![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
সিনেটর হিলারীর সাথে ১ম ডিবেইটে, ট্যাক্সের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছিল, "আই এম স্মার্ট, আমি আইনগতভাবে সবচেয়ে কম ট্যাক্স দিই সব সময়"।
সাধারণ আমেরিকানদের ধারণা, আমেরিকার ধনীরা সম্ভবমতো আইনের দুর্বলতার সুযোগ নিয়ে সবচেয়ে মিনিমাম ট্যাক্স দেয়; এই ধারণা প্রচলিত ছিল এতদিন; কিন্তু সেদিন ট্রাম্প এই কথা বলার পর, সাধারণ সব আমেরিকানরা মনে কস্ট পেয়েছে, তাদের ধারণা সত্য হলো!
১ম ডিবেইট শুরু হওয়ার ৩০ মিনিট অবধি ট্রাম্প খুবই ভালো করছিলো; ট্যাক্সের প্রশ্ন আসার পর, ট্রাম্প এই ভুল কথাটি বলে বসে; মনে হয়, কথাটি মুখ থেকে বের হয়ে যাওয়ার পর, ট্রাম্প নিজেও টের পেয়েছে, হাজার হলেও আমেরিকান; ট্রাম্প চুপসে গিয়েছিল পরবর্তী ১ ঘন্টা; সেই সুযোগে হিলারী ইঁদুর মেরেছে, বিড়াল মেরেছে, বাঘ মেরেছে; ট্রাম্প মোটামুটি থামাতে চাহেনি।
ডিবেইটের দিন, ন্যাশনাল জরীপে ট্রাম্প ও হিলারী সমানে সমান ছিল, এবং ব্যাটেল স্টেটসমুহের মাঝে ২ টি'তে এগিয়েছিল ট্রাম্প; এখন সবগুলোতে পেছনে।
ট্রাম্প সম্পর্কে বিশ্বের সাধারণ মানুষ ভীত; কারণ, তারা জানে না কি করবে; হিলারী সম্পর্কে সবাই জানে যে, সে ভালো কিছু করবে না, কিন্তু জানে! আমেরিকান পলিটিশিয়ানরা নিজেদের দরিদ্র ও বিশ্বের দরিদ্রদের জন্য ভালো কিছু করতে চাচ্ছে না; এবার তাদের উপর চাপ সৃস্টি করার একটা সুযোগ এসেছিল; ট্রাম্প ভুল বাক্য ব্যবহার করে সেই সুযোগটা হয়তো হাতছাড়া করলো!
০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩২
চাঁদগাজী বলেছেন:
আপনার সোনালী এনালাইসিস তো ব্লগের মুখ দেখলো না কোনদিন; আকাশের দিকে চেয়ে আপনি আকাশের মতই মৌন হয়ে রহিলেন আজীবন!
২| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মনে হচ্ছে হিলারির দিকেই যাচ্ছে সব...
০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩৮
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্পের এই ভুল, কিংবা দম্ভোক্তি ৮০% আমেরিকানকে হতাশ করেছে; এর থেকে বের হওয়া কঠিন; তবে, আমেরিকানরা বেকুব হিলারীকে শেষ অবধি চোখ বন্ধ করে ভোট দেবে কিনা, দেখার ব্যাপার!
৩| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:২৫
ডঃ এম এ আলী বলেছেন: Trump claimed a huge deduction in 1995 of US$909 million for “other income losses” as well as US$15.8 million in losses on rental real estate, royalties and partnership income. The sinister view is that Trump paid no personal income taxes for the next 15 years. Yet, it’s clear that several misconceptions are already developing. But a lot of question arise such as; is tax loss carry-forwards are unfair? Under a comprehensive income tax, it is fair for the government not just to enjoy the tax from gains but to also fully share any losses. So government enables investors to carry forward the nominal loss against future profits. Trump is smart enough to avail this opportunity . Secondly a nearly billion-dollar loss claimed on his taxes shows how Trump made business decisions. People are already concluding that the US$900 million loss is a result of financial losses. It could be that some of the tax loss was due to Trump’s hotel and casino investments, and the this losses assessed from financial statements, not personal tax returns. So Trump is safe to some extent . Thirdly, the write-off is allowed so Trump to pay no personal taxes for the next 15 years.One might argue that Americans are entitled to all Trump’s income tax forms so they can find out the truth, but those would still only provide part of the answer since Trump would have also arranged to pay a portion of his taxes at the corporate level. I wonder why Americans are so fixated on publishing presidential candidates’ personal tax returns, since most countries, including Canada, don’t require their party leaders to release such confidential information. Maybe America’s unique history justifies these demands for transparency of income tax returns. But since doing so only allows political opponents to exploit the public’s ignorance over tax policy, Hillary is not actually doing anything to favour his country, moreover, the result from debates like this one, is that Americans might be end up with such existing tax policy for which the party in power can not avoid the responsibility . Thus Trump’s fate is not so dangerous as expected .
০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:০৫
চাঁদগাজী বলেছেন:
১৯৯৫ সালের ক্ষতির জন্য ট্রাম্প ১৮ বছর ক্রেডিট নিয়েছে; সেগুলো ঠিক আছে; সে যা বলেছে, সেটা মানুষকে হতাশ করেছে।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:২৮
ডঃ এম এ আলী বলেছেন: in 1995< Since 1995
৫| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৪৪
ভ্রমরের ডানা বলেছেন:
ট্রাম্প হলে ভাল হবে। মুখে যা আসে বলে দেয়। হিলারি হল শান্ত ভ্যাম্পায়ার।
০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:২০
চাঁদগাজী বলেছেন:
সাধারণ আমেরিকানদের তুলনায়, হিলারী ভয়ংকর অদক্ষ।
৬| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:২৭
রক্তিম দিগন্ত বলেছেন:
এইবার আমেরিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী দুজনই বেশ দুর্বল। শেষমেশ যে ই জিতুক, উপকার খুব একটা হবে না কারো থেকেই।
০৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
খারাপ যখন হবে, অরাজনীতিবিদ হলেই ভালো হতো; হিলারী অদক্ষ ও অসৎ
৭| ০৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৪০
বিলিয়ার রহমান বলেছেন: ট্রাম্প ভুল বাক্য ব্যবহার করে সেই সুযোগটা হয়তো হাতছাড়া করলো!
০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৪
চাঁদগাজী বলেছেন:
আমেরিকানরা অন্যায় করলে মাফ চায়; ট্রাম্প ভুল কথা বলে ফেলেছে
৮| ০৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৪১
বিলিয়ার রহমান বলেছেন: পোস্টে লাইক!
০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০২
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ
৯| ০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: রসুনের পাছা সব একই জায়গায় থাকে, আমাদের জন্য কোন সুখবর নাই
০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০০
চাঁদগাজী বলেছেন:
বিশ্বের সবচেয়ে বড় পার্লামেন্টে যদি খালেদা, এরসগাদ, জয়নাল হাজারী, শামীম ওসমান, ফালু, পিন্টু খাওয়া দাওয়া করে, পায়খানা করে, আমাদের জন্য ভালো খবর থাকতে পারে না।
১০| ০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৪
চন্দ্রদ্বীপবাসী বলেছেন: @সাদা মনের মানুষ সহমত
মার্কিনীরা বিশ্ব শাসনের গুরুদায়িত্ব(!) থেকে যে শীঘ্রই মুক্তি পাচ্ছে তা সহজেই উপলব্ধি করা যাচ্ছে!
০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০১
চাঁদগাজী বলেছেন:
আমেরিকা বিশ্ব না চালাটে চাইলে, আপনি ডেকে আনবেন; আপনি চীনের কাছে, রাশিয়ার পুটিনের কাছে, বা সোমালিয়ার কাছে যাবেন?
১১| ০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৫
চন্দ্রদ্বীপবাসী বলেছেন: আপনার মন্তব্যটা বুঝতে পারিনি। দয়া করে করে বুঝিয়ে বলবেন কি?
০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন:
বিশ্বের জাতিেসমুহ আজ পরস্পরের সাথে জড়িত; ফলে, অনেক সমস্যারও সৃস্টি হচ্ছে, যেগুলো সমাধান দরকার; সমাধানটা দেবে কে? তখন আমেরিকার দরকার হয়।
১২| ০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫২
চন্দ্রদ্বীপবাসী বলেছেন: যে যার সমস্যা সমাধান করলেই হয়, কেন আমেরিকাকে দরকার হয়?
০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০৬
চাঁদগাজী বলেছেন:
ধরুন ইরানের "এটম বোমা", ইহার সমাধান কে করবে, বাংলাদেশ, বা ইয়েমেন?
১৩| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০৭
রমজান আহমেদ সিয়াম বলেছেন: যে-ই জিতুক কারোর (আমাদের) উপকার হবে না ৷
০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৪
চাঁদগাজী বলেছেন:
বাংগালীদের একটা ভুল ধারণা, আমেরিকা তাদের ক্ষতি করছে। গার্মেন্টস কে কিনছে? ৫ লাখ বাংগালী মানুষের মত কোন দেশে চাকুরী করছে?
১৪| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২০
গেম চেঞ্জার বলেছেন: ঢোল নিজেরটা পেটাইতে ভাল লেগেছিল বেচারার! তবে সাউন্ডটা একটু ভাল হইলেই ভাল ছিল এই আরকি!
০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
এখন দেখা যাচ্ছে যে, সে ঢোলই ভেংগে ফেলছে ভুলভাবে পিটায়ে।
১৫| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪২
চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ভাই চাঁদ! ইরানের এটম বোমা থাকলে সমস্যা কি? আপনাদের (মার্কিনীদের) যদি থাকতে পারে তাহলে ইরানীদের থাকতে পারবে না কেন?
০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:১২
চাঁদগাজী বলেছেন:
এখানেই আমাদের বাংগালীদের বুঝার একটা বড় সমস্যা আছে; বিশ্বে প্রতিটি জাতির চরিত্র, সভ্যতার প্রতি অবদান, নিজেদের প্রতি দায়িত্ব, ঐতিহাসিক আচরণ বুঝার দরকার আছে।
১৬| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:১৮
চন্দ্রদ্বীপবাসী বলেছেন: আমি আবারও আপনার কথা বুঝতে পারছিনা। এবং আমার প্রশ্নের উত্তরটিও পাইনি। আপনি কি বুঝিয়ে বলবেন আবার? এবং হ্যাঁ আমার প্রশ্নটির উত্তরটি দেবেন?
০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২৭
চাঁদগাজী বলেছেন:
ইরানীদের জাতীয় চরিত্র, তাদের সরকার ও জাতীয় নেতাদের চরিত্র, এটম বোমার মত ভয়ংকর অস্ত্রকে ব্যবহার করার মত ডিসিশন নেয়ার মত নয়।
সাখারভ মনে করতেন যে, এমন কি আমেরিকান ও রাশিয়ান রাজনীতিবিদরাও এটম বোমা ব্যবহার করার মত বিদ্যান নন।
১৭| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩৭
চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ইরানীদের চরিত্রকে কে মেপেছে? এবং যে মেপেছে তার চরিত্র কেমন?
এটম বোমা ব্যবহার করার যোগ্যতা কি কি? কে ব্যবহার করবে কে করবে না সেটার সিদ্ধান্ত কে নেবে? এবং সেই সিদ্ধান্ত যারা নেবে তাদের চরিত্র কেমন হতে হবে?
ভাই চাঁদ! জানতে চাই তাই অনেক প্রশ্ন করে ফেললাম। অজ্ঞ মানুষ বলে কথা! দয়া করে প্রতিটি প্রশ্নের উত্তর দেবেন। তবে একটু প্রাঞ্জল ভাষায় যাতে বুঝতে পারি।
০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫২
চাঁদগাজী বলেছেন:
ইরানীদের চরিত্র মাপা হয়েছে ইরাকের সাথে ৮ বছরের যুদ্ধে।
এটম বোমা ব্যবহারের সিদ্ধান্ত নেয়ার সময় সিদ্ধান্তকারীদের ভেতর বড় ধরণের শিক্ষিত, সায়েন্টিস্টস, গণতান্ত্রিক মননের জাতীয় নে্তা, আন্তর্জাতিক মননের মানুষ থাকার দরকার।
ইরানের কোনটাই নেই।
১৮| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ২:০৬
চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ভাই চাঁদ! ২০ বছর ধরে মার্কিনীরা ভিয়েতনামে যে পলান-টুকটুক খেলেছে তা থেকে সম্ভবত মার্কিনীদের চরিত্র মাপা হয়েছে, তাই না? ভিয়েতনামে তাঁরা যে শান্তি স্থাপন করেছিলেন তা থেকে বোঝা যায় যে একমাত্র মার্কিনীদেরই অধিকার আছে এটম বোমা ব্যবহার করার। ঠিক ধরেছি না?
এটম বোমা ব্যবহারের সিদ্ধান্ত নেয়ার সময় সিদ্ধান্তকারীদের ভেতর বড় ধরণের শিক্ষিত, সায়েন্টিস্টস, গণতান্ত্রিক মননের জাতীয় নে্তা, আন্তর্জাতিক মননের মানুষ থাকার দরকার।
আপনার দেয়া এই মানদণ্ডটি কে বানিয়েছে? কীভাবে বুঝলেন যে ইরানীদের ঐসব নেই? আপনার দেয়া এই মানদণ্ডটিই কেন ব্যবহার করতে হবে?
বিঃদ্রঃ দয়া করে প্রতিটি প্রশ্নের উত্তর দেবেন। তবে একটু প্রাঞ্জল ভাষায় যাতে বুঝতে পারি।
০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ২:২৬
চাঁদগাজী বলেছেন:
ভিয়েতনামে তারা অন্যায় করেছে, মাফ চেয়েছে; জাপানে অন্যায় করেছে মাফ চেয়েছে।
এটম বোম ব্যবহারের মানদণ্ডটি সাখারভের ধারণা থেকে আমি বানিয়েছি, এবং আমেরিকা এগুলো মানার চেস্টা করছে!
ইরানীরা বোমা তৈরির আগেই যে মনোভাব দেখায়েছে, তাদের হাতে বোমা থাকা মানে মানবতা হুমকীর মাঝে!
১৯| ০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৬
চন্দ্রদ্বীপবাসী বলেছেন: সব প্রশ্নের উত্তর পেলাম না ভাই চাঁদ! কীভাবে বুঝলেন যে ইরানীদের ঐসব নেই? আপনার দেয়া এই মানদণ্ডটিই কেন ব্যবহার করতে হবে? এই দুটি প্রশ্নের জবাব দয়া করে দেবেন।
আমেরিকার হাতে এটম বোমা থাকায় জার্মানিতে, জাপানে, ভিয়েতনামে, ইরাকে, আফগানিস্তানে যে শান্তি স্থাপিত হয়েছে, তাতে মানবতার শান্তি রক্ষা হয়েছে। সঠিক ধরেছি না?
ইরানীরা বোমা তৈরির আগেই যে মনোভাব দেখায়েছে, তাদের হাতে বোমা থাকা মানে মানবতা হুমকীর মাঝে!
ইরানীরা কি মনোভাব দেখিয়েছে? বিংশ এবং একবিংশ শতাব্দীতে ইরানীরা কতটি যুদ্ধ করেছে আর আপনার শান্তিপ্রিয় আমেরিকা কতটি করেছে? আমেরিকার মনোভাব কি?
০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৩
চাঁদগাজী বলেছেন:
আমেরিকা নিজের হয়ে করেছে ২য় বিশ্বযুদ্ধ, জাপান কর্তৃক আক্রান্ত হয়ে; বাকী যুদ্ধ করেছে অন্যদের হয়ে; অনেকগুলোতে মানবতা লংগন করেছে; তবে, সব যুদ্ধ শুরু হো্যার মত অবস্হা বিরাজ করছিলো।
আহমেদী নেযাদ বলেছিল যে, সে বোমা বানানোর পর, ইসরায়েলকে মুছে দেবে। ইরানীরা সৌদীতে এটম বোমা ব্যবহার করবে; শিয়া মতবাদ ভয়ংকর সমস্যা।
আমেরিকায় বিশ্বের অনেক শিক্ষিত মানুষের সমন্ময় ঘটে।
২০| ০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩১
চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ১) আপনার দেয়া এই মানদণ্ডটিই কেন ব্যবহার করতে হবে? এই প্রশ্নটির জবাব দয়া করে দেবেন।
২) অনেকগুলোতে মানবতা লংগন করেছে
ইরানতো মুখে বলেছে আর আপনারা তো কাজেই দেখিয়ে দিয়েছেন। এরপরও কীভাবে ভাবলেন যে আপনাদের (মার্কিনীদের) এটম বোমা ব্যবহার করার অধিকার আছে?
৩) যেহেতু ইসরায়েলকে মুছে দেবে বলেছে সেহেতু ইসরায়েলও এটম বোমা বানাক। তাহলে ব্যাল্যান্স অব পাওয়ার হয়ে যাবে। ইরান মারলে ইসরায়েলও মারবে। কিংবা ইরান-ইসরায়েল একসাথে বসে সমস্যার সমাধান করবে। মার্কিনীদের দরকার কি এক মহাসাগর পাড়ি দিয়ে ইসরায়েলকে বাঁচাতে আসার?
৪) আমেরিকায় বিশ্বের অনেক শিক্ষিত মানুষের সমন্ময় ঘটে।
তাই সম্ভবত সেই আলোকিত মানুষেরা হিরোশিমা-নাগাসাকি কাণ্ডের মত মহান(!) কাণ্ড ঘটিয়েছে! ঠিক ধরেছি না?
বিঃদ্রঃ দয়া করে প্রতিটি প্রশ্নের উত্তর দেবেন। তবে একটু প্রাঞ্জল ভাষায় যাতে বুঝতে পারি।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৮
তিক্তভাষী বলেছেন: আপনার এসব গার্বেজ অ্যানালাইসিস বাদ দেন!