নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্পের বিপক্ষে ২য় রাত্রি বিক্ষোভ, কিসের লক্ষণ?

১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৮



কালিফোর্নিয়া, নিউইর্য়ক, নিউজার্সি, পেলসিলভানিয়া,বস্টনসহ মিলে প্রায় ২০ রাজ্যে ২য় রাত্রি ট্রাম্প বিরোধী বিক্ষোভ হচ্ছে; আজ ২য় রাতে অনেক লোকজন এতে অংশ নিয়েছে; আমি যখন পোস্ট লিখছি, হাজার হাজার মানুষ তখন রাস্তায়; কিন্তু এরা কারা? এরা প্রথমত: হিলারীর ভোটারেরা, যারা ভোট দিয়ে হিলারীকে প্রেসিডন্ট বানাতে পারেনি; এরা ভোট দিয়েছে, কিন্তু ট্রাম্পকে এর থেকে বেশী মানুষ ভোট দিয়েছে। যারা ট্রাম্পকে ভোট দিয়েছে তারা কো্থায়?

তারা বাড়ীতে বসে টেলিভিশনে এসব বেকুব লোকদের পর্যবেক্ষণ করছে; তারা হয়তো রাস্তায় নামবে, তারা নামলে ভয়ংকর অবস্হার সৃস্টি হবে; ট্রাম্পকে যারা ভোট দিয়েছে, তারা ছাত্র ছাত্রী নন, তারা চাকুরী করে, পরিবার চালায়।

হিলারী ও বিল ক্লিনটন অফিসিয়েলী গত বছর অানুমানিক ৭ মিলিয়ন ডলার আয় করেছেন; উনারা চাকুরী করেননি; যারা চাকুরী করেন এধরণের অনেকে পরিবার মাত্র ১৪ * ২ = ২৮ হাজার ডলার আয় করেছেন; এদের সংখ্যা ১৪%; এটা সঠিক নয়।

রাস্তার বিক্ষোভে যারা আছেন, তারা ভুল করছেন; কারণ, ট্রাম্প আমরিকানদের ভোটে জয়ী হয়েছেন; সবাইকে এটা মেনে নিতে হবে; ট্রাম্প রাজনীতিবিদ নন, এটা সমস্যা নয়, এটা ভালো কথা।

বিক্ষোভ থামাতে পুলিশ ব্যবহৃত হবে শীঘ্রই, অর্ডার দেবেন লোকেল এডমিনিস্ট্রেশন; কিন্তু বদলাম হবে ট্রাম্পের; আসলে ট্রাম্পের কোন ক্ষমতাই নেই জানুয়ারীর ২১ তারিখ অবধি।

এই বিক্ষোভ ভয়ংকর রূপ নিতে পারে; এটা সাদা কালো দাংগায় পরিণত হতে পারে।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৩

সাদা মনের মানুষ বলেছেন:
ট্রাম্পের বিপক্ষে ২য় রাত্রি বিক্ষোভ, কিসের লক্ষণ?........আমেরিকা এগিয়ে যাচ্ছে সেই লক্ষণ B-)

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার অগ্রগতি থেকে গেলে সারা বিশ্বকে থামতে হবে, সেখানে সমস্যা

২| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৪

প্রামানিক বলেছেন: ওরা মনে হয় বাংলাদেশকে ফলো করা শুরু করেছে।

১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:



বিশ্ব কেহ বাংলাদেশকে অনুসরণ করবে না; পরিবর্তন মানুষকে শংকিত করছে।

৩| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪৮

ডঃ এম এ আলী বলেছেন:
যার ৩০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় দেশের ইজ্জত পাংচার হয়ে যাওয়া এ ধরনের বিক্ষোভ থামানোর কথা, তিনি কিনা আছেন এখন স্বামী লইয়া জঙ্গলে !!! আর ট্রাম্প বলছেন এটা পেশাদার বিক্ষোভকারীদের কাজ । অবস্থা কোন দিকে যায় আল্লাই জানেন । ট্রাম্প হারলে কিযে হত সেটা মনে হয় বুঝতে পেরেছিল জনগনে, তাইতো তারা এনেছেন তারে , আমিরিকান লোকজন বুদ্বিমান , বাচিয়েছেন দেশটারে এইবারে , ট্রাম্প অাসতে না পারলে মনে হয় আগুন জ্বলতো এতক্ষন ঘরে ঘরে !!!

Hillary Clinton has been seen for the first time since conceding the election to Donald Trump.
The vanquished Democratic nominee has fled to her home in the upstate New York town of Chappaqua since admitting defeat in Manhattan on Wednesday morning.
Clinton was out walking her dogs with Bill Clinton, when a local woman saw them and asked for a photo with the former Secretary of State.
ছবি সুত্র : ডেইলী মেইল অন লাইন

১২ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৫৮

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প সম্পর্কে ভয়ংকর মনোভাব সৃস্টি করেছে মিডিয়া; ফেল, এই বিক্ষোভ শেষে দাংগায় পরিণত হতে পারে।

৪| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:৪৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: আপনার আগের পোস্ট থেকে বুঝলাম আওয়ামী সমর্থনের কারনেই ট্রাম্প বিজয়ী হয়েছে। সুতরাং ট্রাম্প আওয়ামী স্টাইল অনুসরন করতে পারে।

১২ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


আপনার বুঝার শুরু হচ্ছে, পথ লম্বা, বুঝতে থাকুন।

৫| ১২ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:৪২

ডঃ এম এ আলী বলেছেন: ট্রাম্পের বক্তব্য খেয়াল করে দেখেন নি , তিনি বলেছেন এরা পেশাদার বিক্ষোভকারী । তাই এদেরকে চিহ্নিত করতে তাদের বেশী বেগ পেতে হবেনা এই ডিজিটাল যুগে । ঘটনা এখন কোন দিকে গড়ায় সেটা দেখার বিষয় ।

১২ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:



যেহেতু ট্রাম্প ক্ষমতায় নেই, যে কোন মন্তব্য তার বিপক্ষে যাবে; তার উচিত বলা যে, সে সবাইকে ঐক্যবদ্ধ করবে।

৬| ১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৫

ডঃ এম এ আলী বলেছেন:
এক দিকে যখন ট্রাম্প-বিরোধীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধে তুলকালাম চলছে দেশজুড়ে, তখনই পাল্টা আক্রমণে নেমেছে ট্রাম্পপন্থীরাও! রাতারাতি টুইটারে তৈরি হয়েছে হ্যাশট্যাগ— #ট্রাম্পরায়ট! সেখানে জোরকদমে চলছে দুপক্ষের বাগ্‌যুদ্ধ!
শুধু কথার লড়াই-ই নয়, ট্রাম্পপন্থীরা প্রকাশ্যেই এ বার বিদ্বেষমূলক কাজকর্ম শুরু করেছে বলে দাবি করেছে একটি মার্কিন দৈনিক।
ওই দৈনিক জানিয়েছে, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ট্যান্ডন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ে মুসলিমদের প্রার্থনাঘরের দেওয়ালে স্প্রে-পেন্টে ট্রাম্পের নাম লিখে গিয়েছে কেউ। মিনেসোটা হাইস্কুলে চোখে পড়েছে ‘সাদাদের আমেরিকা’, ‘আফ্রিকায় ফিরে যাও’ দেওয়াল লিখন। মিশিগানের একটি স্কুলের ক্যান্টিনে ‘দেওয়াল তৈরি হোক, দেওয়াল তৈরি হোক’ স্লোগান উঠছে বলেও খবর। উত্তর ক্যারোলাইনায় চোখে পড়তে শুরু করেছে ‘কালোদের জীবন আর ভোট, কোনওটারই দাম নেই’ লিখন!
ট্রাম্পের ‘স্বপ্নের আমেরিকা’র ছবি কি এমনই হবে? সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই।

১২ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:



এখনো পরিস্কার নয়, তবে পরাজিত মিডিয়া সবকইছুকে উস্কে দিচ্ছে। এদিকে প্রশাসন এমন সব ব্যবস্হা নিবে, যাতে মানুষ আরো ক্ষেপে।

৭| ১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: উম্মু আবদুল্লাহ বলেছেন: আপনার আগের পোস্ট থেকে বুঝলাম আওয়ামী সমর্থনের কারনেই ট্রাম্প বিজয়ী হয়েছে। সুতরাং ট্রাম্প আওয়ামী স্টাইল অনুসরন করতে পারে।

লেখক বলেছেন:
আপনার বুঝার শুরু হচ্ছে, পথ লম্বা, বুঝতে থাকুন।

আমি বেশ বিনোদিত =p~ =p~ =p~ =p~ =p~

১২ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প ফেনোমেনন বুঝাে অবস্হানে নেই উম্মু আবদুল্লাহ, পাবদুল্লাহ

৮| ১২ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৬

সেলিম৮৩ বলেছেন: ট্রাম্প সম্পর্কে অামরা যত মন্তব্য করি না কেন; ক্ষমতা গ্রহণের পরই বোঝা যাবে তিনি কোন পথে হাটছেন।
পরিবারের বখাটে ছেলেটাও অনেকসময় শাস্ত হয়ে যায়; যখন পরিবারের বোঝা তার ঘাড়ে চেপে যায়।
তবে এটা একপ্রকার নিশ্চিত করে বলা যায়, মধ্যপ্রাচ্য ভয়ানকভাবে অশান্ত হয়ে যাবার সম্ভবনা অাছে। অার দেশের ভীতর বর্তমানে যা হচ্ছে তা সামান্য কিছু ক্ষয়ক্ষতি দিয়েই সমাপ্ত হবে।
কেননা, হিলারী ফলাফল মেনে নিয়েছেন বলে ঘোষণা দিয়েছেন। বারাক উবামা অনেক সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছেন ট্রাম্পের সাথে।


১২ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


গতকাল 'ন্যাশনাল গিওগ্রাফি' দেখলো, ইরাকে, কু্দি বাহিনী এক সুন্নী গ্রাম ঘেরাও করে ৪ জনকে আইএস সাপোর্টার সন্দেহ করে গাড়ীতে তুলে নিয়ে গেলো; আমেরিকান ক্যামেরাম্যান বললো, এরা আর ফিরবে না; এগুলো কে থামাবে?

যদি থামাতে হয়, ইরাকের ২০%, ৩০% মানুষ মারা পড়বে; কেহ না থামালে, আরবেরা থামাবে না, কুর্দিরা থামাবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.