বাবহারিক জীবনের অনঅভিন্গতা, প্রচুর অলস সময় আর আদর্শদিয়া মস্তিস্ক ধুইয়া দিলে এগোরে বিপথেনীতে বেশী কিছু দরকার পরে না। যা দরকার তা হইলো প্রচুর হোমওয়ার্ক।
"আমার চিন্তা ভাবনা পাথরের যুগের বইলা অভিযোগ আছে!"
০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:২৯
চাঁদগাজী বলেছেন:
পেছনে পড়ে-যাওয়া জাতি হিসেবে, আমাদের ছাত্ররা নিজের পড়ালেখায় সুবিধে করতে পারেনি আজও; পশ্চিমের ছাত্রদের তুলনায় ৪ গুণ বেশী পড়েও সিলেবাস শেষ করতে পারছে না; সেখানে তারা রাজনীতির মতো কঠিন বিষয় বুঝার কথা যায়, তারা ব্যবহৃত হয়ে আসছে মগজহীন সৈনিক হিসেবে; কিন্তু তাদের ঐক্যের কারণে তারা দেশের ক্ষমতা দখল করছে।
৫| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:২৩
হাসান কালবৈশাখী বলেছেন:
আলোচিত হত্যা প্রচেষ্টাটি অরাজনৈতিক।
তবে খুনিটা ছাত্রলীগ করলেও সে একজন পরহেজগার আল্লাহভক্ত মুমিন ছিল।
তার ফেবুওয়ালে বংগবঙ্গু বা লীগের কোন প্রসংসা ছিলনা, বেশিরভাগই ইসলামপছন্দ .. আল্লাভক্তি, আর .. আমিন ..আমিন ..
এত সুরা - দরুদশরিফও তার চরিত্রের কোন উন্নতি হয় নাই।
০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৩৫
চাঁদগাজী বলেছেন:
ছাত্র রাজনীতিতে যারা অংশ নিয়েছে, তারা কোন না কোনভাবে জাতির ক্ষতি করেছে, বা করবে; সে হোক আজকে, বা আগামী কাল।
৬| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৩০
ভ্রান্ত বিলাস বলেছেন: @হাসান কালবৈশাখী : একদম! এর থেকে আর ভালভাবে মনে হয় আর বলা যাইতো না। আপনাকে ধন্যবাদ
০৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৯
চাঁদগাজী বলেছেন:
হাসান কালবৈশাখী একজনের কথা বলেছেন, ৪৬ বছরে কমপক্ষে ২৪ কোটী মানুষের ভালো জীবনের সম্ভাবনাকে নস্ট করেছে ছাত্র রাজনীতিবিদরা।
৭| ০৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছাত্র রাজনীতি যারা করে তারা হলো অমানুষ। আর যেসব অভিভাবক তাদের ছাত্র রাজনীতি থেকে ফেরাতে পারে না তারা হলো বলদ। আর যেসব উপাচার্য বর্তমান ছাত্র রাজনীতি চালু রেখে বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন তারা নপুংসক। যেসব বুদ্ধিজীবি এখনো ইনিয়ে বিনিয়ে ছাত্র রাজনীতি চালু রাখার কথা বলেন, তারা হলো .. বাচ্চা...
০৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
ছাত্র রাজনীতি চালু রাখাতে দেশ পেছনে পড়ে গেছে; যেখানে ইউনিভার্সিটিগুলো বড় হতে পারতো, সেগুলোর পরিবর্ধন সম্ভব হয়নি; ফ্রি পড়ানো সম্ভব ছিল, ইডিয়টরা ক্ষমতায় গিয়ে, পড়ালেখাকে মুল্য দেয়নি, দিয়েছে আদম ব্যবসাকে।
৮| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৮
গেম চেঞ্জার বলেছেন: দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ করলেই ভাল হয়!
০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৫
চাঁদগাজী বলেছেন:
পুরো জাতিকে এই লিলিপুটিয়ানরা চালাচ্ছে, তারা মারাঠাদের মতো লুটতরাজ করে আসছে!
৯| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: ছাত্ররাজনীতির ওভার ডোজ হয়ে গেছে ভাই।
০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১২
চাঁদগাজী বলেছেন:
ইসলামী ছাত্র সংঘ ছিল ১৯৭১ সালে আসল জল্লাদ; শিবির এর কাছাকাছি
১০| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৪
শূণ্য পুরাণ বলেছেন: বঙ্গবন্ধুও ছাত্র রাজনিতীর ফসল।
০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১০
চাঁদগাজী বলেছেন:
উনি আসলেই আজীবন ছাত্র রাজনীতিবিদ ছিলেন, সেজন্য বিচিত্র ছিল উনার জীবন ; ছাত্রলীগের নেতা হওয়ার কারনে তিনি পড়ালেখা করতে পারেননি; ১৯৭২ সালে ছাত্রলীগকে বিলুপ্ত না করে, তিনি বাংগালী জাতিকে মারাঠার হাতে রেখে গেছেন;
১১| ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৩
গোফরান চ.বি বলেছেন: ভালো লিখেছেন কিন্তু পরোপুরি সহমত নই।
০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৫
চাঁদগাজী বলেছেন:
সবাই একইভাবে কোন কিছুকে এনালাইসিস করে না, একইভাবে পর্যবেক্ষন করে না; ফলে, সমস্যা নেই।
সর্বপরি, মানুষের জীবনের উপর চট্টগ্রাম মাদ্রাসার প্রভাবও থাকতে পারে।
১২| ০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৮
শ্রাবণধারা বলেছেন: ছাত্ররাজনীতি নিয়ে নতুন করে এনালাইসিসের আর কিছু নেই । এটাকে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে দিতে হবে । কিন্তু এই কাজটা কেউ করবে না ? রাজনৈতিক দলের প্রয়োজন আছে ছাত্রদের পেশী শক্তির, কুলাঙ্গারবৃত্তির ।
অফটপিক: সুরেন্দ্রনাথ ব্যানার্জী নামক রবীন্দ্রনাথের সমসাময়িক ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম যুগের এক নেতা (সিভিল সার্ভিস থেকে পরবর্তীতে ইংরেজী সাহিত্যের শিক্ষক) সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়েও ছাত্রদের আন্দোলন, রাজপথ থেকে ঘরে ফিরে গিয়ে পড়ালেখায় মনোনিবেশ করতে বলেছিলেন। এমন একজন নেতা বাংলাদেশে আর কখনও জন্ম নিলো না, আশ্চর্য !!!
০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
১৯৭২ সাল ছিল উপযুক্ত সময়; শেখ সাহেব তখন ব্যর্থ হয়েছেন; ছাত্র রাজনীতি আমাদের উপর পাকিস্তানীদের মতই অতয়াচার চালিয়ে যাচ্ছে।
১৩| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৪
প্রণব দেবনাথ বলেছেন: একবার এক নেতা কে বলেছিলাম ছাত্র রাজনীতি আমাদের সুফল এর থেকে কুফল বেশী দিচ্ছে এবার বন্ধ হওয়া উচিত । তিনি রেগে ফায়ার, বললেন এখানে রাজনীতি না শিখলে বাইরে বেরিয়ে রাজনীতির কি শিখবে! আমিও দিলাম এক খান, বললাম রাজনীতির থেকেও বড় প্রয়োজনীয় একটা জিনিস সেক্স , তো বলেন ওটাকে পড়ার বই থেকে বাদ দিয়ে ছাত্রছাত্রী দের প্রাক্টিক্যাল করে দিলে কেমন হয় বলেন ।
০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২৮
চাঁদগাজী বলেছেন:
আমাদের মানুষের পড়ালেখা সম্পর্কে সঠিক ধারনা নেই; বিশেষ করে যারা ইউনিভার্সিতে রাজনীতি করে, তাদের পড়ালেখা ১২ ক্লাশের সমান; এরা ক্লাশে যায় না, গেলে বুঝে না, শিক্ষকেরা এদের ভালো নম্বর দিয়ে পাশ করায়ে দেয়।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪২
ডঃ এম এ আলী বলেছেন: দেশে ছাত্র রাজনীতির প্রয়োজনীতা , এর সুফল কুফল নিয়ে একটি মুকত্ আলোচনা হওয়া প্রয়োজন ।