নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জনতা কাশ্মীরীদের পক্ষে, সরকার ভারতের পক্ষে, জামাত-বিএনপি পাকী পক্ষে: জাতীয় ঐক্য!

০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮



বাংগালীদের সৌভাগ্য যে, ভারত-পাকিস্তান এটোমিক যুদ্ধ হবে না; হলে, ভারতের পাশে থাকার ঘোষনা দেয়ার কারণে, ঢাকায় যদি একটি সোনালী ডিম ফেলা হতো, সেটা যুদ্ধের নিয়ম মেনেই হতো। ভারত-পাকিস্তানের যুদ্ধের বেলায়, বাংলাদেশকে কারো পক্ষ নেয়ার দরকার নেই; কারণ, তাদের যুদ্ধ হচ্ছে 'জাতীয় ইগো ভিত্তিক' যদিও কাশ্মীর একটা উছিলা মাত্র।

কাশ্মীরিরা স্বাধীনতা চেয়ে আসছে 'মুসলমান' হিসেবে; ওরা ভারতীয় অংশের স্বাধীনতা চায়, পাকিস্তানী অংশের স্বাধীনতা চায় না; পাকিস্তানী অংশের স্বাধীনতা চাইলে কি হবে কেহ জানে না; পাকিস্তানী কাশ্মীর যদি স্বাধীন হতো, কাশ্মীর নামে একটি দেশ থাকতো পাকিস্তানী কাশ্মীরে।

ভারতীয় কাশ্মীর স্বাধীন হোক, প্রতিটি বাংগালী চায়; কিন্তু তারা কোনদিন জানতে চায়নি পাকিস্তানী কাশ্মীর কেন একটি স্বাধীন দেশ হলো না; নাকি বাংগালীরা চাচ্ছে, ভারতীয় কাশ্মীর ভারত থেকে বের হয়ে, পাকিস্তানের অংশ হোক? ভারতীয় কাশ্মীরের লোকেরা কিন্তু তা কোনদিন চাহেনি!

যাক, পাকিস্তানের পুরো জনতা কিন্তু ভারতের সাথে যুদ্ধ চায়; এবং পাকিস্তানীরা আসলে এটোমিক যুদ্ধই চায়; এতদিনে হয়তো সাধারণ পাকিস্তানীরা এটোমিক যুদ্ধের ফলাফল বুঝার মতো স্তরে গেছে; কিন্তু ভারতের বেলায় ওরা মগজ হারিয়ে ফেলে।

যাক, পাকি ও ভারতীয়দের ব্যাপার তারা দেখুক; আমরা দেখি আমাদের জাতীয় ঐক্য কোন পর্যায়ে আছে! আমার ধারণা, প্রায় সকল বাংগালীই কাশ্মীরীদের স্বাধীনতার সমর্থন করে, যা ভারত করে না; আমাদের জনতার সরকার কি করে তা'হলে 'ভারতের পাশে' আছে?

জামাত-বিএনপি এখন আর বলে না, তারা পাকিস্তানের পক্ষে; আমি ধরে নিয়েছি যে, কাশ্মীর নিয়ে ভারতের সাথে কোনরূপ বুমবাম হলে, জামাত-বিএনপি পাকিস্তানের পক্ষে থাকবে!

ভারতীয়রা কাশ্মীর নিয়ে এক, কাশ্মীর ছাড়া হবে না; দরকার হলে যুদ্ধ হবে। পাকিস্তানীরা ঘাস খেয়ে হলেও কাশ্মীর নিতে চায়, তারাও এক।
আমরা বাংগালীরা কাশ্মীর থেকে হাজার মাইল দুরে, এবং কমপক্ষে ৩ ভাগে বিভক্ত, এটাই আজকে আমাদের জাতীয় ঐক্যের অবস্হা।

মন্তব্য ৩৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: আপনি শকুনদের পক্ষে।

ভালই মানাবে আপনাকে

০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:



আপনি যা চান, সেটাই ঘটে

২| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০৬

ডঃ এম এ আলী বলেছেন: এটা আর নতুন কি , বাংলাদেশের স্বাধিনতার পর এমন এক্যতো বরাবরই ছিল ।

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:



প্রতি বড় জাতীয়/আন্তর্জাতিক ইভেন্টের পর, জাতিকে নিজের অবস্হান সঠিকভাবে এডজাস্ট করতে হবে।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১০

শিপন মোল্লা বলেছেন: অস্মপ্রন পোস্ট ।

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:



আপনার পজেটিভ কমেন্ট আমাকে উৎসাহিত করেছে

৪| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১২

আহা রুবন বলেছেন: কাশ্মীরিদের মধ্যে ঐক্য নেই। কেউ স্বাধীন হতে চায়, কেউ ভারতেই আরও বেশি স্বায়ত্তশাসন নিয়ে থাকতে চায়, কেউ চায় আজাদ কাশ্মীরের(আসলে তো পাকিস্তানি কাশ্মীর) সঙ্গে যুক্ত হতে। আবার কাশ্মীরের চিনা অংশ লাদাখই বা কী চায়? তাই এই জটলা খুলছে না।

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


কাশ্মীরীদের জন্য স্হাধীনতা থেকে শিক্ষা বেশী দরকারী হয়ে পড়েছে; ওরা পাক-ভারতে সবচেয়ে পেছনে পড়ে গেছে।

ওরা পাকীদের কারণে, জংগী তকমা পেয়ে বসে আছে; ভারতীয় জনতার সহানুভুতি হারয়েছে। তাদের দরকার, সরকারের সাথে বসে, ২০ বছরে সবাইকে শিক্ষিত করার প্ল্যান নেয়া

৫| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৫

জ্বলন্ত আলো বলেছেন: কে কি চায় তা জানিনা। তবে আপনি যে কি চান সেটা বুঝতে পারছি।

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:



আপনি গুণী লোক, আপনার উপর আমার আস্হা আছে।

৬| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৭

সামিউল ইসলাম বাবু বলেছেন:

দক্ষিন এশিয়ার অন্যতম প্রধান সমস্যা কাশমির সমস্যা।

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:



কাশ্মীর সমস্যাকে ভারত ও পাকিস্তান 'ইগো সমস্যায়' রূপান্তরিত করে ফেলেছে।

৭| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৪

দিয়া আলম বলেছেন: পন্ডিৎ ভাইয়া তুমি কেমন আছো?

তুমি কার পক্ষে?

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:



ভালো আছি, মাঝে মাঝে গিয়ে, " লাভ ইউ মা" পড়ে আসি।

আমি জনতার সাথে; তবে চাই যে, কাশ্মীরীরা বুঝুক যে, সময় চলে গেছে, এখন পড়ালেখা করে নিজ পায়ে দাঁড়ায়ে স্বাধীনতা চাইতে হবে, মানুষ বদলাচ্ছে; বিশ্বের মানচিত্রে আরো রদবদল হবে।

৮| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫০

বীরেনদ্র বলেছেন: বৃটিশ ভারত ভাগ হয় ধর্মের ভিত্তিতে। কাশ্মীরের সিংহভাগ লোক মুসলমান । সে হিসেবে এটি পাকিস্তানের অংশ হওয়ার কথা ছিল। কাশ্মীর ছিল দেশীয় রাজ্য এবং মহারাজা ছিলেন হরিসিং। তিনি হায়দ্রাবাদের নিজামের মত স্বাধীন রাজা হিসেবে থাকতে চেয়েছিলেন। কিন্তু দেশভাগের শর্ত হিসেবে দেশীয় রাজাদের হয় পাকিস্তান অথবা ভারতে যোগ দেওয়া ছাড়া অন্য কোন উপায় ছিল না। রাজা হরিসিং এর সেনাবাহিনীর মুসলিম সেনারা এবং স্থানীয় লোকজন বিদ্রোহ করে। তাদের সমর্থনে পাকিস্তান সৈন্য পাঠায় যারা রাজধানী শ্রীনগরের উপকন্ঠে এসে পৌছলে রাজা হরিসিং দিল্লী উড়ে এসে ভারতে যোগদান করেন। তখন ভারত সেনাবাহিনী পাঠায় এবং ১৯৪৮ সালে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ হয়। লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতি হয় যেখানে ভারতের অধীনে থাকে ৬০% এলাকা এবং পাকিস্তানের অধীনে থাকে ৪০% এলাকা। পাকিস্তান তার অংশের নাম দেয় আজাদ কাশ্মীর, এবং চীনকে প্রায় ৫ হাজার বর্গমাইল এলাকা (আকসাই চীন) দিয়ে দেয় কারাকোরাম হাইওয়ে গড়ে তোলার জন্য যাতে চীনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। এরপর জাতিসঙ্ঘে কাশ্মীর প্রশ্নে প্রস্তাব পাশ হয় যেখানে কাশ্মীর থেকে সৈন্য প্রত্যাহার করে সেখানে গনভোটের কথা বলা হয়। ভারত বা পাকিস্তান কেউই সৈন্য প্রত্যাহার করে নি এবং গনভোট হয় নি। পাকিস্তান চায় পুরো কাশ্মীর তাদের হোক ভারত চায় ভারতের হোক। সামান্য সংখ্যক লোক স্বাধীনতা চায়। তবে গনভোট হলে পাকিস্তানে যোগ দেওয়ার পক্ষে কাশ্মীরীরা ভোট দেবে- এটা আমার বিশ্বাস। কিন্তু তাতে কাশ্মীর সমস্যার সমাধান হবে না। কারন ওখানে বাংলাদেশের মত স্বাধীনতা সংগ্রাম গড়ে উঠবে যা এখন বেলুচিস্থানে মাথা চাড়া দিয়ে উঠছে।

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:



ভারত কাশ্মীরের যে অংশ দখলে রেখেছে, সেটাকে বাকী অংশের মত উন্নত করেনি, এটা অপরাধ। মানুষকে নিজের করে না নেয়াতে, মানুষের একাংশ পাকীদের হাতে পড়ে জংগী হয়ে, সবাইকে জীবন থেকে বন্চিত করেছে। ভারতের উচিত, কাশ্মীরীদের হারানো জীবন ফিরে পেতে ফ্রি উচ্চ-শিক্ষা দেয়া

৯| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভারতীয় কাশ্মীরিদের ঝামেলা তারাই বাড়িয়েছে। চুপচাপ আইন, সংবিধান মেনে চললেই তো হতো। আমাদের দুই বাংলা দুই দেশে পড়েছে। আমরা তো এক হতে চাইনি কখনো। তাহলে ঐতিহাসিক কারণে আজাদ কাশ্মীর পাকিস্তানে চলে গিয়েছিল বলে কী জুম্মকেও তেমন কিছু করতে হবে? দিল্লী, কলকাতা, মুম্বাই, কেরালা বা অন্য প্রদেশগুলোতে কি মুসলিম নেই? তবে দুই কাশ্মির এক হয়ে দেশ হলে কোন সমস্যা নেই। কিন্তু ভারত থেকে আলাদা হওয়ার চিন্তা করলে মার খেতেই হবে। বাংলাদেশীরা না বুঝেই ভারত-পাকিস্তানের পক্ষে বিপক্ষে যাচ্ছে। এর চেয়ে বেশী খারাপ অবস্থা ফিলিস্তিনের মুসলমানদের...

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:



ফিলিস্তিনের নেতারা নিজের দেশ না চেয়ে, ইজরায়েলের পতনের জন্য বেশী চেস্টা করেছে; এটা ভুল।

কাশ্মীরের জন্য একমাত্র পথ, সরকারের সাথে বসে, সব কাশ্মীরীর পড়ালেখা, চাকুরীর নিশ্চয়তা নেয়া, কাশ্মীরের ভেতর থেকে সেনাদের শুধু বর্ডারে রাখার জন্য চুক্তি করা।

১০| ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৯

ভীনদেশী বলেছেন: আমাদের নিজেদের অনেক সমস্যা। তাই ভারত, পাকিস্তান বাদ নিয়ে নিজেদের নিয়ে ভাবাটাই বেশি জরুরি।

আপনার পোস্ট ভালো লেগেছে।

১০ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:




আমাদের সরকার আমাদের সাথে কাশ্মীরিদের মত ব্যবহার করছে, কোন অধিকারই দিতে চাহে না।

১১| ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৮

রমজান আহমেদ সিয়াম বলেছেন: জনতার মুক্তি হোক কাশ্মীর একটি স্বাধীন দেশ হোক ৷


ভাই আপনি যুক্তবর্ণ লেখতে ভুল করেন ৷ তাই এই পোষ্ট থেকে কিছু সংযুক্ত বর্ণ লেখা গুলো দেখতে পারেন ৷

১০ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:



১৯৫০ সালে স্বাধীন হওয়ার জন্য যেসব পন্হা কাজ করতো, আজ তা আর কাজ করছে না; তাদেরকে সঠিক পথ খুঁজতে হবে।

১২| ১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৬

দুর্গম পথের যাত্রী বলেছেন: ফিলিস্টিনে নেতাদের দোষ..কাশ্মীরে আম জনতার দোষ.....চাদগাজী ভাই আপনি একটা সমাধান দিয়ে দেন ..বিশ্বের 150 জঙ্গিদের তার মানে সকল মুসলিমদের কিভাবে খতম করা যায় ।

১০ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:



মুসলমানেরা শিক্ষা, টেকনোলোজি, রাজনীতি ও অর্থনীতে পেছনে; এর জন্য ক্ষতিপুরণ দিচ্ছে, প্রকৃতি পেছনে-পড়া সন্তানকে রক্ষা করতে পারে না, পেছনে-পরা সন্তানকে মায়েও রক্ষা করতে পারে না।

১৩| ১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৯

দুর্গম পথের যাত্রী বলেছেন: সরি 150 কোটি হবে

১৪| ১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৬

ভ্রমরের ডানা বলেছেন:
সকল রাষ্ট্রীয় নাগপাশ থেকে কাশ্মীর মুক্তহোক অথবা কারাকোরামের নিচে চাপা পড়ুক।

১০ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:



কাশ্মীরকে মুক্ত হতে হলে, ২০ বছরের প্ল্যান নিতে হবে, মানুষকে পড়াতে হবে, পাকীদের সাথে সম্পর্ক কাটতে হবে।

১৫| ১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৮

ঢাকাবাসী বলেছেন: আমরা মনে হয়, না বুঝেই ভারতীয়দের পক্ষে চলে গেছি! শতকরা ৭৫- ৮০ ভাগ বর্তমান বাংলাদেশি বলতেই পারবেনা কাশ্মীর ইস্যুটি কি নিয়ে, কিভাবে হল কিভাবে বর্তমান অবস্হায় এল! আপনি ভাল লিখেছেন।

১০ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:



কাশ্মীরেরমানুষ পেছনে পড়ে গেছে, বাকী ভারতীয়রা তাদের পাকীদের এজেন্ট মনে করে; ফলে, ভবিষ্যত অনিশ্চিত; তাদের দরকার নিজদের উন্নয়ন করা; এট পেছনে পড়লে ভারত স্বাধীনতা দেয়ার কথা ভাববে না। আগামী ২০ বছরের অনেক কিছু ঘটবে।

১৬| ১০ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

পবন সরকার বলেছেন: আমি ঢাকাবাসীর সাথে একমত।

১০ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:




ভারত পাকিস্তানের ঝগড়ায় বাংলাদেশ সরকারকে নিরপেক্ষ থাকতে হবে।

১৭| ১০ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: বাংলাদেশের লোকেরা অধিকাংশই কাশ্মিরের পক্ষে, তবে সমাধানটা কি হবে সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই অধিকাংশেরই?

আমার মনে হয় আপনি ঠিকই বলছেন, ভারত-পাকিস্তানের যুদ্ধ হবে না। কেননা দুজনেরই প্রভু আমেরিকা। যখনই কাশ্মিরের জনগণের উপর ভারত নির্মমভাবে নিপীড়ন চালিয়েছে তখনই বিশ্ব জনমত সেই নিপীড়িত মানুষদের পক্ষে গিয়েছে। আর ঠিক তখনই ভারত-পাকিস্তান যুদ্ধের হুজুগ তৈরি করে কাশ্মিরের নিপীড়িত মানুষের আর্তনাদকে চাপা দেয়া হয়েছে।

১০ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:




৬৮ বছরে কাশ্মীরের মানুষ ভারতের অন্য এলাকার মানুষের তুলনায় ভয়ানক পেছনে পড়ে গেছে; তাদের অবস্হ রোহিংগাদের কাছাকাছি; শিক্ষিত কাশ্মীরীদের তা বুঝতে হবে

১৮| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১৮

বিলিয়ার রহমান বলেছেন: আমি ধরে নিয়েছি যে, কাশ্মীর নিয়ে ভারতের সাথে কোনরূপ বুমবাম হলে, জামাত-বিএনপি পাকিস্তানের পক্ষে থাকবে!
আপনারকাছে ধরে নেয়া গোছের বিশ্লেষন আশা করিনা গাজী ভাই!:)

১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:



জামাতী ও বিএনপি'র নেতৃত্ব ভারত বিরোধী ও পাকিস্তানের সমর্থক; ওরা বাংলাদেশ চাহেনি; ফলে, ঢরে নেয়ার মাঝে কোন ভুল নেই।

১৯| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২১

বিলিয়ার রহমান বলেছেন: পোস্টে লাইক!:)

১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:





ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.