নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা যদি আভ্যন্তরীণ সমস্যায় পড়ে, বিশ্বের কি হবে?

১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৭



ট্রাম্পের জয়ে, রাশিয়ান হ্যাকারদের প্রভাব আছে বলে মনে করছে সিআইএ; এটার উপর ইনভেস্টিগেশন হবে; কি জানতে ইনভেস্টিগেশন হবে, তা এখনো পরিস্কার নয়। এটা সঠিক যে, নির্বাচনের ভোটের মেশিন হ্যাক করা কারো পক্ষে সম্ভব ছিলো না, অর্থাৎ ফলাফল বদলানোর মতো কোন হ্যাকিং সম্ভব ছিলো না; তা'হলে এ ধরণের ইনভেস্টিগেশন মানুষের মাঝে ট্রাম্প সম্পর্কে কি ধরণের ধারণার সৃস্টি করবে? আমেরিকান, রাশিয়া, চাইনীজ হ্যাকিং তো প্রতিদিন রুটিন মাফিক চলছে, এটাকে জনসমক্ষে কেন আনা হচ্ছে?

ট্রাম্প এখনো ক্ষমতায় যায়নি, কিন্তু ইন্ডিয়ানায় 'ক্যারিয়ার' এয়ার কন্ডিশনিং কোম্পানীর সাথে একটা চুক্তিতে গেছে; এটা নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক চলছে; ট্রেড ইউনিয়ন ট্রাম্পকে দোষ দিচ্ছে যে, সাড়ে ১১০০ চাকুরী রক্ষার কথা দিলেও ট্রাম্প মাত্র ৮৫০ টি চাকুরী রক্ষা করেছে; আবার, অন্য দিক থেকে ভাবলে, হিলারী তো কোন চাকুরী রক্ষার কথাই বলেনি; তা'হলে কোনটা ভালো? ১১৫০, বা ৮৫০ টি চাকুরী আমেরিকার জন্য কিছু না, তবে বিতর্ক সৃস্টির জন্য একটি বিষয়!

ট্রাম্প বড় বড় পোস্টে সব বড় বড় জেনারেলকে নিয়ে এসেছে, আরো আনবে; জেনারেল ব্যতিতও অরো মিলিটারী অফিসার আসছে অনেক গুরুত্বপুর্ণ পদে; এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে! অনেকে ভাবছে যে, ট্রাম্প হয়তো যুদ্ধ প্রসারিত করবে, অনেকে ভাবছে যে, মিলিটারীর দক্ষ লোকেরা সাধারণ সিভিলিয়ান রাজনীতিবিদদের চেয়ে অধিক দক্ষ ও দায়িত্বশীল।

বেশীর ভাগ আমেরিকান বিশ্বাস করে যে, রাশিয়ার সাথে আমেরিকার বন্ধুত্ব হতে পারে না, হওয়াও উচিত নয়; এবং হলে, রাশিয়াই লাভবান হবে! ট্রাম্প ভোটের সময়েই পুটিনকে বন্ধু বলেছে, এতে অনেকে আশাবাদী; তারা মনে করে যে, বিশ্বের এই ২ বৃহত্তম মিলিটারী শক্তির অকারণ প্রতিযোগীতা মানবতার জন্য ক্ষতি ছাড়া অন্য কিছুই নয়।

ট্রাম্পের কি করবে, কেহ সঠিকভাবে ম্যাপ এঁকে দেখাতে পারছে না; আবার ট্রাম্পও মুখ খুলছে না; ফলে, সবকিছু ধারণার উপর, কল্পনা নির্ভরশীল; কিন্তু জাতীয় ঐক্য বিঘ্নিত হবার অনেক লক্ষণ দেখা যাচ্ছে! কোন প্রকারে যদি আমেরিকা আভ্যন্তরীণ কোন সমস্যায় পড়ে, বিশ্বের কি হবে?




মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৫

ডঃ এম এ আলী বলেছেন: ট্রাম্পের জয়ে, রাশিয়ান হ্যাকারদের প্রভাব আছে বলে মনে করছে সিআইএ; এটার উপর ইনভেস্টিগেশন হবে
বেশ ভাল কথা , যদি তাই হবে তবে বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যয় । আর এরকম হওয়ার বিষয়টি রোধে ব্যর্থতার দায় বর্তমান সি আই এ প্রধান ও দেশের প্রশাসন এড়াতে পারেনা কোন প্রকারে । তাই ইনভেস্টিগেশন এর আগে তাদের পদত্যাগ করাই শুভনীয় বলে মনে জাগে ।

১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৮

চাঁদগাজী বলেছেন:


রাশিয়ান ও চীনারা প্রতিদিন আমেরিকা ও পশ্চিমের সরকারী সিস্টেম হ্যাক করতে চেস্টা চালাচ্ছে, একই সময়ে আমেরিকা ওদের উপর চেস্টা চালাচ্ছে; সেখানে ইনভেসটিগােশন প্রতিৈনই চলছে; এবার ঘোষনা দিয়ে হচ্ছে।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৩

আহা রুবন বলেছেন: ‌এ জন্য‌ই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার। এই অপকর্মের বিচার বিভাগীয় তদন্ত চাই। :-/

১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৯

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার নির্বাচন সিস্টেম নিরপেক্ষ, তাই এই ধরণের কোন কিছুর দরকার নেই।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৪

ঢাকাবাসী বলেছেন: ট্রাম্প বা যে কোন আমেরিকান প্রেসিডেন্ট যা করতে চায় সব সিনেট ও কংগ্রেসের অনুমোদন লাগে, এটা সবাই জানে। সুতরাং তিনি একা কিছু করবেন তা ভাবা ঠিক হবেনা। মেক্সিকোর পাশ দিয়ে পুরো দেয়াল দিবেন এটা কংগ্রেসে পাশ করানো অত সহজ হতনা। তবু জয়তু ট্রাম্প!

১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:



আপনি সঠিক বলছেন, কংগ্রেস ও সিনেট কিছু পাশ না করলে প্রেসিডেন্ট বেশীদুর এগুতে পারে না।

আবার, প্রেসিডেন্ট নিজের ক্ষমতায় কিছু করলে, ৩ মাসের ভেতর তা পাশ করিয়ে নিতে হয়, এবং ৮০% ক্ষেত্রে তা পাশ হয়ে যায়; আগে এ্যকশন, পরে বিল।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪০

রানার ব্লগ বলেছেন: আশার কথা এই যে আমেরিকার রাজনীতি ধীরে ধীরে বাংলাদেশ মুখি হচ্ছে। উধাহারনঃ ট্রাম্প বড় বড় পোস্টে সব বড় বড় জেনারেলকে নিয়ে এসেছে, আরো আনবে; জেনারেল ব্যতিতও অরো মিলিটারী অফিসার আসছে অনেক গুরুত্বপুর্ণ পদে; এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে! অনেকে ভাবছে যে, ট্রাম্প হয়তো যুদ্ধ প্রসারিত করবে, অনেকে ভাবছে যে, মিলিটারীর দক্ষ লোকেরা সাধারণ সিভিলিয়ান রাজনীতিবিদদের চেয়ে অধিক দক্ষ ও দায়িত্বশীল।

১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


যেহেতু বাংলাদেশের মানুষের ২টি হাত, ২টি পা আছে, আমেরিকানদেরও আমাদের সাথে মিল আছে; তবে, ট্রাম্প যাদের আনছে উহারা এরশাদ বা জেনারেল মইন নহে, উহারা পাখী মেরে জেনারেল হয়নি

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭

সাহসী সন্তান বলেছেন: আমি একটা বিষয়ে এখনো কিছুটা কনফিউশনে আছি! ধরুন যদি সিআইএর ইনভেস্টিগেশনে এটা প্রমাণিত হয় যে, ট্রাম্পকে জেতানোর জন্য রাশিয়ান হ্যাকাররা কাজ করেছিল; তাহলে সেক্ষেত্রে নির্বাচনের ফলাফলটা কেমন হতে পারে?

ট্রাম্পকে কি প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি প্রদান করা হবে? নাকি নির্বাচন পূণরায় হবে? আর নাকি নিরোপেক্ষ ভোটে যেই জয়লাভ করবে সেই হোয়াইট হাইজ-এ যাবে? কোনটা?

১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:



সিআইএ বলছে যে, হ্যাকিং করে নির্বাচনের বিবিধ তথ্য বের করে আনাতে, প্রকাশ হওয়ায়, ট্টাম্পের লাভ হয়েছে। ভোটিং সিস্টেমে হ্যাকিং হয়নি; সুতরাং, আর ভোট হচ্ছে না, ট্রাম্প থেকে যাচ্ছে।

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: বিশ্বের স্থিতিশীলতার জন্য আমেরিকার স্থিতিশীলতা অনেক জরুরী। যে যাই বলুক আমেরিকা সুপারপাওয়ার থাকবে আরো বেশ কয়েক দশক , চীনের আমেরিকার লেভেলএ আসতে আরো কয়েক দশক সময় লাগবে , যদি তারা ঠিকঠাক চলে।

১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:



চীনে ও ভারতের মানুষের ব্যকিত্বের অভাব, এরা বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে না; চীন মানবতার ক্ষতি করতে পারে।

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ট্রাম্প মনে হয় এক চীন নীতি থেকে সরে আসতে পারে। তখন আবার চীনের সাথে সম্পর্ক খারাপ এবং এর রেশ ধরে বিশ্ব অর্থনীতির কী অবস্থা দাঁড়াবে কে জানে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.