নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জলবায়ু পরিবর্তন ফান্ড থেকে বাংলাদেশ সরকার ২ বিলিয়ন পাবে

২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০১



জলবায়ু পরিবর্তনের ফলে(গ্লোবেল ওয়ার্মিং) বাংলাদেশের মানুষ ভবিষ্যতে ভয়ংকর ভুমি সংকটে পড়বে, দেশের ৪ ভাগের একভাগ লোনা পানির নীচে চলে যাবে; এরজন্য প্রস্তুতি শুরু করার দরকার ছিল ২০০০ সাল থেকে! বাংলাদেশ প্রস্তুতির কাজে হাত দিতে পারেনি, কারণ পশ্চিম টাকা দেবে বলে, গত সপ্তাহ অবধি দেয়নি; ১৬ বছর অপেক্ষা করে, এখন ২ বিলিয়ন ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ!

মানব সভ্যতার জীবনধারা জলবায়ুর উপর প্রভাব ফেলছে, ফলে প্রকৃতির স্বাভাবিক পরিবর্তন ত্বরান্নিত হচ্ছে!

প্রস্তুতিগুলো কি কি? বাংলাদেশের প্রস্তুতিগুলো অন্যদেশ থেকে একটু আলাদা হবে; যেমন, মালদ্বীপ ডুবে গেলে, এসব মানুষকে পৃথিবীর অন্যদেশগুলো ভাগ করে নিয়ে যাবে; কারণ, কয়েক লাখ মানুষ, তাও আবার বাংলাদেশ থেকে বেশী শিক্ষিত। ফ্লোরিডা পুরোটা ডুবে গেলেও আমেরিকার মাথা ব্যথা থাকবে না, সেই রকম ১০ রাজ্যের লোককে একা আলাস্কায় যায়গা দিতে পারবে। কিন্তু বাংলাদেশের বেলায় আলাদা; ২০৫০/৬০ সালের দিকে যদি সমস্যা শুরু হয়, তখন যদি লোক সংখ্যা ৩০ কোটী হয়, ৭/৮ কোটী লোকের এলাকা পানির নীচে চলে যাবে; ৭/৮ কোটী বাংগালী কেহ নিবে না।

বাংলাদেশের জন্য প্রথম প্রস্তুতি হলো, মানুষকে উচ্চ ও কারিগরি শিক্ষা দেয়া, যাতে অন্যদেশগুলো এই মানুষগুলোকে নিয়ে যেতে আগ্রহী হয়; দ্বিতীয় প্রস্তুতি হলো, সমুদ্রের খুবই নিকটবর্তী মানুষের জমিগুলো কিস্তিতে সরকারের কেনার শুরু করা; সরকার এইসব জমির মালিকগুলোকে জমির কিস্তি হিসেবে টাকা দেবে, যেই টাকা তারা শিক্ষা ও উঁচু এলাকায় সমবায় ব্যবসায় প্রয়োগ করবে; জমিগুলো ডুবে যাবার উপক্রম হলে, সেগুলো সরকারী সম্পত্তিতে পরিণত হবে; সরকার সেখানে লবন পানিতে টিকে থাকার মতো টেকনোলোজৈিক্যাল গ্রাম গড়ে তুলবে; যেখানে আগে ৫ লাখ মানুষ বাস করা সম্ভব ছিলো, সেখানে ১ লাখের মতো মানুষ বাস করার ব্যবস্হা করা সম্ভব হবে। ডুবন্ত এলাকায় সামুদ্রিক মাছ চাষ সম্ভব হবে।

ডুবন্ত এলাকাকে ব্যবহার করতে হলে বিপুল টাকা ও টেকনোলোজীর দরকার হবে। দেখা যাক, এখন ২০০ কোটী ডলার পেলো, সেইগুলো দিয়ে কি কাজ শুরু করে, কি টেকনোলোজী কিনে! আশাকরি, সরকারের লোকেরা নিউইয়র্ক, লন্ডন ও মালয়েশিয়ায় বাড়ী কেনা শুরু করবে না।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২০

খোলা মনের কথা বলেছেন: আশাকরি, সরকারের লোকেরা নিউইয়র্ক, লন্ডন ও মালয়েশিয়ায় বাড়ী কেনা শুরু করবে না।

এমন আশা এখনো করেন???

নিজে বাঁচলে বাপের নাম!!! সাধারণ জনগন বাঁচলো কি মরলো এটা দেখার সময় নেই। সরকারের লোকেরা ও তার আওলাদগন বেঁচে থাকলে হল। এমন চিন্তা করবে না তারা এটা কি হয়???

যাই হোক তারপরও আশা করি সম্পদের সুষ্ঠ ব্যবহার হোক, জনগনের কল্যান হোক

২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



সরকার, ধনী লোকজন ও প্রশাসনই এখন বাংলাদেশ।

২| ২০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৪

সেলিম৮৩ বলেছেন: অাপনি অালাস্কার কথা বললেন, এই রাজ্যটা সম্ভবত অামেরিকার সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ এলাকা।
জাহাজের সাথে ডিঙ্গির তুলনা করেন কেন? প্রায় চারটি বাংলাদেশের যোগফলের সমান এই অালাস্কা। অথচ লোকসংখ্যা হতে পারে সর্বসাকুল্যে সাড়ে সাত লাখ।
অামেরিকানরা শুধু একটা বিশাল দেশের মালিকই নয়; অভূতপূর্ব প্রাকৃতিক সম্পদ সম্মৃদ্ধ দেশ।
শুধুমাত্র ইলিনয়েস এবং পেনসিলভানিয়ায় যে কয়লা মজুদ অাছে তা দিয়ে বাংলাদেশের মত একটি রাষ্ট্রে ১০০ বছর নিরবিচ্ছিন্নভাবে বিদ্যৎ উৎপাদন করা সম্ভব।
অামেরিকা বছরে প্রায় ১০০০০০ মিলিয়ন অাউন্স সোনা উত্তোলন করে। লোহা উত্তোলন করে ১৫.৫ মিলিয়ন মেট্রিকটন।
ক্যালিফোর্নিয়ায় যে পরিমাণ সোনা ব্যবহৃত হয় এবং স্বর্ণকার অাছে তা পুরো পৃথিবীর অন্যন্য সব রাষ্ট্রের যোগফলের সমান হতে পারে।
অামেরিকার কানসাস এবং নর্থ ডাকোটায় প্রতিবছর যে পরিমাণ গম উৎপাদন হয় তা দিয়ে বাংলাদেশের ১৬/১৭ কোটি মানুষকে পুরো একবছর খাওয়ানো সম্ভব।
সম্পদ না থাকলে অনেকসময় বড় বড় জ্ঞানীগুণীর বুদ্ধিও ফুরিয়ে যায়।
অার গরীব মানুষকে কেউ ঠাই দিতে চাইবেনা। শুধু দান খয়রাত করে যাবে। তাও সে দান-খয়রাত গরীবের কোন কাজে লাগবেনা।
সব বিভিন্ন সাগর পাড়ি দিয়ে সেই মেগা সিটিতে ঢুকে যাবে।

২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:



সব ঠিক আছে, কিছু মানুষ নিজের দেশ ছেড়ে কোথায়ও যাবে না। আবার ২০৬০/৭০ সালে আমেরিকা হয়তো পাখীকেও আমেরিকা আসতে দেবে না।

৩| ২০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৪

ভ্রমরের ডানা বলেছেন: ভাল বলেছেন। বিলিয়ন ডলারের যৌক্তিক ব্যবহার চাই।

২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:



এই ২ বিলিয়ন পুরোটা চুরি হবে না, কিন্তু এই ২ বিলয়ন বাজারে ঢুকার সাথে সাথে অন্য এলাকা থেকে সম-পরিমাণ টাকা সরাবার সম্ভাবনা; কারণ, বাজারে টাকা চালু থাকলে সহজে কিছু টাকা সরানো যায়।

৪| ২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: অাশা করি সরকারের নীতি নির্ধারকেরা স্বীয় বুক পকেট পূর্নের চিন্তা পরিহার করে গ্লোবাল ওয়ার্মিংয়ে ক্ষতিগ্রস্থ জনগনের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ঠ হবে।

২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:



কি করে দেখা যাক, আগের ইতিহাস জঘন্য

৫| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটাও শেখ হাসিনার কৃতিত্ব হয়ে যাবে...

২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:


পশ্চিম ঘোষনা করেছিল যে, ১০০ বিলিয়নের একটা ফান্ড গঠন করা হবে; সেটা শুনে, ২০০৯ সালে কিছু ব্যুরোক্রেট শেখ হাসিনাকে সবদেশে পাঠাচ্ছিল জলবায়ু সন্মেলনে; উনি মনে করেছিলেন যে, আলাদিনের চেরাগ পেয়েছেন; পশ্চিমের মানুষ আমাদের ভালো করেনই চেনে।

এই ২ বিলিয়নের সমান টাকা চুরি হবে; কারণ, মানুষের জন্য এরা ১ পয়সাও খরচ করবে না।

৬| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:১৮

গরল বলেছেন: বাংলাদেশের প্রতি বর্গকিলোমিটারে বাস করে ১২২২ জন (২০১৪) এর তথ্য অনুযায়ী। তার মানে একজনের জন্য বরাদ্ধ ৮৮০৮ বর্গফুট, ১২ কাঠা বা ২০ শতাংস যায়গা। ওয়ার্লড ব্যাংকের Energy use (kg of oil equivalent per capita) হিসাব অনুযায়ী বাংলাদেশে ২০১৬ তে জনপ্রতি বছরে ২১৬ কেজি মানে দিনে ০.৫৯ কেজি মানে প্রতি বর্গকিমিতে ৭২৩ কেজি তেল পোড়ানো হয় যা আগামী পাচ বছরে দ্বীগুন হবে। দেশের প্রতি বর্গকিমিতে যদি প্রতিদিন ৭২৩কেজি তেল এবং ভবিশ্যতে ১৪৪৬ কেজি তেল পুড়ে সে দেশের জলবায়ু কিভাবে স্বাভাবিক থাকবে আমার মাথায় আসে না। দেশ তো পুড়ে কয়লা হয়ে যাবে, এখনিতো শীতকাল উধাও হয়ে গেছে বাংলাদেশ থেকে।

Energy use (kg of oil equivalent per capita)

২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


বুড়িগংগা শুধু পায়খানা করে ভরায়ে দিয়েছে ঢাকাবাসীরা; ঢাকার সুয়েরেজ সোজাসুজি নদীতে ও নালায়।

ঢাকার মাটির নীচ থেকে সব পানি তুলে ফেলছে, সরকার কইছুই বলছে না।
কেউ টাকা না দেয়ায় সরকার পরিবেশ নিয়ে একটা কথাও বলে না।

এরা জাতীকে প্রতিবন্ধি বানাচ্ছে।

৭| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:২২

গরল বলেছেন: দু:ক্ষিত ২০১৬ না ২০১৩ হবে।

৮| ২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:০৩

ডঃ এম এ আলী বলেছেন: এই ব্যপক বিষয়টি নিয়ে অল্প দুএক কথায় তেমন কিছু বলা যাবেনা । তবে এতে অনেক ভাবনার বিষয় আছে ।

২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:



বিষয় ভয়ানক বড়, বিশ্ব কাঁপছে, বাংগালীরা ভিক্ষার জন্য অপেক্ষা করেছিল এতদিন; এখন কাজ শুরু হবে।

৯| ২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: এ বিষয়ে ভিক্ষা করা ছাড়া কিছু করা যায় কিনা তা নিয়া একটু লিখব বলে ভাবছি । আপনার লিখায় কিছু ইঙ্গিত আছে, তা সহায়ক হবে ।

২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের জীবনযাত্রার মান অনুসারে আমাদের খরচ; আমরা এখনো ভয়ংকর কম খরচে আমাদের সমস্যাগুলোর সমাধান করতে পারি; বিশ্ব ব্যাংক কিন্তু টাকা দিচ্ছে আমেরিকান ও ইউরোপিয়ান মাপে।

১০| ২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: টাকা দিয়ে সব ক্ষতি পোষানো যায় না??

২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৫

চাঁদগাজী বলেছেন:



দক্ষিণের মানুষ এখনো জানে না যে, তাদের জমি পানির নীচে চলে যেতে পারে; মানুষকে জাতির সমস্যা সমাধানে অংশ নিতে উৎসাহিত করার কোন কথাও উঠেনি আজও।

১১| ২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

সাহসী সন্তান বলেছেন: পদ্মাসেতু দূর্নিতি মামলায় সেবার আবুল হোসেনের নাম উঠে আসলে কেউ কেউ বলছিলেন, আবুল হোসেন নাকি বাংলাদেশের সব থেকে সেরা সৎ ব্যক্তি! ব্যাপার না, সেইটা আমিও স্বিকার করি! কিন্তু আফসোসের বিষয় হল, আজ যদি দেশে এই ধরনের সৎ ব্যক্তি গুলো না থাকতো; তাহলে দেশ বোধ হয় আরো একটু ভালোর দিকে যেত!

পোস্টের টপিকের সাথে সহমত! শুভ কামনা গাজী ভাই!

২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


আবুল হোসেন ধরা পড়ার পর, সরকার ও প্রশাসন চালাক হয়ে গেছে, ওরা অন্য ঝামেলাকে সামনে রেখে দুর্নীতি, সুনীতি থেকে মানুষের দৃস্টিকে চিরদিনের মতো অন্যদিকে নিয়ে গেছে।

এই ২ বিলয়ন যখন বাজারে আসবে, সরকারী থবিল থেকে ২ বিলিয়ন বাতাস হয়ে যাবে, আমি সেই প্যাটার্ণ দেখে আসছি।

১২| ২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

সাহসী সন্তান বলেছেন: আজ অনলাইনে পড়লাম 'রয়টর্স' আমেরিকার নির্বাচন নিয়ে একটা জরিপ প্রকাশ করেছে। যে জরিপে দেখা গেছে হিলারী জিতলেও খোদ রিপাবলিকানদের মধ্যে শতকরা ৭০ ভাগ এই ফলাফলকে মানবে না!

পক্ষান্তরে ট্রাম্প জিতলে ডেমোক্রেটদের ৭০ ভাগই তাকে সাপোর্ট করবে! এব্যাপারে আপনার মতামত কি? যদিও হিলারী আগেই বলেছেন ফলাফল যাই হোক সেটা তিনি মেনে নেবেন!

অপরদিকে ট্রাম্প দাবার গুটির ঘোড়ার চালের মত আড়াই প্যাঁচ দিয়ে বসে আছে! কারণ তার দাবি, এই নির্বাচনে এমন কেউ ভোট দিচ্ছে যারা আজ থেকে দশ বছর আগেই মারা গেছে! তো শেষ পর্যন্ত নির্বাচনটা কেমন হতে পারে বলে আপনি মনে করেন?

মন্তব্যটা অফটপিকে করলাম বলে দুঃখিত!

২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


আজ ভোট হলে ট্রাম্প হেরে যাবে; কারণ, সে আমেরিকান মুল্যবোধের বাহিরে কিছু কথা বলছে; সে কিন্তু শেষ ডিবেইটে জিতেছিল, কিন্তু "ভোটের ফলাফল মেনে নিবে কিনা?" প্রশ্নের জবাবে খারাপ উত্তর দেয়, সে বলে যে, সে দেখবে; এটা তার সমস্ত প্রাপ্তিকে ডুবিয়ে দিয়েছে। আমেরিকার ভোটে, জাল ভোট দিয়ে কেহ ফলাফল বদলাতে পারবে না। ফলে, ট্রাম্প ভুল করছে।

এখনো সবকিছু হঠাৎ করে বদলে যেতে পারে, কারণ মানুষ জানে যে হিলারী পোষা ময়না, যা বলছে, সে সেগুলো বুঝে না।

১৩| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩২

তরিকুল ইসলাম দিপু বলেছেন: পড়ে ভালো লাগলো ।

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:১১

অনিন্দ্য অবনী বলেছেন: অন্যভাবে দেখলে কথাটা ঠিকই আছে,,,, আমলা, রাজনিতিবিদ,আর প্রশাসনই দেশের সর্বৈব,,বাকিরা সব রোহিঙ্গা. ।।।।।:-P

২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:




দেশকে সেখানে নিয়ে গেছে সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.